Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০২৪

তথ্যবিবরণী ১১ আগস্ট ২০২৪

Handout                                                                                                                  Number: 379

The Ministry of Environment will become more focused on serving the public
                                                   --- Environment Advisor Syeda Rizwana Hasan

 

Dhaka, 11 August:

            Advisor to the Ministry of Environment, Forest and Climate Change Syeda Rizwana Hasan said that the Ministry of Environment will be made into a more people-friendly ministry. An example will be created by taking effective measures to control various types of pollution.  Seeking forgiveness for the souls of the martyrs in the movement of the students, the advisor said, opportunities will be created for student representatives to participate in the activities of the ministry. Motivational activities will be implemented to increase the mobility of the officers and employees of the ministries and subordinate offices.

            The environment advisor said these things in the speech of the chief guest at the exchange meeting held with the officials of the Ministry of Environment, Forest and Climate the meeting room of the Bangladesh Secretariat at in Dhaka today.

            The environmental advisor said that the action plan will be adopted and implemented in the light of the current public expectations, keeping the mandated activities of the Ministry of Environment, Forest and Climate Change ongoing.  Preventing the use of polythene and single-use plastics, controlling air pollution, stopping noise pollution caused by car horns, taking initiatives to prevent river pollution, developing waste management activities, protecting mountains, preserving forests, preventing water bodies from filling up, implementing high court orders etc. will be implemented on a priority basis.

            Syeda Rizwana Hasan said, with the aim of increasing the involvement of all stakeholders related to the environment in the work of the ministry, international and national organizations, organizations, civil society, mass media, private sector, academics, professionals and others will be continuously exchanged at the national and departmental level.  He said that initiative will be taken to speed up the complaint settlement activities of the Ministry of Environment, Forest and Climate Change and its subordinate departments.  Regular meetings of the National Environment Committee will be convened to take important decisions on environmental protection. The decisions of the Ministry and the Directorate will be regularly updated on the website to ensure transparency and accountability as per the expectations of the people.

            Prior to this, the Advisor to the Ministry of Environment, Forest and Climate Change Syeda Rizwana Hasan was welcomed by the senior officials including the secretary of the ministry when she reached her office at the Bangladesh Secretariat.

#

Dipankar/Shafi/Sanjib/Joynul/2024/1855 hour
 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৭৮

পরিবেশ মন্ত্রণালয়কে অধিকতর জনবান্ধব করা হবে

     - পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ মন্ত্রণালয়কে অধিকতর জনবান্ধব মন্ত্রণালয়ে পরিণত করা হবে। বিভিন্ন প্রকার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত সৃষ্টি করা হবে। ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে। মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের কাজে গতিশীলতা বৃদ্ধিতে অনুপ্রেরণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচরীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ম্যান্ডেটেড কর্মকাণ্ড চলমান রেখে বর্তমান জনপ্রত্যাশার আলোকে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার রোধ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, গাড়ির হর্নজনিত শব্দদূষণ বন্ধ, নদীদূষণ রোধে উদ্যোগ গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন, পাহাড় রক্ষা, বন সংরক্ষণ, জলাশয় ভরাট রোধ, উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রম অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশসংশ্লিষ্ট সকল অংশীজনের মন্ত্রণালয়ের কাজে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা, সংগঠন, নাগরিক সমাজ, গণমাধ্যম, প্রাইভেট সেক্টর, শিক্ষাবিদ, পেশাজীবীসহ অন্যান্যদের সাথে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হবে। তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেয়া হবে। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে নিয়মিত জাতীয় পরিবেশ কমিটির সভা আহ্বান করা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিদ্ধান্তসমূহ নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হবে ।

এর পূর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে স্বাগত জানান।

#

দীপংকর/শফি/সঞ্জীব/শামীম/২০২৪/১৭২৫ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৭৭

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।  

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৭ জন।

                                             #

 দাউদ/শফি/শামীম/২০২৪/১৬৫৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩৭৬

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

          রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগদান করেছেন।

          বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

          এর আগে গতকাল প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের অন্য পাঁচ বিচারক
স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেন।

                                                   #

 আইন মন্ত্রণালয়/সায়েম/শফি/শামীম/আব্বাস/২০২৪/১৬৫৭ ঘণ্টা

 

2024-08-11-13-40-61be01a345c05201f8582c7a330e74e6.docx