Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 12/02/2015

তথ্যবিবরণী                                    নম্বর : ৪৩০                                                              

 

পররাষ্ট্র সচিবের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

 

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), ফেব্রুয়ারি ১২ :

 

    পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মোঃ শামীম আহসানসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তাঁকে স্বাগত জানান।

 

    পররাষ্ট্র সচিব বর্তমান সরকারের নীতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বলে উল্লেখ করেন। কনসাল জেনারেল মিশনের বিভিন্ন কার্যক্রম ব্যাখ্যা করেন এবং কার্যক্রমে সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

    সীমাবদ্ধতা সত্ত্বেও নিরলস সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ভূমিকা পালনের জন্য পররাষ্ট্র সচিব তাগিদ  দেন। তিনি কনস্যুলেটের কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সবধরণের সহযোগিতা প্রদানের  আশ্বাস  দেন। এরপর পররাষ্ট্র সচিব কনস্যুলেটের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

 

    জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এবং মন্ত্রণালয় ও নিউইয়র্কস্থ স্থায়ী মিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

 

    উল্লেখ্য, পররাষ্ট্র সচিব আন্তর্জাতিক অভিবাসন সম্পর্কিত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

 

#

 

ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                       নম্বর : ৪২৯

 

আইপিইউ এর সভায় দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু

পরিবর্তনের ঝুঁকিহ্রাসে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা

 

নিউইয়র্ক, ১২ ফেব্রুয়ারি :

     ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, এমপি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের উদ্যোগে গৃহীতব্য ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দেশের নির্বাচিত সংসদ এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন।

     বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্যদের তদারকি কৌশল নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধিরা দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিহ্রাসে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

    মডারেটরের দায়িত্ব পালনকালে সাবের হোসেন চৌধুরী আশা প্রকাশ করেন, ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন তদারকিতে সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হলে জনগণের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে কার্যকর কৌশল প্রণয়নের জন্য তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানান।

     বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সাবের হোসেন চৌধুরী পরে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাম কুটেশা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করেন।

#

 

ফায়জুল/মিজান/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৪২৮

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি কার্যক্রমে বিষয়

পরিবর্তন ও কোটার মেধাতালিকা ১৫  ফেব্রুয়ারি প্রকাশ

 

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

         

          জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) এবং মাস্টার্স, স্পেশাল এডুকেশন  ও ডিপ্লোমা (প্রফেশনাল) ডিগ্রি ভর্তি কার্যক্রম-২০১৪ এর মেধাতালিকার বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা ১৫  ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

 

          উক্ত  ফলাফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে- NUATRoll No. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফলাফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions থেকে ফলাফল পাওয়া যাবে।

 

          ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) এবং মাস্টার্স, স্পেশাল এডুকেশন ও ডিপ্লোমা (প্রফেশনাল) ডিগ্রি ভর্তি কার্যক্রম-২০১৪ এর রিলিজ স্লিপে অনলাইনে আবেদন ২০  ফেব্রুয়ারি  থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে জানা যাবে।

 

#

 

ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৪২৭

 

বিটিসিএল এর টেলিফোন বিল পরিশোধের

দায়মোচনপত্র লাইনম্যানদের মাধ্যমে বিতরণ

 

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

 

    বিটিসিএলর সকল গ্রাহকের টেলিফোন বিল ও বিল পরিশোধের দায়মোচনপত্র বর্তমানে সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকগণের তত্ত্বাবধানে এলাকায় দায়িত্বরত লাইনম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ২০১৫ সালের জানুয়ারি মাসের বিল এ ব্যবস্থায় বিতরণ শুরু করা হয়েছে।

 

    সংশ্লিষ্ট টেলিফোন গ্রাহকগণের বিল বা দায়মোচনপত্র পেতে বিলম্ব হলে এলাকার ক্যাম্পঅফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া, বিটিসিএল’র সিস্টেম এন্ড সার্ভিস ইমপ্রুভমেন্ট ((SSI) সেলের ৯৩২০১৩৮ ও ৯৩২০১৩৯ টেলিফোন নম্বরে অফিস সময়ে গ্রাহকগণ যোগাযোগ করতে পারেন।

 

#

 

মোরশেদ/ফায়জুল/মিজান/নবী/জসীম/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৪২৬

বিটাকে প্রশিক্ষিত নারী-পুরুষদের জন্য দ্রুত ডাটাবেজ তৈরির নির্দেশ শিল্পমন্ত্রীর

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে প্রশিক্ষিত নারী-পুরুষদের জন্য দ্রুত একটি ডাটাবেজ তৈরির নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এতে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান, উৎপাদিত পণ্য, চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা, সমাধানের উপায় শিল্প উদ্যোগ বাড়াতে সরকারের পৃষ্ঠপোষকতার ধরণসহ অন্যান্য তথ্য সন্নিবেশিত করতে হবে। এর ওপর ভিত্তি করে সরকার ভবিষ্যতে দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির নতুন কর্মসূচি গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী আজ রাজধানীর তেজগাঁও বিটাক কারিগরি প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। হাতেকলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের অগ্রাধিকার দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচন প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
বিটাক মহাপরিচালক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রকল্প পরিচালক মোঃ শফিকুর রহমান, প্রাণ-আরএফএল’র মানবসম্পদ বিষয়ক বিভাগের প্রধান সমীর চক্রবর্তী, প্রশিক্ষণার্থী শিউলী রানী ও সালমা খাতুন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দ্রুত শিল্পায়নের লক্ষ্য অর্জনে দেশে প্রচুর সংখ্যক কারিগরি জ্ঞানে দক্ষ জনশক্তি প্রয়োজন। এ লক্ষ্যে বর্তমান সরকার উপজেলাপর্যায়ে টিটিসি’র কার্যক্রম জোরদার করার পাশাপাশি দেশের সকল জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছে। ফলে দেশে প্রশিক্ষিত ও দক্ষ জনবল গড়ে তোলার উদ্যোগ জোরদার হচ্ছে। কারিগরি জ্ঞানে প্রশিক্ষিত জনবলের সংখ্যা বাড়িয়ে দেশে কর্মসংস্থান বৃদ্ধি ও  রেমিটেন্স আয় বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী এবং তাদেরকে বাদ দিয়ে টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিক ক্ষমতায়নের জন্য সরকার বিটাক এর আওতায় হাতেকলমে কারিগরি প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। নারীর আত্মকর্মসংস্থান ও দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে এ প্রকল্প ইতোমধ্যে একটি মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে। তিনি এ প্রকল্পে প্রশিক্ষিত নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপের মতো অন্য দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে মন্ত্রী প্রশিক্ষিত নারীদের মাঝে সনদ বিতরণ করেন। একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে প্রাণ-আরএফএল এর নিয়োগপত্র তুলে দেন।
#

জলিল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৪২৪

সুপ্রিমকোর্টে রেজিস্ট্রার নিয়োগ

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
    আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসচিব এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলামকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়া হয়েছে।
    কুমিল্লার বিশেষ জজ মোঃ যাবিদ হোসেনকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
    নিয়োগ দু’টি বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী করা হয়েছে। আইন মন্ত্রণালয় আজ এ নিয়োগ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারী করেছে।  
#

শাহীন/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৪২২

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

    দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ কমিটি সভাপতি রেবেকা মমিন  এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা, মনোয়ারা বেগম, এবং রিফাত আমিন  অংশগ্রহণ করেন।
    সভায় মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরাধীন গৃহীত সকল কর্মসূচির ২০১৪-১৫ অর্থ বছরের প্রথম ছয়মাসের অগ্রগতি উপস্থাপন, বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম পর্যালোচনা ও বাংলাদেশ শিশু অধিদপ্তর স্থাপনের (৪র্থ ও ৫ম বৈঠকের সিদ্ধান্ত ১০ক) অগ্রগতি এবং সরকারি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মহিলাদের কোটা পূরণের হালনাগাদ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
    অনুন্নয়ন বাজেট (পিপিএনবি) এর আওতায় বাস্তবায়নাধীন কর্মসূচিসমূহের জুলাই, ২০১৪ থেকে ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত নারী উদ্যোক্তাদের জন্য যে-সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয় । নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস (জয়িতা ২য় পর্ব ) শীর্ষক কর্মসূচির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি এবং জয়িতা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে  সুপারিশ করা হয়।
    বৈঠকে সকল ক্ষেত্রে মহিলাদের আইনগত সহায়তা প্রদানের জন্য প্রতিটি পুলিশ স্টেশনে একজন মহিলা পুলিশ কর্মকর্তা পদায়ন এবং বিদেশে যে সকল মহিলা শ্রমিক প্রেরণ করা হবে তাদের জন্য সে সকল দেশের ডরমেটরিতে একত্রে বসবাসের বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে  সুপারিশ করা হয়।
    আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতা অংশগ্রহণ করে বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে জয়িতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়
        বৈঠকে সরকারি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, স্বায়ত্বশাসিত, আধাস্বায়ত্ব-ন্যাশনালাইজেশন এন্টারপ্রাইজেস, কর্পোরেশনসহ দপ্তরে মহিলাদের নিয়োগের কোটা সঠিকভাবে পূরণ করা হয় সেজন্য মন্ত্রণালয় থেকে সকল মন্ত্রণালয় ও সংস্থাকে পত্র প্রদানের বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
#
এমাদুল/অনসূয়া/খাদীজা/ফাহিমা/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১২৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪২১

বিদেশে চাকুরিপ্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত জ্ঞাতব্য

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

    বিদেশ গমনেচ্ছু ব্যক্তিগণ অফিস চলাকালীন সময়ে সৌদি আরবসহ বিশ্বের যে কোন দেশে গমনের জন্য বিএমইটি’র অধীনস্থ সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিএমইটি’র ওয়েবসাইটের (িি.িনসবঃ.মড়া.নফ) মাধ্যমেও অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন, তাদের দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। এজন্য তাড়াহুড়া করার কোন প্রয়োজন নেই।
#

শহীদুল/অনসূয়া/খাদীজা/শুক্লা/ফাহিমা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৩৪০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৪১৯
বিশ্ব বেতার দিবস-২০১৫ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব বেতার দিবস-২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও চতুর্থ বারের মত বিশ্ব বেতার দিবস-২০১৫’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
    বেতারের গুরুত্ব জনসমক্ষে তুলে ধরতে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস উদ্যাপিত হচ্ছে। আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশ বেতার এদেশের সবচেয়ে প্রাচীন, বৃহত্তম ও শক্তিশালী গণমাধ্যম। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিগত ৭৫ বছর যাবৎ তথ্য, শিক্ষা ও বিনোদনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে এই গণমাধ্যমটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এই মাধ্যমটি এদেশের গণমানুষের আশা-আকাক্সক্ষা পূরণে যথার্থ ভূমিকা রেখেছে। যুগের চাহিদাকে ধারণ করে বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধের চেতনা, সরকারের উন্নয়ন কর্মকা-ের প্রচারসহ শুদ্ধ ও পরিশীলিত সংস্কৃতি চর্চা ও বিকাশে অনবদ্য অবদান রেখে যাবে বলে আমি বিশ্বাস করি।
    আমি ‘বিশ্ব বেতার দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/খাদীজা/ফাহিমা/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১২৩০ ঘণ্টা   
 

 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৪২০    
বিশ্ব বেতার দিবস-২০১৫ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী   
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব বেতার দিবস-২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
    “বিশ্ব বেতার দিবস-২০১৫ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের বেতার শ্রোতা, সম্প্রচারকর্মী, শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
    সারাবিশ্বে বেতার এখনও অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। ১৯৩৯ সাল থেকে আমাদের এ ভূখ-ে বেতার সমৃদ্ধ অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারের মাধ্যমে আবহমান বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য ধারণ ও লালন করে চলেছে। শহর-বন্দর-গ্রামনির্বিশেষে প্রত্যন্ত অঞ্চলের জনমানুষের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগ-দুর্বিপাকে বেতারের কর্র্মীবাহিনী নিরলসভাবে মানুষের কাছে তথ্য প্রদান করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে’র গৌরবময় ভূমিকা মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অবরুদ্ধ দেশবাসীকে মুক্তির প্রেরণায় উদ্দীপ্ত করেছিল।
    বর্তমানে বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি এফএম রেডিও ও কমিউনিটি রেডিও কাজ করে যাচ্ছে। দেশের প্রান্তিক এলাকার জনগণকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে বেতার তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে।
    আমি আশা করি, বিশ্ব বেতার দিবস উদ্যাপন বাংলাদেশ বেতারের পাশাপাশি অন্যান্য বেসরকারি রেডিও ও কমিউনিটি রেডিওসমূহের অনুষ্ঠান ও সংবাদ উপস্থাপনাকে আরও গতিশীল করবে। সাধারণ মানুষের জীবন-মানের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে বেতারমুখি করতে আরও নতুন নতুন কার্যকর কর্মসূচি প্রণয়ন করবে।
    আমার প্রত্যাশা, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথচলায় আমাদের বেতার চ্যানেলগুলোও ডিজিটাল ও অনলাইন সম্প্রচারের দিকে এগিয়ে যাবে।
    আমি বিশ্ব বেতার দিবস-২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”   
#
নুরএলাহি/অনসূয়া/খাদীজা/ফাহিমা/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১২৪০ ঘণ্টা   

 

Todays handout (3).doc