Handout Number : 1457
JICA President calls on Foreign Minister
Dhaka, May 25 :
Japan International Cooperation Agency (JICA) President Dr. Shinichi Kitaoka called on Foreign Minister A H Mahmood Ali this afternoon. A twelve member Japanese delegation composed of senior officials of JICA and the Japanese Ambassador to Bangladesh Masato Watanabe accompanied the JICA President. Bangladesh Foreign Minister was assisted by Bangladesh Ambassador to Japan, Rabab Fatima and other officials of the Foreign Ministry.
Welcoming the JICA President at the State Guest House Padma, Foreign Minister Ali recalled the contribution of the Japan and its people in rebuilding Bangladesh since its independence in 1971. As a trusted friend and a reliable development partner, Japan through its projects under JICA, has been playing a significant role in Bangladesh's socio-economic development. JICA President apprised the Foreign Minister of the progress of some of their ongoing project as well as upcoming projects under 38th ODA loan package.
The Foreign Minister outlined the ongoing efforts of the government of Prime Minister Sheikh Hasina in improving the socio-economic condition of her people. With 'zero tolerance' policy, her government has been successful in curbing the terrorism and violent extremism challenges posed by home grown extremists elements. He recalled the successful holding of the 9th GFMD meeting in December, 2016 and the 136th IPU Conference two months back which were attended by huge number of country delegates.
JICA President thanked the Foreign Minister for accepting him and reaffirmed their commitment to continue to support Bangladesh in its march towards development.
#
Khaleda/Mahmud/Mosharaf/Salimuzzaman/2017/2110 Hrs
Handout Number : 1456
Meeting held on sectoral competitiveness
of investment and export diversification
Dhaka, May 25 :
A meeting was held today on 'sectoral competitiveness of investment and export diversification' at the boardroom of Bangladesh Investment Development Authority (BIDA) with its Executive Chairman Kazi M. Aminul Islam in the chair.
BIDA Executive Member Navas Chandra Mandal, Md. Altaf Hossain, Secretary Ajit Kumar Paul FCA, Director Tauhidur Rahman Khan and World Bank Group (WBG) Private Sector Specialist Md. Lutfullah and Consultant M. Shaker Bin Shams were present among others on the occasion. A research paper titled 'Enhancing Sector Competitiveness and Export Diversification for Bangladesh' was presented by Ms. Hosna Ferdous Sumi, Private Sector Specialist of WBG.
The sectors which are identified as potential and feasible sectors for investment in Bangladesh from the research paper are: ceramics, food processing, furniture, jute yarn, leather & footwear, light engineering, pharmaceuticals, plastics and IT. Among them, four sectors which have been marked as the priority sectors for investment by multi-objective ranking analysis are: footwear, leather & leather products, plastics and light engineering.
BIDA Executive Chairman Kazi M. Aminul Islam said, unless our economy is diversified, our export products will also not be diversified. Our economy has mainly stood on RMG sector for more than two decades. This is the high time to diversify our products; otherwise it would be difficult to cope with the present competitive world. He also said, we have to identify our hidden potential sectors. In this case, he expressed his views on pharmaceuticals and light engineering as attractive sectors for investment in Bangladesh. He stressed on the identification of the barriers of the existing policies and its reform programs in order to enhance sectoral competitiveness of investment and export diversification.
Later, in a meeting with representatives of Japan’s world-renowned Marubeni Company, he answered several questions about their investment in Bangladesh. Noted, Marubeni has expressed their deep interest in establishing a paper mill in Bangladesh and their feasibility study regarding this is going on.
#
Faisal/Mahmud/Mosharaf/Salimuzzaman/2017/2100 Hrs
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৫
বিদ্যুৎ পরিস্থিতি উত্তরোত্তর স্বাভাবিক হচ্ছে
---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতি উত্তরোত্তর স্বাভাবিক হচ্ছে। আগামী শনিবারের মধ্যে পরিস্থিতি আরো উন্নত হবে। টাওয়ার ভেঙে যাওয়া, বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণে থাকা ও গ্যাসের স্বল্পতা এবং সর্বোপরি সার্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য এই অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে।
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভায় চলতি গ্রীষ্ম মৌসুমে ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেছেন। আলোচনা সভায় আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণি বিতানসমূহ খোলা রাখার বিষয়ে বিদ্যমান আইন অনুসরণ করা; আসন্ন রমজান মাসে পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ অধিক বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জামাদির ব্যবহার বন্ধ রাখা এবং মনিটরিং বাড়ানো; চলতি গ্রীষ্ম মৌসুমে ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধিকরণ; সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্ট্রেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধকরণ; ইফতার ও তারাবির সময় এসি ব্যবহার বন্ধ রাখা; বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা; হলিডে স্ট্যাগারিং কার্যক্রম জোরদার করতে হবে, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা; কোন এলাকায় লোডশেড করতে হলে লোডশেডিং সম্পর্কে গ্রাহককে পূর্বেই অবহিতকরণ; ইফতার, তারাবির নামাজ ও সেহেরীর সময়ে লোডশেড না করা, পিক আওয়ারে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; বিকাল ৩টা হতে রাত ১০টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ রাখা; অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদারকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিমন্ত্রী সার্বিক অবস্থার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, রোজার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসবে।
সভায়, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আসলাম/মাহমুদ/আলী/মোশারফ/আব্বাস/২০১৭/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৪
সম্মাননা পেলেন ‘ওরা ১১ জন’ সিনেমার শিল্পী-কুশলীরা
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর নির্মিত প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর শিল্পী ও কুশলীদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ‘ওরা ১১ জন’ সিনেমার শিল্পী ও কুশলীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী তাদেরকে সম্মাননা স্মারক ও উত্তরীয় অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
‘ওরা ১১ জন’ এর পরিচালক প্রয়াত চাষী নজরুল ইসলামের পক্ষে তার স্ত্রী জ্যোৎস্না কাজী, প্রযোজক মাসুদ পারভেজ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনাট্যকার কাজী আজিজ, অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, নূতন, মিরানা জামান, কাজী ফিরোজ রশীদ এবং অসুস্থ খসরু, নায়করাজ রাজ্জাক ও এটিএম শামসুজ্জামানের প্রতিনিধি ও পরিবেশক স্টার ফিল্মস ডিস্ট্রিবিউটরস এর প্রধান ইফতেখারুল আলমের প্রতিনিধি সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানের স্পন্সর সিলেটের মেট্রোপলিটান ইউনিভার্সিটির প্রতিনিধির হাতেও এসময় স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়।
১৯৭২ সালের ১৩ আগস্ট মুক্তি পায় ‘ওরা ১১ জন’। একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় বীর সেনানীদের অভিনয়সমৃদ্ধ এ সিনেমা বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ১৬ ও ৩৫ মিলিমিটার ফিল্মসহ ডিজিটাল ফরম্যাটে আগামী ৫০০ বছরের জন্য সংরক্ষিত রয়েছে বলে অনুষ্ঠানে জানান তথ্যমন্ত্রী।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের সভাপতিত্বে মোহাম্মদ হোসেন জেমীর সঞ্চালনায় আবেগঘন স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বের মধ্যে সৈয়দ হাসান ইমাম, মাসুদ পারভেজ, গাজী মাজহারুল আনোয়ার, নূতন, কাজী ফিরোজ রশীদ, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার প্রমুখ আলোচনায় অংশ নেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২০৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৩
সমালোচনায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় না, গণতন্ত্রও ভেঙে পড়ে না
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
সমালোচনায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় না বা গণতন্ত্রও ভেঙে পড়ে না, বরং সমালোচনা উভয়কেই মজবুত করে তোলে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ সকালে রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশের ‘জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বক্তব্যের শুরম্নতেই নজরম্নল জন্মজয়নত্মী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরম্নল ইসলামের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান মন্ত্রী।
ইনু বলেন, গণমাধ্যম সরকারের সমালোচনা করলে, তা যেমন সরকারের দক্ষতা বাড়াতে সহায়ক হয়, গণমাধ্যমের ক্ষেত্রেও তাই। ‘শেখ হাসিনার সরকার সমালোচনা সহ্য করার সরকার’ উলেস্নখ করে তিনি উদাহরণ দিয়ে বলেন, সম্প্রতি হাওর অঞ্চলে হঠাৎ বন্যাকালে গণমাধ্যমের সমালোচনায় সরকারের ত্বরিত ব্যবস'া জনদুর্ভোগ দ্রম্নত লাঘব করেছে।
গণমাধ্যমের গুরম্নত্ব বর্ণনাকালে মন্ত্রী আরো বলেন, ‘রাজনীতিকরা ভুল করলে সমাজ সাময়িক ক্ষতিগ্রসত্ম হয়, কিন' গণমাধ্যম ভুল করলে সমাজ ভেঙে পড়তে পারে। তাই গণমাধ্যমের ভুল করা চলবে না, সত্য উপস'াপন করতে হবে, স্বাধীনতা-সংবিধানের প্রশ্নে আপোষ করা চলবে না। এবং নিরপেক্ষতার নামে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সৈনিকদের সাথে রাজাকার, যুদ্ধাপরাধী ও জঙ্গিসন্ত্রাসী এবং তাদের দোসরদের কোনোভাবেই এক পালস্নায় মাপা উচিত নয়।’
সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সামনে নিজেকে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সমাজতন্ত্রের পক্ষের সৈনিক হিসেবে পরিচয় দিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমি মোটেও নিরপেক্ষ নই এবং দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষতার নামে মাঝখান দিয়ে হাঁটার কোনো সুযোগ নেই।’
ছাত্র-ছাত্রীদের দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সবাইকে মন্ত্রী-এমপি হতে হয় না, বুকে দেশপ্রেম নিয়ে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয়। তাতেই জীবনের সার্থকতা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য এম শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#
আকরাম/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা
Handout Number : 1452
Local companies should come forward
to inspire power sector automation
-- State Minister for Power
Dhaka, May 25 :
State Minister for Power, Energy and Mineral Resources Nasrul Hamid has said, local companies should come forward to inspire power sector automation. Entrepreneurs and interested organizations will be given necessary assistance by the government in this regard.
He was speaking at Vidyut Bhaban today as the chief guest at the inauguration of the Smart Meter for Comilla region by Bangladesh Power Development Board.
With the technical support of a Bangladeshi company named Aplombtech, Bangladesh Power Development Board's Smart Meter is one of the milestones. The integrated smart grid is a two-way interaction system that provides electricity and exchanges information between the customer and the electricity distribution system. Customer will always be able to know the measurement of used electricity, current demand and product based electricity bill. As a result, the subscriber can be aware of efficient use of the electricity.
In the chairmanship of Power Division Secretary Dr. Ahmad Kaikaus, State Minister for Information and Communication Technology Zunaid Ahmed Palak and Chairman of Power Development Board Khaled Mahmud spoke on the occasion.
#
Aslam/Mahmud/Mosharaf/Salimuzzaman/2017/1945 Hrs
তথ্যবিবরণী নম্বর : ১৪৫১
প্রতিযোগিতামূলক বিনিয়োগ খাত ও রপ্তানি বহুমুখীকরণ সংক্রানত্ম সভা
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
বাংলাদেশে বিনিয়োগের খাতসমূহ প্রতিযোগিতামূলককরণ এবং রপ্তানি বহুমুখীকরণ সংক্রানত্ম এক সভা আজ ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর বোর্ডরম্নমে বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিডা’র নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল, মোঃ আলতাফ হোসেন, সচিব অজিত কুমার পাল এফসিএ, পরিচালক তৌহিদুর রহমান খান এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রম্নপ (ডবিস্নউবিজি) এর প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মোঃ লুৎফুলস্নাহ, কনসালট্যান্ট এম শাকের বিন শামস্ প্রমুখ উপসি'ত ছিলেন।
অনুষ্ঠানে ‘ঊহযধহপরহম ঝবপঃড়ৎ ঈড়সঢ়বঃরঃরাবহবংং ধহফ ঊীঢ়ড়ৎঃ উরাবৎংরভরপধঃরড়হ ভড়ৎ ইধহমষধফবংয’ শীর্ষক গবেষণাপত্র উপস'াপন করেন ডবিস্নউবিজি গ্রম্নপের প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি।
গবেষণাপত্র থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় এবং উপযোগী খাত হিসেবে যেসব সেক্টর চিহ্নিত করা হয়, সেগুলো হলো সিরামিকস্, ফুড প্রসেসিং, ফার্নিচার, জুট ইয়ার্ন, লেদার এন্ড ফুটওয়্যার, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস্, পস্নাস্টিকস্ এবং আইটি। মাল্টি-অবজেকটিভ র্যাংকিং অ্যানালাইসিস এর মাধ্যমে ৪টি খাতকে বিনিয়োগের জন্য সবচেয়ে অগ্রাধিকার খাত হিসেবে নির্ধারণ করা হয়। সেগুলো হলো ফুটওয়্যার প্রডাক্টস, লেদার এন্ড লেদার প্রডাক্টস, পস্নাস্টিকস এবং লাইট ইঞ্জিনিয়ারিং।
বিডা নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, যতক্ষণ না আমাদের অর্থনীতি বহুমুখী হবে, আমাদের রপ্তানি পণ্যেও বৈচিত্র্য আসবে না। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আমাদের অর্থনীতি মূলত গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। এখন সময় এসেছে পণ্য বহুমুখীকরণের, অন্যথায় আমরা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে পারব না।
তিনি আরো বলেন, আমাদের লুকায়িত সম্ভাবনাময় সেক্টরসমূহ চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের জন্য ফার্মাসিউটিক্যালস এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত যথেষ্ট আকর্ষণীয় বলে তিনি মত প্রকাশ করেন। তিনি বিনিয়োগ খাতসমূহ প্রতিযোগিতামূলককরণ এবং রপ্তানি পণ্য বহুমুখীকরণে বিদ্যমান পলিসিগত বাধাসমূহ চিহ্নিত করে সেগুলোর সংস্কার কার্যক্রমের ওপর গুরম্নত্বারোপ করেন।
পরে তিনি জাপানের বিশ্ববিখ্যাত মারম্নবেনি কোম্পানির প্রতিনিধিবৃন্দের সাথে এক বৈঠকে বাংলাদেশে তাঁদের বিনিয়োগ সংক্রানত্ম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উলেস্নখ্য, মারম্নবেনি বাংলাদেশে একটি পেপার মিলস স'াপনে আগ্রহ প্রকাশ করেছে এবং এ ব্যাপারে বাংলাদেশে তাঁদের একটি সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে।
#
ফয়সল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫০
পার্বত্য চট্টগ্রাম দড়্গিণ এশিয়ার ব্যবসা কেন্দ্রে পরিণত হবে
-- রাশেদ খান মেনন
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের এক দশমাংশ আয়তনের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাকসব্জী, ফলমূল ও ওষুধের কাঁচামাল যোগানদাতা। সমতলের পাশাপাশি এ এলাকার উৎপাদিত দ্রব্য দড়্গিণ ও দড়্গিণ পূর্ব এশিয়ায় রপ্তানির সুবর্ণ সুযোগ উন্মোচিত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে এ এলাকাকে ব্যবসা কেন্দ্রে (বিজনেস হাব) পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ওহঃবৎহধঃরড়হধষ ঈবহঃৎব ভড়ৎ ওহঃবমৎধঃবফ গড়ঁহঃধরহ উবাবষড়ঢ়সবহঃ (ওঈওগঙউ) আয়োজিত ‘উবংঃরহধঃরড়হ গধহধমবসবহঃ চষধহ' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুধ িঝযবি ঐষধ, অর্থনীতিবিদ আবুল বারকাত প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, পাহাড়, নদী, লেক ও ঝর্ণা বেষ্টিত পার্বত্য চট্টগ্রাম পৃথিবীর অন্যতম পর্যটন আকর্ষণীয় স'ান। এ অঞ্চলকে বিশ্বমানের ট্যুরিস্ট জোন হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
কর্মশালায় বান্দরবানের রম্নমা উপজেলার আদিবাসীদের জীবনবৈচিত্রকে সমুন্নত ও পর্যটন শিল্পের উন্নয়নে পরিচালিত ‘হিমালয়া’ পাইলট প্রজেক্টের উদ্বোধন করা হয়।
#
মাহবুবুর/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৯
বৈদেশিক বাণিজ্য সড়্গমতা বাড়াতে ব্যবসায়ীদের জন্য সহায়তা বাড়াতে হবে
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)কে বৈদেশিক বাণিজ্য সড়্গমতা বৃদ্ধিতে ব্যবসায়ীদের জন্য সহায়তা বাড়াতে হবে। ব্যবসায়ীরা যাতে এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা পেতে পারে, তা নিশ্চিত করতে হবে।
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্ররণালয়ের সম্মেলন কড়্গে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করে এ সব কথা বলেন।
বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বিগত তিন বছরের নিরীড়্গা প্রতিবেদন সাধারণ সভায় উপস'াপন করেন। বিসত্মারিত আলোচনার পর তা সাধারণ সভায় অনুমোদিত হয়। তিনি সভাকে অবহিত করে বলেন, এতদিন বিএফটিআই ঋণগ্রসত্ম ছিল, এখন নিজের আয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির উপর ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। সভায় বিএফটিআই-এর পরিচালক অমিতাভ চক্রবর্তী বিগত ৬ মাসে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রমের বিবরণ উপস'াপন করেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মুশফেকা ইকফাত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভারপ্রাপ্ত ভাইস-চেয়ারম্যান অভিজিৎ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, বিসিআই-এর প্রেসিডেন্ট মোসত্মফা আজাদ চৌধুরী উপসি'ত ছিলেন।
#
বকসী/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৮
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস'্যসেবার বিষয়টি গুরম্নত্বের সাথে দেখতে হবে
-- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রজনন স্বাস'্য রড়্গার খরচ শ্রমিকদের ওপর না চাপিয়ে মালিক পড়্গ, ক্রেতা এবং এ শিল্পের বন্ধুদের যৌথ সহায়তায় বহন করলে এ সম্পর্কিত উদ্যোগসমূহ অধিকতর ফলপ্রসূ হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্্রিয়ার আলম আজ রাজধানীর হোটেল লেক শোরে ‘ওয়ার্কিং উইথ উইমেন প্রজেক্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের স'ায়িত্বের জন্য এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের স্বাস'্যসেবার বিষয়টি গুরম্নত্বের সাথে দেখতে হবে। শ্রমিকের নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস'্য সুরড়্গা ও কল্যাণের জন্য অপুষ্টি, কর্মড়্গেত্রের ঝুঁকি, সংক্রামক ব্যাধি, শিশুমৃত্যু, গর্ভধারণজনিত জটিলতা ইত্যাদি সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে প্রতিমন্ত্রী মনত্মব্য করেন।
অনুষ্ঠানের আয়োজক এস এন ভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি পোশাক শিল্প কারখানা ও এর শ্রমিকদের প্রজনন স্বাস'্যসেবা নিয়ে সংস'াটি পরিচালিত একটি প্রকল্পের চার বছরের অভিজ্ঞতা বিনিময় করে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্টক হোল্ডারের সাথে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আনোয়ার উলস্নাহ, ঢাকাস' নেদাল্যান্ডস্ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স মার্টিন ভ্যান হুগস্ট্র্যাটেন (গধৎঃরহব াধহ ঐড়ড়মংঃৎধঃবহ), এসএনভির কান্ট্রি ডিরেক্টর জেসন বেলাঙ্গের (ঔধংড়হ ইবষধহমবৎ) প্রমুখ।
#
খালেদা/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৭
বিদ্যুৎ খাতে আটোমেশনে দেশি সংস'াগুলোকে এগিয়ে আসা উচিত -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতে আটোমেশন করতে দেশি সংস'াগুলোকে এগিয়ে আসা উচিত। উদ্যোগী ও আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজন বোধে সহযোগিতা করা হবে।
তিনি আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে স্মার্ট মিটার সংযোজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে কিন' প্রযুক্তি নির্মাণে আগ্রহ তেমন দেখা যাচ্ছে না।
বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাপলম্বটেক-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তৈরি স্মার্ট মিটার সংযোজন অন্যতম মাইলফলক। সংযোজিত স্মার্ট গ্রিড একটি দ্বিমুখী ব্যবস'া যা গ্রাহক ও বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুৎ ও তথ্য আদান প্রদান করবে। গ্রাহক সর্বদা সার্ভারের সঙ্গে যুক্ত থেকে ব্যবহৃত বিদ্যুৎ, বর্তমান চাহিদা এবং পণ্যভিত্তিক বিদ্যুৎ বিল জানতে পারবে। ফলে গ্রাহক বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন ও সতর্ক হতে পারবে। এছাড়া গ্রাহক মোবাইলের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৬৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৬
বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী
- আইনমন্ত্রী
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সাংবিধানিকভাবে ন্যায়বিচার প্রাপ্তি, আইনের শাসন, মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করেছে।
মন্ত্রী আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘মামলা জট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইন মন্ত্রী বলেন, সরকার শুধু জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য কাজ করছে না, একই সাথে জনগণের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে। কারণ বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী।
তিনি বলেন, সমাজের অন্য যে কোনো অংশের চাইতে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরাই অপরাধী ও প্রশাসনিক নিয়ন্ত্রণের সংস্পর্শে বেশি আসে। কিন্তু বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় এই দরিদ্র মানুষেরাই আইনি অধিকার থেকে বঞ্চিত হন। সুতরাং, যত দিন সমাজে গরীব মানুষ থাকবে, তত দিন মানবাধিকার এবং সমতা তুলে ধরার জন্য আইনি সহায়তার আবশ্যকতা থাকবে। এ প্রেক্ষাপটে সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও গঠনমূলক ও সুসংগঠিত করার উদ্দেশ্যে ‘সরকারি আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান’ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অধস্তন আদালতগুলোতে প্রায় ২৮ লাখ মামলাজট রয়েছে। বর্তমানে মামলাজট নিরসনে জেলা ‘লিগ্যাল এইড অফিসগুলো’কে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগানোর বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
#
রেজাউল/নুসরাত/গিয়াস/সুবর্ণা/আসমা/২০১৭/১৫৫৫ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৫
প্রধান তথ্য অফিসারের চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন
চট্টগ্রাম, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার ২৪ মে চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সারোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সাংবাদিক কাজী আবুল মানসুর, মোস্তফা নাঈম, মাখন লাল সরকারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকগণ অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্তি, সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রভৃতি বিষয় নিয়ে প্রধান তথ্য অফিসার এর সাথে আলোচনা করেন। প্রধান তথ্য অফিসার এসময় তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের লাইব্রেরি বাতিঘর পরিদর্শন করেন।
কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের ১টি কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য। অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. ফজলে রাব্বী এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে ২৪ মে পটিয়ার চর পাথরঘাটাস্থ সাহ সমিয়া নগর কমিউনিটি ক্লিনিকে যান। সেখানে তিনি কমিউনিটি সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপপ্রধান তথ্য অফিসার মাসুদা খাতুন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আলী সরকার ও অনুসূয়া বড়–য়া, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন। এসময় তিনি সুবিধাভোগী লোকজনের খোঁজ খবর নেন এবং চিকিৎসার সুফল জানতে চান।
#
নুসরাত/গিয়াস/সুবর্ণা/আসমা/২০১৭/১৫৪৫ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৪
জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিতে জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে
- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ১১ জৈষ্ঠ (২৫ মে) :
উন্নয়ন প্রকল্প গ্রহণে স্থানীয় জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতি সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ।
আজ যশোর জেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ইন্সটিটিউশনগুলোতে নতুন প্রজন্মের নাগরিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি তাদের কাজকর্মে আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। যশোর-৫ আসনের সংস