Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২২

তথ্যবিবরণী ২৯ মার্চ ২০২২

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৩৩৮

 

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ

--তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে টিকিয়ে রেখেছে।

তিনি বলেন, 'অনেক নেতা বিভিন্ন সময় ভিন্ন সুরে কথা বলেছেন, বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনো দ্বিধান্বিত হননি। তৃণমূলের নেতাকর্মীরা কখনো মূল নেতৃত্বকে ছেড়ে যাননি।'

আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় আসার পর এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাই। নৌকায় সবসময় বেশি মানুষ নিতে নেই। নৌকায় বেশি মানুষ নিলে নৌকা বিপদাপন্ন হয়।

'আওয়ামী লীগ একটি গণসংগঠন, কোন বদ্ধ জলাশয় নয়, আমাদের দলে যে কেউ যোগ দিতে পারে, তবে যে কাউকে আমরা নিতে পারি না' উল্লেখ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।  তিনি বলেন, 'যারা পিঠ বাঁচানোর জন্য, অর্থবিত্ত অর্জনের জন্য, অবৈধ সম্পদ রক্ষা করার জন্য আওয়ামী লীগে আসতে চান তাদের দরকার নাই। যারা সমাজে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করে তারা অবশ্যই আওয়ামী লীগে আসতে পারে। কিন্তু যারা জায়গা দখল ও মাদক কারবারে যুক্ত তাদেরকে আমাদের দলে প্রয়োজন নাই।'

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায়  আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, পৌর মেয়র শাহজাহান সিকদার, ইদ্রিছ আজগর, ইঞ্জি. শামসুল আলম তালুকদার, নিলুফা আকতার, মোর্শেদ তালুকদার প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়া উপজেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাংলাদেশ বেতারের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

সেখানে ড. হাছান মাহমুদ বলেন, নারী উন্নয়ন ও নারী প্রগতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটি সমগ্র পৃথিবীর জন্য একটি অনন্য উদাহারণ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, নারী উন্নয়নের মধ্যে দেশের উন্নয়ন নিহিত। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। তাদের উন্নয়ন ব্যতিরেকে মানব উন্নয়ন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।

সমস্ত মানব উন্নয়ন সূচকে আমরা  পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়েছি। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমাদের সরকার নারী ও শিশু উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে বিধায় এটি সম্ভব হয়েছে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বহিরাঙ্গন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সচিব মো. আনছার আলী, রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস প্রমুখ।

#

আকরাম/নাইচ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০২২/২২৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৩৭

 

প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করা হবে

                                 -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

 

 

মানিকগঞ্জ, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদের বাদ দিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা হবে।

 

প্রতিমন্ত্রী আজ মানিকগঞ্জ জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সি আর পি, মানিকগঞ্জ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে।  ভাতা প্রদানের পাশাপাশি তাঁদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। সিআরপি, মানিকগঞ্জ  প্রতিবন্ধীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করবে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।

 

অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ডা. ভেলোরি  টেইলর,  এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম এম তারিকুল ইসলাম,  ইউএনডিপি বাংলাদেশ সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক, মানিকগঞ্জ মোঃ সারোয়ার হোসেনও  মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ১০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এই প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি নির্মাণ করা হয়।

 

#

 

জাকির/নাইচ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০২২/২২০০ ঘণ্টা

 

 

Handout                                                                                                                      Number : 1336

 

FM seeks Thai support to include Bangladesh in Trilateral Highway Project

 

Dhaka, March 29:

 

Foreign Minister Dr A K Abdul Momen has reiterated Prime Minister Sheikh Hasina's views that 'connectivity is productivity' and requested Thai Deputy Prime Minister and Foreign Minister Don Pramudwinai to include Bangladesh in the Trilateral Highway project being implemented among India, Myanmar and Thailand. Foreign Minister also sought Thai Government's support for Bangladesh's inclusion in the ASEAN Sectoral Partnership Dialogue while discussing bilateral issues during the meeting with his Thai counterpart on the sidelines of the 18th BIMSTEC Ministerial Meeting in Colombo today.

 

The two foreign Ministers greeted each other. Foreign Minister of Bangladesh congratulated his Thai counterpart on the assumption of chairmanship of BIMSTEC.

 

The two Foreign Ministers agreed to work together under the framework of BIMSTEC. Foreign Minister also thanked the Thai Foreign Minister for their decision to allow entry of tourists in Thailand from 1 April 2022 which would promote people to people contacts between the two countries. 

 

The two Foreign Ministers enthusiastically agreed to hold a befitting program in celebration of the 50th anniversary of diplomatic relations between Bangladesh and Thailand. Dr Momen underscored the necessity to immediately hold the next meeting of Bangladesh-Thailand Joint Commission to discuss and review the entire gamut of bilateral relations. 

 

Given Bangladesh's growing capacity in the agriculture sector, Foreign Minister of Thailand requested for export of fertilizers to Thailand, if a surplus is available. He also stressed on the importance of concluding bilateral FTA for benefits of the two countries. 

 

Both the Foreign Ministers agreed to closely work for enhancement of trade and investment. The two sides also committed to cooperate with each other in various regional and multilateral fora.

 

#

 

Mohsin/Nice/Enayet/Sanjib/Salim/2022/2155 Hrs. 

Handout                                                                                                                      Number : 1335

 

Foreign Minister holds meeting with Sri Lankan counterpart,

Bilateral issues including early conclusion of PTA discussed

 

Dhaka, March 29:

 

Foreign Minister Dr A K Abdul Momen and his Sri Lankan counterpart Prof. G L Peiris stressed on the early conclusion of the Preferential Trade Agreement (PTA), the negotiations of which are at an advanced stage which they expect would widen the trade between the two countries. They have also discussed the issues of bilateral relations while holding a meeting between them, on the sidelines of 18th BIMSTEC Ministerial meeting in Colombo today.

 

Dr Momen emphasised on initiating regular commercial shipping lines and cruise shipping for enhancement of trade and people to people contacts. He also pointed out that the high price of air tickets is creating barriers to promoting tourism between the two countries. He proposed to diversify and expand the export basket of Bangladesh. 

 

Sri Lankan Foreign Minister emphasized and echoed the position of Bangladesh leadership for better utilisation of Colombo port for transportation of Bangladeshi trade goods for the benefit of both the sides. He recalled his visit to Dhaka last year in November and his call on the Prime Minister of Bangladesh. Sri Lankan Foreign Minister commended the great leadership of Prime Minister Sheikh Hasia for her policy against terrorism and violent extremism.  

 

Dr Momen thanked his Sri Lankan counterpart for the warm hospitality and congratulated for hosting the BIMSTEC Summit preceded by the Ministerial Meeting and the Senior Officials Meeting.

 

Both the Foreign Ministers agreed to work together in various regional and multilateral fora for common benefits.

 

#

 

Mohsin/Pasha/Nice/Enayet/Sanjib/Salim/2022/2050 Hrs. 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৩৪

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন

জাতীয় বাস্তবায়ন কমিটির সাথে পুস্তক প্রকাশকবৃন্দের চুক্তিপত্র স্বাক্ষর

 

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে আজ প্রকাশকবৃন্দের সাথে ১০টি পুস্তক প্রকাশের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং বাংলা একাডেমিসহ ১০টি প্রকাশনা সংস্থার প্রতিনিধি এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন  জাতীয় বাস্তবায়ন কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত গল্প’,   ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত ছড়া ও কিশোর কবিতা’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কিশোর গল্প’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কবিতা’, ÔVoice of the Vortex’ শিরোনামে কফি টেবিল বই, ÔFather of the Nation Bangabondhu Sheikh Mujibur Rahman Birth Centenery VolumeÕ শিরোনামে স্মারকগ্রন্থ (ইংরেজি ভার্সন), ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত লোক কবিতা’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নির্বাচিত প্রবন্ধ’, ‘মুজিব চিরন্তন: ঐতিহাসিক ১০ দিন’ নামে বিভিন্ন সংকলন, স্মারকগ্রন্থ প্রকাশ করে। এগুলোর বহুল প্রচার ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা এবং বাণিজ্যিকভাবে বিক্রয়ের লক্ষ্যে এ চুক্তিপত্র সম্পাদন করা হয়।

 

#

 

নাসরীন/পাশা/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯২০ ঘণ্টা

Handout                                                                                            Number : 1333

Bangladesh and Nepal emphasise on stronger bilateral ties

Dhaka, 29 March 2022 :

          Foreign Minister Dr. A K Abdul Momen and his Nepalese counterpart Dr. Narayan Khadka urged to further strengthen the existing bilateral relations between the two countries.

          The two Foreign Ministers discussed bilateral issues on the sidelines of the 18th BIMSTEC ministerial meeting in Colombo today. They committed to work together for common modalities to adapt to the graduation from LDC. 

          Dr. Momen appreciated the unwavering support received from the people and political leadership of Nepal during the independence war of Bangladesh. 

          The two Foreign Ministers underlined the necessity of intensifying the bilateral relations while two countries are celebrating the 50th anniversary of diplomatic relations including exchange of high level visits. Cooperation on the power and energy sector, enhancement of trade and investment, connectivity, people to people contacts and cooperation in the area of climate change were also discussed with due importance. 

          Foreign Minister of Nepal appreciated the Bangladesh Government for hosting a large number of Nepalese students for various undergraduate and postgraduate courses.

          Foreign Minister of Bangladesh sought Nepal's support for early repatriation of forcibly displaced Myanmar nationals to their home country. 

          The two Foreign Ministers also pledged to cooperate with each other in various regional and multilateral forums.

#

Mohsin/Pasha/Rahat/Rafiqul/Mahmud/Joynul/2022/1930hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৩২

জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ এর খসড়ার ওপর মতামত গ্রহণ

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

     সর্বজনীন পেনশন প্রবর্তন করার লক্ষ্যে অর্থ বিভাগ কর্তৃক জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ এর খসড়া প্রণয়ন করে অর্থ বিভাগের ওয়েবসাইট (https://mof.portal.gov.bd/site/page/dd8f0829-6531-414e-9a4c-a5354f542986) এ প্রকাশ করা হয়েছে। এই লিংক ব্যবহার করে উক্ত খসড়া আইনের বিষয়ে আগামী ১২ এপ্রিল পর্যন্ত মতামত প্রদান করা যাবে। 

    আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

#

তৌহিদুল/পাশা/রাহাত/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ১৩৩১

ন্যাশনাল মিউনিসিপ্যাল ডিজিটাল সার্ভিস প্রকল্পের বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

          দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমগ্র বাংলাদেশের ৩২৮টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস বাস্তবায়নের লক্ষ্যে ‘ ন্যাশনাল মিউনিসিপাল ডিজিটাল সার্ভিস প্রজেক্ট (এনএমডিএসপি)’ বাস্তবায়ন বিষয়ক এক সভা আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

          সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক ডা.বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর. ইয়ং-আহ দোহ, প্রকল্প সংশ্লিষ্ট কোরিয়ান বিশেষজ্ঞ দলের সদস্য, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

          সভায় ইতিপূর্বে ১টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভায় পাইলটিংকৃত ৫টি সার্ভিসের সাথে হোল্ডিং টেক্স অ্যাসেসমেন্ট ও পাবলিক কমপ্লেইন এ দুইটি সার্ভিসসহ মোট ৭টি সার্ভিস দেশের বিদ্যমান ৩২৮টি পৌরসভায় বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় নতুন আরো ৫টি সার্ভিস যোগ করার জন্য আইসিটি প্রতিমন্ত্রী কোইকার  প্রতি অনুরোধ জানান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুদান হিসেবে কোইকা আর্থিক সহায়তা প্রদান করবে।

          উল্লেখ্য, কারিগরি সহায়তা প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকার অনুমোদন করেছে। অনুদানকৃত অর্থের পরিমাণ ৮ দশমিক ৫ মিলিয়ন ইউএস ডলার। প্রকল্পটি এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। ইতিপূর্বে পাইলটিংকৃত ৫টি সার্ভিস সফলভাবে বাস্তবায়িত হওয়ায়  কোইকা এই অর্থ প্রদানে এগিয়ে এসেছে।

          এছাড়া পরে বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে অংশ হিসেবে জাপানে অর্থায়নে স্মার্ট বাংলাদেশ ভিশন মাস্টারপ্ল্যান বাস্তবায়নের বিষয়ে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এর সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।  বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া, আইসিটি বিভাগ ও এর অধীনস্থ সংস্থা ও জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

শহিদুল/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৩০

 

রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে

 

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

 

পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে। প্রাথমিক বিদ্যালয়সমূহে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে; যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২২ মার্চের স্মারকের প্রজ্ঞাপন মোতাবেক ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চের স্মারকের প্রজ্ঞাপন মোতাবেক শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

#

মাহবুবুর/পাশা/রাহাত/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                         নম্বর : ১৩২৯

আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে

আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

          বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আজ আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

          সভায় রমজান মাসে ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রসমূহে গ্যাস সরবরাহ অব্যাহত/বৃদ্ধিকরণ; পিক আওয়ারে (সান্ধ্যকালীন) চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; ইফতার, তারাবির নামাজ ও সেহরি সময়ে লোডশেড না করা; টেকনিক্যাল কারণে বা অন্য কোন কারণে যেন লোডশেড না হয় সে দিকে সজাগ থাকা; সকল বিতরণ সংস্থা/কোম্পানিকে ওভারলোডেড ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিস্থাপন করতে হবে এবং স্টোরে পর্যাপ্ত ট্রান্সফরমার মজুত রাখা; অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদার করা; বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে জনগণকে সচেতন করতে ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ায় ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা; বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা; সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা; আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণী বিতানসমূহ খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা; ইফতার ও তারাবির সময় শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোরের ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি ব্যবহার সীমিত রাখা; সকল দোকান মালিকগণকে মার্কেটের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ইকুইপমেন্টসমূহ পরীক্ষা করা; বিএসটিআই এর প্রমাণ অনুযায়ী তার/ইকুইপমেন্ট বাজারজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা/আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।

          সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিয়ে নাতিদীর্ঘ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। চলতি গ্রীষ্মকালে পিক আওয়ারে ১৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে এবং গ্যাসের সম্ভাব্য চাহিদা ১৫০০ এমএমসিএফডি হতে পারে। 

          প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম বলেছেন, শতভাগ বিদ্যুতায়নের দেশে এই সভা করা অপ্রাসঙ্গিক। বৈশ্বিক পরিস্থিতির জন্য করতে হচ্ছে। এই যুদ্ধের জন্য অনেক দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সবাই একসাথে থাকলে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। 

          আন্তঃমন্ত্রণালয় সভায় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 

#

আসলাম/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৩২৮

 

দ্রব্যমূল্য কমায় জনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে

     –তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

'বাজারে দ্রব্যমূল্য কমায় জনগণ স্বস্তি ফিরে পেলেও বিএনপি অস্বস্তিতে পড়েছে' বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। 

মন্ত্রী বলেন, 'স্বল্পমূল্যে পণ্য বিক্রির জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টিসিবি’র মাধ্যমে এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছেন। এক কোটি ফ্যামিলি কার্ড মানে পাঁচ কোটি মানুষ। বাজারে দ্রব্যমূল্যও কমে গেছে। দ্রব্যমূল্য কমায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। জনগণের মধ্যে যখন স্বস্তি ফিরে এসেছে তখন বিএনপির অস্বস্তি বেড়ে গেছে। তারা সেজন্য 'বাম-ভাইদেরকে' দিয়ে হরতাল ডাকালেন।'

আজ নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

'দ্রব্যমূল্য নিয়ে বিএনপি একদিকে জনমনে বিভ্রান্তি ছড়ানো ও অপরদিকে অসাধু ব্যবসায়ীদের উস্কে দেয়ার দ্বিচারিতা করছে' উল্লেখ করে মন্ত্রী বলেন, 'বিএনপির কাজই বিভ্রান্তি ছড়ানো। পদ্মাসেতু নির্মাণের শুরুতে বিএনপি ছেলেধরা গুজব ছড়িয়েছিল। এই সরকার পদ্মাসেতু করতে পারবে না বলেছিল। আজকে পদ্মাসেতু হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেতুর ওপর গাড়ি চালিয়ে এপার থেকে ওপারে গেছেন।' 

বিএনপি টিকা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পরে নিজেরাই কেউ গোপনে, কেউ লজ্জা-শরম ভেঙে জনসম্মুখে টিকা নিয়েছে। সুতরাং বিএনপি, যাদের টেলিভিশনের পর্দা ছাড়া দেশে খুঁজে পাওয়া যায় না, তাদের কথায় বিভ্রান্ত হবেন না, সতর্কবার্তা দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার জন্য সারাদেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসছে উল্লেখ করে ড. হাছান বলেন, 'এতে আগামী নির্বাচনে আমরা আবারও ২০০৮ এর মতো ধস নামানো বিজয় নিশ্চিত করবো বলে দৃঢ় আশা রাখি।'

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহ্‌মুদ বলেন, জনগণকে মনে করিয়ে দিতে হবে ১৩ বছর আগে দেশের কি পরিস্থিতি ছিল। ভাতা এবং উপকারভোগী অনেক বেড়েছে, প্রতিটি ইউনিয়নে দেড়-দুই হাজার মানুষ ভাতা পাচ্ছে, অনেক রাস্তাঘাট হয়েছে -এগুলো তুলে ধরতে হবে। 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন প্রমুখ সভায় বক্তব্য রাখেন।  

#

আকরাম/পাশা/রফিকুল/মাহমুদ/রেজাউল/২০২২/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ১৩২৭

 

ভরাট হয়ে যাওয়া সরকারি জলমহাল পুনঃখনন ও সংস্কার করা হবে

                                                                                  -- ভূমিমন্ত্রী

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

          দেশের বিভিন্ন জেলায় ভরাট হয়ে যাওয়া সরকারি জলমহাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

          আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৬৮তম সভায় সভাপতিত্ব করার সময় ভূমিমন্ত্রী এই নির্দেশ প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়ের সায়রাত মহাল শাখার কর্মকর্তাবৃন্দ। ইজারার জন্য প্রস্তাবকৃত জলমহালসংশ্লিষ্ট জেলার জেলাপ্রশাসকবৃন্দ এ সময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

          মন্ত্রী বলেন, ভরাট হয়ে যাওয়া সরকারি জলমহাল পুনঃখনন ও সংস্কার করা গেলে দেশের গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। মৎস্য আহরণ বাড়াতে পারলে খাদ্য চাহিদা মেটানোর সাথে সাথে কর্মসংস্থানও সৃষ্টি হবে।

          উল্লেখ্য, আজ সভায় দেশের বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলায় অবস্থিত ১৩৭টি ২০ একরের ঊর্ধ্বে সরকারি জলমহালের ইজারা প্রস্তাব ৬ বছরের জন্য অনুমোদনের জন্য উত্থাপন হয়। 

          গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন। প্রচলিত পদ্ধতিতে জলমহাল ইজারার আবেদনে অনেক সময় জলমহাল ইজারা প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী ও দালালদের নানা অপকৌশলের কারণে প্রকৃত মৎস্যজীবীগণ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেন। অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া চালুর ফলে এখন আর সেই সুযোগ নেই। অনলাইনে জলমহাল আবেদন শুরুর পর জলমহাল সংশ্লিষ্ট অংশীজন থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি।  

          land.gov.bd ভূমিসেবা কাঠামো থেকে অথবা সরাসরি jm.lams.gov.bd ওয়েব পোর্টালে গিয়ে জলমহাল ইজারার জন্য আবেদন দাখিল করা যাচ্ছে। এছাড়া, জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিল এবং ইজারা প্রক্রিয়ার বিস্তারিত উপর্যুক্ত ওয়েবপোর্টাল থেকেই জানা যাচ্ছে।

          প্রসঙ্গত, বিল, হাওড়, বাঁওড়, নিম্ন জলাভূমি ও নদ-নদীতে মৎস্য আহরণের এলাকাকে জলমহাল বলা হয়। এক হিসাবমতে ছোট-বড় মিলিয়ে  দেশের জলমহালের সংখ্যা প্রায় ৩৮ হাজার। এসব ইজারা দিয়ে বছরে প্রায় শতকোটি টাকার রাজস্ব আদায় হয়। বেশ কয়েকটি জলমহাল ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান হিসেবে ইজারাবিহীন রাখা হয়েছে যেমন দিনাজপুরের রামসাগর, সিরাজগঞ্জের হুরাসাগর ইত্যাদি। মাছ সংগ্রহের অভয়াশ্রম ঘোষিত জলমহালের মধ্যে উল্লেখযোগ্য সুনামগঞ্জের টাংগুয়ার হাওড়, মৌলভীবাজারের হাকালুকি হাওড় ইত্যাদি।

#

নাহিয়ান/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৩২৬

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ সময় ৯ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ জন। এ পর্যন্ত ২৯ হাজার ১২০ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।

#

জাকির/পাশা/রফিকুল/মাহমুদ/রেজাউল/২০২২/১৭২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১৩২৫

 

সাতশত কোটি টাকার ড্রেজার ও জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন

বন্দর (নারায়ণগঞ্জ), ১৫ চৈত্র (২৯ মার্চ) :

সাতশত কোটি টাকার অধিক ব্যয়ে চারটি ‘কাটার সাকশন ড্রেজার ও সহায়ক জলযান’ এবং একটি ‘বয়া লিফটিং জাহাজ’ এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ নারায়ণগঞ্জ বন্দর থানার ট্রলার ঘাটে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। ড্রেজারগুলো নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণে এবং ‘বয়া লিফটিং জাহাজ’ মোংলা বন্দরের চ্যানেলে বয়া স্থাপন ও প্রতিস্থাপনের কাজে সহায়ক হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবধরনের নৌযান তৈরি করার সামথ্য অর্জন করেছে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দ্ব

2022-03-29-16-58-b7bdcccdd83be4bf72e7ef88b6d3479e.doc