তথ্যবিবরণী নম্বর : ১৮৬৪
মহিলা বিষয়ক অধিদফতরে মেহের আফরোজ চুমকি
ভিজিডির চাল বিতরণে অনিয়ম রোধে ৩০ কেজি মাপের বস্তা সরবরাহ করা হবে
ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ভিজিডির প্রত্যেক উপকারভোগী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু আমরা পত্রিকায় প্রায়ই দেখতে পাই যে, উপকারভোগীদের বিভিন্ন অজুহাতে ৩০ কেজির চেয়ে কম চাল দেয়া হয়। তিনি বলেন, আগামী মাস থেকে ৩০ কেজি ওজনের চালের বস্তায় চাল বিতরণ করা হবে। প্রত্যেক উপকারভোগী একটি করে সিল করা বস্তা পাবেন। বিতরণের আগে কেউ ঐ বস্তা খুলতে পারবে না।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় মহিলা বিষয়ক অধিদফতরের মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
প্রতিমন্ত্রী সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। মাতৃত্বকালীন ভাতাসহ সকল ভাতা যেন দরিদ্র মহিলারা যথাযথভাবে পায় সেদিকে নজর রাখার তাগিদ দেন।
#
খায়ের/সাইফুল্লাহ/মোশারফ/আব্বাস/২০১৫/২০০৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৬৩
বাজার তদারকি
৪৯ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৪ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, গাজীপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, ফরিদপুর, বাগেরহাট, টাঙ্গাইল, রাজশাহী ও মৌলভীবাজারে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪৯টি প্রতিষ্ঠানকে তিন লাখ ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর গুলশান ও বনানী এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, ক্যাফে বন্ধু রেস্তোরাঁ ও প্রিন্স রেস্তেরাঁকে যথাক্রমে ২৫ হাজার টাকা ও ১৫ হাজার টাকাসহ আরো ৫টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা, লালবাগ থানা এলাকায় একই অপরাধে ডি ক্যাফে রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা ও মদিনা মিষ্টান্ন ভা-ারকে ৩০ হাজার টাকাসহ আরো ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, ওজনে কারচুপি প্রভৃতি অপরাধে গাজীপুরের টঙ্গী এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা, গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা নওগাঁ সদরে ৫টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, ফরিদপুর সদরে ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা, বাগেরহাট সদরে ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা ও মৌলভীবাজার সদর এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
#
সাইফুল্লাহ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৬২
বেইজিংয়ে ওবায়দুল কাদের
পূর্বাচল থেকে ঝিলমিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশ
বেইজিং, ২৯ জুন :
ঢাকা মহানগরীর পূর্বাচল থেকে নারায়ণগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিমি. দীর্ঘ মেট্রোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সিক্সথ গ্রুপ বা সিআরএসজি.।
চীনে সফররত সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে আজ সিআরএসজি’র ভাইস জেনারেল ম্যানেজার তযড়ঁ ঐবহম এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী আগ্রহী প্রতিষ্ঠানকে বাংলাদেশের বিদ্যমান নিয়মানুযায়ী প্রস্তাব প্রেরণের পরামর্শ দেন।
উল্লেখ্য, উত্তরা হতে শাপলা চত্বর পর্যন্ত এমআরটি-৬ বা মেট্রোরেল রুটের কাজ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ৮টি প্যাকেজের মধ্যে তিনটির দরপত্র আহ্বান করা হয়েছে। পূর্বাচল থেকে ঝিলমিল পর্যন্ত মেট্রোরেল রুট বা এমআরটি-১ নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে।
সাক্ষাৎকালে সেতুবিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রুহুল আমিন সিদ্দিক এবং বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আগামীকাল ৩০ জুন কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠানের সাথে সেতু বিভাগের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এসময় চীনের পরিবহণমন্ত্রী উপস্থিত থাকবেন।
চীন সফররত বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সাথে হোটেল স্যুটে চায়না হার্বারের এক প্রতিনিধিদলের সাক্ষাৎকালে মিরেরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত ১৬০ কিমি. এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.। চায়না হার্বারের প্রেসিডেন্ট ও সিইও খরহ ণরপযড়হম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
মন্ত্রী এসময় বলেন, সরকার মিরেরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক নির্মাণে অগ্রাধিকার দেবে। এটি হবে এক্সপ্রেসওয়ে, মেরিন ড্রাইভের মতো। এ সড়ক দেশের পর্যটন সম্ভাবনাকে বিকশিত করবে।
তিনি আগ্রহী প্রতিষ্ঠানকে পরিকল্পনা কমিশনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তাব প্রেরণের পরামর্শ দেন।
#
ওয়ালিদ/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৬১
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি :
বিভিন্ন অপরাধে ২৮ টি প্রতিষ্ঠানকে প্রায় ১ লাখ টাকা জরিমানা
ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ২৮ জুন ঢাকা, রাজশাহী, রংপুর, শেরপুর, শরিয়তপুর ও সিলেটে বিভিন্ন বাজার তদারকি করা হয়।
প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে দিবানিশি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে স্বপ্নপুরি বেকারিকে ৫ হাজার টাকা ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে আরমান মাংসের দোকানকে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অপরদিকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপুর্ব অধিকারীর নেতৃত্বে রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে সিলেট সদরে ৫ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ২ শত টাকা, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে রংপুরের কাউনিয়া এলাকায় ৭ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫ শত টাকা, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুজ্জামানের নেতৃত্বে শেরপুরের শ্রীবর্দি উপজেলায় ৮ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা ও শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে শরীয়তপুর সদরে ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫ শত টাকাসহ মোট ৭৫ হাজার ২ শত টাকা পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, ওজনে কারচুপি প্রভৃতি অপরাধে জরিমানা আরোপ করা হয়।
৬টি বাজার তদারকিতে ২৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯৭ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই, চেম্বার অভ্ কমার্স, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।
#
হাবিবুর/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৬০
বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বিশ্বে একটি রোল মডেল
- স্পিকার
ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশ নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার ও মাতৃমৃত্যুহার হ্রাস প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে অনন্য স্থান অর্জন করেছে।
আজ বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর মধ্যে গধঃবৎহধষ ঘবড়হধঃধষ ধহফ ঈযরষফ ঐবধষঃয (গঘঈঐ) বিষয়ে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী শিক্ষার উন্নয়ন, জেন্ডার সমতা প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এ সকল ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যজনক অগ্রগতি দেশের টেকসই উন্নয়নকে নিশ্চিত করবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার ও মাতৃমৃত্যুহার হ্রাস, বাল্যবিবাহ রোধ, জেন্ডার সমতা প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।
তিনি আরো বলেন, আইপিইউ ও বাংলাদেশ পার্লামেন্টের সম্পর্ক দীর্ঘ দিনের। গধঃবৎহধষ ঘবড়হধঃধষ ধহফ ঈযরষফ ঐবধষঃয (গঘঈঐ), মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস, বাল্যবিবাহ রোধ, আইনের শাসন প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ একযোগে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং আইপিইউ এর পক্ষে সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর মধ্যে গধঃবৎহধষ ঘবড়হধঃধষ ধহফ ঈযরষফ ঐবধষঃয (গঘঈঐ) বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় আইপিইউ এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদের হুইপবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
মঞ্জুর/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৫৯
একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. মুজিবুর রহমান এর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :
একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ডা. মুজিবুর রহমান (৯৫) আজ সোমবার ভোরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
#
কুতুবুদ-দ্বীন/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা