তথ্যবিবরণী নম্বর : ১১৩০
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা
চেয়ারম্যানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান মোঃ রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে মোঃ রকিবুর রহমান আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠককে হারাল।
উল্লেখ্য, মোঃ রকিবুর রহমান (৭২) আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)।
#
ফয়সল/সাহেলা/রফিকুল/সেলিম/২০২২/২২১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২৯
মানদণ্ড ঠিক থাকলেই কেবল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগে জাতীয়করণ করা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়লে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে সবটুকু সক্ষমতা নিয়োগ করবে সকার। শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির মানদণ্ড ঠিক থাকলে এমপিওভুক্তও করা হবে।
আজ রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
স্বাশিপের আট দফা দাবির প্রেক্ষিতে জাতীয়করণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা চাই শিক্ষার মান অর্জন করতে। আমাদের অতীতের অভিজ্ঞতা কী বলে? আমরা যে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেসব শিক্ষা প্রতিষ্ঠানের মান কী আরো বেড়েছে, নাকি কমেছে। এটা আগে বুঝতে হবে। যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে সেখানে শিক্ষার মান যদি বাড়ে তাহলে সবগুলোই জাতীয়করণ করবো। যদি মান না বাড়ে তাহলে জাতীয়করণ অবশ্যই চাইব না।
বৈশাখী ভাতার দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাই আপনাদের এই ভাতাগুলো আরো বাড়ুক। আমরা নিশ্চয় চাই। বাড়িভাড়া, চিকিৎসা ভাতার দাবি করেছেন। আর্থিক সক্ষমতার একটি ব্যাপার রয়েছে। আমাদের মনে রাখতে হবে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠান। কাজেই সরকারের সক্ষমতার সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ কি না এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনলাইন অফ লাইন দুইভাবে প্রশিক্ষণ হচ্ছে। অনলাইনে নিজেদের দক্ষ করে তুলবেন।’
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন এখনও বাস্তবায়ন করতে পারিনি। বঙ্গবন্ধু চেয়েছিলেন, দক্ষ, প্রায়োগিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা। সেট আমরা এখনও করে উঠতে পারিনি। বঙ্গবন্ধু পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে চেয়েছিলেন। চলমান মেগা প্রকল্পগুলো শেষ হলে ধীরে ধীরে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে। তবে শিক্ষা জাতীয়করণ করা হলো কিন্তু যে উদ্দেশে জাতীয়করণ সেই সফলতা আসলো না তাহলে হবে না। সে জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে।
#
খায়ের/সাহেলা/রফিকুল/সেলিম/২০২২/২২১৫ ঘণ্টা
Handout Number : 1128
Bangabandhu was one of the greatest leaders, patriots
-- Fisheries & Livestock Minister
Washington D.C (18 March) :
Minister for Fisheries and Livestock S M Rezaul Karim has termed Bangabandhu as one of the greatest leaders and patriots of the world, urging all to work unitedly to teach the new generations about his vision and ideology.
"On the occasion of the 102nd birth anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, let’s work in unison to teach the new generations about Bangabandhu’s dreams, belief, patriotism and non-communal philosophy," he said.
The Minister was speaking as the Chief Guest at a discussion session held at the Embassy of Bangladesh in Washington D C yesterday.
The Embassy organized the event at the Bangabandhu Auditorium as part of its programmes to celebrate the 102nd birth anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and the National Children's Day 2022.
The Minister also called upon all to take a vow to resist the communal and anti-liberation forces to materialize the dreams of three million martyrs and Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. Due to Bangabandhu’s charismatic leadership and long struggle in country’s all movements from 1952 Language Movement to Liberation War in 1971, Bangladesh gained independence as a free and sovereign nation, he highlighted.
Rezaul Karim said that Bangabandhu was portrayed as a ‘voice of oppressed people’ while in the recent world climate summit, his able daughter Prime Minister Sheikh Hasina was termed as a ‘voice of the distressed people’. Prime Minister Sheikh Hasina has turned Bangladesh into a role model of development in the world by materializing the dreams of Bangabandhu, he added.
The Fisheries Minister also pointed out various steps taken by Bangabandhu as well as Prime Minister Sheikh Hasina for the welfare of the children of Bangladesh.
The discussion was followed by screening of a documentary titled "Bangabandhu-Forever in Our Hearts".
Earlier, the Fisheries Minister along with the officials of the Embassy placed a floral wreath at the bust of the Father of the Nation at the Bangabandhu Corner of the Embassy.
After laying the wreath, they stood in solemn silence for some time as a mark of profound respect to the memory of the great leader.
The messages issued on the occasion by the President, the Prime Minister, the Foreign Minister and the State Minister for Foreign Affairs were read out.
Special prayers were offered seeking divine blessings for eternal peace of the departed soul of Bangabandhu and other martyrs of the August 15, 1975 as well as Bangladesh's continuous peace, progress and prosperity.
#
Sajjad/Sahela/Rahat/Mosharaf/Rafiqul/Shamim/2022/hours
তথ্যবিবরণী নম্বর : ১১২৭
গুণিজনরা রাষ্ট্রকে আলোকিত করে, সঠিক পথ দেখায়
-- সংস্কৃতি প্রতিমন্ত্রী
মুন্সিগঞ্জ, ৪ চৈত্র (১৮ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, গুণিজনরা রাষ্ট্রকে আলোকিত করে, সঠিক পথ দেখায়। একুশে পদকপ্রাপ্ত তেমন একজন গুণিজন ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি তার মেধা, মনন, জ্ঞান ও প্রজ্ঞার মধ্য দিয়ে রাষ্ট্রকে আলোকিত করেছেন। তাঁর মত গুণিজন যুগে যুগে জন্মায় না, শতবর্ষে একজন জন্মায়।
প্রতিমন্ত্রী আজ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের একুশে পদক-২০২২ প্রাপ্তি উপলক্ষ্যে আর্থসামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র ‘অবারিত বাংলা’ আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, গবেষণার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী সবসময় গবেষণার ওপর জোর দিয়ে থাকেন। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী ড. মো. আনোয়ার হোসেনকে একুশে পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করতে পেরে আনন্দিত ও গর্বিত। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ড. আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত এবং জীবনরহস্য উন্মোচিত হয়। স্বল্প খরচে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তিনি ‘সাইবার গ্রিন’ পদ্ধতি ব্যবহার করে নতুন একটি প্রটোকল তৈরি করেছেন।
‘অবারিত বাংলা’র ভাইস চেয়ারম্যান অলক কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।
#
ফয়সল/সাহেলা/রফিকুল/সেলিম/২০২২/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২৬
সাংবাদিক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী
সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু ২০ মার্চ
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বলেছেন, এক কোটি নিম্নআয়ের পরিবারের কাছে সাশ্রয়ীমূল্যে টিসিবি’র পণ্য দেশব্যাপী বিক্রয় শুরু হবে আগামী ২০ মার্চ । দুই কিস্তিতে এক কোটি পরিবারের কাছে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে। প্রথম কিস্তি বিক্রয় করা হবে ২০-৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি বিক্রয় করা হবে ৩-২০ এপ্রিল।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকার কাওরান বাজারস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রয়ের সুবিধার জন্য দেশব্যাপী এ সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। তবে এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার পরিবারকে কার্ড প্রদান করা সম্ভব হয়নি। ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে তাদের কাছে টিসিবি’র এ সকল পণ্য বিক্রয় করা হবে। মন্ত্রী বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে করে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন। বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ড হোল্ডারদের পণ্য বিক্রয়ের স্থান ও সময় জানিয়ে দেয়া হবে। পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে, ২ কেজি চিনি ৫৫ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে, ২ কেজি ছোলা ৫০ টাকা দরে এক প্যাকেটে বিক্রয় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণা মোতাবেক সুষ্ঠুভাবে দেশব্যাপী এ সকল পণ্য বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে। দেশের প্রচার মাধ্যমগুলোর এ বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকৃত প্রাপকগণ যাতে টিসিবি’র এ সকল পণ্য পায়, সে জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের নিম্নআয়ের মানুষের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি’র ট্রাক সেল অব্যাহত থাকবে। রমজান সংযমের মাস, সকলকে সংযম প্রদর্শন করতে হবে। সকলে যদি এক সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করেন, তা হলে কোনো সমস্যা হবে না। দেশে প্রয়োজনের অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত রয়েছে, কোনো পণ্য সংকটের সম্ভাবনা নেই। এসকল পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, দেশের মানুষ এর সুফল পেতে শুরু করেছেন। আগামীতে বছরব্যাপী ট্রাক সেলের মাধ্যমে টিসিবি’র পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।|
#
বকসী/সাহেলা/মোশারফ/রফিকুল/শামীম/২০২২/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২৫
সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক আবুল বাশার নুরু বঙ্গবন্ধুর আদর্শের এক নিবেদিত সৈনিক ছিলেন। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
জাহাঙ্গীর/সাহেলা/রাহাত/মোশারফ/আব্বাস/২০২২/২০১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২৪
স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
স্বাধীনতা পুরস্কার-২০২২ ঘোষণা করেছে সরকার। এবছর নয় জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রাপ্তরা হচ্ছেন : বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); শহিদ কর্নেল খন্দকার নাজমুল হুদা, বীর বিক্রম (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); আব্দুল জলিল (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); সিরাজ উদ্দীন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); মরহুম সিরাজুল হক (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (চিকিৎসাবিদ্যা); অধ্যাপক ডা. মোঃ কামরুল ইসলাম (চিকিৎসাবিদ্যা); ও মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (স্থাপত্য)। গবেষণা ও প্রশিক্ষণে এ বছর স্বাধীনতা পদক পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই)।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
জিল্লুর রহমান/রাহাত/মোশারফ/আব্বাস/২০২২/১৯০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২৩
বঙ্গবন্ধুর চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে
-- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ, বাঙালির জন্য যে ত্যাগ তা যাতে সব শিশু জানতে পারে সেজন্য ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস। তিনি বলেন, আজকের শিশুদের জন্য উন্নত বাংলাদেশ গড়া শেখ হাসিনা সরকারের অন্যতম লক্ষ্য।
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ত্যাগ কখনো বৃথা যায় না। জাতির পিতা জীবনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন বলেই বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর কাছে এ জাতি চিরঋণী। যারা বঙ্গবন্ধুর কৃতিত্ব মুছে ফেলতে চেয়েছিল, দেশকে তলাবিহীন ঝুঁড়ির দেশ বানাতে চেয়েছিলো তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, শ্রমে নিযুক্ত হবার সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৯ অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৪ বছরের নিচে শিশুদের কেউ কাজে নিয়োজিত করতে পারবে না। এসডিজির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০৩০ সালের আগেই সরকার শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়বে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয় ২৮৪ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের কাজ শুরু করেছে। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের ১২টি বিভাগীয় শহর এবং ২টি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণকারী শিশুরা ঝামেলা ছাড়াই উপবৃত্তির টাকা পেয়ে যাবে। প্রকৃত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরাই যাতে এই উপানুষ্ঠানিক শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ করে সেটি নিশ্চিত করা হবে।
আলোচনা অনুষ্ঠানের আগে শ্রম প্রতিমন্ত্রী জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
#
আকতারুল/সাহেলা/রাহাত/মোশারফ/রফিকুল/সেলিম/২০২২/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১২২
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। এ সময় ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। এ পর্যন্ত ২৯ হাজার ১১৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন।
#
জাকির/রাহাত/রফিকুল/আব্বাস/২০২২/১৯৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১২১
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত
মালে (মালদ্বীপ), ১৮ মার্চ :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলকে মালদ্বীপ সরকার স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করেছে। বাংলাদেশের ক্রীড়ার মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের বিশেষ সহযোগিতার জন্য মালদ্বীপ সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।
গতকাল এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বন্ধুরাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক প্রদত্ত রাষ্ট্রীয় এ পুরস্কার নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই শুভ দিনে পুরস্কার পেয়ে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি।’ তিনি আরো বলেন, এ স্বীকৃতি আমাকে বাংলাদেশ এবং মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরো বেশি কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।’
‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে আরো পুরস্কার পেয়েছেন শ্রীলংকার যুব ও ক্রীড়া মন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদি আরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান। ‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম সহ অন্যরা। এছাড়া ‘স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুরেশ রায়না, শ্রীলংকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডসসহ বিশ্বসেরা ক্রীড়াবিদগণ।
#
আরিফ/রাহাত/রফিকুল/আব্বাস/২০২২/১৮৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২০
বঙ্গবন্ধু একটি অবিনাশী সত্তা
-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু একটি অবিনাশী সত্তা। বঙ্গবন্ধুর মতো কীর্তিমানের কখনো মৃত্য হয় না। তিনি মৃত্যঞ্জয়ী। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, শ্রেষ্ঠ দেশপ্রেমিক, আর একজন পরিপূর্ণ বাঙালি।
গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফেরদৌসি শাহরিয়ার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সমকালীন ইতিহাসের কালজয়ী মহামানব। যার পুরো জীবন ছিল মানুষের মুক্তির দর্শনসংবলিত। পরাধীনতার শৃঙ্খল থেকে একটি জাতিকে মুক্ত করা এবং বাংলা ভাষাভাষী সব মানুষকে জাতীয়তাবোধে উজ্জীবিত করে বাঙালি জাতীয়তাবাদকে জাগ্রত করে তোলা ছিল তাঁর জীবনের লক্ষ্য। এ ধারাবাহিকতায় তিনি বাঙালি জাতির পিতা হয়েছেন।
শ ম রেজাউল করিম আরো বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সত্তা ও আদর্শের শিক্ষা দিতে হবে। তাদের জানাতে হবে বঙ্গবন্ধুর মানসিকতা কী ছিল, তাঁর দেশপ্রেম কেমন ছিল, তাঁর অসাম্প্রদায়িকতা কেমন ছিল। বঙ্গবন্ধুকে ধারণ করে অস্তিত্বের শেকড়ে ফিরে যেতে হবে। একজন বঙ্গবন্ধু মানে সকল পথ-পন্থার নির্দেশক। বঙ্গবন্ধুর জন্মতিথিতে তাই মানুষের কল্যাণে আত্মোৎসর্গের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
মন্ত্রী আরো যোগ করেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি শেখ হাসিনার মাঝে তাঁর রাজনৈতিক দর্শন প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখি শেখ হাসিনার মাঝে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বপরিমণ্ডলে বঙ্গবন্ধু ছিলেন শোষিতের কণ্ঠস্বর আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বলা হয় দুর্গতদের কণ্ঠস্বর। একজন জাতিকে মুক্ত করে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন, আর তাঁর উত্তরসূরি শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ দিয়ে যাচ্ছেন।
#
ইফতেখার/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/মানসুরা/২০২২/১৪৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১১৯
‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন’ অর্জনে আন্তর্জাতিক সংহতি ও অংশীদারিত্ব প্রয়োজন
-রাবাব ফাতিমা
নিউইয়র্ক, ১৮ মার্চ :
“স্বল্পোন্নত দেশগুলোর জন্য ‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন (ডিপিওএ)’ এর সফল বাস্তবায়নে আন্তর্জাতিক সংহতি ও অংশীদারিত্ব প্রয়োজন”। গতকাল জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৫ম জাতিসংঘ এলডিসি সম্মেলন এর প্রথম পর্বে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
এলডিসি-৫ কনফারেন্স এর প্রস্তুতি পর্বে রাষ্ট্রদূত ফাতিমা ও জাতিসংঘে নিযুক্ত কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রে যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি কোভিড-১৯ অতিমারির ভয়াবহতা এবং এর মোকাবিলা ও সাড়াদানের ক্ষেত্রে অসমতার চিত্র তুলে ধরেন এবং ডিপিওএ গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রসমুহের প্রতিশ্রুতি ও সংহতির জন্য ধন্যবাদ জানান।
ডিপিওএ -এর প্রক্রিয়া বাস্তবায়নকালে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাসমূহের অব্যাহতভাবে সংশ্লিষ্ট থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে জাতিসংঘের সংস্থা, তহবিল ও কর্মসূচিসমূহ ডিপিওএ-কে কৌশলগত পরিকল্পনায় সন্নিবেশনে এবং এলডিসির দেশগুলোর বাস্তবতা ও চাহিদার বিবেচনা উন্নয়নে জাতিসংঘের প্রভাব কাজে লাগাতে গুরুত্বারোপ করেন।
সভার শুরুতেই কাতারের উপপ্রধানমন্ত্রী সেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এলডিসি-৫ সম্মেলনের সভাপতি নির্বাচিত হন।
বৈঠকে আরো বক্তব্য রাখেন স্বল্পোন্নত দেশগুলোর বৈশ্বিক সভাপতি মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাজ চাকভেরা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। অনুষ্ঠানে জাতিসংঘের উল্লেখযোগ্য সংখ্যক সদস্যরাষ্ট্রের প্রতিনিধি বক্তব্য রাখেন।
#
মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/মানসুরা/২০২২/১৩০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১১৮
বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
ঢাকা, ১৮ মার্চ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ মার্চ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।
ব্রাজিলের ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাস, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন, পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাস, কানাডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরেন্টোতে, গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাস, জামানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস, জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যূলেট জেনারেল মায়ামী, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন এবং মেক্সিকোসিটির বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নিজ নিজ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপন করে।
এসব দেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং দূতাবাস ও হাইকমিশনে অস্থায়ীভাবে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন অ