Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০১৬

তথ্যবিবরণী 8 August 2016

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫২০

জাতীয় শোক দিবস উপলক্ষে পর্যটন মন্ত্রণালয়ের কর্মসূচি

ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):

    ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  

    কর্মসূচির মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, ১৫ আগস্ট ভোর ৬টা ৩০ মিনিটে রাসেল স্কয়ারে সমবেত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রণালয় ও অধীন দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শোক দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

    বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয় ও দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

তুহিন/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫১৯

ডিসেম্বরে পদ¥া সেতুর স্প্যান স্থাপন শুরু
                              -- সেতুমন্ত্রী

ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):
    চীন থেকে মংলা বন্দর হয়ে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারের প্রথম স্প্যান আজ মাওয়া সাইটে এসে পৌঁছেছে। ল্যাব টেস্টসহ অন্যান্য টেস্ট সম্পন্ন করার পর আগামী ডিসেম্বরে পিয়ারের উপর স্প্যান স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
    এসময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক বাস্তবায়ন কাজ শেষ হয়েছে ৩৭ শতাংশ। এ পর্যন্ত ২৬টি পাইলের কাজ শেষ হয়েছে। গতকাল থেকে জাজিরা প্রান্তে ভায়াডাক্টের পাইলের কাজও শুরু হয়েছে।
    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সুপার স্ট্রাকচারে মোট ৪১টি স্প্যান থাকবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং আনুমানিক ওজন ২ হাজার ৯শ’ টন।
#

নাছের/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫১৮

আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন বঙ্গমাতা
                              -- দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):  
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অবদান অবিস্মরণীয়। একজন যোগ্য সহধর্মিনী হিসেবে তিনি বঙ্গবন্ধুর দুর্দিনে সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং ক্রান্তিকালে সুপরামর্শ দিয়ে বঙ্গবন্ধুকে উজ্জীবিত রেখেছেন।
    মন্ত্রী আজ রাজধানীর মিরপুর শাহআলী মাজারে বঙ্গমাতার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য আসলামুল হক আসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বঙ্গমাতা সর্বাত্মক সহযোগিতা করেছেন।
    এ সময় বঙ্গমাতা এবং স্বাধীনতা যুদ্ধ ও ১৫ই আগস্টে শহিদ সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

#

ফারুক/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০০২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৫১৭

ভূমিনীতিতে জনস¦ার্থকে প্রাধান্য দেয়া হবে
                                                  -- ভূমি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):
    ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জনগণের হয়রানি দূর করার লক্ষ্যে ভূমিনীতি প্রণয়ন করা হচ্ছে। এ নীতিতে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।
    আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘স্ট্রেংদেনিং একসেস টু ল্যান্ড এন্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেনস অভ্ বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় জাতীয় ভূমি নীতিমালা (খসড়া) প্রণয়নে একদিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী একথা বলেন।    
    প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৩টি এলাকা বরগুনার আমতলী, রাজশাহীর মোহনপুর ও জামালপুর সদর উপজেলায় ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট কাজ করছে। ইতোমধ্যে যশোরের মনিরামপুরে ডিজিটাল কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে এ প্রকল্প সারাদেশে বাস্তবায়ন করা হবে। ঘরে বসেই জমির আপডেট জানা যাবে। প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে জনস্বার্থে নীতিমালা সংযোজন, পরিমার্জন হতে পারে। তিনি বলেন, কৃষি ও অকৃষি জমির সিলিং নির্ধারণ করা এবং নীতিমালায় সুস্পষ্টভাবে পাহাড়, নদী, জলাশয়, বনায়ন ও জীববৈচিত্র্য অক্ষত অবস্থায় রাখা জরুরি। নীতিমালায় দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি কৌশলের উল্লেখ থাকতে হবে।   
    ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ঝঃৎবহমঃযবহরহম অপপবংং ঃড় খধহফ ধহফ চৎড়ঢ়বৎঃু জরমযঃং ভড়ৎ ধষষ ঈরঃরুবহং ড়ভ ইধহমষধফবংয” শীর্ষক প্রকল্পের একটি উল্লেখযোগ্য কম্পোনেন্ট হিসেবে “খসড়া জাতীয় ভূমিনীতি” প্রণয়ন করা হয়েছে। এই নীতির মুখ্য উদ্দেশ্য হলো উক্ত প্রকল্পের আওতায় প্রণীত ডিজিটাল ভূমি রেকর্ড ও জরিপ, ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতির বাস্তবায়নসহ দেশের মূল্যবান ভূ-সম্পদের সার্বিক ব্যবস্থাপনায় সঠিক দিক নির্দেশনা প্রদান। খসড়া জাতীয় ভূমিনীতিটি চূড়ান্ত করার পূর্বে ভূমি প্রশাসন, ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনার সাথে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গের মূল্যবান পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়।
    ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ, স্ট্রেংদেনিং একসেস টু ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের জাতীয় প্রকল্প পরিচালক শামসুল আলম, ইউরোপীয় ইউনিয়নের এম্বাসাডর ও হেড অভ্ ডেলিগেশন পিয়েরে মায়েডন বক্তব্য রাখেন।
#

রেজুয়ান/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫১৬

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট) :  
    আজ ঢাকায় রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের মধ্যে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষে ঝাং গুয়েকাই (তযধহম ঢঁবপধর) চুক্তিতে স্বাক্ষর করেন।
    রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার অনুরোধ জানান, যাতে পদ্মাসেতু চালুর প্রথম দিন থেকেই ট্রেন চলাচল করতে পারে। সংশ্লিষ্ট প্রকল্পে সহায়তার জন্য চীন সরকারকে মন্ত্রী কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং (গধ গরহময়রধহম) এবং মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

শরিফুল/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/১৯১৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৫১৫

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে জর্ডানের শ্রমমন্ত্রীর বৈঠক
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ জর্ডানে সে দেশের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ীর (অষর অষ এযবুধরি) সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
    বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তৈরিপোশাক ও গৃহকর্মী খাতে বাংলাদেশি নারী ও পুরুষকর্মীর জর্ডানে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় সে দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রবাসী কল্যাণমন্ত্রী সে দেশের শ্রমমন্ত্রীকে বাংলাদেশি কর্মীদের বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগসুবিধা বৃদ্ধির অনুরোধ জানান। তিনি গার্মেন্টস ও গৃহকর্মী ছাড়াও কৃষি ও নির্মাণ খাতসহ অন্যান্য খাতে পুরুষ কর্মী নেয়ার বিষয়ে জর্ডানের শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন।
    তৈরিপোশাক খাতে জর্ডানে ব্যাপক বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আগামীতে তৈরিপোশাক খাতসহ অন্যান্য খাতে আরো দক্ষ কর্মী প্রেরণ করা সম্ভব হবে। বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন ট্রেডে নারী ও পুরুষ কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বিভিন্ন ট্রেডে তাদের দক্ষতা উল্লেখ করার মতো বলে মন্ত্রী উল্লেখ করেন।
    জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ী বাংলাদেশে তৈরিপোশাক ও গৃহকর্মীদের কাজের প্রশংসা করেন। শ্রমমন্ত্রী বাংলাদেশ থেকে আরো কর্মী নেয়া এবং তাদের বিভিন্ন সুযোগসুবিধাদির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। বৈঠকে ভ্রাতৃসম দুই দেশের মধ্যে পারস্পরিক দৃঢ় সম্পর্ক, ইতিহাস ও সংস্কৃতি, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা ছাড়াও জর্ডানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণের বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিবৃন্দ উভয় দেশের মধ্যকার যৌথ কমিটি অনুমোদিত বিষয়টি আলোচনা করেন। জর্ডানে জনশক্তি রপ্তানি বিষয়ক সমঝোতা চুক্তি অনুযায়ী প্রতিবছর যৌথ কমিটির বৈঠক হওয়ার শর্ত রয়েছে। এ লক্ষ্যে গত এপ্রিল ২০১৫-এ যৌথ কমিটির প্রথম বৈঠক ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটি জর্ডানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জর্ডানের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।  
    বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব মো. আজাহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, মন্ত্রীর একান্ত সচিব মু. মুহসিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে জর্ডানের পক্ষে উপস্থিত ছিলেন শ্রম সচিব ফারুক আল হাদিদী, অতিরিক্ত সচিব আমজাদ ওয়াহসাহ, হেড অভ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিপার্টমেন্টের ইব্রাহিম আল সাকেতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ৫ দিনের সরকারি সফরে জর্ডানে অবস্থান করছেন।
#

জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫১৪

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট) :  
    জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতার উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান আরো উন্নত করার ওপর গুরুত্বারোপ করে টিকেট বিক্রয় খাত থেকে আয়, ব্যয় ও লাভ সম্পর্কে  বিস্তারিত আলোচনা হয়। হজযাত্রী বহনে বিমানের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ফ্লাইট শিডিউল ঠিক রাখার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করা হয়। বিমানের সাময়িকভাবে স্থগিত ঢাকা-রোম-ঢাকা রুট পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক সকল রুটের এয়ারক্রাফ্টের নিয়মিত রক্ষণাবেক্ষণ বজায় রাখা এবং যান্ত্রিক ত্রুটিসমূহ দ্রুততার সাথে দূর করার সুপারিশ করা হয়।
    এছাড়া, হোটেল সোনারগাঁও-এর বিভিন্ন অনিয়ম তদন্তে ইতোপূর্বে গঠিত ১নং সাবকমিটির সুপারিশসংবলিত তদন্ত প্রতিবেদন সাবকমিটির আহ্বায়ক তানভীর ইমাম বৈঠকে উপস্থাপন করেন।
    বাংলাদেশ বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় সংসদ, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

লাবণ্য/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৩৫ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৫১৩

সচিবালয়ে সে¦চ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন ১০ আগস্ট
    
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):
    স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১০ আগস্ট সকাল ১০টায় সচিবালয় ক্লিনিক প্রাঙ্গণে সে¦চ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত কর্মসূচির উদ্বোধন করবেন। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
    দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ রক্তদান করবেন। সচিবালয় ক্লিনিক, সরকারি কর্মচারী হাসপাতাল, সন্ধানী, স¦াস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরসমূহ রক্ত দান কর্মসূচিতে সহযোগিতা করবে। গত বছর এ কর্মসূচিতে ৯৭ জন সরকারি কর্মকর্তা কর্মচারী রক্তদান করেন, এবার ৪২২ জন কর্মকর্তা-কর্মচারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।
    বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচিকে ঘিরে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থেকে সে¦চ্ছায় রক্তদান করার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।  

#
মমিনুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫১২

আগামীকাল জ্বালানি নিরাপত্তা দিবস
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):
    আগামীকাল ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি কোম্পানি শেল অয়েল থেকে ৫টি গ্যাসক্ষেত্র নামমাত্র ৪ দশমিক ৫ পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন। ক্রয়কৃত গ্যাসক্ষেত্রগুলো হলো- তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, বাখরাবাদ ও কৈলাসটিলা। এ গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রায় শতকরা ৩৩ ভাগ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
    জ্বালানি নিরাপত্তা অর্জনে বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক পদক্ষেপকে স¥রণীয় করে রাখতে ২০১০ সাল থেকে ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর জ্বালানি নিরাপত্তা দিবস উদ্যাপন উপলক্ষে ১৩ আগস্ট শনিবার ১১ টায় পেট্রোবাংলায় একটি সেমিনার আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উক্ত সেমিনারে উপস্থিত থাকবেন।
    জ্বালানি নিরাপত্তা দিবস উদ্যাপনের অন্যতম উদ্দেশ্য সাশ্রয়ী জ্বালানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
#

আসলাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৫১১

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):
দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মো. আব্দুল মজিদ খান এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি জেলা পরিষদগুলোতে অডিটোরিয়াম নির্মাণ কার্যক্রম দ্রুত সম্পাদনের সুপারিশ করে।
বৈঠকে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম, বরাদ্দ প্রদান, অগ্রাধিকারভিত্তিতে টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল বরাদ্দ এবং মানসম্মত রাস্তা নির্মাণ, সংস্কার ও মেরামতের সুপারিশ করা হয়।
কমিটি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করে।
আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীসহ স্থানীয় সরকার পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#


মৌমিতা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৫১০

বেসরকারি সদস্য সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
    
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):  
    জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, বি এ মোজাম্মেল হক, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এবং সানজিদা খানম  বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী কর্তৃক আনীত বিধি ও প্রবিধান প্রণয়ন ক্ষমতা নিয়ন্ত্রণ বিল ২০১৫, জেলা জজ আদালত মৌলিক অধিকার বলবৎকরণ (এখতিয়ার) বিল ২০১৫, সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল ২০১৪, সংসদ সদস্য মো. ইসরাফিল আলম কর্তৃক আনীত অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা (অপ্রাতিষ্ঠানিক খাত) বিল ২০১৫ এবং বিদেশি নিবন্ধন বিল ২০১৫ সম্পর্কে আলোচনা হয়। পাঁচটি বিলের মধ্যে প্রথম তিনটি বিল সংসদে প্রেরণ না করার সুপারিশ করা হয়।
    অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা (অপ্রাতিষ্ঠানিক খাত) বিল ২০১৫ বিলটি অধিকতর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়।
    বিদেশি নিবন্ধন বিল ২০১৫ সম্পর্কে বলা হয়, যেহেতু দেশে বিদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকদের দ্বারা কিছু কিছু আইনশৃঙ্খলা বিরোধী কর্মকা- সাধিত হয়েছে তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বিদেশিদের আগমন এবং অবস্থানের বিষয়ে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করা হয়। একই সাথে বিদেশি নাগরিকদের বাড়ি ভাড়া দেয়ার পূর্বে তাদের ভিসার মেয়াদ দেখে নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ি ভাড়া দেয়ার সুপারিশ করা হয়।
    আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#
মিজানুর/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৪৯ ঘণ্টা

 
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৫০৯

বাংলামেইল ২৪ ডটকম-এর সব এক্রিডিটেশন কার্ড বাতিল
    
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):

    সরকার অনলাইন গণমাধ্যম বাংলামেইল ২৪ ডটকম-এর সম্পাদকসহ নয়জন সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল করেছে।

    তথ্য অধিদফতর আজ এক আদেশে এ গণমাধ্যমের স্থায়ী ও অস্থায়ী সব কার্ড বাতিল করে।

#
ইসতাক/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২২ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫০৮

উন্নয়ন প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ
                                                                         -সেতুমন্ত্রী
    
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট):  
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মেট্রোরেল রুট-৬ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
    সভায় মন্ত্রী জানান, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা’র অর্থায়নে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতায় মেট্রোরেল রুট-৬, ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতি সেতু, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় দেশের পশ্চিমাঞ্চলে ৬১টি সেতু এবং মাতারবাড়ি প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে। এছাড়া মেট্রোরেল রুট-১ এবং রুট-৫ এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে।
    মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট জাপানি নাগরিকসহ সকল বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। মেট্রোরেল রুট-৬ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট পরামর্শকসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থল এবং বাসস্থানে পর্যাপ্ত নিরাপত্তা বিধানের ব্যবস্থা নেয়া হয়ছে। এসময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন-এর সাথে টেলিফোনে নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলেন।
    সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রকল্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী জাপানি নাগরিকদের নিরাপত্তা বিধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ বিষয়টি নিবিঢ়ভাবে তদারক করছে।
    উল্লেখ্য, মেট্রোরেল রুট-৬ এর ডিপোর ভূমি উন্নয়নকাজে নিয়োজিত টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিষয়ক চার সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। সফরকারী দলের প্রতিনিধিগণ এ সভায় যোগ দেন।
    মন্ত্রণালয় তথা সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় জাইকা’র কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সন্তোষ প্রকাশ করেন।
    সভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলীল, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, ঢাকায় নিযুক্ত জাইকা’র সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ঞধশঁ ণধসনব, মেট্রোরেল রুট-৬ বাস্তবায়ন কাজের সাথে সংশ্লিষ্ট টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঐরৎড়ংযর অংধশধসর, পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ে’র টিম লিডার ঐরফবড় ঙসড়ৎরসহ মন্ত্রণালয় ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#
নাছের/মোবাস্বেরা/গিয়াস/আলী/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫০৭
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৪শে শ্রাবণ (৮ই আগস্ট) :  
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ই আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “জ্বালানি নিরাপত্তা অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক পদক্ষেপকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছরের ন্যায় এবারও ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০১৬’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
    বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৭৫ সালের ৯ই আগস্ট ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল-এর কাছ থেকে ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। এটি ছিল জাতির পিতার দূরদর্শী সিদ্ধান্ত যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তুলনামূলক সাশ্রয়ী জ্বালানির উৎপাদক হিসেবে এই গ্যাসক্ষেত্রগুলো রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার পর থেকে অদ্যাবধি দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে। অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করছে।  
    জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। গত সাড়ে সাত বছরে নতুন নতুন কূপ খননসহ গ্যাস সেক্টরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্যাস উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সালের জানুয়ারিতে দৈনিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট যা বর্তমানে ২ হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।
    আমরা সুন্দলপুর, শ্রীকাইল ও রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড সম্প্রসারণ এবং বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইনে গ্যাস সরবরাহ করা হয়েছে। আমরা হবিগঞ্জের মুচাই এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কম্প্রেসর স্টেশন স্থাপন করেছি। ইতোমধ্যে গ্যাস নেটওয়ার্ক বিভাগীয় শহর রাজশাহীতে সম্প্রসারণ করা হয়েছে। হাটিকুমরুল-ভেড়ামাড়া পাইপলাইনের কাজ শেষ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ সম্প্রসারিত হবে।   
    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশজ প্রাকৃতিক গ্যাস ও কয়লার ব্যবহারের পাশাপাশি এলএনজি আমদানি করে গ্যাসের ঘাটতি পূরণ, ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপন, তেল পরিবহণ ও খালাসে সাশ্রয়ী সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এলএনজি টার্মিনাল স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিরাপদ, নিরবচ্ছিন্ন ও অপচয়রোধী জ্বালানি তেল সরবরাহের জন্য চট্টগ্রাম-ঢাকা ও জেট-১ ফুয়েল পাইপলাইন স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র এলাকায় ব্যাপক ভিত্তিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছি।
    আমাদের মনে রাখতে হবে প্রাকৃতিক গ্যাস অফুরন্ত নয়। তাই এ মূল্যবান সম্পদের অপচয়রোধ করে এর যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার মাধ্যম জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০১৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
    আমি জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০১৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

#
নূরএলাহি/মোবাস্বেরা/আলী/গিয়াস/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                              &nb

Todays handout (13).doc