তথ্যবিবরণী নম্বর : ২৩৭৭
জেএসসি ও জেডিসি পরীক্ষা
সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান শিক্ষামন্ত্রীর
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওয়ে বিজিপ্রেসের সভাকক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৫ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ আহ্বান জানান।
সুষ্ঠু, ইতিবাচক ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে প্রশ্নপত্র মুদ্রণ, বিতরণ, গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ে জাতীয় মনিটরিং কমিটির এ সভা আয়োজন করা হয়।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আশঙ্খা দূর করতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা স্কুলের তালিকা প্রকাশ বন্ধ করা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন ব্যক্তি বা স্কুলের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভায় শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা বোর্ডসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক একেএম মানজুরুল হক, স¦রাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, র্যাব, পুলিশ সদরদপ্তর, সিআইডি, ডিএমপি ও ডিবি’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষা শুরুর ঠিক আগমুহুর্তে পরীক্ষাকেন্দ্র থেকে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়।
ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে স¦ার্থানে¦ষীমহল যাতে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখার জন্য বৈঠকে বিটিআরসি’র প্রতি আহ্বান জানানো হয়।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে এমনসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষ করে কোচিং সেন্টারসমূহকে নজরদারিতে রাখার জন্য সভায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭৬
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আঃ মজিদ ম-ল এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ রেশম বোর্ডের সহসভাপতি ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে রেশম শিল্পের উন্নয়নে করণীয় এবং ঠাকুরগাঁও ও রাজশাহীতে বন্ধ রেশম কারখানা চালুকরণ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাজেট ও আর্থিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য মন্ত্রণালয়ের সচিব কর্তৃক প্রণীত উপস্থাপনার সর্বশেষ অবস্থা, বিজেএমসি’র বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও বিএমআরই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পাটপণ্যকে কৃষিপণ্য হিসাবে গণ্য করে শতকরা ১০ ভাগ রপ্তানি ভরতুকির পরিবর্তে শতকরা ২০ ভাগ করার জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করা হয়।
মিরপুর বেনারসি পল্লির জন্য নির্ধারিত ৪০ একর সম্পত্তি বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান রিট নিষ্পত্তির এক মাসের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করার সুপারিশ করা হয়। রেশম মিলের উন্নয়নে করণীয় এবং ঠাকুরগাঁও ও রাজশাহীতে বন্ধ রেশম কারখানা চালুর জন্য নতুন মেশিন স্থাপন, নতুন গবেষক নিয়োগ, নতুন তুঁত গাছ লাগানোসহ একটি সুদূরপ্রসারী পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/মিজান/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭৫
মহিলা সংসদ সদস্যদের সাথে জাপানী প্রতিনিধিদলের মতবিনিময়
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
জাতীয় সংসদের মহিলা সদস্যদের সাথে জাপানের ঘরযড়হ টহরাবৎংরঃু'র প্রফেসর করুড়শড় ওশবমধসর এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল আজ জাতীয় সংসদভবনে মতবিনিময় করেন।
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য মাহবুব আরা গিনি, ফজিলাতুন নেছা, ফজিলাতুন নেসা বাপ্পি, শিরীন আখতার ও লুৎফা তাহের অংশগ্রহণ করেন।
সভায় জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ এবং অবস্থান সম্পর্কে উভয়পক্ষ পারস্পরিক মতবিনিময় করেন।
সভায় নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। এ সময় নারীশিক্ষায় বর্তমান সরকারের কর্মসূচি, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় অর্জিত বিভিন্ন সাফল্য যেমন মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস, কৃষিখাত বহির্ভুত পারিশ্রমিকযুক্ত পেশায় নারীর অংশগ্রহণ, জাতীয় সংসদে নারীর আনুপাতিক আসন সংখ্যা, স্থানীয় পর্যায়ে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ, প্রত্যন্ত অঞ্চলের নারীদের প্রযুক্তিতে অন্তর্ভুক্তকরণ, নারীর প্রতি সহিংসতারোধে যৌতুকবিরোধী আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বাজেট বরাদ্দসহ নারীর ক্ষমতায়ন ও অবস্থানের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
বৈঠকে জাপানের প্রতিনিধিদল বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণের প্রশংসা করে। তাঁরা আরো আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে এসব সাফল্য ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭৪
বাংলাদেশ থেকে ওষুধ ও নদীর বালি আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
বাংলাদেশ থেকে ওষুধ ও নদীর বালি আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। এছাড়া বাংলাদেশের গভীর জলসীমায় টুনা মাছ আহরণে একটি যৌথ ফিশিং কোম্পানি গঠন এবং মালদ্বীপের সাথে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচলের লক্ষ্যে একটি শিপিং লাইন চালুর প্রস্তাবেও মালদ্বীপ সম্মত হয়েছে।
সম্প্রতি মালদ্বীপ সফরকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে অনুষ্ঠিত বৈঠকে মালদ্বীপের উপরাষ্ট্রপতি আহমেদ আদিব আব্দুল গাফুর (অযসবফ অফযববন অনফঁষ এযধভড়ড়ৎ) এ আগ্রহের কথা জানান। মালদ্বীপের রাষ্ট্রপতির সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে ওষুধ ও নদীর বালি আমদানি, গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তা প্রদান, দু’দেশের মধ্যে জাহাজ চলাচলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় স্থান পায়।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বমানের ওষুধ উৎপাদন করছে। এসব ওষুধ ইতোমধ্যে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের ৭৪টি দেশে রপ্তানি হচ্ছে। মালদ্বীপও বাংলাদেশ থেকে গুণগতমানের এসব ওষুধ আমদানি করতে পারে। তিনি নতুন করে অর্জিত বাংলাদেশের গভীর জলসীমায় বিদ্যমান টুনা মাছ আহরণে একটি যৌথ ফিশিং কোম্পানি গঠন ও মালদ্বীপের সাথে বাংলাদেশের জাহাজ চলাচলের জন্য একটি শিপিং লাইন চালুর প্রস্তাব করেন।
আমির হোসেন আমু বলেন, মালদ্বীপে প্রায় ৭৫ হাজার বাংলাদেশি জনশক্তি কাজ করছে। এ জনশক্তি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাংলাদেশি জনশক্তির জন্য ভিসাসহ অন্যান্য কাগজপত্রাদি (খবমধষ উড়পঁসবহঃং) প্রদান প্রক্রিয়া সহজ করতে মালদ্বীপের উপরাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
উপরাষ্ট্রপতি আহমেদ আদিব আব্দুল গাফুর বলেন, মালদ্বীপ সরকার বিদেশি শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াতে ইতোমধ্যে বেশকিছু সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর আওতায় বাংলাদেশি শ্রমিকরাও প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে। তিনি বাংলাদেশি জনশক্তির জন্য ভিসাসহ অন্যান্য কাগজপত্র প্রদান প্রক্রিয়া সহজ করতে আরো উদ্যোগ নেয়া হবে বলে শিল্পমন্ত্রীকে আশ্বস্ত করেন।
আমির হোসেন আমু মালদ্বীপের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী তরিক ইব্রাহীম (ঞযড়ৎরয় ওনৎধযরস)সহ সেদেশের পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী এবং এটনি জেনারেলের সাথে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠককালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
#
জলিল/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭৩
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আইন বিষয়ক প্রশিক্ষণ পাঠ্যধারার উদ্বোধন
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত মামলা সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের জন্য আইন বিষয়ক প্রশিক্ষণ পাঠ্যধারার উদ্বোধন অনুষ্ঠান আজ ইনস্টিটিউটের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোঃ ইব্রাহিম খলিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত ১৯ জন প্রশিক্ষণার্থী পাঠ্যধারায় অংশগ্রহণ করেন। পাঠ্যধারায় অংশগ্রহণকারীদের বাংলাদেশ সংবিধান, ভূমি ব্যবস্থাপনা, মিডিয়া সংক্রান্ত আইন, মামলার ধরণ ও এর অধিক্ষেত্র, মামলা পরিচালনার বিষয়ে অনুশীলন, মিউটেশন, খতিয়ান, দাখিলা, পর্চা, সার্ভে, সেটেলমেন্ট ইত্যাদি আইন বিষয়ে হাতেকলমে তিনদিনের প্রশিক্ষণ প্রদান করা হবে।
#
ওয়ালিউর/আফরাজ/মিজান/মোশারফ/রেজাউল/২০১৫/১৯০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭২
রূপসা রেলসেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
বাংলাদেশ রেলওয়ের খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় রূপসা রেলসেতু নির্মাণের লক্ষ্যে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান আজ রেলভবনে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (প্রকল্প) মোঃ মজিবুর রহমান এবং ভারতীয় নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন এন্ড টবরো (খধৎংবহ ্ ঞড়ঁনৎড়) এর ব্যবসায়িক বিভাগের ভাইস প্রেসিডেন্ট পি. নিরাঞ্জনা।
ব্রিজটি নির্মাণের চুক্তি মূল্য ১ হাজার ৭৬ কোটি ৪৪ লাখ টাকা। এর মূল দৈর্ঘ্য ৭১৬ মিটার। কাজ শেষ করার মেয়াদ ৪২ মাস।
লাইন অভ্ ক্রেডিটের আওতায় ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে খুলনা-মংলা রেললাইনসহ ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেন, খুলনা-মংলা রেললাইনটি দক্ষিণাঞ্চল তথা সমগ্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এ প্রকল্প চালু হলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। তিনি এসময় রেলওয়ের চলমান ও ভবিষ্যতের বিভিন্ন প্রকল্পের কয়েকটির অগ্রগতি তুলে ধরেন।
মন্ত্রী এসময় আরো বলেন, বর্তমান সরকার রেলখাতের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের ব্যাপক উন্নতি হবে।
নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পরামর্শক প্রতিষ্ঠানের প্রতি মন্ত্রী আহবান জানান। এই প্রকল্পে অর্থ সহায়তার জন্য রেলপথ মন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানান
অনুষ্ঠানে বাংলাদেশে ভারতের হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দিবাঞ্জন রয়, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ রেলওয়ের কর্মকর্তা এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
শরিফুল/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭১
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ঢাকা মহানগরীর জরাজীর্ণ বিদ্যালয় পরিদর্শন
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ মহানগরীর জরাজীর্ণ বিদ্যালয়গুলোর মধ্যে পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন। পুরান ঢাকায় ১২টি জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে।
বিদ্যালয়গুলো হচ্ছে- ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু রক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জরাজীর্ণ এসব বিদ্যালয়ে পর্যাপ্ত সরকারি বেতনভুক্ত শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা কম। মন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা মহানগরীর জরাজীর্ণ ১২ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের বিশেষ উদ্যোগ নিয়েছে। এ বিদ্যালয়গুলো চলতি অর্থবছরেই সংস্কার করে শিক্ষার স্বাচ্ছন্দ্যময় পরিবেশ ফিরিয়ে আনা হবে। এ জন্য বিশেষ বরাদ্দও দেয়া হবে। এ বিদ্যালয়গুলোতে প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করে আকর্ষণীয় করে তোলা হবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা হবে।
জরাজীর্ণ অপর সাতটি বিদ্যালয় হচ্ছে - লালবাগ থানার চম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি থানার মাহুতটুলী রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আই ই টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেমরা থানার সারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামার গোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাড়া ডগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
#
রবীন্দ্রনাথ/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭০
সিআইপি নির্বাচন ২০১৬
১৫ সেপ্টেম্বরের মধ্যে অনাবাসী বাংলাদেশিদের আবেদনপত্র জমা দিতে হবে
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
সিআইপি (এনআরবি) নির্বাচন নীতিমালা ২০১৫ অনুযায়ী ২০১৬ সালের জন্য সিআইপি (এনআরবি) নির্বাচনের লক্ষ্যে আগ্রহী অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আগ্রহী প্রার্থীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে দুই সেট আবেদন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অথবা সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা মিশনে দাখিল করতে হবে।
এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, আবেদনের ফরম এবং সিআইপি নির্বাচন নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িঢ়ৎড়নধংযর.মড়া.নফ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট িি.িনসবঃ.ড়ৎম.নফ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট িি.িবিনি.মড়া.নফ এবং সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
#
আফরাজ/মিজান/মোশারফ/রেজাউল/২০১৫/১৭৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৬৯
স্পিকারের সাথে ভারতের এনডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
বাংলাদেশে সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)- এর প্রতিনিধিদল আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর সংসদভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
রিয়ার এডমিরাল ডি. এম. সুদান (উ. গ. ঝঁফধহ) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশের সংবিধান, সংসদ, সংসদীয় কার্যক্রম, কার্যপ্রণালীবিধি বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।
এসময় স্পিকার প্রতিনিধিদলকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন। স্পিকার বলেন, বাংলাদেশ সরকার নারীদেরকে উন্নয়নের মূল ¯্রােতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে।
স্পিকার আরো বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ আর্থসামাজিক উন্নয়নে সংসদ সদস্যরা কাজ করছেন। তিনি বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরো সমৃদ্ধ হতে পারে।
সাক্ষাৎকালে বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আফরাজ/মিজান/জসীম/রেজাউল/২০১৫/১৭২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৬৮
নৌপরিবহণ মন্ত্রণালয়ে এডিপি বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
নৌপরিবহণ মন্ত্রণালয় এর আওতাধীন সংস্থাসমূহের মাধ্যমে চলতি অর্থবছরে (২০১৫-১৬) ২৯টি প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্প ১৮টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ১১টি। এ জন্য ১ হাজার ১ শ’ ৫৮ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে (২০১৪-১৫) ৭ শ’ ৩১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে মন্ত্রণালয় ৩৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অগ্রগতি ৯৭.৬৭ ভাগ।
আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তিনি গত অর্থবছরের চেয়ে চলতি বছরের অগ্রগতি আরো ভাল করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় জানানো হয় যে, এডিপির ১৮টি প্রকল্পের মধ্যে বিআইডব্লিউটিএ’র ৭টি, বিআইডব্লিউটিসি’র ৩টি, মংলাবন্দর কর্তৃপক্ষের ৩টি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২টি, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের ১টি ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের ২টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১১টি প্রকল্পের মধ্যে বিআইডব্লিউটিএ’র ৩টি, বিআইডব্লিউটিসি’র ২টি, মংলাবন্দর কর্তৃপক্ষের ৩টি ও চট্টগ্রামবন্দর কর্তৃপক্ষের ৩টি প্রকল্প রয়েছে।
#
জাহাঙ্গীর/খাদীজা/শুকলা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৬০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৬৭
ফিজিতে সিরডাপ সম্মেলনে প্রতিমন্ত্রী রাঙ্গাঁর নেতৃত্বে প্রতিনিধিদল
বর্তমান সরকারের পল্লিউন্নয়ন ও দারিদ্র্যমোচন কৌশলের প্রশংসা
ফিজি, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লিউন্নয়ন কেন্দ্র (সিরডাপ) এর ৩০তম নির্বাহী কমিটি (ইসি) ও ২০তম পরিচালনা পর্ষদ কমিটির (জিসি) আঞ্চলিক সম্মেলন যথাক্রমে ১৭ হতে ১৮ আগস্ট ও ২০ হতে ২১ আগস্ট ফিজির পর্যটন নগরী নাদীতে অনুষ্ঠিত হয়। ১৫টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য ছিলেন পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার ও আরডিএ, বগুড়ার মহাপরিচালক এম এ মতিন। সম্মেলনে বর্তমান সরকার গৃহীত একটি বাড়ি একটি খামার ও পল্লি জনপদ প্রকল্প এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের ভূয়সী প্রশংসা করা হয়।
সম্মেলনে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ বর্তমান সরকারের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন, দারিদ্র্যমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, চর জীবিকায়ন ও পল্লি জনপদসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরেন। এসব প্রকল্পের সাথে সিরডাপের সদস্য দেশগুলোকে সম্পৃক্তকরণসহ কিভাবে সুফল বয়ে আনা যায় তা নিয়েও আলোচনা করেন।
পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার সম্মেলনে সংস্থার অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ পল্লিউন্নয়ন একাডেমি, কুমিল্লা ও বগুড়া কর্তৃক দারিদ্র্যমোচন, নারীর ক্ষমতায়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কর্মে লব্ধ অভিজ্ঞতা বিনিময় করেন।
প্রতিনিধিদলটি ফিজিতে আঞ্চলিক কৌশলগত সংলাপ-৭ সহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ ঢাকায় ফিরেছেন।
#
আহসান/খাদীজা/শুকলা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৬৬
শাহবাজপুর সেতুদিয়ে ২৮ আগস্ট যান চলাচল বন্ধ থাকবে
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
মেরামত কাজের সুবিধার্থে ঢাকা-সিলেট মহাসড়কের ৯৩তম কিলোমিটারে (মাধবপুর-শরাইলের মধ্যবর্তী) অবস্থিত শাহবাজপুর সেতু দিয়ে আগামী ২৮ আগস্ট ২০১৫ তারিখ শুক্রবার, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘন্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ সময় ছোট আকারের যানবাহনকে হবিগঞ্জের মাধবপুরের চান্দুরা হয়ে আখাউড়া দিয়ে বিকল্প সড়কে চলাচলের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
#
নাছের/অনসূয়া/জাহাঙ্গীর/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১১০০ ঘণ্টা