তথ্যবিবরণী নম্বর : ১৪৪৬
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার
-- নৌপরিবহণ মন্ত্রী
খুলনা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে তা পর্যায়ক্রমে বাসত্মবায়ন করছে। প্রকল্পসমূহ বাসত্মবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে।
তিনি আজ সন্ধ্যায় খুলনা বিআইডবিস্ন্লউটিএ’র স'ানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী এ সময় লঞ্চ টার্মিনাল মেরামত ও চলমান সংস্কার কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং টার্মিনালের রাসত্মা দ্রম্নত ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। তিনি বলেন, সার ও সিমেন্ট রাখার জন্য গোডাউন ব্যবহারে সরকারি নীতিমালা যথাযথ অনুসরণ করতে হবে। যাদের কাছে রাজস্ব বকেয়া আছে তাদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস'া নেয়া হবে। এক্ষেত্রে সংশিস্ন্লষ্ট কর্মকর্তাদের আরো তদারকি বাড়াতে হবে। টার্মিনালের ঘাটগুলো দ্রম্নত দখলমুক্ত করা এবং বিআইডবিস্ন্লউটিএ’র আবাসিক ভবন সংস্কারের প্রয়োজনীয় ব্যবস'া নেয়ার জন্যও তিনি নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ, বিআইডবিস্ন্লউটিএ’র নির্বাহী প্রকৌশলী নজিবুল হক খান, বন্দর বিভাগের উপপরিচালক একেএম কায়সারম্নল ইসলাম, বিআইডবিস্ন্লউটিএ’র উপপরিচালক মো. আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন এবং বিআইডবিস্ন্লউটিএ’র শ্রমিক লীগের আহ্বায়ক মো. জাকির হোসেন উপসি'ত ছিলেন।
এর আগে মন্ত্রী খুলনা নদীবন্দর ও রম্নজভেল্ট জেটি পরিদর্শন করেন। এ সময় মংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সংশ্লিস্নষ্ট কর্মকর্তাসহ শ্রমিক নেতারা উপসি'ত ছিলেন।
#
সাত্তার/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৫
সিপিএ নির্বাহী কমিটির মধ্যবার্ষিকী সভা লন্ডনে অনুষ্ঠিত
লন্ডন, ২৯ এপ্রিল :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের মধ্যবার্ষিকী নির্বাহী কমিটির সভা গতকাল লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের পোর্টকুলিস (চড়ৎঃপঁষষরং) হাউজের এটলি কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিপিএ ভাইস চেয়ারপার্সন শিরলি এম. ওসবোরনে (ঝযরৎষবু গ. ঙংনড়ৎহব) এমএলএ, মহাসচিব আকবর খান, ট্রেজারার রিকুয়েস্ট মনটাগা (জবয়ঁবংঃ গঁহঃধহমধ) এমপি, কমনওয়েলথ উইমেন্স পার্লামেন্টারিয়ানস চেয়ারপার্সন রেবেকা কাদাগা (জবনবপপধ কধফধমধ) এমপিসহ সিপিএ’র আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ আইল্যান্ডস ও মেডিটেরিয়ান, কানাডা, কেরিবিয়া, ইন্ডিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদসগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী সেপ্টেম্বর-২০১৬ ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ ৬২তম সম্মেলনের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সিপিএ নির্বাহী কমিটি সিপিএ সংক্রান্ত কোঅর্ডিনেটিং কমিটি, ফাইন্যান্স সাব-কমিটি, বাজেট প্ল্যানিং কমিটির সাথে আলাদাভাবে সভায় মিলিত হয়।
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
স্পিকার বলেন, আসন্ন সম্মেলনে সিপিএ ৯টি অঞ্চলের ৫৩টি দেশের প্রায় ৬৫০ জন পার্লামেন্ট সদস্য ও অন্যান্য প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ এ সম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ২৬টি উপ-কমিটি গঠন করেছে এবং কমিটিগুলো নিজ নিজ কার্যপরিধি চিহ্নিত করে সম্মেলন আয়োজনের কাজ শুরু করেছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী প্রায় ৬৫০ জন সংসদ সদস্য ও প্রতিনিধির আবাসিক স্থান সংকুলানের জন্য হোটেল বুকিং কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীগণের অনলাইন নিবন্ধনের কাজ শীঘ্রই শুরু হবে।
#
মোতাহের/মাহমুদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৪
১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট অনিবার্য কারণবশতঃ আগামী ৭ মে’র পরিবর্তে ১৩ মে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া স্কুল-২ ও স্কুলপর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মে’র পরিবর্তে ১৩ মে শুক্রবার বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
#
মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৬১৪ ঘণ্টা