তথ্যবিবরণী নম্বর : ৭৬৫
সারা দেশে সুষম উন্নয়ন করা হবে
-- এলজিআরডি মন্ত্রী
মাদারীপুর, ৪ চৈত্র (১৮ মার্চ) :
স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সারা দেশে সুষমভাবে উন্নয়ন করা হবে।
তিনি আজ মাদারীপুরে নবনির্মিত সদর উপজেলা কমপেস্নক্স ভবনের ভিত্তি ফলক উন্মোচন উপলড়্গে সদর উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সুধী সমাবেশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুলুর রহমান শফিক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, ফরিদপুর -৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সংরড়্গিত মহিলা সংসদ সদস্য রোকসানা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্ত্রী আরো বলেন, স'ানীয় সরকার বিভাগ দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরম্নত্ব দিয়ে প্রকল্প গ্রহণ ও বাসত্মবায়ন করে যাচ্ছে। তিনি মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার উন্নয়নে বৃহৎ প্রকল্প বাসত্মবায়নের কথাও উলেস্নখ করেন।
এর আগে মন্ত্রী রাজৈর পৌরসভা ভবনের ভিত্তিফলক উন্মোচন ও রাজৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
#
জাকির/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৭/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৬৪
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে
-- ডেপুটি স্পিকার
গাইবান্ধা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। দেশ উন্নত হোক এটাই সরকার চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে বিভিন্ন খাতে বহুমুখী উন্নয়ন বাস্তবায়ন অব্যাহত রয়েছে।
তিনি আজ গাইবান্ধার সাঘাটা উপজেলার কুকড়ারহাট ও ঝড়াবর্ষায় পৃথক দু’টি পথসভায় এ কথা বলেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, আব্দুল হামিদ বাবু, ইউপি চেয়ারম্যান শামসুল আজাদ শিতলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ডেপুটি স্পিকার বলেন, সরকার কৃষকদের জন্য বিনা জামানতে কৃষি ঋণ ব্যবস্থা চালু, তিন বার সারের দাম কমিয়ে কৃষি উন্নয়নে সফলতা অর্জন করেছে। অতীতের কোন সরকার তা করতে পারেনি।
এর আগে ডেপুটি স্পিকার বাদিয়াখালী-সাঘাটা পর্যন্ত পাকা রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন। সড়ক বিভাগের অধীনে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
এরপর তিনি সাঘাটার কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিতির বক্তৃতা করেন। বক্তৃতাকালে তিনি বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি স্বাধীনতা, একটি স্বাধীন সার্বভৌম দেশ। এ সময় তিনি জাতির পিতার লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
#
স্বপন/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৬৩
গ্লোবাল এডুকেশন এন্ড স্কিলস্ ফোরামে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী
দুবাই, ১৮ মার্চ :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘৫ম গ্লোবাল এডুকেশন এন্ড স্কিলস্ ফোরাম’-এ যোগ দিচ্ছেন। দু’দিনব্যাপী এ সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।
এবারের সম্মেলনে মূল আলোচ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন। শিক্ষাক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম বড় ফোরাম, যা প্রতিবছর দুবাইয়ে অনুষ্ঠিত হয়। এ বছর বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহণ করছেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নিচ্ছেন।
আজ প্রথম দিনে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষামন্ত্রী ও ই-নাইন ফোরামের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা (ওৎরহধ ইড়শড়াধ )-এর সাথে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি পরবর্তী দু’বছর মেয়াদে বাংলাদেশ ই-নাইন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে সহায়তা কামনা করেন।
আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হবে। এ বছর শাহানাজ পারভিন নামে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বের শীর্ষ ৫০ জন শিক্ষকের মাঝে স্থান পেয়েছেন।
উল্লেখ্য, এ ফোরামে যোগদানের লক্ষ্যে গতকাল শিক্ষামন্ত্রী দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৬২
বাংলাদেশ-ভারত দ্বিতীয় জ্বালানি সংলাপ অনুষ্ঠিত
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-ভারত দ্বিতীয় জ্বালানি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং ভারতের পক্ষে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব কে ডি ত্রিপাঠি (ক উ ঞৎরঢ়ধঃযর) নেতৃত্ব দেন। আগামী দিনের জ্বালানি সংকট মোকাবিলায় উভয় দেশই পারস্পরিক সহযোগিতার ওপর গুরম্নত্ব আরোপ করে ও সহযোগিতার ক্ষেত্র বাড়াতে একমত পোষণ করে।
দ্বিতীয় জ্বালানি সংলাপে বাংলাদেশের অফশোরে ঙঘএঈ ঠরফবংয খঃফ- এর অনুসন্ধান কার্যক্রম, পেট্রোনেট কর্তৃক জ-খঘএ টার্মিনাল নির্মাণ, আইওসিএল কর্তৃক জ-খঘএ সরবরাহ প্রসত্মাব, তাপি পাইপ লাইনে সংযুক্ত ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে তুর্কিমিনিসত্মান ও ইরান থেকে গ্যাস আমদানি, মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে যৌথ উদ্যোগ গ্রহণ, নোমালিগড় হতে ডিজেল আমদানি, আইওসিএল কর্তৃক চট্টগ্রামে খচএ চষধহঃ ও টার্মিনাল নির্মাণ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, প্রশিক্ষণ, নীল অর্থনীতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভারত পেট্রোকেমিক্যাল ও মোম রপ্তানির প্রসত্মাব দেয়।
প্রথম সংলাপ দিলস্নীতে ২০১৬ সালের জুনে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ-ভারত তৃতীয় জ্বালানি সংলাপ ২০১৮ সালের মার্চে দিলস্নীতে অনুষ্ঠিত হবে।
#
আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৬১
শিশু-কিশোরদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করতে হবে
-- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ‘জাতীয় শিশু দিবস’ ২০১৭ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স'পতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ সিরাজুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় ও স্বাগত বক্তব্য প্রদান করেন জাদুঘরের সিনিয়র কিউরেটর মোঃ বদিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে অত্যনত্ম ভালবাসতেন। শিশুদের উন্নয়ন ও কল্যাণের জন্য তিনি আজীবন নানা কাজ করে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার মতোই শিশুদের স্নেহ করেন, ভালবাসেন। সেজন্য তিনি শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। মন্ত্রী এসময় শিশু-কিশোরদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ, তা থেকে শিক্ষগ্রহণ এবং সে আদর্শ বুকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঢাকা শহরের প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ক বিভাগে (শিশু-৩য় শ্রেণি), খ বিভাগে (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি), গ বিভাগে (৭ম-১০ম শ্রেণি) এবং অটিস্টিক শিশুরা আলাদা বিশেষ বিভাগে অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগ থেকে ৫ জন প্রতিযোগীকে মেধা পুরস্কার এবং ০৫জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
#
কামরম্নল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৬০
বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের বঞ্চিত মানুষের নেতা
-- স্পিকার
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা। বিশ্বের বঞ্চিত জনগোষ্ঠী তাদের আজীবন প্রাণশক্তির জন্য সংকটে বঙ্গবন্ধুকে খুঁজবে।
তিনি আজ বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব আয়োজন কমিটি কর্তৃক আজিমপুর কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম শুভ জন্মদিন উপলড়্গে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যনত্ম বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের ধারাবাহিক বিবরণ দিয়ে স্পিকার বলেন, মার্চ মাস বাঙালিদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাস। এ মাসেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। এ মাসেই তিনি জন্মগ্রহণ করেন এবং এ মাসেই বাঙালিদের জাতীয় জীবনে ২৫ মার্চে নারকীয় ঘটনা সংঘটিত হয়। আর এ মাসেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তাই এ মাসের তাৎপর্য আমাদের জাতীয় জীবনে অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ।
তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তাঁর আত্মত্যাগ, আদর্শ ও আপোশহীন সংগ্রামের কথা, তাঁর প্রতিবাদী মানসিকতার কথা এবং তাঁর দর্শন নব প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। মানবদরদী ও মানবতার দিশারী এ মহান নেতা আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন। আর নিজে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। তাই শিশুদেরকে তাঁর এ বীরত্বগাঁথা অবশ্যই জানাতে হবে।
এর আগে স্পিকার জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মুজিব কোট বিতরণ করেন এবং জাতির পিতার জন্মদিনের কেক কাটেন। তিনি বঙ্গবন্ধু উৎসবের বিভিন্ন কার্যক্রম প্রত্যড়্গ করেন এবং শিশু কিশোরদের পদচারণায় উৎসবের ব্যপকতায় মুগ্ধ হন।
বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব আয়োজন কমিটির সভাপতি ও দড়্গিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দড়্গিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মোঃ নজরম্নল ইসলাম খান, ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, উৎসব আয়োজন কমিটির উপদেষ্টা ওমর আলী এবং উৎসব আয়োজন কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বক্তৃতা করেন।
#
নুরম্নল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৫৯
মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বুলু শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বুলু শরীফ (৬৮) আজ দুপুরে মাগুরা তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ বেতার, দৈনিক যুগান্তর ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
#
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৫৮
পারস্পরিক সহযোগিতা দ্রুত উন্নয়নের নিয়ামক
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পারস্পরিক সহযোগিতা দ্রুত উন্নয়নের অন্যতম নিয়ামক।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ৪ দিনব্যাপী (১৫-১৮ মার্চ) আয়োজিত “১৭ঃয ঘধঃরড়হধষ জবহবধিনষব ঊহবৎমু ্ এৎববহ ঊীঢ়ড়-২০১৭” মেলা ও প্রদর্শনীর ৩য় দিনে “ঈৎড়ংং ইড়ৎফবৎ ঊহবৎমু ঞৎধফব ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু” শীর্ষক সেমিনারে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ঝঅঅজঈ ঋৎধসবড়িৎশ অমৎববসবহঃ ভড়ৎ ঊহবৎমু পড়ড়ঢ়বৎধঃরড়হ (ঊষবপঃৎরপরঃু) এবং গবসড়ৎধহফঁস ড়ভ টহফবৎংঃধহফরহম (গঙট) ভড়ৎ বংঃধনষরংযসবহঃ ড়ভ ঃযব ইওগঝঞঊঈ মৎরফ ওহঃবৎ-পড়হহবপঃরড়হ–স্বাক্ষর করেছে। এ চুক্তি দুটি আন্তঃদেশীয় জ্বালানি বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। তাছাড়া তাপি (ঞঅচও -ঞঁৎশরসবহরংঃধহ-অভমধহরংঃধহ-চধশরংঃধহ-ওহফরধ) বা ইরান-ইন্ডিয়া পাইপ লাইনে সংযুক্ত হতেও আলোচনা চলছে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ আমদানিকে গুরুত্ব দিলেও বেজ লোড পাওয়ার আমাদেরকেই উৎপাদন করতে হবে। ভবিষ্যতে মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ প্রদানের আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সকল স্তরেই আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমরা পারবো না এই মানসিকতা পরিহার করা উচিত।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম আলোচনাকালে বলেন, মিয়ানমারের গ্যাস পাইপ লাইনে সংযুক্ত হতে ভারতের সাথে বাংলাদেশ যৌথভাবে প্রয়াস চালালে আশাব্যঞ্জক ফল পাওয়া যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডঃ সাইফুল হকের সভাপতিত্বে এবং এনার্জি এন্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও ¯্রডোর চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৫৭
ইসলামাবাদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ইসলামাবাদ (পাকিসত্মান), ১৮ মার্চ :
যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও মর্যাদার সাথে ইসলামাবাদস' বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গতকাল পালিত হয়েছে। এ উপলড়্গে চ্যান্সারি প্রাঙ্গণ রঙ্গীন বেলুন ও অন্যান্য ঝলমলে সামগ্রী দিয়ে সাজানো হয় এবং সন্ধ্যায় ভবন আলোকসজ্জিত করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যায় চ্যান্সারিতে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পসত্মবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। পাকিসত্মানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পসত্মবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। হাইকমিশনের সকল কর্মকর্তা- কর্মচারী ও তাদের পরিবারবর্গ, প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ এবং শিশুরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পসত্মবক অর্পণ করেন। পুস্পসত্মবক অর্পণ শেষে হাইকমিশনার শিশুসহ সকলকে সাথে নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
অলোচনা সভায় হাইকমিশনার জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শিশুদের জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানান। বঙ্গবন্ধুর শৈশবকালের কিছু ঘটনার বর্ণনা করে তিনি বঙ্গবন্ধুর অসাধারণ চারিত্রিক গুণাবলি বিশেষত তাঁর সাহস, সহমর্মিতা, আত্মমর্যাদাবোধ, দৃঢ়সংকল্পবদ্ধতা, বিচড়্গণতা, সরলতা ও সততার কথা তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রূপকল্প ২০৪১ এর আওতায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব কাঁধে তুলে নেয়ার লড়্গ্যে নিজেদের যথাযথভাবে প্রস'ত করতে শিশুদের প্রতি আহ্বান জানান।
জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশি শিশুরা হাইকমিশন আয়োজিত “বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান” বিষয়ে রচনা লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শিশুরা বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা ও ছড়া আবৃত্তি এবং দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে হাইকমিশনার ও হাইকমিশনার পত্নী পুরস্কার ও সনদ বিতরণ করেন। পরিশেষে, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
#
ইকবাল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭১০ ঘণ্টা
Handout Number: 756
Birth Anniversary of the Father of the Nation observed in Yangon
Yangon (Myanmar), 18 March 2017:
Bangladesh Embassy in Yangon, Myanmar celebrated 97th Birth Anniversary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children Day in a befitting manner in the Embassy premises yesterday.
The program commenced with the reading out of the messages of the high dignitaries of Bangladesh including the President and Prime Minister. A short documentary was displayed capturing the life of the father of the nation, his political career and his dream of a Golden Bengal to inspire the children of the Bangladesh community.
A cultural program was organized with the participation of the children from the expatriate Bangladesh community. The children participated in singing, dancing, poetry recitation and short drama. At the end, the Ambassador Sufur Rahman and spouse of the Ambassador presented token appreciation among the children for their participations in the cultural show. Around two hundred Bangladesh community members attended the celebration and appreciated the cultural performance put out by the children.
#
Mahmud/Sanjib/Rezaul/2017/1725 hours