Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২২

তথ্যবিবরণী ২ ফেব্রুয়ারি ২০২২

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                    নম্বর : ৪০২

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো ২ সপ্তাহ বাড়ছে

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :

          শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরো দুই সপ্তাহ বন্ধ থাকবে। তবে চলবে অনলাইন ক্লাস ও এসাইনমেন্ট। 

          করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছিল।


          আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন।

          মন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরো কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন, যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। সরকার অবস্থা পর্যালোচনা করছে।

#

খায়ের/পাশা/সাহেলা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                        নম্বর : ৪০১

২৮ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদ্‌যাপিত হবে

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :

    বাংলাদেশের আকাশে আজ ১৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। আগামী ২ রজব ১৪৪৩ হিজরি, ১৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ, ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদ্‌যাপিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান।

         সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কাউসার আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ রায়হান কাওছার, সহকারী কমিশনার মোঃ আঃ হালিম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

#

শায়লা/পাশা/সাহেলা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৯২৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ৪০০

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে

                                                       --পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে, এসকল উন্নয়ন কাজের সুফল জনগণ পেতে শুরু করেছে। বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে তাতে এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। সরকারের এ সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।

আজ বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

 মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছে, আবার তাঁর হাতেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনার আন্তরিকতার কারণেই পার্বত্য চট্টগ্রামের আনাচে-কানাচে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটি গোষ্ঠী সবসময় ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের এ ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#

নাছির/পাশা/সাহেলা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৯২৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                           নম্বর : ৩৯৯

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর সহযোগিতা স্মারক স্বাক্ষ

বাংলাদেশের জন্য আরো একটি ঐতিহাসিক মাইলফলক

                                       -- টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :

          মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সাথে সহযোগিতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। মহাকাশ বিষয়ক রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সাথে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটেগরির এই স্যাটেলাইটটির নির্মাণের অভিযাত্রা শুরু হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে আজ ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি কার্যালয়ে এই সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়।

          বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর ইসলাম এবং গ্লাভ কসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা স্মারক স্বাক্ষর করেন। বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি এবং অনলাইনে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও গ্লাভ কসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতব উপস্থিত ছিলেন।

          মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ রাশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে। সরকার তৃতীয় সাবমেরিন কেবল সংযোগ স্থাপনে ইতোমধ্যে কনসোর্টিয়ামের সাথে চুক্তি স্বাক্ষর করেছে, যা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারের তৃতীয় অঙ্গীকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ করা। এই সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে তার অভিযাত্রা আলোর মুখ দেখলো।

          জাতীয় জীবনে এটিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

#

শেফায়েত/পাশা/সাহেলা/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২০৩০ঘণ্টা

Handout                                                                                                                                                          Number : 398

Bangladesh Foreign Minister speaks with

Second Minister of Foreign Affairs of Brunei Darussalam

Dhaka, 2 February 2022 :

            Foreign Minister Dr. A K Abdul Momen exchanged New Year greetings over a video call today with the Minister of Foreign Affairs-II of Brunei Darussalam Dato Erywan PehinYusof. 

            During the conversation, Dr. Momen informed that Bangladesh attaches high importance to its warm relations with Brunei. Both Ministers reviewed the important aspects of existing bilateral relations and agreed to explore new areas of cooperation for further cementing the relations. 

            Referring to his recent telephone calls to his counterparts in the South East Asian countries, Dr. Momen shared that he had discussed about the protracted crisis resulting from the forcibly displaced Myanmar nationals with all of them and had sought their firm support for persuading Myanmar for creating a congenial situation for a safe, dignified and early repatriation of more than 1.1 million Myanmar nationals from Bangladesh. Bangladesh Foreign Minister requested for a more focused efforts on part of the ASEAN for bringing about a durable and permanent solution to this problem. Dr. Momen also shared his apprehensions with his Bruneian counterpart of the potential security risks for not only Bangladesh, but also South Asia and the South East Asian region if the Rohingya crisis is left festering any longer. Dr. Momen reiterated his call to Myanmar for taking necessary confidence building measures to facilitate the voluntary repatriation of the displaced Rohingya people to the State of Rakhine in Myanmar.   

            Recognizing the huge burden imposed on Bangladesh due to the Rohingya crisis, Dato Erywan Yusof expressed his full sympathy and observed that the situation was unfair to Bangladesh. He also expressed hope that all sides in Myanmar would remain committed to the mechanism agreed for the repatriation of the displaced people back to Myanmar and would work sincerely for bringing a sustainable solution to this crisis. 

            Narrating the phenomenal socio-economic development Bangladesh achieved under the leadership of Prime Minister Sheikh Hasina, Foreign Minister Dr. Momen stressed the importance of accelerating the pace of bilateral trade and commerce, which currently is far below its potential. Highlighting the attractive investment packages, and the opportunities offered by the 100 economic zones, Dr. Momen encouraged the Bruneian investors and business community to avail these opportunities for mutual benefit of the two brotherly people. Bangladesh Foreign Minister specially referred to the opportunities for the Bruneian entrepreneurs in the areas of ICT and digital economy, Halal trade, agro-processing, fisheries etc. 

            Dato Erywan Yusof expressed his keen interest on import of Bangladeshi mangoes and emphasized on concluding an Air Service Agreement for facilitating Bangladesh-Brunei bilateral trade. The Bruneian Foreign Minister informed that Brunei was expanding its petro-chemical sector, which may open opportunities for recruiting more Bangladeshi manpower in the near future. Describing the Bangladeshi workers as sincere, hard-working and quick-learners, Dr. Momen assured the Bruneian Foreign Minister of full cooperation in this regard for a win-win collaboration. 

            While discussing the need for having high level visits for further strengthening the bilateral relations, Dato Yusof shared their keenness on having the visit of the Sultan of Brunei to Bangladesh which got postponed in 2020 due to the pandemic. Dr. Momen warmly welcomed the proposal and both the Ministers agreed on taking all necessary preparations in this regard.

#

Mohsin/Pasha/Sahela/Sanjib/Mahmud/Joynul/2022/1920hours

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ৩৯৭

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :   

            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১৯৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। এ সময় ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত ২৮ হাজার ৪৬১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

#

জাকির/পাশা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৮০৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৩৯৬

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নতুন প্রকল্প পরিচালককে দায়িত্ব প্রদান

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :

          গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিম-কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা কর্তৃক আজ জারীকৃত এক প্রজ্ঞাপন মোতাবেক বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর এর এপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে নতুন প্রকল্প পরিচালককে দায়িত্ব প্রদান করা হয়। সাফারি পার্কের সাবেক প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল কবিরের স্থলে মোল্যা রেজাউল করিমকে এ দায়িত্ব প্রদান করা হয়।

          উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের নির্দেশে এর পূর্বে গত ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইনকে প্রত্যাহারপূর্বক বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়।

#

দীপংকর/পাশা/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/১৮২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ৩৯৫

 

সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার

                                                               -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :   

সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

‌‌          আজ রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, একটা সময় আমরা খাদ্য সংকট দূর করতে চেয়েছি। এখন সরকার চায় নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করতে। পরবর্তীতে গুণগত মানের আরো সমৃদ্ধ খাদ্য সকলের পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করবে। খাদ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য সরকার দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করেছে। ল্যাবরেটরিতে মাছ, মাংস, দুধ, ডিম পরীক্ষা করে এর গুণগত মান ও পুষ্টিমান নিশ্চিত করা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশে গর্ভবতী মা, ছোট শিশু, যুবক ও বৃদ্ধরা যেন পরিপূর্ণ পুষ্টিসমৃদ্ধ খাবার পায়। এভাবে সকলের জন্য নিরাপদ খাবার পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন তৈরি করেছেন, যার ফলে ২০১৫ সালের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আরো বলেন, আজ বাংলাদেশে খাদ্যের সংকট নয়, উদ্বৃত্ত থাকছে। খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খামারি, উদ্যোক্তারাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত কর্মকর্তারা এ কৃতিত্বের দাবিদার। এক সময় আমরা বলতাম খাদ্য ঘাটতি মেটাতে হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুধু খাদ্য ঘাটতি নয়, খাদ্যের গুণগত মানের পরিবর্তন করতে হবে।

শুধু সরকারি কর্তৃপক্ষের দিকে না তাকিয়ে অনিরাপদ খাদ্য তৈরি ও বিক্রি বন্ধে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে একসাথে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান মন্ত্রী। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সততাকে অবলম্বন করতে হবে উল্লেখ করে খাদ্য উৎপাদন, সরবরাহ ও বিপণন প্রক্রিয়ায় সম্পৃক্তদের উদ্দেশে মন্ত্রী বলেন, মুনাফা একটু কম করেন। খারাপ খাদ্য সরবরাহ করে মানুষকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়ার মতো বড় ধরনের অনৈতিকতা ও পাপের কাজ দ্বিতীয়টি নেই। পচা, বিষাক্ত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য খাওয়াবেন না। ভেজালমিশ্রিত খাদ্য খাওয়াবেন না। নৈতিকতা, মূল্যবোধ ও সততা নিয়ে মানুষের পাশে দাঁড়ান।

উল্লেখ্য 'সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি' এ প্রতিপাদ্যে দেশব্যাপী জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২২ পালিত হচ্ছে।

পরে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরে নবযোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মন্ত্রী।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম সরকার।

#

ইফতেখার/পাশা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ৩৯৪

অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সাথে ইফাদ’এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :   

আজ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর নতুন নিয়োগপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর Arnoud Hameleers সহ ইফাদের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাগণ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশক ধরে দেশে অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এখনও ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রী এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করতে পেরে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের যুগোপযোগী ও সাহসী পদক্ষেপ ঘোষণা করেছেন। বাংলাদেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম কর্মসূচি গ্রহণ করেছেন।

মন্ত্রী গ্রামীণ অর্থনীতি তথা কৃষি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পসমূহে IFAD এর অনুদান সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সহজ শর্তে ঋণ প্রদান, ফুড প্রসেসিং, ভবিষ্যতে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জিইএফ, জিসিএফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগী তহবিল হতে বাংলাদেশের অর্থায়নের জন্য IFAD কে অনুরোধ জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত নতুন IFAD Country Director-কে তিনি স্বাগত জানান এবং বাংলাদেশে IFAD এর প্রকল্প সহায়তা বৃদ্ধির জন্য অনুরোধ জানান। পাঁচ বছর মেয়াদী ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জসমূহ মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশে IFAD এর বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

পৃথিবীতে যখন এক বিলিয়ন মানুষ ছিল তখনও পৃথিবীর বহু মানুষ অভুক্ত থাকতো, কিন্তু আজ সাড়ে সাত বিলিয়নের বেশি মানুষের পৃথিবীতেও মানুষ অভুক্ত থাকে না বললেই চলে; এক্ষেত্রে IFAD, FAO এর মতো আন্তর্জাতিক সংস্থাসহ কৃষি উন্নয়নের সাথে জড়িত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের অবদানের ভূয়সী প্রসংশা করেন মন্ত্রী। তিনি আসন্ন ৪৫তম IFAD এর গর্ভনিং কাউন্সিলের সফলতা কামনা করে IFAD এর সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

#

তৌহিদুল/পাশা/সাহেলা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৯৫৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                   নম্বর : ৩৯৩

দেশব্যাপী সমালোচনার মুখে প্রচন্ড মিথ্যাচার করছে বিএনপি

                                                                  -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :   

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিদেশিদের কাছে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রমূলক চিঠি লেখার কারণে দেশব্যাপী সমালোচনার মুখে আত্মরক্ষার জন্য তারা প্রচন্ড মিথ্যাচার করছে।’

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে পাঠানো বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠিপত্র ও বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে বিএনপি’র ঢাকা অফিসের ঠিকানা সংবলিত চুক্তিনামা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন হাছান মাহমুদ। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে সাহায্য বন্ধ করা, দেশের রপ্তানি বাণিজ্য বন্ধ করা, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা, দেশকে বিদেশিদের কাছে বিব্রত করার জন্য বিদেশিদের কাছে বিএনপি যে চিঠি লিখেছে এবং লবিস্ট নিয়োগ করেছে, এজন্য দেশব্যাপী সমালোচনার মুখে গতকাল (মঙ্গলবার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে আত্মরক্ষার চেষ্টা করেছেন। তবে সংবাদ সম্মেলনে তিনি যে বিদেশিদের কাছে চিঠি লিখেছেন সেটি শেষ পর্যন্ত স্বীকার করেছেন, কিন্তু সাহায্য বন্ধ করার জন্য যে বলেছেন, সেটি অস্বীকার করেছেন।’

ড. হাছান এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য বিষয়ক হাউজ কমিটির চেয়ারম্যান ও বৈদেশিক প্রোগ্রাম বরাদ্দ বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যানের কাছে ১৭ এপ্রিল ২০১৯ তারিখে লেখা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান ও নিকটপূর্ব, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং কাউন্টারটেররিজম বিষয়ক সিনেট সাব-কমিটির চেয়ারম্যানের কাছে ২৪ এপ্রিল ২০১৯ তারিখে লেখা বিএনপি’র প্যাডে মির্জা ফখরুল সাহেব স্বাক্ষরিত চিঠির কপিগুলো তুলে ধরেন। মন্ত্রী চিঠিগুলোর শেষ অনুচ্ছেদ পড়ে শোনান এবং বলেন, ‘সেখানে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য দেয়াকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা অর্থাৎ প্রকারান্তে সাহায্য বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি।’

তথ্যমন্ত্রী লবিস্টদের সাথে বিএনপি’র চুক্তিপত্রগুলো দেখিয়ে উল্লেখ করেন, ‘বিএনপি কয়েকটি চুক্তিতে তাদের কার্যালয়ের ঠিকানা ২৮ ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা, বাংলাদেশ দিয়েছে, তাদের পক্ষে জনাব আব্দুস সাত্তার চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং একই ধরনের চুক্তি তারা বিদেশের ঠিকানা দিয়ে করেছেন, সেখানে স্বাক্ষর করেছেন জিয়াউল ইসলাম।’

‘মির্জা ফখরুল সাহেব এই ডকুমেন্টগুলো কীভাবে অস্বীকার করবেন’ প্রশ্ন রেখে ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতারা যে প্রচন্ড মিথ্যাচার করেন, দেশের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করছেন, এগুলো হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। শুধু তাই নয়, তারা যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও ক্রমাগতভাবে মিথ্যাচার করেছে, গতকাল বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাদের পুরো রাজনীতিটাই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। জলজ্যান্ত প্রমাণ থাকা সত্ত্বেও কীভাবে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল সাহেব মিথ্যাচার করেছেন সেই প্রশ্ন আমারও। পুরো জাতি যখন তাদেরকে ধিক্কার দিচ্ছে তখন তিনি আত্মরক্ষার্থে সংবাদ সম্মেলন করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন কিন্তু সেটি ঢাকা যাচ্ছে না। যে রাজনৈতিক দল এ ধরনের কাজ করে, তাদের আসলে দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’

‘বিএনপি’র অব্যাহতভাবে দেশের বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র, লবিস্ট নিয়োগ করে দেশকে বিব্রত করার অপচেষ্টা সত্ত্বেও সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের পিস বিল্ডিং কমিশন অর্থাৎ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রও সেই কমিশনের সদস্য’ জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্য ও পররাষ্ট্রবিষয়ক হাউজ কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, বাংলাদেশ সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে। তাই বিএনপিকে অনুরোধ জানাবো দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার এগুলো বন্ধ করার জন্য।’

এসময় বেগম জিয়ার সুস্থ হয়ে ওঠা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আসলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াতে বিএনপি প্রচন্ডভাবে আহত ও হতাশ এজন্য যে, এ বিষয়ে মানুষকে বিভ্রান্ত করার আর সুযোগ নেই।’ 

#

আকরাম/পাশা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৮১১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর :৩৯২

      বিশ্বমানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনে কাজ চলছে

                                                          --কৃষিমন্ত্রী

ঢাকা, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি) :

 ঢাকার পূর্বাচলে দুই একর জমিতে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক।

আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনের জন্য পরামর্শকের উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে বদ্ধপরিকর। কৃষিপণ্যের প্রক্রিয়াজতকরণ ও রপ্তানি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে দুই একর জমি কৃষি মন্ত্রণালয়কে বরাদ্দ দিয়েছেন। সেখানে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন করা হবে। আমরা সেলক্ষ্যে কাজ করছি। এটি স্থাপিত হলে দেশের কৃষি উন্নয়নে তা বিরাট ভূমিকা রাখবে ও কৃষিপণ্যের রপ্তানি বহুগুণে বৃদ্ধি পাবে।

পূর্বাচলে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে কাজ করছে। এফএও কর্তৃক নিযুক্ত অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শক বি. গ্লোদ ফ্রান্স থেকে ভার্চুয়ালি এ বিষয়ে তার উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় আন্তর্জাতিকমানের প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো, যন্ত্রপাতি, জনবল, প্রশিক্ষণ, সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন বিষয়ে তার প্রস্তাবনা তুলে ধরেন পরামর্শক বি. গ্লোদ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. মোঃ আবদুর রৌফ, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। 

#

কামরুল/ পাশা/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/১৮০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ৩৯১

সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাশেমের

2022-02-02-15-01-60f36ed9dc3ec65a27966eab0843f70c.doc