Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১২ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৮৭২

গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে গঠিত হলো জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

          ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি ধরে রাখতে গঠিত হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’।

          তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

          নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পেয়েছে। এ নতুন বাংলাদেশ প্রাপ্তিতে ঝরেছে নাম না জানা অনেক শহিদের রক্ত।

          ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য নিয়ে উপদেষ্টা বলেন, মূলত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মৃতি ধরে রাখা, গণঅভ্যুত্থানে সকল শহিদ পরিবারকে পুনর্বাসন করা এবং আহতদের চিকিৎসা ব্যয় বহন করাই ফাউন্ডেশন গঠনের মূল উদ্দেশ্য। ফাউন্ডেশনে ব্যক্তি পর্যায়ে আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রবাসীদের কাছ থেকেও সহযোগিতা নেওয়া হবে। সরকারও এ ফাউন্ডেশনে অর্থ প্রদান করবে।

          তথ্য উপদেষ্টা আরো জানান, ফাউন্ডেশনের জন্য অনুমোদিত ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদে রয়েছেন, সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান যিনি শহিদ মুগ্ধের ভাই, কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমাদ, দপ্তর সম্পাদক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম, নির্বাহী সদস্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। পরবর্তীতে আরো ১৪ জন সদস্য সংযুক্ত হবেন বলে তিনি উল্লেখ করেন।

           যে ব্যাংক একাউন্টে সহায়তা পাঠানো যাবে, একাউন্টের নাম: জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন, হিসাব নম্বর: ৪৪২৬৩০১০২৮৬৭০, রমনা কর্পোরেট ব্রাঞ্চ, সোনালী ব্যাংক পিএলসি। 

          কার্যনির্বাহী পরিষদ ২৪ আগস্ট ২০২৪ থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত দু’বছর মেয়াদের জন্য অনুমোদন করা হয়েছে।

#

জসীম/আকরাম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২২২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৮৭১  

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে

                              - তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে। এজন্য একটা কমিশন গঠন করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নীতিমালাগুলো এমনভাবে তৈরি করা হবে, যেন গণমাধ্যমগুলো স্বাধীন গণমাধ্যম হিসেবে চলতে পারে। অবশ্যই স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, যে ধারাগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, সেই ধারাগুলো সংশোধন করা হবে; নাকি পুরো আইনটাই বাতিল করা হবে, তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো আইন যেন গণমাধ্যমের বাক্‌স্বাধীনতার সাথে সাংঘর্ষিক না হয়, সেটা খেয়াল রাখা হবে।

 বিভিন্ন প্রকল্পের অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, সকল প্রকল্পের একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো তদন্ত করা হবে। তিনি আরো বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কমিটি ছিল, সেগুলোকে বাতিল করে পুনর্গঠন করার কাজ চলছে।

শহিদদের স্মরণে সভা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নিহত এবং আহতদের তালিকাটি চূড়ান্ত হলে শহিদদের স্মরণসভাটি আয়োজিত হবে। এখন পর্যন্ত ৭২৮ জন শহিদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া গিয়েছে। ঠিকানা খুঁজে তাঁদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আহতের সংখ্যা ২০ হাজার ২৬৩ জন। এগুলো ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আগামী রবিবারের মধ্যেই একটা চূড়ান্ত তালিকা পাওয়া যায়।

স্মরণসভার বাজেট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানের জন্য বরাদ্দ পাঁচ কোটি টাকা। নিহতদের পরিবারের সদস্যদেরকে ঢাকায় নিয়ে আসা-সহ থাকার ব্যবস্থার সিংহভাগ খরচ এই টাকা থেকে ব্যয় হবে।

প্রশাসনের বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, প্রশাসনে স্থবিরতা আছে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি এবং যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা কাজ করছি, সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দাওয়া আসছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের স্থবিরতা কেটে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

 

চলমান পাতা-২

পাতা-২

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গুমের জন্য তদন্ত কমিশন করা হয়েছে। বিগত সরকারের আমলে সাংবাদিকদের যে হয়রানি করা হয়েছে, সেটা বিবেচনা করা হবে। একইসাথে ১৬ বছর ধরে যে মামলাগুলো ছিল, সেগুলো তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করা হবে। সাংবাদিকদের হয়রানি ও মামলার বিষয়ে তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় সাংবাদিকদের নামে মামলা করা হচ্ছে। নিরপরাধ কোনো সাংবাদিক যেন ভুক্তভোগী না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করে মামলা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মামলার ঘটনা ঘটেছে, যা সমর্থনযোগ্য নয়।

উপদেষ্টা বলেন, আন্দোলনের সমন্বয়কদের এমনকি সরকারের দায়িত্বে থাকা অনেকের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনেক অন্যায় সুযোগ-সুবিধা নেওয়ার মতো ঘটনা ঘটছে। সেক্ষেত্রে সমন্বয়কদের নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় করার চেষ্টা করলে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের জায়গা থেকে পুলিশকে আরো বেশি কর্মতৎপর করতে চেষ্টা করা হচ্ছে এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা। বিগত সরকারের শাসনামলের ১৬ বছরে পুলিশ এবং প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। ফলে পুলিশ এখনো আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না এবং আইন-শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। পুলিশদের বিভিন্ন ক্ষোভের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে এবং আবার যেন তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় বা বিরোধী দল দমনে অথবা কোনো আন্দোলনে ব্যবহার না করা হয় সেই জন্য পুলিশ স্বায়ত্তশাসন চাচ্ছে, সংশোধন চাচ্ছে। পুলিশ বাহিনী থেকে প্রস্তাবনা এসেছে এবং কমিশন এই কাজটি করবে। আন্দোলনের পুরো সময়টায় পুলিশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। নাহিদ ইসলাম আরো বলেন, দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে যেন আর দাঁড়াতে না পারে, সে বিষয়ে নীতিমালা করা হবে এবং কমিশন সে প্রস্তাবনা দেখবে। একইসাথে পুলিশ যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য পুলিশকে সবরকমের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

#

আশরোফা/আকরাম/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৮৭০  

পাটপণ্যের বৈচিত্র্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে

                                 - বস্ত্র ও পাট উপদেষ্টা

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এর উদ্যোক্তার মাধ্যমে পাটের সকল পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ রাজধানীর তেজগাঁওস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পরিদর্শনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, বিদেশে প্রদর্শনী কর্নার করে এবং দেশের সুপারশপে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ রাখা হবে। আগামী মাস থেকে সুপারশপে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাট ব্যাগ চালু হচ্ছে, যা দেশে পাটের ব্যবহার বাড়াবে, সেজন্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানান তিনি। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, পাট পণ্যের বৈচিত্র্য ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসি'র সীমাবদ্ধতা দূর করে আরো এগিয়ে যেতে কাজ করবে। 

এ সময় বস্ত্র ও পাট উপদেষ্টা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২ টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরা-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, পাটপণ্যের উৎপাদন,ব্যবহার ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের ৬ টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ করে থাকে এবং এর ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।

#

আসিফ/আকরাম/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৮৬৯

উপদেষ্টা পরিষদের বৈঠক

বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ চুক্তির খসড়া অনুমোদন

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করার লক্ষ্যে আয়ের ওপর দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ চুক্তি সম্পাদনের জন্য সর্বশেষ গত ১১-১৩ জানুয়ারি ২০২১ তারিখে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনা অনুযায়ী উভয় দেশ একটি সম্মত কার্যবিবরণী স্বাক্ষর করে। কার্যবিবরণী অনুযায়ী খসড়া চুক্তির ওপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে গত ১৮ আগস্ট ২০২১ তারিখে ভেটিং গ্রহণ করা হয় এবং ভেটিংকৃত খসড়া চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরের জন্য গত ৬ জানুয়ারি ২০২২ তারিখে তৎকালীন মন্ত্রিসভার অনুমোদন গ্রহণ করা হয়।

কাতারের আমিরের বাংলাদেশ সফরকালে গত ২৩ এপ্রিল বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ চুক্তিটি স্বাক্ষরিত হয়। উপদেষ্টা পরিষদ এ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।

ফারমার্স ব্যাংকের শাখাগুলোতে (বর্তমান পদ্মা ব্যাংক) জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত আদায়ের ব্যবস্থা:  

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ এর ৩ ধারা অনুযায়ী গত ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) গঠন করা হয়। ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত অর্থ বিভাগ হতে ট্রাস্টের পরিচালন ব্যয় নির্বাহের জন্য ১০৫ কোটি টাকা এবং এর আওতাধীন বিসিসিটি ফান্ডে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।

উল্লেখ্য, টাস্টের অর্থ ব্যাংকে মেয়াদি আমানত হিসাবে জমা রেখে অর্জিত সুদ হতে ট্রাস্ট পরিচালনা এবং ট্রাস্ট ফান্ডের অর্থের অর্জিত সুদ হতে প্রতি বছর প্রকল্প গ্রহণ ও ব্যয় নির্বাহ করা হয়।

ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) লিমিটেডের বিভিন্ন শাখায় ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে বিসিসিটি এবং ট্রাস্ট ফান্ড হতে এক বছর মেয়াদে স্থায়ী আমানত হিসাবে ৫৯৭ কোটি ৬২ লাখ ৫২ হাজার ২৫২ টাকা রাখা হয়। ফেব্রুয়ারি ২০২৪ মাস পর্যন্ত ৯-৯ দশমিক শতকার ৫ টাকা সুদ হারে আসলসহ ব্যাংকের নিকট পাওনা ৮৭৩ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৮৫৩ টাকা। স্থায়ী আমানতসমূহের মেয়াদ অতিক্রান্ত হবার পর ব্যাংক অর্থ নগদায়ন করছে না। এমনকি, ট্রাস্টের অনুমোদন ব্যতীত স্বপ্রণোদিতভাবে নবায়ন করে যাচ্ছে।

গত ১২ ডিসেম্বর ২০২২ তারিখে পদ্মা ব্যাংক নভেম্বর ২০৩৮ সালের মধ্যে আমানতসমূহ পরিশোধ করা হবে মর্মে একটি পেমেন্ট প্ল্যান দাখিল করে। এ বিষয়ে গত ১৮ জানুয়ারি ২০২৩ তারিখে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ২০৩০ সালের মধ্যে পরিশোধের পরিকল্পনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু, ২১ জানুয়ারি পদ্মা ব্যাংক পিএলসি কর্তৃক আমানতকৃত টাকা শতকরা ৬ টাকা সুদ হারে ৭৬০ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৫৯১ টাকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কোনো মতামত ব্যতীত ৮ বছর মেয়াদি ব্যাংকের প্রিফারেন্স শেয়ারে রূপান্তর করে।

উপদেষ্টা পরিষদ-বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) লিমিটেড জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত পাওনা পরিশোধ না করায় উদ্ভুত সমস্যাসহ অন্যান্য সরকারি সংস্থার সমধর্মী সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সমন্বয়ে আলোচনা করে অর্থ আদায়ের সুনির্দিষ্ট পথ-নকশা অগ্রাধিকারভিত্তিতে প্রণয়ন করবে।

#

হাসান/আকরাম/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৭২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ৮৬৮

 

উপজেলা প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির সদস্য ৯ এর পরিবর্তে ১১জন

 

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

 

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ গঠন বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে ১০ সেপ্টেম্বর এডহক কমিটিতে সদস্যসংখ্যা ৯ থেকে ১১ জনে বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিতে নতুন দু’জন সদস্য হলেন-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ দু’জনকে কমিটির আহ্বায়ক মনোনীত করবে।

 

এগারো সদস্যের কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।  

 

কমিটির সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; উপজেলা সমাজসেবা কর্মকর্তা; উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর; উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী); এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

 

২০১৪ সালের প্রজ্ঞাপনের আলোকে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির দায়িত্ব ও কার্যাবলি অনুযায়ী উপর্যুক্ত ‘এডহক’ কমিটি দায়িত্ব পালন করবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কমিটি বলবৎ থাকবে।

                                       #

জাহাঙ্গীর/আকরাম/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/১৭২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৮৬৭

প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার

২ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার টাকার আনুদানের চেক গ্রহণ

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে  ২ কোটি ৩৬ লাখ ৭৬  হাজার ৫৪০  টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

          এ সকল প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মসিউর রহমান ১ লাখ ২৩ হাজার টাকা; এলামনাই এসোসিয়েশন ঢাকা সরকারি মুসলিম হাই স্কুল, লক্ষীবাজার, ঢাকা, ৫৩ হাজার ৫০০ টাকা; বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি, শ্যামলী ২০ লাখ টাকা; নিউ ব্লোন ইন্টারন্যাশনাল স্কুল, টংগী ৭০ হাজার টাকা; হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ৯০ হাজার টাকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ১৩ লাখ ৪০ হাজার টাকা এবং এবি ব্যাংক পিএলসি, গুলশান শাখা ২ কোটি টাকা।

          উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

#

এনায়েত/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৮৬৬

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৪ দশমিক ৩৫ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৯২ জন।

#

দাউদ/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বরঃ ৮৬৫

Single-Use Plastic-এর ব্যবহার বন্ধ এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা

প্রণয়নে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ Single-Use Plastic-এর পানির বোতল ব্যবহার বন্ধ এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও হালনাগাদ সম্পর্কিত দুটি নির্দেশনা প্রদান করেছেন:

ক) সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে Single-Use Plastic-এর পানির বোতল ব্যবহার বন্ধ করতে হবে।

খ) মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সকল ও কোম্পানিসমূহের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণপূর্বক স্ব-স্ব মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণ করতে হবে।

এসকল নির্দেশনাবলী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন বিভাগ এবং অধীনস্থ দপ্তর, সংস্থা ও কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আজ উপদেষ্টার দপ্তর হতে এক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনাসমূহ জারি করা হয়েছে।

#

শফিউল্লাহ/ফাতেমা/সুবর্ণা/আলী/লিখন/২০২৪/১৬১৪

তথ্যবিবরণী                                                                                  নম্বরঃ ৮৬৪

পাবনা মোটর মালিক গ্রুপ এর প্রশাসক নিয়োগ

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

           ‘বাণিজ্য সংগঠন আইন ২০২২’ এর ১৭ ধারা মোতাবেক পাবনা মোটর মালিক গ্রুপ এর প্রশাসক হিসেবে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে। 

           আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

          আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে। 

#

 কামাল/ফাতেমা/সুবর্ণা/আলী/লিখন/২০২৪/১৬১৪

তথ্যবিবরণী                                                                       নম্বর: ৮৬৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সদস্য নিয়োগ

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১০/৭৩)- এর সংশোধিত আইন ১৯৯৮-এর ৪(১) (বি) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

#

সিরাজ/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৪/১৪২৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বরঃ ৮৬২

 সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সাথে এফআইসিসিআই এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

 সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমরা তাদের এ স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাবো। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেলখাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, কোম্পানী পুনর্গঠন ও সংস্কার করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এবং এ বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। 

এফআইসিসিআই এর সভাপতি জাভেদ আখতার তাঁর বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন    সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতি বলেন, সততার সাথে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে চাই।

শেষে এফআইসিসিআই এর প্রতিনিধিরা নতুন এ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত আছেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

 বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: নূরুল আলম, এফআইসিসিআই এর সিনিয়র সহসভাপতি Eric M. Walker, এফআইসিসিআই এর সহসভাপতি ইয়াসির আজমান এবং এফআইসিসিআই এর কার্যনিবাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ এফআইসিসিআই এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

#

নোবেল/ফাতেমা/সুবর্ণা/আলী/লিখন/২০২৪/১২৪০

তথ্যবিবরণী                                                                         নম্বর : ৮৬১

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সকল প্রকার অভিযোগ জানাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ‘হেল্পলাইন নম্বর ১৬৩৫৭ (টোল ফ্রি)’-এ ডায়াল করুন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

#

আলম/ফাতেমা/সুবর্ণা/আলী/আসমা/২০২৪/১২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                     নম্বর : ৮৬০

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে ১২ বছরের বেশি বয়সিদের জন্য ৩০ টাকা ও ৬-১২ বছর বয়সিদের জন্য ১৫ টাকা করা হয়েছে। এছাড়া, ০-৫ বছর বয়সি শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে __ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

#

দীপংকর/ফাতেমা/সুবর্ণা/আলী/আসমা/২০২৪/১১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                         নম্বরঃ ৮৫৯

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :           

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

১২ বছরের বেশি বয়সিদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা হতে কমিয়ে ৩০ টাকা, ৬-১২ বছর বয়সিদের প্রবেশ ফি ১৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়া, ০-৫ বছর বয়সি শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি ১ হাজার টাকা, ১০১-২০০ জনের দল হলে ফি ১ হাজার ৫০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।

এছাড়া, উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল ৬:৩০ টা থেকে ৯:৩০ টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত কার্ডধারীগণ বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে। জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে ২১ এপ্রিল ২০২৪ তারিখে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে জনসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

#

দীপংকর/ফাতেমা/সুবর্ণা/আলী/লিখন/২০২৪/১২৪০

2024-09-13-15-10-d6a66d28e9c88520d69eef1c3e4ea7be.docx