Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ August ২০২৪

তথ্যবিবরণী ১৯ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর :  ৪৩৯

 

দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

                       -- স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷ সিটি কর্পোরেশনের মেয়রগণকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে৷

স্থানীয় সরকার উপদেষ্টা আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

এ. এফ. হাসান আরিফ বলেন, সিটি কর্পোরেশনে মেয়রদের অপসারণ করা হলেও কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। প্রশাসক থাকলে কাউন্সিলররা দায়িত্ব পালন করবে কি করবে না, সেটা এখন তাদের ব্যাপার৷ মূল কথা হচ্ছে মেয়র এবং চেয়ারম্যানের জায়গায় প্রশাসক দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা আরো বলেন, আমরা ধারাবাহিকভাবে কাজ করবো৷ এখানে মার মার কাট কাটের কোনো বিষয় নেই। এটি সমগ্র স্থানীয় সরকারকে পরিচ্ছন্ন করার একটি প্রচেষ্টা।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ১৩ক প্রয়োগ করে প্রথম প্রজ্ঞাপনে বাংলাদেশের সিটি কর্পোরেশনসমূহের মেয়রগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয় এবং একই অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা(১) প্রয়োগ করে দ্বিতীয় প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ প্রদান করা হয়৷

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মহঃ শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে।

এছাড়াও পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে পৌরসভার মেয়র এবং উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানগণকে অপসারণ করে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়েছে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে৷

#

 

পবন/আকরাম/রানা/মোশারফ/রফিকুল/রেজাউল/২০২৪/২১২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪৩৮

 

বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টার আকস্মিক পরিদর্শন

 

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), সরকারি শারীরিক শিক্ষা কলেজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আকস্মিক পরিদর্শন করেন।

 

পরিদর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রতিষ্ঠানগুলোর ইনফ্রাস্টাকচার ফ্যাসিলিটিস এবং সমসাময়িক নানাবিধ অসুবিধার আশু সমাধান।

 

এনএসসির অধীনস্থ দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক বিষয়াদির খোঁজখবর নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আলাপচারিতায় ক্রীড়া ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের ওপর জোর দেন তিনি।

 

এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক এবং প্রশাসনিক দায়িত্বে থাকা সকলে। পুরো কলেজ ঘুরে দেখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। কলেজের সার্বিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। স্টেডিয়ামের ইনফ্রাস্টাকচার ফ্যাসিলিটিস দেখার পাশাপাশি উপদেষ্টা কথা বলেন বিশ্বকাপের জন্য অনুশীলনরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে আলাপ চলাকালে জানতে চান তাদের বিশ্বকাপ ভাবনা ও সার্বিক প্রস্তুতি নিয়েও। ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন বিসিবির সিইও-সহ অন্যান্য বোর্ড কর্মকর্তারা।

 

#

 

আলম/আকরাম/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/২০৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর: ৪৩৭

 বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণে সহযোগিতা জোরদার করবে

                                                                                                             --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

            পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণে সহযোগিতা জোরদার করবে। তিনি সক্ষমতা বৃদ্ধির, বৃষ্টির পানি সংগ্রহ ও লবণাক্ততা দূরীকরণ উদ্যোগে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এই সুবিধাগুলো যেন মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার আহ্বান জানান। রিজওয়ানা হাসান ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মোকাবিলার জন্য জলবায়ু অর্থায়নকে ১০০ বিলিয়ন ডলার দ্বিগুণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো বিশ্ব নিশ্চিতে কাজ করার ওপর জোর দেন।

            আজ বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন এবং এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।

            সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, এটি মোকাবিলায় জোর দেওয়া প্রয়োজন। তিনি যুব সমাজের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) কে আরো কার্যকর করার আহ্বান জানান। বাংলাদেশ যে সকল অনন্য চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, যেমন পানির লবণাক্ততা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু অভিবাসনের বিষয়টি তিনি উল্লেখ করেন।

            হাইকমিশনার কুক বাংলাদেশের পরিবেশগত উদ্যোগগুলোকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যের প্রতিশ্রুতির পুনরুল্লেখ করেন এবং বৈশ্বিক জলবায়ু লক্ষ্যে পৌঁছাতে যৌথ পদক্ষেপের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। কুক সুন্দরবন এবং হাকালুকি হাওর সংরক্ষণে ব্রিটেনের চলমান প্রচেষ্টা তুলে ধরেন এবং যুব সমাজের সম্পৃক্ততা ও সবুজ জ্বালানির দিকে রূপান্তরের গুরুত্বের ওপর জোর দেন। পরবর্তী কপ সম্মেলনে যুক্তরাজ্য ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে।

            তাদের আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, পরিবেশ সংরক্ষণ এবং বন টেকসই ব্যবস্থাপনা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর আলোকপাত করা হয়েছে। উভয়পক্ষ আরো সহযোগিতার সুযোগ, যেমন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং নীতিগত উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

#

দীপংকর/আকরাম/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর :  ৪৩৬

 

প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা

             -- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে এ দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

 

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস (Gwyn Lewis) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  

 

বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জাতিসংঘ কি ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারে এবং সরকার কোন কোন সেক্টরে সহযোগিতা চাচ্ছে- প্রধানত সে বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ থেকে 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন' পাঠানোর সময় তাঁরা আমাদের থেকে কি ধরনের সাহায্য পাবে ও তাঁরা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। 

 

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ এ বিষয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা যেন ভবিষ্যতে আরো সহযোগিতা বৃদ্ধি করে, সে বিষয়েও কথা হয়েছে। 

 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

ফয়সল/আকরাম/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৯৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৪৩৫

উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরের বনভূমি দখলমুক্ত করলো বন বিভাগ

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ বনভূমি অবৈধ দখলের বিষয়টি অবহিত হলে পরিবেশ উপদেষ্টা র‌্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন, র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ ১৯ আগস্ট সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

          উল্লেখ্য, ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের চেষ্টা করা হয়। বন বিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সকলের সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।

#

দীপংকর/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৯২৫ঘণ্টা


Handout                                                                                                          Number: 434

Bangladesh and UK to strengthen collaboration on

climate change and environmental conservation
                                            --- Environment Advisor

Dhaka, 19 August:

            Syeda Rizwana Hasan, Adviser on Environment, Forest and Climate Change, announced that Bangladesh and the UK will deepen collaboration on climate change and environmental conservation. She emphasized the need for capacity building, rainwater harvesting, and desalination initiatives, ensuring that these benefits reach the people. Rizwana Hasan called for the doubling of the $100 billion in climate financing to address the growing needs, stressing the importance of securing a better world for future generations.

            Today the British High Commissioner to Bangladesh, Sarah Cooke, met with Environment Adviser at the Bangladesh Secretariat to discuss these issues. Dr. Farhina Ahmed, Secretary of the Ministry also present on the occasion.

            Syeda Rizwana Hasan reiterated that climate change is a global crisis that demands urgent attention. She highlighted the importance of youth involvement and called for the Global Centre on Adaptation (GCA) to be more effective. She also noted the unique challenges Bangladesh faces, such as water salination, the Rohingya crisis and climate migration.

            High Commissioner Cooke reaffirmed the UK’s commitment to supporting Bangladesh's environmental initiatives and emphasized the importance of joint action in achieving global climate goals. Cooke also highlighted Britain’s ongoing efforts in conserving the Sundarbans and Hakaluki Haor and underscored the importance of youth engagement and the transition to green energy. The UK and Bangladesh will work closely together at the next COP, she added.

            Their discussion focused on bolstering bilateral cooperation in combating climate change, conserving the environment, and managing forests sustainably. Both parties explored further collaboration opportunities, including capacity building, technology transfer and policy development.

#

Dipankar/Akram/Rana/Mosharaf/Joynul/2024/1930 hour
 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর :  ৪৩৩

 

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান বস্ত্র ও পাট উপদেষ্টার

 

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরো দ্রুততা আনতে হবে, এ কাজে সকলের সহযোগিতা লাগবে। পাটের হারানো ঐতিহ্য পুনর্জাগরণে আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা পেলে এ খাতের উন্নতি হবে।’

 

আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন।

 

বস্ত্র ও পাটের উন্নয়ন এবং পাটের ব্যবহার বৃদ্ধিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য রাখেন।

 

বস্ত্র ও পাট সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, তসলিমা কানিজ নাহিদা ও সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আনওয়ার হোসেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

 

আসিফ/আকরাম/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৭৫০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর: ৪৩২

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে
১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।  

 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৫৯ জন।

 

                                                     #

 দাউদ/আকরাম/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৭১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪৩১  

অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত তিন পার্বত্য জেলা গড়তে চায়

                                       -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত তিন পার্বত্য জেলা গড়তে চায়, আর এজন্য দরকার সকলের সহযোগিতা। এ সরকার দেশের জনগণকে কোনোভাবেই পিছিয়ে রাখবে না। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু একটা করে বৈষম্যবিরোধী সমাজ গড়তে হবে।

উপদেষ্টা আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 উপদেষ্টা বলেন, পাংখোয়া, মার্মা, খুমী, খেয়াং, বম, চাক্, ম্রো, তঞ্চংগা, লুসাই, ত্রিপুরা, চাকমা সব সম্প্রদায়ের মধ্য থেকে গুরুত্ব বিবেচনা করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছনে রাখা হবে না বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন, আমাদের প্রধান উপদেষ্টা দেশ- বিদেশের কূটনীতিকদের কাছে একটি মডেল। তাদের নিকট বাংলাদেশ পুনর্নির্মাণে সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। আমরা সে লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব। সকলকে আইন-শৃ্ঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের ভয় নেই, আমাদের পাশে বীর ছাত্র-জনতা রয়েছে।

            সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা এ এ মং, রুমা উপজেলার লেলুং খুশী, থানচির ছাত্র প্রতিনিধি উকিংওয়ং মার্মা, লামা’র মাং ইয়ং ম্রো, চাক্ এর অংজাইঐই, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য খুই সিং প্রু লুবু, বান্দরবান সদরের সুকান্ত ত্রিপুরা, রাজুময় তঞ্চংগা, উমংসিং খেয়াং, জেনী বম, লাল জারলম বম, বরেন বম, উখিংনু চাক, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান ক্যহলাচিং মার্মা, রোয়াংছড়ি উপজেলার নুএসিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/ফাতেমা/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৬৫৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪৩০ 

অন্তর্বর্তীকালীন সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর

                                                -রেলপথ উপদেষ্টা

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রক্ত দিয়ে প্রতিষ্ঠিত, মানুষের আশা আকাঙ্খা পূরণের অন্তর্বর্তীকালীন সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর।

উপদেষ্টা আজ ঢাকায় রেল ভবনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। তিনি বলেন, স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া, তিনি আরো বলেন, পরিবর্তন চেয়েছে বলেই ছাত্র আন্দোলনে জনগণ সমর্থন দিয়েছে। পরিবর্তন চেয়েছে বলেই ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে।

উপদেষ্টা আরো বলেন, অতীতের যেকোন সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, ছাত্র জনতা মাঠে নেমেছে, জীবন দিয়ে জণগনের প্রত্যাশা পূরণের জন্য এ সরকার প্রতিষ্ঠা করেছে। এ সরকারের নিকট জনগণের প্রত্যাশা অনেক। এ সরকার ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

রেজাউল/ফাতেমা/সাজ্জাদ/শামীম/২০২৪/১৬২৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                           নম্বর: ৪২৯

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

উপদেষ্টা পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

#

ফয়সল/ফাতেমা/রবি/সাজ্জাদ/আসমা/২০২৪/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪২৮ 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডে ফ্রান্সের সহযোগিতার আশ্বাস

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে এ খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত MARIE MASDUPUY। তিনি প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত এ সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়েও আলোচনা করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/ফাতেমা/রবি/সুবর্ণা/আসমা/২০২৪/১৪৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ৪২৭ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে

                                             - সমাজকল্যাণ উপদেষ্টা

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):

 

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। আন্দোলনে আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, সুচিকিৎসা সরকারের প্রধান ম্যান্ডেট। তাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি তাহলে আমরা অকৃজ্ঞ জাতি হবো। 

উপদেষ্টা এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ আন্দোলনে আহত-নিহতদের হাসপাতালের রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে। আহতের পুনর্বাসনের জন্য যা যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় তা করবে। তিনি মিডিয়ার প্রতিনিধিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্য দেয়ার অনুরোধ জানান। এর জন্য মন্ত্রণালয় একটি সেল খোলার কথাও জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরো বলেন, জাতির শ্রেষ্ঠ তরুণদের নিয়ে এখনই ভাবতে হবে। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ যেমন ভোলা যায় না, তেমনি ২০২৪ এর নতুন বাংলাদেশের স্মৃতি মুছে ফেলা যাবে না। যে সকল তরুণরা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদেরকে নিরাপদ জীবন দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। তারা সুস্থ্য না হলে, পুনর্বাসিত না হলে, আমরা ভালো থাকবো না।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সফিকুর রহমান, ঢাকা মেডিকেলের উপ-পরিচালক ডা: মো: খালেকুজ্জামান, সহকারী পরিচালক ডা: আশ্রাফুল আলম, ডা: আব্দুর রহমান ও ডা: আ: সামাদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

#

গিয়াস/ফাতেমা/রবি/সাজ্জাদ/আসমা/২০২৪/১৩৩০ ঘণ্টা

2024-08-19-16-39-fb55e021e43ef81fb5e6ebf1610e03a4.docx