Handout Number : 2278
New Indonesian Ambassador calls on Foreign Minister
Dhaka, 30 August :
Newly appointed Ambassador of Indonesia Rina Prithyasmiarsi Soemarno met the Foreign Minister A. H Mahmood Ali at the Ministry of Foreign Affairs today. Foreign Minister congratulated the new Ambassador for being appointed to Bangladesh.
The Foreign Minister while expressing satisfaction over the existing close relations between Bangladesh and Indonesia, stressed on further deepening of bilateral cooperation in trade, investment and other areas of mutual interest. Indonesian Ambassador informed the Foreign Minister that the proposed Memorandum of Understanding (MoU) on cooperation between Petrobangla and Pertamina of Indonesia on sourcing LNG from Indonesia has been finalized, and discussion for establishing direct air connectivity between Dhaka and Jakarta has reached an advanced level. She also mentioned about Indonesia’s interest to invest in the infrastructure sector and Poultry and Food processing Industry. She requested the Foreign Minister to ease visa process for Indonesian Businessmen.
Foreign Minister Mahmood Ali encouraged Indonesian investors to explore lucrative investment opportunities in Bangladesh and suggested to consider setting up Railway carriage and Locomotive production units in Bangladesh. He also pointed out bright prospect of joint venture in the Pharmaceutical sector.
Foreign Minister also raised the issue of the recent escalation of violence in the Rakhine State of Myanmar following the attacks on Myanmar Security Posts on 25 August 2017 and expressed concern at the imminent influx of Muslim population from the Rakhine State seeking shelter into Bangladesh. Referring to his discussion with the Foreign Minister of Indonesia Ms. Retno Marsudi over telephone yesterday, Foreign Minister welcomed Indonesia’s willingness to engage with Myanmar to find ways for arresting the escalation of violence and finding a solution of the protracted problem. He reiterated Bangladesh’s readiness to assist Myanmar in addressing her security concern. He emphasized on implementation of the recommendations of the “Rakhine Advisory Commission” led by Kofi Anan for a durable solution of the problem of the Rakhine State.
#
Maruf/Mahmud/Ali/Sanjib/Joynul/2017/1915hours
Handout Number: 2277
Departing UN Resident Coordinator calls on Foreign Minister
Dhaka, August 30:
The departing UN Resident Coordinator in Bangladesh Robert D. Watkins paid a farewell call on the Foreign Minister A H Mahmood Ali at his office in Dhaka today. Mr. Watkins assumed the position of the UN Resident Coordinator in Bangladesh in February 2015.
Mr. Watkins mentioned that Bangladesh and UN maintain very good cooperation. He thanked Bangladesh Government for extending support to his team in implementing development projects during his tenure. The Foreign Minister thanked the UN Resident Coordinator for remaining engaged with Bangladesh Government in its development endeavours. The Foreign Minister underscored the need for continued UN support in fulfilling the development agendas as well as in building capacity to prevent and counter violent extremism and terrorism.
Referring to the current situation along the Bangladesh-Myanmar border, the Foreign Minister hoped that UN would do the needful keeping in view the recommendations made in the report of the Advisory Commission on Rakhine State led by former UN Secretary General Mr. Kofi Annan. He also referred to the two statements of the UN Secretary General issued on the current situation and sought continued support of UN to resolve this crisis.
#
Maruf/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/1750 Hrs.
তথ্যবিবরণী নম্বর : ২২৭৬
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর
রূপপুর পারমাণবিক বর্জ্য রাশিয়া ফেরত নিয়ে যাবে
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক বর্জ্য (ঝঢ়বহঃ ঘঁপষবধৎ ঋঁবষ) রাশিয়া ফেরত নিয়ে যাবে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে এ সংক্রান্ত আন্তঃসরকার চুক্তি (ওএঅ) আজ রাশিয়ান ফেডারেশনের রাজধানী মস্কোতে স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে স্টেট এটমিক এনার্জি কর্পোরেশন রোসাটম-এর মহাপরিচালক অ্যালেস্কেই লিখাশেভ (অষবীবু ঊ.খরশযধপযবা) চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাইফুল হক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এবং রোসাটম এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুক্তিটি এর আগে গত ১৫ মার্চ ঢাকায় অনুস্বাক্ষরিত হয় এবং ৫ জুন মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদিত হয়। এই চুক্তিটির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক বর্জ্য বাংলাদেশ থেকে রাশিয়া সে দেশে ফেরত নিয়ে যাবে। রাশিয়া এই পারমাণবিক বর্জ্য ফেরত নেওয়ার পর পুনঃপ্রক্রিয়াকরণ এবং পুনঃপ্রক্রিয়াজাত পদার্থের ব্যবস্থাপনাসহ বর্জ্য সংরক্ষণ করবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের শুরু থেকেই বাংলাদেশ পারমাণবিক বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ বিষয়টি ২০১১ সালে স্বাক্ষরিত ওএঅ তেও উল্লেখ ছিল। আজ এ সংক্রান্ত ওএঅ স্বাক্ষরের ফলে পারমাণবিক বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানো নিশ্চিত হলো।
#
কামরুল/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৭৫
উচ্চ শুল্কহার কমাতে শ্রীলংকার প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উচ্চ শুল্কহার কমালে শ্রীলংকার বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি আরো বাড়বে। শ্রীলংকায় বাংলাদেশের ঔষধ, কাগজ, সিমেন্ট, এমএস রড ও কৃষি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। উচ্চ শুল্কহারের কারণে এসব পণ্য বাংলাদেশ রপ্তানি করতে পারছে না। মন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য সমস্যা দূর করতে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা দ্রুত আহ্বান করা প্রয়োজন। সেজন্য শ্রীলংকা সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
শ্রীলংকা সফররত বাণিজ্যমন্ত্রী আজ কলম্বোতে শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রশিদ বাথিউদ্দিন (জরংযধফ ইধঃযরঁফববহ) এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকের সময় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ শ্রীলংকার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আশা করা হচ্ছে ২০১৮ সালের মধ্যে এ সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা যাবে।
শ্রীলংকায় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৭৩
সংগীত শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):
বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম গভীর শোক জানিয়েছেন।
তাঁকে বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন নক্ষত্র হিসেবে উল্লেখ করে আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছে এমন অনেক কালজয়ী দেশাত্মবোধক গান গেয়ে তিনি সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
তথ্যবিবরণী নম্বর : ২২৭৪
জাতীয় ক্রিকেট দলের টেস্ট জয়ে ত্রাণমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম। এ জয়কে তিনি অসাধারণ ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ও খেলোয়াড়দের দৃঢ় মনোবলের প্রশংসা করেন।
#
দেওয়ান/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৭২
কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):
কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৭১
শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
বাংলাদেশের গানের পাখি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অজেয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকাল ৯.২৭ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৭৯ বছর বয়সে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগের খবরে মুহূর্তেই উপস্থিত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শিল্পীর মরদেহে শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের গর্ব আব্দুল জব্বার তাঁর হাজার হাজার হৃদয়ছোঁয়া গানের মধ্য দিয়ে অমর হয়ে রয়েছেন। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত এ কিংবদন্তী শিল্পীর গাওয়া গান ছিল মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা। বাংলা আধুনিক গানের জগতে তিনি অদ্বিতীয়। স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত এ মহান শিল্পী যুগে যুগে এদেশের কোটি কোটি প্রাণে চিরঞ্জীব হয়ে থাকবেন।
তথ্যসচিব মরতুজা আহমদ, বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হারুন, শিল্পী আব্দুল জব্বারের পুত্র মিথুন জব্বারও এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন।
বৃহস্পতিবার সকাল ৯.৩০ টায় আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে, সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিল্পী আব্দুল জব্বারের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।
তথ্যসচিবের শোক
অজেয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৭৯ বছর বয়সে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগের খবরে সেখানে উপস্থিত হন তথ্যসচিব।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মরতুজা আহমদ বলেন, অমর কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে সমগ্র দেশবাসী গভীরভাবে শোকাহত। তাঁর হাজার হাজার গান এদেশের কোটি কোটি মানুষের চিরদিনের প্রেরণা। তিনি অমর ছিলেন, অমর থাকবেন। সরকার তাঁর স্মরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবে।
তথ্যসচিব মরহুম আব্দুল জব্বারের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আকরাম/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৭০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ বাংলাদেশ’র অর্থদান
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যা দুর্গতদের সাহায্যার্থে সৎসঙ্গ বাংলাদেশ সংগঠনে দেয়া ৫ লাখ টাকার চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী আজ ঢাকায় তাঁর কার্যালয়ে ‘সৎসঙ্গ বাংলাদেশ’ এর সম্পাদক ধৃতব্রত আদিত্যের নিকট থেকে আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন। সহসম্পাদক সুব্রত আদিত্য, নিকিল মজুমদার ও সমুন দাস এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসায় সৎসঙ্গ বাংলাদেশকে ধন্যবাদ জানান।
#
অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৯
বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে বিভিন্ন মন্ত্রীর শোক
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, মুক্তিযোদ্ধা, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, একুশে পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক।
আজ পৃথক পৃথক শোকবার্তায় মন্ত্রিবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
মন্ত্রিবৃন্দ বলেন, কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কালজয়ী গানসমূহ মুক্তিযুদ্ধের সময় যেমন বাঙালিদের শক্তি সঞ্চার করেছে, তেমনি প্রজন্ম থেকে প্রজন্মে জাতিকে অনুপ্রাণিত করবে।
সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা, বাংলার জয়, ওরে নীল দরিয়া, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গানের গায়ক আব্দুল জব্বার মুক্তিযুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন। সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে এই শিল্পীর গাওয়া গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকার।
আব্দুল জব্বার আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#
অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১০৫১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৮
সাতক্ষীরা জেলা পরিষদের নবনির্বাচিত ২ জন সদস্যের শপথ গ্রহণ
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা মুকুল এবং ৩ নং সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা সদস্য বেগম রোজিনা পারভীনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সদস্যদের শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
জাকির/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৭
বাংলাদেশ ক্রিকেটদলকে সেতুমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
#
ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশে সফররত অস্ট্রেলিয়া ক্রিকেটদলের বিরুদ্ধে মিরপুর টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের বর্তমান টিম স্পিরিট বজায় থাকলে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় সহজ হবে।
অপর এক বার্তায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিরপুর টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
#
নাছের/শফিকুল/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৬
বাংলাদেশ ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২০ রানে পরাজিত করে টেস্ট জয়ের এ গৌরব অর্জন করে।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ জয় ভবিষ্যতে আরো বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।
এছাড়া, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন।
#
কামাল/অনসূয়া/গিয়াস/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৪
জাতীয় ঈদগাহ ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদুল আযহার নামাজের সময়সূচি
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আগামী ২ সেপ্টেম্বর শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০.৪৫টায় অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
#
নিজাম/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১২০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৩
কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীনবাংলা বেতারের বরেণ্য শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে তাঁর কণ্ঠে গান মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী জনতাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিল্পীকে হারালো। তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। এই বরেণ্য শিল্পীর অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।
রাষ্ট্রপতি প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
#
জয়নাল/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬২
কণ্ঠসৈনিক আব্দুল জব্বারের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুতে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেন।
এক শোকবাণীতে স্পিকার বলেন, আব্দুল জব্বারের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহককে হারালো। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া, আব্দুল জব্বারের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোকপ্রকাশ করেছেন।
#
কামাল/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১০৫১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬১
সংগীতশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক
ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
দেশবরেণ্য সংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আব্দুল জব্বারের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ হারালো একজন কণ্ঠসৈনিক ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহককে।
সেতুমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
#
নাছের/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১১৩৬ ঘণ্টা