Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২০ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৪২০

 

ভারত থেকে আমদানির ৫ হাজার ৭৫০ মেট্রিক টন সিদ্ধ চালের জাহাজ পৌঁছেছে মংলা বন্দরে

 

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):                                                  

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানির ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের প্রথম চালান ৫ হাজার ৭৫০ মেট্রিক টন চাল নিয়ে mv PHU THANH 36 মংলা বন্দরে ভিড়েছে।

 

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

          আজ খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

#

ইমদাদ/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৫/২১২৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৪১৯

 

তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

 

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):                                                  

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর সহযোগিতায় আজ খিলগাঁও, বাসাবো ও সবুজবাগে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে খিলগাঁও তিলপাপাড়া ঝিলপাড় মসজিদের পাশে তিনটি বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ১০০ ফুট ৩/৪ ইঞ্চি সার্ভিস লাইন ডাউন করে কিল করা হয়। এতে ৬০টি ডাবল চুলার ১২৬০ সিএফটি গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়। ছয়টি ডাবল বার্নারের চুলা জব্দ করা হয়। সবুজবাগের শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টে ২০০ সিএফটি/ঘণ্টা গ্যাস অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় সার্ভিস লাইন ডাউন দিয়ে কিল করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

 

অপর একটি অভিযানে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন সুরাবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। অভিযানে চারটি স্পটে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৬শ’ অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২ ইঞ্চি ব্যাসের ১শ’ ফুট, ১ ইঞ্চি ব্যাসের ৪শ’ ফুট (MS Pipe), ১ ইঞ্চি ব্যাসের ৩শ’ ফুট (Plastic Pipe) ও ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৮৪ ফুট (MS Pipe)-সহ সর্বমোট ৯৮৪ ফুট পাইপ উত্তোলনপূর্বক অপসারণ করা হয়।

 

উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর ৮"X১৪০ পিএসআইজি বিতরণ লাইন হতে নিম্নমানের পাইপ দ্বারা অবৈধ বিতরণ লাইনসমূহ স্থাপন করা হয়েছিল।

 

এছাড়া একটি পৃথক মামলায় ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের একটি হোটেলকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়।

 

#

শফিউল্লাহ/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৫/২১২৯ ঘণ্টা

Handout                                                                                                            Number: 2418

Anti-Pollution Drives Yield 2 Million Tk in Fines, Shut Down

3 Brick Kilns, and Seize Over 2 Thousand 223 Kg of Banned Polythene

 

Dhaka, 20 January:

Today the Department of Environment conducted mobile court operations in various districts across the country.

 

In actions against brick kilns, three mobile courts were conducted in Kurigram, Bandarban, and Nilphamari. Fines totaling 16.95 lakh Taka were collected through nine cases. Additionally, 180 cubic feet of firewood were seized, and the operations of three brick kilns were shut down. Two brick kiln owners were also issued warnings.

 

In drives against banned polythene, five mobile courts were conducted in Barguna, Shariatpur, Netrakona, Kishoreganj, and the Moghbazar area of Dhaka. A total of 1.07 lakh Taka in fines was collected through nine cases, and 2 thousand 223 kg of banned polythene was seized. Two establishments were ordered to shut down, and several others were issued warnings.

 

In actions against air pollution caused by construction materials, two mobile courts operated in the Gabtoli and Moghbazar areas of Dhaka. Fines totaling 95 thousand Taka were collected through six cases.

 

In a drive against air pollution by cement factories, a mobile court was conducted in Mukterpur, Munshiganj. A fine of 2 lakh Taka was imposed and collected through one case.

 

In actions against noise pollution, a mobile court was conducted in Keraniganj. Fines totaling 5 thousand Taka were imposed on five vehicle drivers, and 10 hydraulic horns were seized. Several drivers were issued warnings.

 

Such drives will continue to protect and preserve the environment.

 

#

Dipankar/Paban/Rana/Mosharaf/Abbas/2025/2035 Hours

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৪১৭

 

দূষণ বিরোধী অভিযানে ২০ লাখ টাকা জরিমানা

৩ ইটভাটা বন্ধ, ২ হাজার ২২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

 

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

ইটভাটার বিরুদ্ধে অভিযানে কুড়িগ্রাম, বান্দরবান ও নীলফামারীতে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি মামলার মাধ্যমে ১৬ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ এবং ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ২টি ইটভাটার মালিককে সতর্ক করা হয়।

নিষিদ্ধ পলিথিনের অভিযানে বরগুনা, শরীয়তপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ঢাকা মহানগরের মগবাজার এলাকায় ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি মামলার মাধ্যমে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় এবং ২ হাজার ২২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ২টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকা মহানগরের গাবতলী ও মগবাজার এলাকায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬টি মামলার মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিমেন্ট কারখানার বিরুদ্ধে অভিযানে মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর এলাকায় ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১টি মামলার মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শব্দ দূষণের বিরুদ্ধে কেরানীগঞ্জ এলাকায় শব্দ দূষণ বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#

দীপংকর/পবন/রানা/মোশারফ/আব্বাস/২০২৫/২০২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২৪১৬

অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন

                                                                              --- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

          স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুশীলন ও মহড়ার আয়োজন করা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে ৭ নম্বর ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা যাতে সচিবালয়-সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আর যেন না ঘটে সেজন্য এটি আয়োজন করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মহড়া শুরু করেছি। পর্যায়ক্রমে সচিবালয়ের অন্যান্য ভবনেও ফায়ার ফাইটিং মহড়ার আয়োজন করা হবে। আমরা চাই পুরো দেশবাসী অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন হোক।

          উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ফায়ার ফাইটিং মহড়ায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিনগুইশার একটি সাধারণ ইক্যুইপমেন্ট। এটা সবার বাড়িতে রাখা উচিত। তিনি বলেন, খোদা না করুক কোথাও যদি অগ্নি দুর্ঘটনা ঘটে, অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে আপনি নিজেই সে আগুন নেভাতে পারেন। অনেক সময় ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন অনেক ছড়িয়ে পড়ে। সেজন্য সবার বাসায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিত। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আগে থেকে অনুশীলন করে রাখা দরকার।

          এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

#

ফয়সল/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৯৫৫ঘণ্টা

  

Handout                                                                                                          Number: 2415

Collaborative Efforts Key to Nationwide

Promotion of Hill Tracts Products --- Environment Advisor

Dhaka, 20 January:

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, emphasized the need for a unified approach to promote the multifaceted products of Cox’s Bazar and the hill tracts across the nation. She highlighted bamboo, cane, handicrafts, honey, and indigenous fruits as key products requiring targeted support.

Speaking as the Chief Guest at the National Launch of USAID’s ‘Host and Impacted Community Resilience Activity’ today at Hotel Inter Continental, Dhaka, the |Advisor noted that utilizing e-commerce platforms would enhance the products' online visibility, ensuring fair prices for producers and fostering local economic growth.

The Advisor underscored the importance of training and financial aid for local entrepreneurs, improving product quality, and establishing exhibition and marketing centers in major cities to facilitate market expansion. Collaborative campaigns by the government, NGOs, and international partners could effectively increase consumer interest in these local products, she added.

Rizwana Hasan further commended the joint efforts of the Bangladesh government and USAID, stressing that such initiatives leave no community behind and promote sustainable development, equity, and social harmony. International collaborations, she noted, are vital for achieving these goals.

U S Chargé d'Affaires Tracey Ann Jacobson reaffirmed the United States’ commitment to supporting Bangladesh in achieving sustainable development in climate-vulnerable regions.

The event featured a photo gallery, a video presentation on the initiative, and a digital ribbon-cutting ceremony.

Key figures such as Manzoor Ahmed, President of Friends of Village Development Bangladesh, and Treena Bishop, Chief of Party for the initiative, also addressed the gathering. Policymakers, development partners, and community representatives participated, sharing strategies to build resilience in affected communities.

#

Dipankar/Paban/Rana/Mosharaf/Joynul/2025/1900 Hrs.

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৪১৪

পার্বত্য এলাকার বহুমুখী পণ্যের দেশব্যাপী প্রসারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে

                                                                                            --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কক্সবাজার ও পার্বত্য এলাকার বহুমুখী পণ্য যেমন বাঁশ, বেত, হস্তশিল্প, মধু ও পাহাড়ি ফল দেশের বাজারে প্রসারে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা জরুরি। পণ্যের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি দেশের বড় শহরগুলোতে প্রদর্শনী ও বিপণন কেন্দ্র স্থাপন করলে বাজার সম্প্রসারণ সহজ হবে। সরকার, এনজিও এবং আন্তর্জাতিক সহযোগীদের যৌথ সহযোগিতায় প্রচারণা চালিয়ে স্থানীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি করা দরকার।

          আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএসএআইডির ‘হোস্ট অ্যান্ড ইমপ্যাক্টেড কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাক্টিভিটি’ শীর্ষক কর্মসূচির জাতীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার বাড়িয়ে পণ্যগুলোকে অনলাইনে জনপ্রিয় করা সম্ভব। এর মাধ্যমে উৎপাদকরা ন্যায্যমূল্য পাবেন এবং স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির এই যৌথ উদ্যোগ কোনো সম্প্রদায় যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিতে সহায়ক হবে।  তিনি বলেন, টেকসই উন্নয়ন, সাম্য ও সামাজিক ঐক্যের জন্য আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা জরুরি।

          অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, জলবায়ু পরিবর্তনপ্রবণ  এলাকাগুলোর টেকসই উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ।

          একটি ফটো গ্যালারি, কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রদর্শনী এবং ডিজিটাল ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।

          এ সময় ফ্রেন্ডস অভ্ ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের সভাপতি মঞ্জুর আহমেদ এবং প্রকল্প প্রধান ট্রিনা বিশপ বক্তব্য রাখেন। নীতিনির্ধারক, উন্নয়ন অংশীদার এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। তারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর স্থিতিশীলতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।

#

দীপংকর/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৪১৩

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে

                                                   ----স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

          পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

          উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এ পোশাক দেওয়া হবে। তিনি বলেন, পোশাকের সাথে সাথে মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে হবে। এক্ষেত্রে দুর্নীতি বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

          ‘গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়। কিন্তু বিজিবি এমন কোনো অস্ত্র ব্যবহার করেনি।’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস শেল (কাঁদানে গ্যাস) কেনা হচ্ছে। উপদেষ্টা বলেন, ‘বিজিবির কাছে এগুলো নেই, তাহলে তারা কীভাবে এগুলো ব্যবহার করবে? এখন আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি, তাদের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ক্রয় করা হবে।’

          সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

          পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রন, গ্রিন অলিভ ও গোল্ডেন হোয়াইট।

#

ফয়সল/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৪১২

­­­­­­­­      প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির সাথে রয়েছে

      ‘জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):    

‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ শীর্ষক তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল’ শিরোনামে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপী সকল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম, আঙ্গিনা, ওয়ারব্লক বিশেষ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন  এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা (হাত-পা ধোয়া, নখ কাটা প্রভৃতি) নিশ্চিত করা। একই সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করা। এছাড়া, বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার ও কাব লিডারদের মাধ্যমে স্বাস্থ্যকর্মীর সহায়তায় শিক্ষার্থীদের উচ্চতা ও ওজনের অনুপাত এবং রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা এবং মৌলিক প্রাথমিক চিকিৎসার বিষয়ে সকলকে সচেতন করা।

সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা এবং উক্ত সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   (বালক-বালিকা) ২০২৫ প্রতিযোগিতার সূচনা কার্যক্রম গ্রহণ এবং তারুণ্যের উৎসব-২০২৫ চলাকালে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অঙ্গভিত্তিক খেলাধুলা, সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতার আয়োজন, ‘সবুজ বিদ্যালয়’ ক্যাম্পেইন হিসেবে সকল প্রাথমিক বিদ্যালয়ে নিজ উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ, ফুলের বাগান সৃজন এবং বিদ্যালয়ে ইতোপূর্বে রোপণকৃত বৃক্ষের পরিচর্যা অন্তর্ভূক্ত করা হয়েছে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক ‘আউট অব স্কুল চিলড্রেন’ প্রকল্পের অধীন সকল শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৪ থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ দুষণরোধে অনুশীলন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ দুষণরোধে কার্যক্রম গ্রহণ ও অনুশীলন নিশ্চিত করা হয়েছে।

#

জাহাঙ্গীর/শাহিদা/আলী/শফিক/২০২৫/১১৪৭ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ২৪১১

জনসংযোগ কর্মকর্তাদের প্রতি প্রধান তথ্য অফিসার

জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচার করুন

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

          জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। এছাড়া, তিনি প্রেস কনফারেন্স আয়োজন ও তথ্যবিবরণী প্রকাশ করার ওপর জোর দেন এবং সামাজিক  যোগাযোগ মাধ্যম ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

          আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আধুনিক জনসংযোগ কৌশল, ধারণা ও বিকাশ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণে তিনি এ আহ্বান জানান।

          আধুনিক জনসংযোগ কৌশলের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য অফিসার বলেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব হলো উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংবাদ প্রচার করা। পাশাপাশি স্ব-স্ব মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার করাও তাদের দায়িত্ব। তিনি বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রচারের জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

          এসময় প্রধান তথ্য অফিসার নিত্যপণ্যের মূল্যের নিম্নগতি, আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার অগ্রগতি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে জনসংযোগ কর্মকর্তাদের প্রতিবেদন প্রচারের নির্দেশনা দেন। 

          গুজবকে তথ্য সন্ত্রাসের সঙ্গে তুলনা করে নিজামূল কবীর বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে গুজব প্রতিরোধ করা একটি বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি স্ব-স্ব মন্ত্রণালয়-সংক্রান্ত গুজব প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

          তারুণ্যের উৎসব-২০২৫ প্রসঙ্গে প্রধান তথ্য অফিসার বলেন, জনসংযোগ কর্মকর্তাগণকে গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তারুণ্যের উৎসব উদ্‌যাপন-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রচার করতে হবে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ে ফিচার ও নিবন্ধ লেখার জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

          দিনব্যাপী এই প্রশিক্ষণে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল, উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিদফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

মামুন/শাহিদা/সুবর্ণা/সাঈদা/আলী/মাসুম/২০২৫/১৫০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                        নম্বর: ২৪১০

ফার্নিচার শিল্পের বিকাশে অধিক বিনিয়োগকারী প্রয়োজন

                                       -বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

            বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ফার্নিচার শিল্পে আমাদের বেশ সম্ভাবনা আছে। এ শিল্পের বিকাশে অধিক বিনিয়োগকারী প্রয়োজন।

            আজ রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কনফারেন্স হলে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রি: আনলকিং এক্সপোর্ট পটেনশিয়াল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

            পরিবর্তন সুযোগের সূচনা করে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , ফার্নিচার শিল্পে কিছু সংখ্যক প্রতিষ্ঠান নিয়ে ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ছিল ভারত কেন্দ্রিক। এ কারণে সম্ভবত রপ্তানি বাজার খুব বেশি অগ্রসর হয়নি। বিশ্ববাজার টার্গেট করে আমাদের ফার্নিচার উৎপাদন বাড়াতে হবে এবং কোয়ালিটি নিশ্চিত করতে হবে।

             বিগত সরকারের আমলে ব্যাংকিং ও গার্মেন্টসসহ দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে অসম্ভবভাবে নষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যবসায়ীসহ এদেশের জনগণকে প্রতারিত করা হয়েছে। দেশের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে, আমাদের ডিগনিটিকে নষ্ট করা হয়েছে। ব্যাংকিং খাতে তাদের দুর্বৃত্তায়নের বোঝা আমাদের বহন করতে হচ্ছে এবং ভবিষ্যতেও বহন করতে হবে।

            শুধু বন্ড সুবিধা দিয়ে ব্যবসা বাড়ানো সম্ভব নয়। বন্ড সুবিধার কারণে দেশে গার্মেন্টস শিল্পের বিকাশ হলেও অনেক শিল্পের ক্ষতি করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন , ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

             সেমিনারে কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোশিয়েশন এর পরিচালক দেওয়ান আতিফ রশিদ।

             এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্যানেলিস্ট হিসেবে বক্তৃতা করেন রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ এর সাবেক প্রফেসর আবু ইউসুফ, বুয়েটের ম্যাটারিয়ালস এন্ড ম্যাট্যালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. আহমেদ শরীফ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডিজাইন এর ডীন প্রফেসর ফুয়াদ এইচ মল্লিক, প্রাণ আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আহসান খান চৌধুরী, হাতিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান প্রমূখ।

#

কামাল/শাহিদা/সুবর্ণা/সাঈদা/আলী/মাসুম/২০২৫/১৫৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ২৪০৯

বাংলাদেশ রেলপথ উন্নয়ন প্রকল্পে প্রায় ৪৪  কোটি টাকার অনুদান সহায়তা দিবে দক্ষিণ কোরিয়া

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

          বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়ার The Ministry of Land, Infrastructure and Transport-4 ‘Improvement Project of Rolling Stock Management & Maintenance in Bangladesh’ Record of Discussion (RoD) এবং Terms of Reference (ToR) স্বাক্ষর হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য দক্ষিণ  কোরিয়ার The Ministry of Land, Infrastructure and Transport অনুদান সহায়তা বাবদ ৩ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার (আনুমানিক ৪৪ কোটি ৩০ লাখ টাকা) প্রদান করবে। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়িত হবে।

          বাংলাদেশ সরকারের পক্ষে মিরানা মাহরুখ, অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি এবং এফএন্ডএফ), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে Nam Young-woo, Assistant Minister for Infrastructure Affairs, Ministry of Land, Infrastructure and Transport যৌথভাবে প্রকল্পের RoD এবং ToR স্বাক্ষর করেন।

          প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে ইতিপূর্বে সংগৃহিত লোকোমোটিভসমূহের টেকসই রক্ষনাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।

          অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।

#

পারভীন/শাহিদা/সুবর্ণা/সাঈদা/আলী/মাসুম/২০২৫/১৪২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ২৪০৮ 

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন নৌপরিবহন উপদেষ্টা

হিজলা, (বরিশাল) ৬ মাঘ (২০ জানুয়ারি):

          বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

          উপদেষ্টা গতকাল বরিশালের হিজলাতে BRWTP-1 প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন ও লঞ্চঘাট নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে শহিদ রিয়াজের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি রিয়াজের কবর জিয়ারত করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

          এর পূর্বে তিনি ২০২৪ এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ রিয়াজের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রিয়াজের নামে বরিশালের হিজলায় একটি লঞ্চঘাটের পল্টুন উদ্বোধন করেন। 

          এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশাল নৌপুলিশ সুপার এস এম নাজমুল হক, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

        #

আরিফ/শাহিদা/সুবর্ণা/সাঈদা/আলী/মাসুম/২০২৫/১২৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২৪০৭

­­­­­­­­

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে নিয়ে স্যোশাল মিডিয়ায় উদ্দেশ্যমূলক ফেইক সংবা

2025-01-20-16-39-ef4758881f52fffb09a4d4d10af5707b.docx