তথ্যবিবরণী নম্বর : ৬১১
সরকার প্রতিটি নাগরিকের খাবারে প্রয়োজনীয় মাংস, দুধ ও ডিম দিতে প্রতিশ্রুতিবদ্ধ
-- মৎস্যমন্ত্রী
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
প্রথমবারের মতো আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আজ ছিল সমাপনী দিন। ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পালিত সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে আজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, সরকার প্রতিটি নাগরিকের খাবারে প্রয়োজনীয় মাংস, দুধ ও ডিম দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার বাঙালি জাতিকে একটি মেধাবী, মননশীল ও স্বাস্থ্যবান জাতি হিসেবে গড়ে তুলতে চায়, যা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ -এ বিধৃত রয়েছে।
এসডিজির লক্ষ্য পুরণ করতে হলে নাগরিকদের পুষ্টি চাহিদা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এ জন্য দরকার প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি। সে জন্যই সরকার প্রাণিসম্পদ সেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে।
তিনি আরো বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মাধ্যমে এ খাতে যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে তাকে আরো বেগবান করতে হবে। নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, রোগ প্রতিরোধ ও নিরাময়, জাত উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন আরো বাড়াতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মোঃ আইনুল হক প্রমুখ।
#
শাহ আলম/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১০
চাঁদ দেখা যায় নি
১ মার্চ থেকে জমাদিউস সানি মাস শুরু
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সালের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায় নি। ফলে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ মার্চ বুধবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাফিজুর রহমান।
সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতিয়াক হোসেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার এডিসি মোঃ মজিবর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
#
শায়লা/মাহমুদ/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০৯
সমবায় খাত হতে ভূঁইফোড়, অসৎ ও মতলববাজদের বিতাড়ণের কাজ শুরু হয়েছে
-- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) ঃ
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের সহায়ক শক্তি সমবায় খাত হতে ভূঁইফোড়, অসৎ ও মতলববাজদের বিতাড়ণের কাজ শুরু হয়েছে। সমবায়ীদের স্বার্থবিরোধী অপশক্তির কোনো ছাড় দেয়া হবে না।
তিনি আজ তেজগাঁওয়ে দ্য-খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউনিয়নের সভাপতি বাবু মার্কুজ গমেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সমবায় খাতের সংস্কারের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প, সমবায়ভিত্তিক গবাদী পশুপালন, শস্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে সমবায়ীদের জীবনমানের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে। এসব কর্মকা-ের মাধ্যমে দেশের প্রায় ৩ কোটি নর-নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে।
এর আগে তিনি ক্রেডিট ইউনিয়নটির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
#
আহসান/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০৮
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) ঃ
জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহাঃ গোলাম রাব্বানী এবং মোঃ ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অবৈধ পলিথিন নির্মূল ও পলিথিন রি-সাইক্লিং সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি পলিথিনের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সরকারের কঠোর অবস্থানের কথা প্রচারের পাশাপাশি সুনির্দিষ্ট তারিখ থেকে পাক্ষিক কার্যক্রম গ্রহণ করে উৎপাদনকারী, বিক্রয়কারী এবং ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে যে সকল কোম্পানি পলিথিনের মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করবে তাদের ওপর ১ শতাংশ ইকো ট্যাক্স আরোপ করার জন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
কমিটি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সাল পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সচিবের পিএসদের বিদেশ সফর সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নিলুফার/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০৭
একুশে বই মেলায় তথ্যমন্ত্রীর লেখা বই প্রকাশ
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
সংবিধানে দেয়া মানবাধিকার সমুন্নত রেখে গণমাধ্যমের আইনি প্রাতিষ্ঠানিকীকরণ গণমাধ্যমের পবিত্রতা রক্ষা, প্রসার ও বিকাশে সহায়ক হবে। এ দৃষ্টিভঙ্গি থেকেই দীর্ঘ ৪ বছরের গবেষণার ফসল হিসেবে ‘গণমাধ্যম, গণতন্ত্র ও সাংবাদিকতা- প্রেক্ষিত: বাংলাদেশ’ গ্রন্থটি প্রণীত।
আজ রাজধানীতে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে অন্যপ্রকাশ স্টলের সামনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার গবেষণাগ্রন্থ ‘গণমাধ্যম, গণতন্ত্র ও সাংবাদিকতা- প্রেক্ষিত: বাংলাদেশ’ এর মোড়ক উন্মোচনকালে একথা বলেন। ‘হার না মানা গণতন্ত্রের সৈনিক এদেশের প্রত্যেক গণমাধ্যমকর্মীকে’ তিনি উৎসর্গ করেছেন বইটি।
মন্ত্রী বলেন, ‘লাখো শহিদের রক্তে স্বাধীন বাংলাদেশের বুকে চেপে বসা সাম্প্রদায়িকতা, স্বৈরতন্ত্র ও বিচারহীনতার অপসংস্কৃতির জগদ্দল পাথর সরিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মহাসংগ্রামে রয়েছি আমরা। গণমাধ্যম এ পথ চলায় গণতন্ত্রের সঙ্গী। গণতন্ত্রের সাথে গণমাধ্যমেরও প্রাতিষ্ঠানিকীকরণ এ সংগ্রামের অংশ।’
ঠিক এ সময়টাতে তার ওপর অর্পিত তথ্যমন্ত্রীর দায়িত্বকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘একদিকে সংবিধানে দেয়া স্বাধীনতা রক্ষা আবার অপরদিকে গণমাধ্যমের দায়বদ্ধতা ও পবিত্রতা রক্ষা করে এর বিকাশ ও প্রকাশকে সহায়তা করার দায়িত্ব পালনকালে যে গবেষণা করতে হয়েছে, তারই লিপিবদ্ধ রূপ এই বইটি।’
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, একুশে পদকপ্রাপ্ত ড. অরূপ রতন চৌধুরী, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামসহ বিপুল সংখ্যক অতিথি মোড়ক উন্মোচনে অংশ নেন।
হাসানুল হক ইনু এ সময় তার গবেষণাপত্র, লেখনী সংকলন, গবেষণাপ্রসূত বক্তব্য ধারণ ও লিপিবদ্ধকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গণমাধ্যমকে হলুদ সাংবাদিকতা, অশ্লীলতা, মিথ্যাচার, গুজব ও জঙ্গি উস্কানির হাত থেকে রক্ষা করার একটি কৌশলপত্র হিসেবেও এ বইটি গণমাধ্যম ও গণতন্ত্র চর্চাকারীদের কাজে আসতে পারে।’
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০৬
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
পশ্চিম গাজীপুর অগ্রদূত ও দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ ১ম তৃতীয় স্থান নির্ধারণী খেলায় তারা খুলনা বিভাগের যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী এ খেলার উদ্বোধন করেন এবং বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দিনের অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ তারা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আগামী ২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
একই দিনে একই মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় পরস্পরের মোকাবিলা করবে।
#
রবী/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০৫
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটকে আধুনিকায়ন করা হবে
---এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা হবে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-কে আধুনিকায়নের মাধ্যমে আরো সক্ষম করে স্থানীয় সরকার প্রতিনিধি ও উন্নয়নকর্মীদের প্রশিক্ষণ প্রদান এবং গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা হবে।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি-এর সম্মেলন কক্ষে এনআইএলজি-র পরিচালনা বোর্ডের ৪৫তম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ কমিটির অন্যান্য সদস্য সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আমাদের পাশর্^বর্তী দেশসমূহের স্থানীয় সরকার ব্যবস্থার অভিজ্ঞতার আলোকে এনআইএলজি-কে ঢেলে সাজানো হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় প্রতীকে নির্বাচন ও গণতন্ত্র চালু করেছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নে আরো বেশি সক্ষম করে গড়ে তোলা হবে।
উল্লেখ্য, মন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের বোর্ড সভা প্রতিষ্ঠানসমূহে আয়োজন করা হচ্ছে।
#
জাকির/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮০৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০৪
‘স্পিকার ও ন্যায়পাল, নৈতিকতা ও সুশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) ঃ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় সংসদে তাঁর অফিস কক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান লিখিত ‘স্পিকার ও ন্যায়পাল, নৈতিকতা ও সুশাসন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এ সময় স্পিকার বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বইটি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য পীর ফজলুর রহমান ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার উপস্থিত ছিলেন।
#
হুদা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০৩
শিক্ষামন্ত্রীর সাথে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভিসির সাক্ষাৎ
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) ঃ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিসকক্ষে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মালা রাও (ঘরৎসধষধ জধড়) সাক্ষাৎ করেন।
প্রফেসর নির্মালা রাও সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দেন। এর আগে তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০২
সিনিয়র সচিব হলেন শহিদুল হক
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এর বর্তমান চুক্তি বাতিলপূর্বক জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৮২ হাজার-(নির্ধারিত) স্কেলে সিনিয়র সচিব হিসেবে ১৩ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তার বর্তমান কর্মস্থল আইন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
উল্লেখ্য, মোহাম্মদ শহিদুল হক ১৩ নভেম্বর ১৯৫৫ তারিখে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইনে সম্মানসহ মাস্টার্স ডিগ্রী অর্জনের পর ৮২’ সালের নিয়মিত ব্যাচ-এ তদানিন্তন বিসিএস (বিচার) ক্যাডারের কর্মকর্তা হিসেবে মুন্সেফ পদে যোগদান করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে মুন্সেফ, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, সাব-জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের জুন মাসে উপ-সচিব (ড্রাফটিং) হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যোগদানের পর ২০০০ সালে জেলা জজ পদে পদোন্নতি লাভ করেন। এছাড়াও তিনি ২০০০ সালে যুগ্ম-সচিব (ড্রাফটিং) এবং ২০০৮ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন।
#
রেজাউল/দীপংকর/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬২৫ ঘণ্টা