তথ্যবিবরণী নম্বর : ২৪১
মধুসূদন লেখনীর মাধ্যমে মানুষ ও প্রকৃতির নিবিড় যোগসূত্র ফুটিয়ে তুলেছেন
-- ড. মসিউর
কেশবপুর (যশোর), ৯ মাঘ (২২ জানুয়ারি) :
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বড় মাপের কবি। তিনি তাঁর লেখনীর মাধ্যমে আধুনিক বাংলা সাহিত্যে মানুষ ও প্রকৃতির যে নিবিড় যোগসূত্র ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বব্যাপী ও প্রকৃতিপ্রেমীদের প্রশংসা লাভ করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আজ যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
উপদেষ্টা বলেন, আধুনিক বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। শুধু বাংলা সাহিত্যেই নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে রয়েছে তাঁর পদচারণা। তিনি প্রতিটি স্থানে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মধুসূদনের শিক্ষাভাবনা আমাদেরকে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষায় অগ্রগামী হতে অনুপ্রাণিত করে। তিনি বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের তিনি একান্ত আপনজন। এ অঞ্চলের গ্রামীণ দরিদ্র ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য তাঁর উন্নয়ন প্রচেষ্টা আজও আমাদের কাছে অনুসরণীয় হয়ে আছে। তিনি ছিলেন শান্তির কবি, মানবতার কবি।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন সমাজ সংস্কারক। তিনি সাহিত্যের পাশাপাশি শিক্ষাসংগঠন, স্বদেশের মুক্তি আন্দোলন এবং শান্তির পক্ষে অবস্থান গ্রহণ করেন। তাঁর লেখনীতে উঠে এসেছে সমাজ, রাষ্ট্র তথা জাতীয়তাবাদের ভাবনা।
যশোর জেলা প্রশাসক ও মধু মেলা আয়োজক কমিটির সভাপতি ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব আকতারি মমতাজ, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক
মো. আলতাফ হোসেন, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর বক্তৃতা করেন।
#
সুলতান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪০
আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা
উদ্বোধন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ থেকে ঢাকায় ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দু’দিনব্যাপী আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আক্তার ডলী ও সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানাসহ মহিলা ক্রীড়া সংগঠকগণ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ১৮ জেলার ৩৬ জন খেলোয়াড় একক ও দ্বৈত ইভেন্টে অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলাগুলো হলো- সিরাজগঞ্জ, মেহেরপুর, সিলেট, চুয়াডাঙ্গা, রংপুর, পাবনা, শরীয়তপুর, ঢাকা, বরিশাল, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাঙ্গামাটি, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, মাগুরা এবং নারায়ণগঞ্জ।
প্রতিযোগিতার উদ্বোধনীতে প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু ও দক্ষ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে একটি জাতিকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা সম্ভব। তিনি ক্রীড়া সংগঠন ও কৃতী ক্রীড়াবিদদের খেলাধুলার মান উন্নয়ন ও নতুন নতুন খেলোয়াড় সৃষ্টিতে সরকারের সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।
#
আহসান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৯
পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে
-- গণপূর্তমন্ত্রী
রাজশাহী, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ’৭১ পরবর্তী ঝুড়িটি আর তলাবিহীন নয়, এ ঝুড়িতে কোনো কোনো দিন ২ হাজার ৭শ’ ৩০ কোটি ডলারও জমা হয়।
মন্ত্রী আজ রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে রাজশাহী গণপূর্ত জোনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি সেক্টরের উন্নয়ন হয়েছে। ২০০৮ সালে বিদ্যুৎ উৎপাদন যেখানে ছিল ২ হাজার ৩শ’ মেগাওয়াট, বর্তমানে তা ১৪ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। ২০২১ সালের মধ্যে আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করব। বর্তমানে সবজি উৎপাদনে বিশে^ আমাদের অবস্থান তৃতীয়। আমরা ৫০ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত চাল বিদেশে রপ্তানি করতে পেরেছি।
তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য দপ্তর, অধিদপ্তরের মতো গণপূর্ত অধিদপ্তরও মেধা, কৌশল ও শ্রম কাজে লাগিয়ে দিন দিন উন্নতি করছে। কাজের মান বৃদ্ধির সাথে সাথে কাজের পরিধিও বেড়েছে। দেশের প্রতিটি নাগরিক কাক্সিক্ষত উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যমআয়ের দেশে পৌঁছতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে কর্মকর্তা কর্মচারীগণ তাদের পেশাগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ^াস দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সীর সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী র্যাব-৫ এর আঞ্চলিক অফিস ভবন, রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ভবনসহ গণপূর্ত অধিদপ্তরের নির্মিত ও নির্মিতব্য বিভিন্ন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন।
#
নাফেয়ালা/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৮
পরিবেশবান্ধব গ্রিন ও ক্লিন জ্বালানি ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করতে হবে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব গ্রিন ও ক্লিন জ্বালানি ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। দেশে প্রথমবারের মতো সৌরশক্তির সাহায্যে ইজিবাইক ও রিক্সার ব্যাটারি চার্জ হতে যাচ্ছে। এ সাফল্যের ধারাবাহিকতায় দেশে অনেক সোলার চার্জিং স্টেশন করা হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকার কেরাণীগঞ্জে সোলার চার্জিং স্টেশন উদ্বোধন ও ১০ হাজার পরিবারে বিদ্যুৎ প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত শিল্পএলাকায় সরকার গ্যাস সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিবে। পদ্মাসেতুর জন্য এ এলাকার গুরম্নত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যত্রতত্র যেন শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠে সে বিষয়ে এলাকাবাসীর সজাগ থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী মো. কামরম্নল ইসলাম এবং পলিস্ন বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মইন উদ্দিন বক্তব্য রাখেন।
#
আসলাম/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭
জাতীয় প্রশিড়্গণ দিবস উপলড়্গে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রশিড়্গণ দিবস উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
‘‘বাংলাদেশ প্রশিড়্গণ ও উন্নয়ন সমিতি প্রতিবছরের ন্যায় এবারও ২৩ জানুয়ারি জাতীয় প্রশিড়্গণ দিবস উদ্যাপন করছে জেনে আমি আনন্দিত।
ব্যবসাবাণিজ্য, পরিবেশ, জলবায়ু, শিড়্গা, স্বাস'্য, প্রযুক্তি থেকে শুরম্ন করে আনত্মর্জাতিক পরিম-লে যে পরিবর্তন লড়্গ্য করা যাচ্ছে তার থেকে সুফল পেতে হলে দেশের মানবসম্পদকে যথাযথভাবে প্রশিড়্গিত করে তোলার কোনো বিকল্প নেই। যথাযথ প্রশিড়্গণ গ্রহণের মাধ্যমেই একজন নির্বাহী এবং কর্মীর মনোবল, দড়্গতা তথা সার্বিক উন্নয়ন সম্ভব, যা মানবসম্পদ উন্নয়নের চাবিকাঠি।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘বাংলাদেশ প্রশিড়্গণ ও উন্নয়ন সমিতি’ দেশের মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাসত্মবায়ন করে যাচ্ছে। আমাদের সরকার জনপ্রশাসন ও মানবসম্পদ উন্নয়নের বিষয়টিকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়েছে। প্রশিড়্গণকে অগ্রাধিকার দিয়ে জনপ্রশাসন নীতি বাসত্মবায়ন করা হচ্ছে। সিভিল সার্ভিসকে একটি সেবাধর্মী এবং আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন লড়্গ্যমুখী সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের সময়োচিত পদড়্গেপের ফলে বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন সূচকে লড়্গণীয় উন্নতি সাধন করেছে।
আমি আশা করি, সরকারের পাশাপাশি বাংলাদেশ প্রশিড়্গণ ও উন্নয়ন সমিতি মানবসম্পদ উন্নয়ন ও এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থবহ ভূমিকা রাখবে। সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাসত্মবায়নে এগিয়ে আসবে।
আমি বাংলাদেশ প্রশিড়্গণ ও উন্নয়ন সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২০তম জাতীয় প্রশিড়্গণ দিবস উপলড়্গে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
মিনা/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৬
জাতিসংঘ টেকসই উন্নয়ন আলোচনা
নারীর ড়্গমতায়ন টেকসই উন্নয়নের ধারক ও বাহক
----বাংলাদেশ স'ায়ী প্রতিনিধি
নিউইয়র্ক, ২২ জানুয়ারি :
জাতিসংঘে বাংলাদেশের স'ায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেছেন, নারীর ড়্গমতায়ন ও সক্রিয় অংশগ্রহণ টেকসই উন্নয়নের ধারক ও বাহক।
তিনি গতকাল জাতিসংঘে টেকসই উন্নয়ন ২০৩০ বাসত্মবায়নে নারীর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদানের গুরম্নত্ব বিষয়ক আলোচনাসভায় একথা বলেন।
স'ায়ী প্রতিনিধি বাংলাদেশে নারী নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রাসমূহ বাসত্মবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশে সরকার ও রাজনীতির শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বের অবস'ান তুলে ধরে বলেন, এর প্রভাব তৃণমূল পর্যায়েও বিসত্মার লাভ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিড়্গায় ছেলেশিশুদের তুলনায় কন্যাশিশুরা উচ্চহারে ভালো ফলাফল করছে। তাছাড়া, নারীশিড়্গার অগ্রগতিতে বাংলাদেশ রোলমডেল হিসেবে কাজ করছে।
জনাব মাসুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ নানাড়্গেত্রে স'ানীয়, জাতীয় ও আনত্মর্জাতিক পর্যায়ে গুরম্নত্বপূর্ণ অবদান রাখছে। তিনি টেকসই উন্নয়ন বাসত্মবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত পদড়্গেপসমূহ তুলে ধরেন।
#
মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৩৫ ঘণ্টা