Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০১৭

বেসরকারি নিউজ 16/7/2017

বেসরকারি                                                                                          নম্বর : ১৬
সংঘাতের ষড়যন্ত্র বিএনপি নেত্রীর
   ---তথ্যমন্ত্রী

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে সংঘাত ও অশান্তির ষড়যন্ত্র করছেন। তার (খালেদা জিয়া) এজেন্ডা নির্বাচন নয়, আসল উদ্দেশ্য অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আনা।

জাসদের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান করাই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রধান জাতীয় কর্তব্য। গণতন্ত্র ও নির্বাচনে যুদ্ধাপরাধীরা যেমন হালাল নয়, তেমনই হালাল নয় আগুন সন্ত্রাসীরাও ।

প্রয়াত নেতা জাফর সাজ্জাদ আমৃত্যু শ্রমিক-গরিব-মেহনতি মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জাফর সাজ্জাদ রাজনীতিতে সততা ও সাহসের যে পরিচয় দিয়েছেন তা অনুকরণীয়।

মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান শওকত, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

#
আকরাম/আব্বাস/২০১৭/১৮৪৮ ঘণ্টা

 

New Microsoft Office Word Document.docx