Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ০৫/১১/২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৪১৬

সম্প্রীতির বন্ধন গণতন্ত্রকে সুসংহত করে
                                -- স্পিকার

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):

        স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন গণতন্ত্রকে সুসংহত করে।

স্পিকার আজ ঢাকায় সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত শুভ কঠিন চীবরদানোৎসব-২০১৬  সম্মেলনে  প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

স্পিকার বলেন, সকল ধর্মই মানবতাবোধ ও মূল্যবোধের চর্চাকে প্রাধান্য দেয়। সুকুমার বৃত্তির চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশ শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের মূল হাতিয়ার। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যেও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে এবং আমাদের সকলকে সে লক্ষ্যে কাজ করতে হবে। তিনি বলেন, সারা বিশ্বে উন্নয়নের বিষয়টি  শুধু দারিদ্র্য নিরসনই নয়, পাশাপাশি বৈষম্য নিরসনও  একটি প্রধান বিষয়। আমাদের জন্য যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা  হয়েছে, সেখানেও শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাকে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পিকার আরো বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিতে পারদর্শী, উন্নত ও সমৃদ্ধ জাতি  গঠনে আমরা বদ্ধপরিকর। তিনি যার যার অবস্থান থেকে এ লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমতসহিষ্ণু সুন্দর সমাজ বির্নিমানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা আলী আকসান আকসারী, ক্যামব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এম কে বাসার, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য প্রণব কুমার বড়–য়া ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এবং প্রমথ বড়–য়া বক্তৃতা করেন।
#

কামাল/আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪১৫

শেখ হাসিনার হাত ধরেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়
                               ---তারানা হালিম

টাঙ্গাইল, ২১ কার্তিক (৫ নভেম্বর): 

    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন তখনি হয় যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটিই চিন্তা দেশ ও জাতির উন্নয়ন এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

    প্রতিমন্ত্রী আজ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১২২ কোটি টাকা ব্যয়ে নাগরপুর (শাহাজানী, আটাপাড়া, ধলাই) যমুনা নদীর ভাঙন রক্ষা বাঁধ কাজের অগ্রগতির বিষয়ে এলাকাবাসীর সাথে মতবনিময় সভায় এ কথা বলেন।

     প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি পাঁচ বছরের জন্য আপনাদের রায় পায় তবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে এবং বাংলাদেশ বিশ্ববাসীর কাছে একটি উন্নত জাতি হিসেবে পরিচিতি লাভ করবে।

    ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল করিম তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আন্যান্যের মধ্যে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা খোরশেদ আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলী, এবং বিশিষ্ট সমাজসেবক আইয়ুব তালুকদার বক্তৃতা করেন।

#

এনায়েত/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪১৪

ডা. এম আর খানের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গভীর শোক প্রকাশ করেছেন। 
আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    পৃথক শোকবার্তায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ভূমি সচিব মেছবাহ উল আলম গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
#

রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০২১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৪১৩

নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে স¦কীয়তা বজায় রাখতে হবে 
                                 -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, একটা জাতির নিজস্ব সংস্কৃতি চর্চার অর্জনসমূহ প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারলে প্রজন্মের পর প্রজন্মের মাঝে নিজস্ব কৃষ্টি, সভ্যতা ও স্বকীয়তাকে চিরজাগরুক করতে পারে। 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুরের বাঁধন সাংস্কৃতিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

সংগঠনের সহসভাপতি মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজনীতিবিদ এস কে সিকদার, সংগঠনের নেতা মো. তোয়াজ উদ্দিন ও মো. জালাল উদ্দিন পালোয়ান বক্তব্য রাখেন। বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আতা উল্লাহ খান অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন। 

প্রতিমন্ত্রী বলেন, সমাজে সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য। দেশ ও জাতিকে বেশি বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তিনি সুরের বাঁধনকে মুক্তচিন্তা ও স্বাধীনতার স্বপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে এর কর্মযজ্ঞকে তৃণমুল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

    পরে প্রতিমন্ত্রী সুরের বাঁধনের নিজস্ব শিল্পীগণের পরিবেশনায় আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী জারার একক সিডির মোড়ক উন্মোচন করা হয়।

#

আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৪১২

                                                    

ডা. ফারুক এ আজিমের ইন্তেকাল
তথ্যসচিবের শোক

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):

    প্রফেসর ডা. ফারুক এ আজিম আজ বিকেলে বারডেম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----------রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 

    মরহুমের নামাজে জানাজা আজ তাঁর বাসভবনে (বাড়ী নং-৩০, রোড নং-৩, ধানমন্ডি আ/এ, ঢাকা) এবং দ্বিতীয় নামাজে জানাজা ধানমন্ডির ৭ নম্বর রোডের মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

    তাঁর মৃত্যুতে তথ্যসচিব মরতুজা আহমদ গভীর শোক প্রকাশ করেছেন। তথ্যসচিব আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    
    উল্লেখ্য, কর্মজীবনে প্রফেসর ডা. ফারুক এ আজিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

    মরহুমের কুলখানি আগামী শুক্রবার বাদ মাগরিব তাঁর ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত হবে।

#

আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪১১
ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬ নভেম্বর থেকে আহূত সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিষদের আট দফা দাবি নিয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেয়া হয়।
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যের মধ্যে এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক, সড়ক পরিবহণ বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সহসভাপতি আ. রহিম বক্স দুদু, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. কাউছার আহম্মেদ পলাশ উপস্থিত ছিলেন।
#

জাহাঙ্গীর/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৫২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪১০

জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে স্পিকারের  শোক

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):

    দেশের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক মোমিনুর রহমান খান (এম আর খান) এর মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

    আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, অধ্যাপক এম আর খান ছিলেন একজন মানবদরদী, নির্লোভ চিকিৎসক। তিনি আজীবন আর্তমানবতার সেবায় কাজ করে গেছেন। তিনি ছিলেন চিকিৎসাসেবার বাতিঘর। তার মৃত্যুতে দেশের চিকিৎসা জগতের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

    তিনি  এ মহান ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    এছাড়া, জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার
মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  জানিয়েছেন।

#

হুদা/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৪০৯

ডা. এম আর খানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রখ্যাত চিকিৎসক ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ডা. খানের মৃত্যুতে বাংলাদেশের চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশাল শূন্যতার সৃষ্টি হল। এ দেশের স্বাস্থ্যসেবা, বিশেষ করে শিশু স্বাস্থ্যের উন্নয়নে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

#

পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪০৮

মোহাম্মদ ফরাসউদ্দিন আইসিএসসি-এর সদস্য নির্বাচিত

নিউইয়র্ক, ৫ নভেম্বর :                                 

    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) এর সদস্য নির্বাচিত হয়েছেন।

    গতকাল সকালে জাতিসংঘে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আইসিএসসি’র চার বছর মেয়াদি এ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি ড. ফরাসউদ্দিন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন ২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করবে।

    আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই কমিশন জাতিসংঘের কর্মীদের চাকুরি সংক্রান্ত নিয়মনীতি ও কর্মী ব্যবস্থাপনার সমন্বয়সহ জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা জাতিসংঘের সাধারণ ব্যবস্থাপনায় অংশগ্রহণ এবং এই কমিশনের নিয়মনীতি অনুসরণ করে সেসকল সংস্থার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এই কমিশনে ১৫ জন স্বাধীন বিশেষজ্ঞ রয়েছেন।
 
     জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩-৭৫ মেয়াদে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি থাকাকালীন ড. ফরাসউদ্দিন তাঁর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ড. ফরাসউদ্দিন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 
     ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি ও বহুপাক্ষিক অংশগ্রহণ আরো শক্তিশালী হল।

#

নূর এলাহি/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৪০৭

জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর):

৪৫তম জাতীয় সমবায় দিবস ২০১৬ উপলক্ষে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ আজ এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি আয়োজন, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে। 

এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে জাতীয় পতাকা ও প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা সমবায় পতাকা উত্তোলন করেন। পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় ও সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। 

এর আগে প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমবায়ী সংগঠনের সদস্যগণের অংশগ্রহণে রমনা মৎস্য ভবন চত্বর হতে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। 

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে এসে শেষ হয়।

#

আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭৪০ ঘণ্টা

Todays handout (10).docx