Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ১৩ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ১২৭৭

  

হটলাইন নাম্বার ও ওয়েবসাইট চালু করলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

 

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর):

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত নিহতদের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য হটলাইন নাম্বার চালু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। পাশাপাশি ফাউন্ডেশন সম্পর্কে জনগণকে অবহিত করার সুবিধার্থে ওয়েবসাইটও চালু করা হয়েছে।

হটলাইন নাম্বার ১৬০০০ তে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। সরকারি ছুটির দিনে এ নাম্বারটি বন্ধ থাকবে।

অন্যদিকে ওয়েবসাইট www.jssfbd.com এর মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জনসাধারণ সহজেই অবহিত হতে পারবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার জন্য এই ওয়েবসাইট ব্যবহৃত হবে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহিদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

#

 

জসীম/রানা/মোশারফ/শামীম/২০২৪/২২২০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ১২৭৬  

 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে আহতদের অনুদানের চেক হস্তান্তর

 

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছে, আহত হয়েছে তারা দেশের বীর সন্তান। আন্দোলনে বিভিন্ন দলের নেতাকর্মীরা জীবন দিয়েছে তাদের সেই আত্মত্যাগকে আমরা স্বীকৃতি দেই। শহিদ এবং আহতদের আমরা যেন নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি।

আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। বিষয়টি চলমান রয়েছে। ঢাকা মেডিকেলে আসার আগে অনেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন তাদের সেই খরচ আমরা দিয়ে দিব।

 আহতদের বিদেশে চিকিৎসার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত ছিল, উস্কানিদাতা ছিল এবং গণহত্যা সমর্থন করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। এর বাইরে অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা করা হলে সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যদি কোনো সাংবাদিক বা তার পরিবার মনে করে, মামলার মাধ্যমে তারা ভোগান্তির শিকার হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে তাদের সহযোগিতা করব। আহত-নিহতদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে একটি লিগ্যাল টিম কাজ করছে। আমরা স্পেশাল ট্রাইবুনালে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করব।

ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ যাবৎ ফাউন্ডেশন থেকে আহতদের অনুদানের হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

আজ মোট ১২২ জনকে জনপ্রতি ১ লাখ টাকা করে ১ কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে জনপ্রতি ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে, বাকি ৭ জনকে বিকাশের মাধ্যমে আজই টাকা পরিশোধ করা হয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জনের বিকাশে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠানে ৫৯ জনের বিকাশে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১৭৬ জন আহতকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

#

 

জসীম/মেহেদী/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১২৭৫

কুতুবদিয়ায় জাহাজে অগ্নিকাণ্ডের

ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর):

    নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চট্টগ্রামের কুতুবদিয়া এ্যাংকরেজ এলাকায় অবস্থানরত এমটি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ ও বিএলপিজি সোফিয়া জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। প্রেক্ষিতে আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

     তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধি রয়েছেন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

     তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বিএলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকান্ডের কারণ উদঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজসমূহের নাবিকদের আন্তর্জাতিক মানদন্ড, পরিবাহিত এলপিজি এর পরিবহন ও উপযুক্ততা নিরূপণ, অগ্নিদুর্ঘটনার ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি ও দায় দায়িত্ব নিরূপণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

     উল্লেখ্য, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল উক্ত জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

     নৌপরিবহন উপদেষ্টা উক্ত ঘটনাসহ সাম্প্রতিক সময়ে জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসাথে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক জাহাজসমূহের বাড়তি নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

   

                                               #

আরিফ বিল্লাহ/মেহেদী/মোশারফ/আব্বাস/২০২৪/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ১২৭৪

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ২৫ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৪০ জন।

                                               #

দাউদ/মেহেদী/মোশারফ/আব্বাস/২০২৪/১৭২১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ১২৭৩

ধর্ম-বর্ণ  নির্বিশেষে বৈষম্যহীন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে

সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর)

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশকে  উন্নত-সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে ধর্ম-বর্ণ  নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি বলেন, জাতীয় অগ্ৰগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজের বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ অটুট রাখতে হবে।

রাষ্ট্রপতি আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই একই সূত্রে গাঁথা। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ভিত্তিক চিন্তা অবান্তর। সবাই এক ও অভিন্ন সত্ত্বা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের বিজয়ার অঙ্গীকার।

এসময় দেশের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির  সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা  অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় গুরু, রাষ্ট্রপতির সচিবগণ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার হিন্দু ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে, রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে কুশল  বিনিময় করেন ।

#

রাহাত/ফাতেমা/আলী/মানসুরা/২০২৪/১৩৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                 নম্বর: ১২৭২

২৩ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর)

          ২৩ অক্টোবর-২০২৪ এর মধ্যেই শেষ করতে হবে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সৌদি আরব সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে। একারণে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ী এলাকা কিংবা  নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।

সেকারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজ গমনেচ্ছু ব্যক্তিদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

#

সিদ্দীক/ফাতেমা/আলী/মানসুরা/২০২৪/১৩০৫ঘণ্টা

2024-10-13-16-50-885742ebe5c7087eeb717d9c48f0e90d.docx