Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী 3/12/2017

তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৩২৮৪ 
 
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) : 
 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
 
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩১ ট্রাকের মাধ্যমে ৫৩ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫ হাজার ৩ শত ১২ প্যাকেট শুকনো খাবার, ১ শত ৩৬ প্যাকেট শিশুখাদ্য, ৫ হাজার ৭ শত ৫০ পিস পোশাক, ২৩ হাজার ৯ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ২ হাজার ৯ শত ৬২ মেট্রিক টন চাল, ৮০ মেট্রিক টন ডাল, ৮৭ হাজার ৯ শত ৬৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৭০ মেট্রিক টন চিনি, ২ হাজার ২ শত ৮ কেজি আটা, ৭২ হাজার ৬ শত ৭০ কেজি গুঁড়োদুধ,  ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডিল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   
 
জেলা প্রশাসক, কক্সবাজার এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা’ নামক সোনালী ব্যাংক, কক্সবাজার শাখার চলতি হিসাব নং ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬ শত ৬৬ টাকা জমা রয়েছে।
 
#
 
সাইফুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৩২৮৩
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং -১ ক্যাম্পে ২ শত ৩৫ জন পুরুষ, ২ শত ৪৫ জন নারী মিলে ৪ শত ৮০ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৭ শত ৬ জন পুরুষ, ৬ শত ২১ জন নারী মিলে ১ হাজার ৩ শত ২৭  জন, নোয়াপাড়া ক্যাম্পে ৩ শত ৩৯ জন পুরুষ, ৩ শত ৭১ জন নারী মিলে ৭ শত ১০ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৬ শত ৭৪ জন পুরুষ, ৬ শত ৭৮ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৫২ জন,  থাইংখালী-২ ক্যাম্পে ২ শত ১৪ জন পুরুষ, ১ শত ৮৩ জন নারী মিলে ৩ শত ৯৭ জন, বালুখালী ক্যাম্পে ৯ শত ৭৭ জন পুরুষ, ৯ শত ৩৯ জন নারী মিলে ১ হাজার ৯ শত ১৬ জন, শামলাপুর ক্যাম্পে ৪০ জন পুরুষ, ৪২ জন নারী মিলে ৮২ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৬ হাজার ২ শত ৬৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৭ লাখ ৩৬ হাজার ৯ শত ১৮ জনের নিবন্ধন করা হয়েছে।
 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ২ শত ২০ জন । অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
 
#   
 
সাইফুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৩২৮২
 
স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে করণীয় শীর্ষক সভা 
 
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) : 
মাতৃমৃত্যু হারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তৃণমূল ও প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সফর করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।  শনিবার সচিবালয়ে ‘স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে করণীয়’ বিষয়ক সভায় সভাপতিত্বকালে তিনি এই সিদ্ধান্ত জানান। 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুমৃত্যু হার কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ জাতিসংঘের এমডিজি পুরস্কার পেয়েছে। প্রত্যাশিত মাতৃমৃত্যু হার অর্জন না হলেও সাফল্যের অগ্রযাত্রা সন্তোষজনক ছিল। এই সাফল্যকে ঊর্ধ্বে নিয়ে ২০৩০ সালের মধ্যে এমডিজি অর্জনে আরো জোরদার ও কার্যকর কর্মসূচি হাতে নিতে হবে। এর অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মাঠ পর্যায়ের মানুষের সাথে মতবিনিময় সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষাধাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেন। এছাড়া ‘মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন’ এবং ‘বিসিপিএস’ আইন সংসদের আগামী অধিবেশনে উত্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মোহাম্মদ নাসিম এসময় মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও নির্মাণ কাজ যথাসময়ে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্যও নির্দেশনা প্রদান করেন। 
 
#
 
পরীক্ষিৎ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮১৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৩২৮১
 
ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত জিরো টলারেন্স ঘোষণা দিলেন ভূমি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) : 
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতসহ ভূমি অফিসগুলোতে জনভোগান্তি, দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত করা হচ্ছে। তিনি বলেন, দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। তিনি ভূমি অফিসগুলোকে দুনর্য়ীতিমুক্ত করার জিরো টলারেন্স ঘোষণা দেন। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি অডিটোরিয়ামে ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতিকে জিরো টলারেন্স করা হচ্ছে। তিনি বলেন, সারাদেশে ৫০ হাজার গৃহহীনকে গুচ্ছগ্রাম পুনর্বাসন করার কাজ চলছে। ভূমি সংশ্লিষ্ট বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে সেই মুঘল, ইংরেজ, পাকিস্তান শাসনামল থেকেই। তিনি বলেন, ভূমি অফিসগুলোর সমস্যা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।
#
 
রেজুয়ান/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৩২৮০
 
শ্রমিক কল্যাণ তহবিলে বাটা এবং ম্যারিকো কোম্পানির পৌনে দুই কোটি টাকা প্রদান
 
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) : 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাটা সু কোম্পানি এবং ম্যারিকো বাংলাদেশ কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ পৌনে দুই কোটি টাকা প্রদান করেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু)’র সাথে সাক্ষাৎ করে দু’টি কোম্পানির প্রতিনিধিদল নিজ নিজ কোম্পানির পক্ষে লভ্যাংশের ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ২৫৮ টাকার চেক হস্তান্তর করেন।
বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চিটপান কানহাসিরি (ঈযরঃঢ়ধহ কধহযধংরৎর)’র নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কোম্পানির গত অর্থবছরের লাভের ৫ শতাংশের এক দশমাংশ ৭৪ লাখ ৮৭ হাজার ৩২৭ টাকার চেক হস্তান্তর করেন। পরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চিফ ফিনানসিয়াল অফিসার ইলিয়াস আহমেদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল কোম্পানির গত অর্থবছরের মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ ১ কোটি ১ লাখ ৪১ হাজার ৯৩১ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
শ্রমিকদের কল্যাণার্থে কোম্পানি দু’টি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত অর্থ প্রদান করে আসছে। শ্রম আইনের আলোকে গঠিত এ তহবিলে বর্তমানে জমার পরিমাণ আড়াইশ’ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা দেয়া হয়। 
চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কোম্পানিতে কর্মরতদের জন্য এটি একটি ইউনিক আইন। এ আইন বলে বিভিন্ন কোম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বছর শেষে কোম্পানির লাভের ৫ শতাংশের ৮০ ভাগ সমান হারে ভাগ করে নেন। এমন অনেক কোম্পানি আছে যাদের অনেক কর্মচারী সারা বছরের বেতনের চেয়ে লভ্যাংশের অর্থ বেশি পেয়ে থাকেন। এতে কোম্পানির কর্মপরিবেশ উন্নত হচ্ছে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে। 
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. আনিসুল আউয়াল, ম্যারিকো বাংলাদেশের হেড অভ্ লিগ্যাল কোম্পানি সেক্রেটারি ক্রিসটাবেল র‌্যান্ডলফ বাটা সু কোম্পানির জিএম (সাপলাই চেইন) জলিল আহমেদ চৌধুরী এবং এজিএম (এইচ আর) সৈয়দ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
#
আকতারুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩২৭৯ 

 
ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ শেষ হওয়ার হওয়ার পরপরই 
রোহিঙ্গাদের প্রত্যাবাসন কাজ শুরু হবে
                            - সেতুমন্ত্রী
 
বালুখালী, উখিয়া (কক্সবাজার), ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ চলছে। ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ শেষ হওয়ার পরপরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন কাজ শুরু হবে।
মন্ত্রী আজ উখিয়ার বালুখালীস্থ দ্বিতীয় ক্যাম্পে ত্রাণ বিতরণকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে শেখ হাসিনা সরকারের উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে দেশের জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী ও মানবিক মনোভাব ইতিবাচক সাড়া ফেলেছে।
কাদের বলেন, ইতোমধ্যে প্রায় সাড়ে সাত লাখ মিয়ানমারের নাগরিক এদেশে এসেছে। তাদের সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে বিশ্বব্যাপী জনমত তৈরিতে সরকারের দক্ষতা প্রমাণিত হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, আশিক উল্যাহ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় অংশ নেন।
#
নাছের/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩২৭৮ 
 
কৃষিমন্ত্রীর আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ২৮ নভেম্বর ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) সফর করেন। তার সফর সঙ্গী হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অংশগ্রহণ করেন।
সফরকালে মন্ত্রীকে ধান গবেষণার বিভিন্ন দিক বিশেষ করে বাংলাদেশের উপযোগী জলমগ্নতা, খরা, লবণাক্ততা, তাপমাত্রাসহিষ্ণু; ভিটামিন, জিঙ্ক ও আয়রনসমৃদ্ধ অধিক উৎপাদনশীল ধান উন্নয়ন ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়। মন্ত্রী বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। এছাড়াও ইরি’র শীর্ষ বিজ্ঞানীগণ গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদি গবেষণা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। ইরি’র মৌলিক  গবেষণার উল্লেখযোগ্য এবং প্রধান দিক হচ্ছে ধানের উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে এ ফসলের শরীরতাত্ত্বিক পরিবর্তন বিষয়ে যুগান্তকারী কর্মকান্ড।
ইরি’র মৌলিক ও উন্নত গবেষণায় বাংলাদেশি বিজ্ঞানীদের অধিক হারে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য কৃষিমন্ত্রী অনুরোধ করেন। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের কৃষির সাফল্য সরকারের নানামুখী কর্মকা-ের মাধ্যমে অর্জিত হয়েছে। বিশেষ করে ধান উন্নয়নে ইরি’র মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই  ইরির গবেষণা ও উন্নয়ন কর্মকা-ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করছে এবং এ সহযোগিতা অব্যাহত রয়েছে। 
#
বিবেকানন্দ/অনসূয়া/আশরোফা/রেজ্জাকুল/শামীম /২০১৭/    ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩২৭৭
 
ইসলামের প্রকৃত অনুসারীগণ কখনো জঙ্গি বা সন্ত্রাসি কর্মকা- করতে পারে না
                -সমবায় প্রতিমন্ত্রী
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, মহানবী (স.) এর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানবজাতি ইহকাল ও পরকালে মুক্তি পাবে। 
প্রতিমন্ত্রী আজ গুলিস্তান কাজী বশির মিলনায়তন চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভা-ারির উদ্যোগে আয়োজিত জশনে জুলুশ পূর্ব সমাবেশে একথা বলেন।
শাহ্্সুফি মওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমেদ মাইজভা-ারির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তার, মওলানা মাসুদুর রহমান ও হাফেজ মো. আলমগীর।   
প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। ইসলামের প্রকৃত অনুসারীগণ কখনো জঙ্গি বা সন্ত্রাসি কর্মকা- করতে পারে না। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি সার্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মীয় জনগোষ্ঠীর মানমর্যাদা সুরক্ষা এবং নির্বিঘেœ ধর্মীয় আচারঅনুষ্ঠান পালন, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে চলমান নানামুখী কার্যক্রম চলছে। তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। এখানে ইসলাম ধর্মের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি অপতৎপরতা চালাবে তাদের সমূলে নির্মূল করা হবে। এব্যাপারে হাক্কানী আলেম-ওলামাসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে প্রতিমন্ত্রীর নেতৃত্বে গুলিস্তান অনুষ্ঠানস্থল হতে এক জশনে জুলুশ বের হয়ে তা জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।
 
#
আহসান/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৫২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩২৭৬
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল কোর্সে 
ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু আগামীকাল
 
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) : 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি শেষ বর্ষের ভর্তির কার্যক্রম রিলিজ স্লিপের আবেদন ৪ ডিসেম্বর ৪ টা থেকে ১১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত চলবে।  
যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি; মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি; ভর্তি বাতিল করেছে এছাড়া ২য় পর্যায়ে নতুন আবেদনকারীরাও রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। 
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  থেকে আবেদন ফরম পূরণসহ বিস্তারিত তথ্য জানা যাবে।
#
 
ফয়জুল/অনসূয়া/আশরোফা/রফিকুল/শামীম/২০১৭/১৫১২ ঘণ্টা 
Todays handout (4).docx