Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০২৫

তথ্যবিবরণী ১৫ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৯৭২

 

‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

 

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):

 

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে একটি বই লিখেছেন। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

আজ ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে “জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু” বইটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।

 

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জানা-অজানা অনেক কিছু পাবেন এই বইতে। সময় স্বল্পতার কারণে অনেক বিস্তারিতভাবে লেখার সুযোগ পাইনি। জুলাই গণ-অভ্যুত্থানে দেশের নানা প্রান্তে আন্দোলনকে সংগঠিত করা, পরিচালনা করা সকলের প্রতি আহ্বান থাকবে আপনারাও লিখুন। তিনি বলেন, সবার গল্পগুলো আসলেই আগামী প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস জানতে পারবে।

 

#

 

নূর আলম/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২১৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৯৭১

 

সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে

                                                        -- ধর্ম উপদেষ্টা

 

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):

 

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে।

 

          আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

 

          কোরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আমাদের পারিবারিক জীবন ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে। বর্তমান সময়ে ওলামা কেরামগণ বিশেষ করে কওমী ওলামা কেরামগণ অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁরা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। ভারতে ওলামা কেরামগণ উর্দু সাহিত্যে পুরস্কৃত হয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি।

 

          উপদেষ্টা জানান, বাংলাদেশে ৬৪ হাজার ইমাম আছে যারা ইমাম একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে একজন ইমাম ও মুয়াজ্জিনকে ঢাকায় এনে পুরস্কৃত করার আশা প্রকাশ করে তিনি বলেন, যারা সিরাতে রাসুল (সা.) এর ওপর মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন আমরা তাদেরকেও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চাই।

 

          ধর্ম উপদেষ্টা আরো বলেন, সালিহা পাবলিকেশন্স ধর্মীয় বই প্রকাশে এগিয়ে আসলে বাংলা অনুবাদ সাহিত্যের গুণগত পরিবর্তন আসবে। যে সকল আলেম ওলামার বিভিন্ন ভাষায় পারঙ্গমতা আছে সৃজনশীলতা আছে তাদের দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বইগুলোকে অনুবাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

 

          পরে উপদেষ্টা বিখ্যাত তাফসীর গ্রন্থ সফওয়াতুত তাফাসীর বাংলা অনুবাদ (চতুর্থ খন্ড) ও নিজের লেখা
ড. আ ফ ম খালিদ রচনাসমগ্র এর মোড়ক উন্মোচন করেন।

 

#

 

কামাল/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০৫০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৯৭০

 

শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা

                          -- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

 

পটুয়াখালী, ১ চৈত্র (১৫ মার্চ):

 

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তৃণমূলে বাজেট প্রণয়ন-ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন প্রয়োজন। এটি শুধু টেকনিক্যাল বিষয় নয়; তৃণমূলের অফিসগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা বৃহত্তর পরিকল্পনার অংশ। বাজেট প্রণয়নে জনবলের অভাব রয়েছে। দ্রুত এসব জনবল ও শিক্ষক নিয়োগ করা হবে।

 

উপদেষ্টা আজ পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণের উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, শিশুদের লেখাপড়ার প্রয়োজন আছে বলেই আমাদের উপস্থিতি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা। শিশুরা যাতে মাতৃভাষায় সাবলীলভাবে লিখতে, পড়তে ও গণিত করতে পারে এবং কিছুটা ইংরেজি পারে-সে কাজটি শিক্ষকদের। শিক্ষার উন্নয়নে মূল কাজ হলো শিক্ষক ও ছাত্রের মধ্যে। আমাদের কাজ সহায়তা করা।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মোঃ মিজানুর হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,  প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অফিসের একজন করে কর্মচারি-সহ মোট ৪০ জন  অংশ নেয়।

 

উপদেষ্টা পরে  পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর  পরিদর্শন করেন।

 

#

 

জাহাঙ্গীর/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৯৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৬৯ 

পাকিস্তান থেকে প্রায় ২৬ হাজার  মেট্রিক টন আতপ চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):  

জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে
mv MARIAM জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতোমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি এ চুক্তি সম্পাদিত হয়েছিল।

#

ইমদাদ/শাহিদা/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১২২০ ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর: ২৯৬৮  

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে  

                                                                          - ধর্ম উপদেষ্টা

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):

            ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাকাত, সাদাকা ও ওয়াকফের মতো ব্যবস্থার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে শরীয়াহ ব্যাংকিং। এটি দারিদ্র্য দূরীকরণ ও আয় বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

          উপদেষ্টা আজ রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্ততৃায় এসব কথা বলেন।

          ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমানে ইসলামি ব্যাংকিং শুধু মুসলিম দেশেই নয়, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশেও জনপ্রিয় হচ্ছে। আন্তর্জাতিক পরিসরেও এটি একটি নির্ভরযোগ্য ও লাভজনক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে বিবেচিত। এ ব্যবস্থায় সারা বিশ্বে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার লেনদেন হয় । 

          ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফিন্যান্স একটি ন্যায়সঙ্গত ও নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যা সুদের পরিবর্তে লাভ-ক্ষতির ভিত্তিতে লেনদেন করে। এটি শুধু মুসলমানদের জন্য নয়, এতে যে কেউ ন্যায়সঙ্গত ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে। 

 ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ইনিস্টিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং সেন্ট্রোল শরীয়াহ বোর্ড ফেলোস ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ শরীফ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এর আগে ধর্ম  উপদেষ্টা নবনির্মিত ইনস্টিটিউট অব ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স ভবনের ফলক উন্মোচন করেন।

#

কামাল/শাহিদা/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১২২০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ৩৫

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):  

 

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো: 

মূলবার্তা :

“মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশু আছিয়ার বিষয়ে সকল প্রকার আইনী সহায়তা দিবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং তার পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব নিবে সমাজকল্যাণ মন্ত্রণালয়-উপদেষ্টা শারমীন এস মুরশিদ।”

#

রফিকুল/শাহিদা/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১২২০ঘন্টা

 

2025-03-15-15-45-120aa719cf4f8f5a1d93fed231be6ed7.docx