Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 12/04/2018

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ১১৮০ 
 
সরকারের অর্জিত সাফল্যগাঁথা দেশবাসীকে উজ্জীবিত করবে
                                            -- পরিকল্পনামন্ত্রী
 
টাঙ্গাইল, ২৯ চৈত্র (১২ এপ্রিল ) :
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনৈতিক এলাকায় কিছু অসাধারণ অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরণ¥য় নেতৃত্বে অর্জিত এসকল গৌরবময় সাফল্যগাঁথা দেশবাসীকে জানানো গেলে তারা উজ্জীবিত হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ফলে বিশ্বের কাছে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এছাড়া চলতি অর্থবছরের অর্থনীতির প্রবৃদ্ধি সাত দশমিক ৬৫ শতাংশ। জিডিপিতে পর পর তিন বছর সাত শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করার সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। 
 
মন্ত্রী আজ টাঙ্গাইলের এলেঙ্গায় জিতেন্দ্র বালা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং এলেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত মেয়রের গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। মুস্তফা কামাল বলেন, আমাদের উদ্দেশ্য একটাই জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণ। একটি সুখ সমৃদ্ধিশালী মর্যাদাশীল দেশ। 
 
কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী  এবং ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
#
 
মিজানুর/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ১১৭৯
 
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল ) :
 
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ,  গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহাঃ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন। 
 
নির্ধারিত সময়ে নির্দিষ্ট সিলেবাস সম্পন্ন করা, সময়োপযোগী  প্রশ্নপত্র প্রণয়ন সম্পর্কে বৈঠকে  আলোচনা করা হয়। 
 
মহামান্য রাষ্ট্রপতির বাণী জাল করার বিষয়টি তদন্ত করার জন্য মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 
 
নির্ধারিত সময়ে নির্দিষ্ট সিলেবাস সম্পন্ন করার বিষয়ে বেশিরভাগ স্কুলে দৈনিক পাঠের ডাইরি, প্রধান শিক্ষকের রেজিস্ট্রার এবং শিক্ষকের ডাইরি যথাযথভাবে সংরক্ষণ করা হয়না বলে কমিটি মনে করে। এ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে উপজেলা শিক্ষাকর্মকর্তাদের মাধ্যমে ডাইরি সংরক্ষণ মনিটরিং করার সুপারিশ করা হয়। 
 
সৃজনশীল পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদানকারী শিক্ষকদের দক্ষতা অর্জনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের মোট ৬৫ হাজার ৭৭৩ জন শিক্ষককে ৩ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  কমিটি মনে করে ৩ দিনের প্রশিক্ষণ যথেষ্ট  নয়। তাই প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম সফল করার পরামর্শ দিয়েছে কমিটি।   
 
শিক্ষাসচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
 
মিজানুর/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৭৮
 
ঢাকায় বৈসাবি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
সম্প্রীতির প্রোজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ
 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
 
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রোজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বৈসাবি শোভাযাত্রা ও জলে পুষ্পাঞ্জলি ভাসানো উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল আমীন ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, বৈশাখ, সাংগ্রাই ও বিজু এ তিনের সমন্বয়ে বৈসাবি উৎসব এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। জাতিধর্মবর্ণ নির্বিশেষে সার্বজনীন এ উৎসব সকলের প্রাণে আনন্দ সঞ্চার করে চলেছে।
 
জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও কুসংস্কারের বিরুদ্ধে বৈসাবি এক মূর্ত প্রতিবাদ, বলেন হাসানুল হক ইনু।
 
এর আগে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বৈসাবি শোভাযাত্রা জাতীয় সংসদভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে সেখানে সংসদভবন বেষ্টনকারী জলাধারে পুষ্পাঞ্জলি ভাসিয়ে দেবার মাধ্যমে দিবসটির সূচনা হয়।
 
#
 
আকরাম/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৭৭
 
যুবসমাজকে মাদক থেকে সরে আসার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
 
কুড়িগ্রাম, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়ে এখন ভিন্নপথে ষড়যন্ত্র করার পায়তারা চালাচ্ছে। এমনকি তারা বর্তমানে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমেও আন্দোলন করার অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কাছে তাদের সব চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। 
মন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার সদর স্টেডিয়াম প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদুল ইসলাম।
এর আগে সকালে মন্ত্রী কুড়িগ্রাম পৌরসভা মাঠে ‘মাদকমুক্ত সমাজ কুড়িগ্রাম’ আয়োজিত জনসভায় মাদকের নানা কুফল তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকবার আহ্বান জানান। 
#
 
মাইদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
 
Handout                                                                                                             Number : 1176

Finland Foreign under Secretary meets with Foreign Minister

Dhaka, 12 April 2018 :

            The Under Secretary of State (Foreign and Security Policy), Ministry of Foreign Affairs of Finland, Anne Sipilainen met the Foreign Minister Abul Hassan Mahmood Ali this morning in the Ministry of Foreign Affairs. 

            At the beginning, the Finnish Under Secretary of State thanked the government and people of Bangladesh for extending hands for the distressed Rohingya people. Appreciating the support extended by the Finland through the European Union, Foreign Minister urged that Finland, EU and international community should increase more pressure on Myanmar as it is working for ensuring safe and dignified return of forcefully displaced Myanmar nationals.

            The Finnish Under Secretary of State assured that Finland along with the European Union will continue to keep pressure on Myanmar for the sustainable return of Rohingya people to their homeland in Myanmar. She also praised the local host community for extending their support to the distressed Rohingya people.

            During the meeting, both sides agreed to enhance bilateral cooperation in trade, investment and multilateral fora. The Finnish Under Secretary of State thanked the Bangladesh for its outstanding contribution in the UN particularly in the area of peacekeeping, peace-building and climate change. She expressed her interest to collaborate with Bangladesh in combating climate change as both the countries are vulnerable to the climate change.

            The Foreign Minister also invited more Finnish investment to get benefit from investment friendly policy, strategic location of Bangladesh and the country’s graduation from the LDC to the developing country.

            The Finnish Under Secretary of State, on behalf of the Finnish Foreign Minister, invited Foreign Minister Ali to visit Finland.

#

Khaleda/Farhana/Rafiqul[Joynul/2017/1850hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৭৫

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাভাষীদের বন্ধনকাঠি
                                      --- তথ্যমন্ত্রী

ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলা ভাষাভাষী জনগণের মেলবন্ধনের চাবিকাঠি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। সংসদ সদস্য সৈয়দ রেজাউল করিম তানসেন এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি বাংলা ভাষাভাষীর সংস্কৃতি ও শিল্পসাহিত্যকে একটি ভিন্ন ধারায় নেয়ার অপচেষ্টা করছে। কিন্তু চারহাজার বছরের বাঙালি সভ্যতায় বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ যে নতুন শক্তি যুগিয়েছে, তা সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিতে যথেষ্ট। 
বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গুরুত্ববহ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। 
ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী রাধাকান্ত সরকার, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শ্রী সুকুমার রুজ, বাংলাদেশ চলচ্চিত্র দর্শক সমিতির মহাসচিব ফিরোজ কবীর আকাশসহ ভারতের বিখ্যাত সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
#

আকরাম/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১৭৩
 
 
গার্মেন্টসশিল্পে আর্থিক সহায়তা অব্যাহত রাখবে সুইডেন সরকার
 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :   
বাংলাদেশের পোশাকশিল্পের উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণে সুইডেন সরকারের আর্থিক সহযোগিতায় সামাজিক সংলাপ প্রকল্প অব্যাহত থাকবে।
 
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের সাথে ঢাকায় নিযুক্ত সুইডিস রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার (ঈযধৎষড়ঃঃধ ংপযষুঃবৎ) সাক্ষাৎকালে সুইডেন সরকারের পক্ষ থেকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
 
গার্মেন্টসশিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে সুইডেন ও নরওয়ে সরকারের সহযোগিতায় সামাজিক সংলাপ নামে চলমান প্রকল্পের অগ্রগতিতে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, আগামীতে গার্মেন্টসশিল্পের কর্মপরিবেশের উন্নয়নে সুইডেন সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করবে।  
 
সাক্ষাৎকালে তারা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের কথা উল্লেখ করেন এবং আগামীতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ শামীম ও খোন্দকার মোস্তান হোসেন এবং যুগ্মসচিব মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
#
 
আকতারুল/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৭৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৭২
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য হুইপ মোঃ আতিউর রহমান আতিক, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন।
রূপকল্পের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ এবং মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল চালুকরণ, এলএনজি আমাদানি ও অর্থসংস্থান এবং পাইপলাইনের মাধ্যমে গ্রাহকপর্যায়ে গ্যাস সরবরাহ ও তার মূল্য নির্ধারণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়। 
এছাড়া কমিটি জ্বালানিখাতের ওপর মাস্টারপ্ল্যান করার এবং দক্ষ লোকবল নিয়োগের সুপারিশ করে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
 
মৌমিতা/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৭১
 
মিশরে অংশীদারিত্বমূলক পল্লিউন্নয়ন প্রকল্প পরিদর্শন করে প্রতিনিধিদল
 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
পল্লিউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁর নেতৃত্বে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের ৭ সদস্যের একটি প্রতিনিধিদল দশ দিনব্যাপী মিশরে সরকারি সফরশেষে আজ ঢাকায় পৌঁছেছেন। প্রতিনিধিদল দেশটির বিভিন্ন পল্লিউন্নয়ন ও সমবায় প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের বিআরডিবি’র অধীন অংশীদারিত্বমূলক পল্লিউন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা হ্রাসে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, দুগ্ধখাতের উন্নয়ন ও পল্লি জনপদসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরেন। এসব প্রকল্পের মাধ্যমে দেশটিতে কিভাবে গবেষণা কার্যক্রমে সহায়তা ও সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায় তা নিয়েও আলোচনা করেন।    
প্রতিনিধিদলটি মিশরের পল্লিউন্নয়ন, দারিদ্র্যমোচন, খাদ্য, পুষ্টি ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মকৌশল বিষয়ে আলোকপাত করেন। গবেষণা কর্মদ্বারা কিভাবে বাংলাদেশকে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে উপকৃত করা যায় সেসব বিষয়ও তারা তুলে ধরেন।
#
 
আহসান/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৪৫ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৭০
 
সকল এনজিওকে সমনি¦তভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, চরাঞ্চলের অতিদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে সরকার যে বাজেট বরাদ্দ রাখছে তার সঠিক এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার জন্য হাওর উন্নয়ন বোর্ডের মতো একটি চর উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন। 
আজ রাজধানীয় জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল চর অ্যালায়েন্স আয়োজিত ‘জাতীয় বাজেটে চরের মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট বরাদ্দ এবং একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, বিদ্যুতায়ন, সোলারপ্যানেল স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মানসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। এলক্ষ্যে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে কাজ করলেও কোনো সুনির্দিষ্ট প্লাটফর্ম না থাকায় সমন্বিত উন্নয়ন সম্ভব হচ্ছেনা। তাই তিনি সকল এনজিওকে একটি প্লাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন । 
ন্যাশনাল চর এলায়েন্স এর চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালিদের সভাপতিত্বে শাহীন উল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য টিপু সুলতান, নাভানা আক্তার, ওয়াটার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম, প্রাকটিক্যাল একশন এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং কেয়ারের পরিচালক আনোয়ারুল হক বক্তব্য রাখেন।
#
 
স¦পন/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১১৬৯
নির্মাণশিল্পের শ্রমিকদের সামান্য অসতর্কতা জীবনের ঝুঁকি বয়ে আনে 
                                                           -শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :      
                                                                      
            শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, নির্মাণশিল্পের শ্রমিকদের সামান্য অসতর্কতা জীবনের ঝুঁকি বয়ে আনে। নির্মাণশিল্পে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 
প্রতিমন্ত্রী আজ তেজগাঁও জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল এনএসডিসি’র সম্মেলন কক্ষে এনএসডিসি ও এশিয়ান পেইন্টস এর যৌথ উদ্যোগে রং মিস্ত্রিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ’পেইন্টিং প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, নির্মাণশিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য শ্রমিক, মালিক, ঠিকাদার সকলকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে মাথায় হেমলেট এবং সেইফটি বেল্ট ব্যবহারে নির্মাণশ্রমিকদের উদ্বুদ্ধ করতে হবে। 
এনএসডিসি ও এশিয়ান পেইন্ট এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো সারাদেশে প্রায় তিন হাজার রং মিস্ত্রিকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম ব্যাচে ১২৫ জন দুই দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদ প্রদান করা হবে। 
এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে হাউজিং এন্ড বিল্ডিং রিচার্স ইন্সটিটিউশন এর পরিচালক মোহাম্মদ আবু সাদেক পিইঞ্জ, কনস্ট্রাকসন ইন্সটিটিউট স্কিল কাউন্সিল এর চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল আলম ভূইয়া এবং এশিয়ান পেইন্টস লিঃ এর কান্ট্রি ডিরেক্টর রিতেশ দোষী অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
#
 
আকতারুল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬২০ ঘণ্টা 
 
  তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১১৬৮
 
এলজিআরডি মন্ত্রীর সাথে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :   
 
এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)র পল্লী উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা (কৃষি) উইংয়ের প্রধান আকমল সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার সচিবালয়স্থ অফিসে সাক্ষাৎ করে। 
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, এডিবির প্রাকৃতিক সম্পদ ও কৃষি বিশেষজ্ঞ মো. আবুল বাশার, পানি সম্পদ ব্যবস্থাপনা, বিআরএম এর দলনেতা জহির উদ্দিন আহমদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে এডিবির পল্লী উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা (কৃষি) উইংয়ের প্রধান আকমল সিদ্দিক জানান, এডিবি বাংলাদেশের কৃষিক্ষেত্রে পানির ব্যবহার সাশ্রয়, কৃষিপণ্য বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বিনিয়োগে আগ্রহী। প্রতিনিধিদল বাংলাদেশের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে কৃষকদের আর্থিক ক্ষতি যাতে কমানো যায় সেজন্য বিভিন্ন প্রযুক্তিগত সহায়তার বিষয়ে অবগত করেন। মন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশের কৃষিপণ্য উৎপাদন ব্যবস্থা, কৃষিপণ্য বাজারজাতকরণ ও পরিবহণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক যোগাযোগ, ভৌত অবকাঠামো এবং সমবায় ব্যবস্থার বিষয়ে অবগত করেন।
মন্ত্রী বলেন, এডিবির পরামর্শ মতে বোরো ধান চাষের কারণে বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে সাফল্য অর্জন করলেও সেচকাজে ভূ-গর্ভস্থ পানি অতি ব্যবহারের ফলে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। যা সামগ্রিক বাস্তুসংস্থান ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 
কৃষিভিত্তিক সমবায়কে আরও জোরদার করার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করে কৃষকরা যাতে কৃষিপণ্যের ন্যায্য দাম পায় সেলক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্ত্রী জানান।  
#
জাকির/ অনসূয়া/সুবর্ণ্/রেজ্জাকুল/আসমা/২০১৮/--- ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৬৭
পবিত্র রমজানে স্বাস্থ্যসম্মত চিনি ব্যবহারে  সচেতনতা বৃদ্ধির উদ্যোগ 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল)ঃ 
বাংলা নববর্ষ ও পবিত্র রমজানকে সামনে রেখে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে আখ থেকে উৎপাদিত স্বাস্থ্যসম্মত দেশিয় চিনির প্রচার ও প্রসারের লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘রোডশো’ আয়োজন করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)। শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ আজ এ রোডশো’র উদ্বোধন করেন। রোডশোটি রাজধানীর চিনিশিল্প ভবন থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। 
‘রোডশো’ উদ্বোধন উপলক্ষে চিনি শিল্পভবনের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে শিল্পসচিব বলেন, আসন্ন রমজানে চিনির বাজার স্থিতিশীল রাখতে শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত চিনিকলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আখের দামও বাড়ানো হয়েছে। এর ফলে আখচাষিরা উৎপাদন বাড়াতে উৎসাহিত হচ্ছে। তিনি বিএসএফআইসি’র সুগার মিলগুলোতে উৎপাদিত চিনির গুণগতমান আমদানিকৃত চিনির চেয়ে ভালো বিধায় জনগণকে স্বাস্থ্যরক্ষায় এ চিনি ব্যবহারের পরামর্শ দেন। পবিত্র রমজানে ক্রেতা-ভোক্তাদের সুবিধার্থে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দেশিয় চিনি বিক্রির বিশেষ উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্র নেতৃত্বে এতে বিএসএফআইসি’র চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, শিল্প মন্ত্রণালয় ও বিএসএফআইসি’র কর্মকর্তা, কর্মচারী, চিনি ডিলার, বিক্রয় প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
#
জলিল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪২৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১১৬৬
একবিংশ শতাব্দীতে বিশ^ অর্থনীতিতে চালিকা শক্তি হবে এশিয়া
                                                          - স্পিকার
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) : 
স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একবিংশ শতাব্দীতে বিশ^ অর্থনীতিতে চালিকা শক্তি হবে এশিয়া বাংলাদেশও এ যাত্রায় সহযাত্রী থাকবে।
গতকাল রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের উদ্যোগে ঢাকা হাব অভ গ্লোবাল শেপারস কমিউনিটির আয়োজনে ‘শেপ সাউথ এশিয়া-২০১৮’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে স্পিকার এসব কথা বলেন। 
স্পিকার বলেন, গ্লোবাল শেপারস কমিউনিটি যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা তরুণ জনসমষ্টিকে জনশক্তিতে রুপান্তরিত করতে সহায়ক হবে। বাংলাদেশের তরুণ শক্তিকে কাজে লাগানোর অবারিত সুযোগ রয়েছে। তরুণরাই কাঙ্খিত পরিবর্তন নিয়ে আসবে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বপ্নের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে তাদের ভবিষ্যতই উজ্জ্বল। তরুণ জনসমষ্টিকে কাজে লাগাতে তিনি গ্লোবাল শেপারস কমিউনিটির প্রতি উদাত্ত আহবান জানান। 
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে- সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়। কমিউনিটি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিং ভাতা প্রদান করে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
৬টি মহাদেশের ৩০টি দেশের ৫২টি শহরের ১০০জন তরুণ নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। 
#
তারিক/অনসূয়া/জসীম/সুবর্ণা/আসমা/২০১৮/১৪৫০ ঘণ্টা 
Todays handout (8).docx