Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০১৫

তথ্যবিবরণী 11/05/2015

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৫৯

মান্দায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে বস্ত্রমন্ত্রী
দরিদ্রদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ প্রদানের পরিকল্পনা নিয়েছে সরকার

নওগাঁ, ২৮ বৈশাখ (১১ মে) :
    বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, কোন দেশের উন্নয়নের প্রথম সোপান হলো বিদ্যুৎ। তাই বর্তমান সরকার সারাদেশকে দ্রুত বিদ্যুতায়নের আওতায় আনার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে।
    মন্ত্রী গতকাল নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার। ফলে প্রতিনিয়ত জাতীয় গ্রিডে যোগ হচ্ছে উৎপাদিত বিদ্যুৎ।
    মন্ত্রী বলেন, যেসব অসহায়-দরিদ্রলোক বিদ্যুতের বিলপরিশোধ করতে পারবেন না তাদের সরকার বিনামূল্যে সৌরবিদ্যুৎ প্রদানের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে মান্দায় অসহায়-দরিদ্র পরিবারের মাঝে বেশকিছু সংখ্যক সৌরবিদ্যুৎ প্লান্ট বিতরণ করা হয়েছে। আগামীতে আরো সৌরবিদ্যুৎ প্লান্ট বিতরণ করা হবে।
    পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন গ্রামে ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ১৯ দশমিক ৮১ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইনে ১ হাজার ৮৬৬ পরিবারকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
#
রেজাউল/সাইফুল্লাহ/আলম/জসীম/জয়নুল/২০১৫/২১৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                          নম্বর : ১৩৫৭

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিএন্ডএজি’র সংবাদ সম্মেলন

ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে):
    বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএন্ডএজি) এর কার্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার কাকরাইলের অডিটভবনে এক সংবাদসম্মেলন আয়োজন করা হয়। সিএন্ডএজি মাসুদ আহমেদ এতে বক্তব্য রাখেন।
    সংবাদসম্মেলনে জানানো হয় সিএন্ডএজি কার্যালয় স্বাধীনতার পর হতে ২০১৪ সাল পর্যন্ত ১২০৭টি অডিট রিপোর্ট প্রণয়ন করেছে । এর মধ্যে ৬৫ টি রিপোর্ট জাতীয় সংসদে আলোচনার অপেক্ষায় রয়েছে।
    সংবাদসম্মেলনে আরো জানানো হয়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত প্রায় ১২ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতা পরিশোধ, ৭ লাখ ৩১ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পেনশন প্রদানসহ আনুষঙ্গিক কার্যক্রম সিএন্ডএজি’র অধীনস্থ বিভিন্ন হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে নিয়মিত সম্পন্ন করা হচ্ছে।
    হিসাবব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ইতোমধ্যে ওহঃবমৎধঃবফ ইঁফমবঃ অহফ অপপড়ঁহঃরহম ঝুংঃবস (রইঅঝ) প্রি-অডিটের যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হচ্ছে এবং ঊষবপঃৎড়হরপ ঋঁহফ ঞৎধহংভবৎ (ঊঋঞ) এর মাধ্যমে এখন পর্যন্ত ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারীর নিজ নিজ ব্যাংকহিসাবে বেতন প্রদান করা হচ্ছে।
    অডিট কার্যক্রমের আওতায় রয়েছে সরকারের ৫৬টি  মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর ও মাঠপর্যায়ের অফিসসমূহ।
    বিদেশে অবস্থিত ৬৯টি বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন/কনস্যুলেট, ২৫টি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের বৈদেশিক শাখা ও বাংলাদেশ বিমান এর ১৭টি বৈদেশিক শাখা অডিট করাও এ কার্যালয়ের দায়িত্ব।
    সংবাদসম্মেলনে হিসাব মহানিয়ন্ত্রক মোঃ আবুল কাশেম, সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (বাংলাদেশ সেনাবাহিনী) মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (পূর্ব) সরোজ কান্তি দেব ও ডেপুটি সিএন্ডএজি (এএন্ডআর) ড. শ্যামল কান্তি চৌধুরী উপস্থাপনা প্রদান করেন।

#

সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৯৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                          নম্বর : ১৩৫৬

অধিক ক্ষমতাসম্পন্ন ন্যাশনাল ডেটাসেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে):

    ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে অব্যাহত রাখতে এবং তথ্যের সুরক্ষার জন্য অধিক ক্ষমতাসম্পন্ন  ন্যাশনাল ডেটাসেন্টার স্থাপন করা হচ্ছে।

    আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলনকক্ষে জেডটিই কনসোর্টিয়াম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে এ টিয়ার ফোর সার্টিফায়েড ডেটাসেন্টার স্থাপনের জন্য চুক্তিস্বাক্ষর হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপস্থিত ছিলেন।

    গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কপ্রাঙ্গণে ১৯৪ মিলিয়ন মার্কিন ডলারে বাস্তবায়িত হবে টিয়ার ফোর সার্টিফায়েড ন্যাশনাল ডেটাসেন্টার। বিশ্বের ৫ম বৃহত্তম এই ডেটাসেন্টার প্রকল্প চায়নিজ এক্সিম ব্যাংকের ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ সরকারের ৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়িত হবে।

    চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম।

    জুলাই ২০১৫ হতে জুন ২০১৮ অর্থবছরে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

    অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারিখাতে তথ্যসংরক্ষেণের জন্য আরো বড় পরিসরে ডেটাসংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। পাশাপশি ডেটার নিরাপত্তাও একটি বড় ইস্যু যা ভবিষ্যতে আরো প্রকট আকার ধারণ করবে বলে উন্নতমানের ন্যাশনাল ডেটাসেন্টার স্থাপন জরুরি হয়ে পড়ে।
#

নাছের/সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৯৩৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৩৫৫

রংপুরে স্পিকার
বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে কাজ করছে সরকার

রংপুর, ২৮ বৈশাখ (১১ মে) :
    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে বলেই মানুষ আরো উন্নত জীবন যাপনে উৎসাহী হচ্ছে। এ কারণেই বিদ্যুতের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়নে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
    স্পিকার আজ রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় রংপুরের পীরগঞ্জের ১১৩টি গ্রামে ১৫ হাজার ৩০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং ২০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ২টি উপকেন্দ্রের (পীরগঞ্জ ১ ও ২)  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
    ২০১৮ সালের মধ্যে পীরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে স্পিকার আরো বলেন, উপজেলায় ইতোমধ্যে ১ হাজার কিলোমিটার বিদ্যুৎলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া নারী ও যুব সমাজের উন্নয়নে জনশক্তি প্রশিক্ষণকেন্দ্র, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপনসহ বহুমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে সরকার।
    পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে ভে-াবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়নবোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার মঈন উদ্দিন এবং রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।
    এর আগে তিনি পীরগঞ্জের লালদীঘি ফতেপুর গ্রামে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া ও মুনাজাত করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার স্বজনরা সঙ্গে ছিলেন।
#
মঞ্জুর/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৩৫৪

১ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান

ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
    জাতীয় সংসদের ৬ষ্ঠ (২০১৫ সালের বাজেট) অধিবেশন ১ জুন সোমবার বিকেল সাড়ে ৫টায় আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।  
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেন।
#
মঞ্জুর/সাইফুল্লাহ/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/১৭১০ঘণ্টা
 তথ্যবিবরণী                                                          নম্বর : ১৩৫২

আবদুল মালেক ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি

ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে):

    স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেককে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গত ৭ মে’র এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিযুক্ত করা হয়।

    আবদুল মালেক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

#

মমিনুল/সাইফুল্লাহ/রফিকুল/রেজাউল/২০১৫/১৭৫৮ ঘণ্টা

 

Todays handout (4).doc