Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৮

তথ্যবিবরণী 11 December 2018

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩২৯৩
 
 
ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। 
নবযোগদানকৃত ধর্মমন্ত্রী আজ বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। নতুন ধর্মমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান। 
মতবিনিময়কালে ধর্মমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ তিনি আমাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মত একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনাসহ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদন করে থাকে। বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে এই মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। নির্বাচনকালীন এ স্বল্প সময়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও যাবতীয় বিধি-বিধান অনুসরণ করে আন্তরিকতার সাথে রুটিন দায়িত্ব পালন করে যাবো।’ এ সময় তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার জন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশ প্রদান করেন। মন্ত্রী তাঁর দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতাও কামনা করেন। 
#
 
আনোয়ার/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা   
 
 
তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৩২৯২
 
বাজার তদারকি
১১৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে গতকাল ঢাকা মহানগর, চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, সুনামগঞ্জ, বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, ফেনী, মাদারীপুর, কক্সবাজার, নোয়াখালী, বরিশাল, গাইবান্ধা, খুলনা, নওগাঁ, মানিকগঞ্জ, নেত্রকোণা, কুড়িগ্রাম, টাঙ্গাইল, বগুড়া, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ঝালকাঠি, শেরপুর, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নাটোর, সিলেট, ময়মনসিংহ, ভোলা ও বাগেরহাটে বাজার তদারকি করা হয়।
প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর খিলগাঁও, ভাটারা ও রামপুরা এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ক্যাফে ফ্যামিলিকে ১০ হাজার টাকা, উধরষু ঝযড়ঢ়ঢ়রহম কে ৩০ হাজার টাকা, সততা বেকারীকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে হক মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও জাহানারা ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে কাজী ফার্মসকে ৫ হাজার টাকা, মোজাদ্দেদীয়া হোটেলকে ৩০ হাজার টাকা, নিউ স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও ক্যাফে বনশ্রীকে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৩৭টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, অবহেলা দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৭ হাজার ৪শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয় (১ জন অভিযোগকারী ২৫ শতাংশ হিসেবে ৫শ’ টাকা গ্রহণ করেননি)। 
গত ১০ ডিসেম্বর ৪০টি বাজার তদারকি ও ৫টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১১৮টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৫৭ হাজার ৪শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৪ জন অভিযোগকারীকে ২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয় (১ জন অভিযোগকারী ২৫ শতাংশ হিসেবে ৫শ’ টাকা গ্রহণ করেননি। 
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং কনজিউমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। 
#
 
আরেফিন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩২৯১

যুক্তরাষ্ট্র-জার্মানি-অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশ

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

            ১৪টি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হলো ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০১৮’ ব্যাডমিন্টন প্রতিযোগিতা । 

            আজ পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

            ‘ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন’ ও ‘ব্যাডমিন্টন এশিয়া’র তত্ত্বাবধানে ‘বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন’ আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম বারের মতো আমেরিকা ও ইউরোপের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়া।   

            প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, বাহরাইন, মরিশাস ও ভিয়েতনামের ৯৪ জন পুরুষ এবং ৫৭ জন নারীসহ মোট ১৫১ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

            আগামী ১৫ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করবেন । বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, ইনডেক্স গ্রুপের সিইও শফিউল্লাহ আল মুনীর প্রমুখ সমাপনীতে যোগ দেবেন।  

            সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইওনেক্স-সানরাইজ মূল স্পন্সর এবং বেঙ্গল ডিজিটাল ও আকিজ ফুড এন্ড বেভারেজ কো-স্পন্সর হিসেবে প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে। এটিএন বাংলা এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।

#

আকরাম/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৮/১৯৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩২৯০
 
শিল্প মন্ত্রণালয় আয়োজিত বিজয় মেলার উদ্বোধনকালে আমু 
বাংলাদেশ এখন এক অনুকরণীয় মডেল
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রার এক অনুকরণীয় মডেল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর এসডিজি অর্জনের পথে দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে। এ অর্জনের পিছনে সমৃদ্ধ শিল্পখাত ইতিবাচক অবদান রাখছে। বিগত দশ বছরে বাংলাদেশের শিল্প, সেবা ও কৃষিসহ সকল খাতে উৎপাদনশীলতা ক্রমেই বেড়ে চলেছে। ইতিমধ্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৩ দশমিক ৭১ শতাংশে উন্নীত হয়েছে, যা ২০০৭-০৮ অর্থবছরে ছিল ১৭ দশমিক ৭৭ শতাংশ। 
শিল্পমন্ত্রী আজ রাজধানীর বিসিক মিলনায়তনে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলা-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিসিক চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো থেকে অনেক এগিয়ে গেছে। তিনি বিগত দশ বছরের তুলনামূলক সাফল্য উল্লেখ করে বলেন, ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। এটি ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৭৫১ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। একই সময় দারিদ্র্যের হার ৪১ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২১ দশমিক ৮ শতাংশ, প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৮৬ শতাংশ, রপ্তানির পরিমাণ ১০ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৬ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৩৩ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার, জিডিপির আকার ৪ লাখ ৮২ হাজার ৩৩৭ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ২০ লাখ কোটি টাকা, বৈদেশিক বিনিয়োগ শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি বাজেটের আকার ৬১ হাজার ৫৭ কোটি টাকা বেড়ে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা, এডিপির আকার ১৯ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা, সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ ৩৭৩ কোটি টাকা থেকে বেড়ে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা, দানাদার শস্য উৎপাদন ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ৪ দশমিক ২ কোটি মেট্রিক টন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৯০০ মেগাওয়াট থেকে বেড়ে ২০ হাজার মেগাওয়াট এবং মুদ্রাস্ফীতির পরিমাণ ৭ দশমিক ১৬ শতাংশ থেকে কমে ৫ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী আয়োজিত এ বিজয় মেলা আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে। এতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করছে। মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 
#
 
জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩২৮৯
 
আগামীকাল ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল ১২ ডিসেম্বর যথাযথ মর্যাদায় দেশব্যাপী উদ্যাপিত হতে যাচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে : ডিজিটাল বাংলাদেশ পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান, রোবো ওয়ার, পাজল গেম শো, প্রদর্শনী, দেশব্যাপী অনলাইন প্লাটফরমে রচনা প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা উপজেলায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভা।
এ উপলক্ষে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় দেশের তথ্যপ্রযুক্তি সেক্টরে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান করা হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি।
একই স্থানে বিকালে অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং রোবো ওয়ার ও জাতীয় পর্যায়ে অনলাইন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও সাবেক আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমানসহ আইসিটি সেক্টরের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি।
#
 
শহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা     
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩২৮৮
 
দেশের ভূমি রেজিস্ট্রেশন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে 
                      --- মহাপরিদর্শক আব্দুল মান্নান 
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক ড. খান মোঃ আব্দুল মান্নান বলেছে, দেশের ভূমি রেজিস্ট্রেশন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের নাগরিক সুবিধা বাড়াতে নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। জেলা ও উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত জেলা রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হচ্ছে। আখাউড়াতেও জনগণের সুবিধার্থে নতুন সাব-রেজিস্ট্রি  অফিস ভবন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, নকল নবীশ ও নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিদর্শক এসব কথা বলেন। 
আব্দুল মান্নান বলেন, রেজিস্ট্রেশন কার্যক্রমের পর দ্রুত জনগণের হাতে দলিলপত্র তুলে দিতে বিপুল পরিমাণ বালাম বই সরবরাহ করা হয়েছে। নকল নবীশদের বেতন ভাতাদি বাড়ানো হয়েছে, আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে। ভূমি সংক্রান্ত সঠিক পরামর্শ দিয়ে জনগণকে সেবা দিতে দলিল লিখকদের প্রতিও তিনি আহ্বান জানান। 
ব্রাহ্মণবাড়িয়ার জেলা রেজিস্ট্রার শেখ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক এবং মহাসচিব কাউছার আহমেদ বক্তৃতা করেন।
#
 
রেজাউল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩২৮৭
 
মহান বিজয় দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৮ উদ্যাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
দিনটি হবে সরকারি ছুটির দিন। সকল সরকারি, আধাসরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদক দল বাদ্য বাজাবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে। 
এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাক টিকিট প্রকাশ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে এবং এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সকল শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেক্ষ্য, এ বছর ঢাকাস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না, তবে দেশের সকল জেলা ও উপজেলা সদরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
#
 
আলমগীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৮৬
 
দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট ইস্যু
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
 
অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট আগামীকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ঢাকা মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যসব অফিস থেকে এ নোট ইস্যু করা হবে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতই থাকবে।
#
 
শাহেদ/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৩১ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৮৫
 
ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান   
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
 
 
নিজ নিজ শিল্পকারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যে উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ প্রধান অতিথি হিসেবে রাজধানীর বিয়াম মিলনায়তনে নির্বাচিত শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। 
পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য সবুজ জ্বালানি ব্যবহার করে শিল্প কারখানায় সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। ইতোমধ্যে জাতীয় আয়ের শিল্পখাতের অবদান ৩৩.৭১ শতাংশে উন্নীত হয়েছে। শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ অর্জনে ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করা হবে বলে তিনি জানান। 
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনপিও’র পরিচালক এস.এম. আশরাফুজ্জামান, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, অকো-টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, প্রিমিয়াম সুইটস্ বাই সেন্ট্রালের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম ইকবাল, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুস সাদাত চৌধুরী, ট্রিম ট্যাক্স বাংলাদেশের স্বত্ত্বাধিকারী সাহিদা পারভীন এবং করিম জুট মিলস্ লিমিটেডের প্রকল্প প্রধান আবু সায়েদ মোঃ মামুন-উর-রহমান বক্তব্য রাখেন।  
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্প উদ্যোক্তারা সরকারের এ স্বীকৃতি প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। এ উদ্যোগ আগামী দিনে নতুন নতুন প্রতিষ্ঠানকে নিজ নিজ শিল্প কারখানায় উৎপাদনশীলতা বাড়িয়ে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখার অনুপ্রেরণা যোগাবে বলে তারা মন্তব্য করেন। 
শিল্পখাতে বিশেষ অবদানের জন্য পঞ্চমবারের মতো এ পুরস্কার দেয়া হয়। ২০১৭ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎশিল্প ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, এনভয় টেক্সটাইলস্ লিঃ, বিএসআরএম স্টিলস্ লিমিটেড। মাঝারিশিল্প ক্যাটাগরিতে অকোটেক্স লিমিটেড, বি আর বি পলিমার লিমিটেড, ন্যাসেনিয়া লিমিটেড। ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া লি., আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মাইক্রোশিল্প ক্যাটাগরিতে খান বেকেলাইট প্রোডাক্টস, ট্রিম ট্যাক্স বাংলাদেশ। কুটিরশিল্প ক্যাটাগরিতে অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার, প্রীতি বিউটি পার্লার এবং রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে রেণউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লি., করিম জুট মিলস লিমিটেড ও ন্যাশনাল টিউবস্ লিমিটেড।
#
জলিল/অনসূয়া/সেলিনা/আসমা/২০১৮/১৫০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৮৪ 
 
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারী
চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :  
চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করে।  
প্রজ্ঞাপনে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ন্যস্ত করা হয়েছে। 
বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হককে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জঁষবং ড়ভ ইঁংরহবংং, ১৯৯৬ এর জঁষব ৩(রা)-এ প্রদত্ত ক্ষমতাবলে মন্ত্রীদের মধ্যে এ চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেন। 
#
অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৪২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৮২
 
খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের টেলিফোন নম্বর পরিবর্তন 
 
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
 
কারিগরি কারণে খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের টেলিফোনসমূহ আগামী ১৭ ডিসেম্বর (সোমবার) থেকে পর্যায়ক্রমে ‘৪৭২১’ গ্রুপের ৮ (আট) ডিজিটের নম্বরে রূপান্তরের কাজ শুরু হবে। 
গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোনে পরিবর্তিত নম্বর জানিয়ে দেয়া হবে। এছাড়া নম্বর পরিবর্তন সম্পর্কে জানতে গ্রাহকদের বিটিসিএলের কলসেন্টার ‘১৬৪০২’ তে অথবা অফিস চলাকালীন সময়ে ০২-৫৫১২০০১০ এবং ০২-৪৭২১১১৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এছাড়া পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে িি.িনঃপষ.পড়স.নফ দেয়া আছে।
নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে
#
 
মোরশেদ/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪১৪ ঘণ্টা 
Todays handout (3).docx