Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুলাই ২০১৬

তথ্যবিবরণী ১৭ জুলাই ২০১৬

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২২৫৮
আবাসিক এলাকার অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদের কাজ জোরদার করা হবে
                                                                  -- গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
    আবাসিক এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে। দীর্ঘদিন যাবৎ এ কার্যক্রম চলমান রয়েছে। এসব স্থাপনা সরিয়ে নেয়ার সুযোগ করে দিতে কিছুটা সময় দেয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ প্লট মালিক সে সুযোগ কাজে লাগাননি। বিভিন্ন এলাকায় ১ হাজার ৬২৫টি অবৈধ স্থাপনার একটি তালিকা করা হয়েছে। তালিকা প্রণয়নের কাজ চলছে এবং এ সংখ্যা আরো বাড়বে। এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আবাসিক এলাকার প্রকৃত রূপ ফিরিয়ে আনা হবে।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আবাসিক এলাকায় অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, ১ হাজার ৬২৫টি অবৈধ স্থাপনার মধ্যে উত্তরায় ২১৫টি, মিরপুরে ৫৮০টি, গুলশান-বারিধারায় ৫৫২টি, ধানমন্ডি-লালবাগ এলাকায় ১৭৩টি এবং মতিঝিল-খিলগাঁও এলাকায় ১০৫টি স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মালিক রাজউকের লিজ শর্ত ভঙ্গ করে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। ফলে আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি বলেন, আবাসিক এলাকার কোন কোন সড়ক বা এভিনিউকে বাণিজ্যিক হিসেবে পরিবর্তন করা হয়েছে। এসব এলাকায় অনেক বাণিজ্যিক ভবনের স্পেস ফাঁকা পড়ে রয়েছে।
    সভায় জানানো হয় যে, বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৩৩৩টি র‌্যাম্প ও ২৩৬টি কারপার্কিং স্পেসের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়াও তিনকোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে উত্তরায় ১১৬টি র‌্যাম্প ও ৯৮টি কারপার্কিং স্পেসের স্থাপনা উচ্ছেদ এবং ৮৫ লাখ টাকা জরিমানা আদায়, গুলশান-বারিধারায় ২০৮টি র‌্যাম্প ও ৪৯টি কারপাকিং স্পেসের স্থাপনা উচ্ছেদ এবং ৮৬ লাখ টাকা জরিমানা আদায় এবং ধানমন্ডি-লালবাগ এলাকায় নয়টি র‌্যাম্প ৮৯টি কারপাকিং স্পেসের স্থাপনা উচ্ছেদ ও দুই কোটি ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
    সভায় সিদ্ধান্ত হয়, উচ্ছেদ অভিযান জোরদার করার পাশাপাশি তালিকাভুক্ত স্থাপনার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র দেয়া হবে।
    সভায় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. খন্দকার আখতারুজ্জামান, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমানসহ ঊধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৫৭
বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান নেই
                         ---নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
    বাংলার মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
   
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে নিহতদের স্মরণে সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন নিহতদের প্রতি  সমবেদনা ও শ্রদ্ধা জানাতে এ কর্মসূচি পালন করে।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদের হুকুম দাতাদেরকেও বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশকে পিছিয়ে দিতে পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের এসব স্বপ্ন সফল হবে না।

এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শিরিন আক্তার, মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা ও ওসমান আলী উপস্থিত ছিলেন।

#
জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৫৬
পাচারকারীসহ ২০ হাজার পিস ইয়াবা আটক

ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
    আজ সকালে কোস্টগার্ড সিজি বেইস গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যেরট্যাক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পশ্চিম রায়পুর থেকে চট্টগ্রামের দিকে আসা একটি সিএনজি (চট্টমেট্রো-থ-১১-৭৬১৩) তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৮ লাখ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিএনজিসহ ৩ জন ইয়াবা পাচারকারী আটক করে।
    আটককৃতরা হলো- মো. সোলায়মান (৪২), মো. নূর আলম (৪৫), মোছা. মেহেরুন্নেছা (৬০)। সবাই চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ৩ নং রায়পুর ইউনিয়নের বাসিন্দা।
    আটককৃত মালামাল ও ইয়াবা পাচারকারীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

#

শামীম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৫৫
পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসাকে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ

ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নগরবাসীর সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য দেশের ৪টি ওয়াসাকে নির্দেশ দেন। এ ব্যাপারে কোন অজুহাত দেখানো যাবে না। আগামী শুষ্ক মৌসুমের পূর্বেই অবকাঠামোসহ সকল সমস্যা সমাধান করতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতিত্ব করার সময় এ নির্দেশ দেন।
তিনি বলেন, জীবনের জন্য সুপেয় পানি অপরিহার্য। আর পানি প্রাপ্তির অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই নগরবাসীর জন্য সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহায়তা করবে।
মন্ত্রী বলেন, আমাদের ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ কারণে এখন থেকে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করতে হবে। তিনি দেশের ওয়াসাসমূহের জবাবদিহিতা নিশ্চিত ও সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এ বিষয়ে একটি তদারকি সেল গঠনের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং ৪টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
শহিদুল/আফরাজ/সঞ্জিব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৫৪
পরিবহণ মালিক-শ্রমিকদের সমন্বয়ে কমিটি গঠনের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর
                                               
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সভাপতি এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী
মো. মসিউর রহমান রাঙ্গা সম্ভাব্য যেকোন জঙ্গি অপতৎপরতা রোধে বিভিন্ন এলাকায় পরিবহণ
মালিক-শ্রমিকদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকার রমনায় আইইবি মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতির ভাষণে এ আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিকদের ক্ষয়ক্ষতি পুরণে প্রায় ৪০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। অতীতে কোন সরকারই পরিবহণ খাতে এ ধরণের আর্থিক সহায়তা দেয়নি। ইতোমধ্যে সরকার পরিবহণ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।

    অংশগ্রহণকারী মালিক সমিতির নেতৃবৃন্দ উত্থাপিত দাবি-দাওয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স-টোকেন ফি কার্যক্রম বিকেন্দ্রীকরণ, সড়ক পথে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, যানজট হ্রাস, প্রতিটি জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ, সড়ক দুর্ঘটনা রোধে আঞ্চলিক ও মহাসড়কে অবৈধ যান চলাচল পুরোপুরি বন্ধসহ পরিবহণ মালিক-শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বিভিন্ন হাইওয়েতে সমন্বিত চেকপোস্ট স্থাপন ও বিভিন্ন পৌর কর্তৃপক্ষের ইচ্ছামাফিক চাঁদা আদায় কার্যক্রম বন্ধ করার আশ্বাস দেন।

সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম এবং সমিতির নেতৃবৃন্দের পক্ষে কফিল উদ্দিন, রুস্তুম আলী, আবু আজগর, মঞ্জুরুল আলম মঞ্জু, মমতাজ উদ্দিন, মো. গোলাম নবী এবং আহসান উল্লাহ চৌধুরী আলোচনায় অংশ নেন।
 
#
আহসান/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৫৩

এসডিজি অর্জনে আংকটাড  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
                                                            -- তোফায়েল আহমেদ

নাইরোবি (কেনিয়া), জুলাই ১৭ :
    বাণিজ্যমন্ত্রী ও এলডিসি সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধাসহ রপ্তানি বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে আংকটাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনেও আংকটাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। এ গোল অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
    তোফায়েল আহমেদ আজ নাইরোবির কেনিয়া আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে জি-৭৭ এবং চায়না’র মন্ত্রী পর্যায়ের সভায় এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য উপস্থাপনের সময় এসব কথা বলেন।
    তিনি বলেন, প্রয়োজনীয় সম্পদ সরবরাহ, অবকাঠামো নির্মাণ, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশগুলোর সামর্থ্য এখনো সীমিত, এসকল ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশগুলোর কল্যাণে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা অচলবস্থা দূর করতে আংকটাড অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা থেকে এলডিসিভুক্ত দেশগুলো যাতে অধিকতর সুবিধা অর্জন করতে পারে সেজন্য আংকটাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা আদায়ের মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলো রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে পারে। এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়নে আংকটাডের ভূমিকা প্রশংসনীয়।
    মন্ত্রী বলেন, ইস্তাম্বুল প্রোগ্রাম অভ্ একশন মোতাবেক ২০২০ সালের মধ্যে অর্ধেক এলডিসিভুক্ত দেশ উন্নয়নশীলে রুপান্তর এবং বিশ্বরপ্তানি বাণিজ্যে শতকরা ২ ভাগ অবদান নিশ্চিত করার প্রচেষ্টায় আংকটাডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নে এলডিসিভুক্ত দেশগুলোর অগ্রগতি এখনো আশানুরূপ নয়।
    তানজানিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী চার্লস জন মইজাগ (ঈযধৎষবং ঔড়যহ গরিলধমব) এর সভাপতিত্বে সম্মেলনে কেনিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী আমিনা চাওয়াহির মোহাম্মদ (অসরহধ ঈযধধিযরৎ গড়যধসবফ) স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আংকটাডের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোয়াসিম রেইটার (ঔড়ধপরস জবরঃবৎ), থাইল্যান্ডের পার্মানেন্ট সেক্রেটারি এবং বিশেষ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এপিচার্ট চিনওয়ানো (অঢ়রপযধৎঃ ঈযরহধিহহড়) বক্তব্য রাখেন।
#

বকসী/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৪৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৫২
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু

ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
আগামী ২০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ শুরু হবে। এ পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬’র জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।

প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ইংরেজি বিষয়ের পরীক্ষা ২০ নভেম্বর, বাংলা ২১ নভেম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষার প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ী শিক্ষার আরবি ২৩ নভেম্বর, প্রাথমিক শিক্ষার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষার কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্ ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। গণিত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা সকাল ১১ টায় শুরু ও দুপুর ১টা ৩০মিনিটে শেষ হবে।

পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মোট সংখ্যা ৩ লাখ ২০ হাজার।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান ও মো. আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
মো. আলমগীর, জাতীয় প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ একাডেমী (ন্যাপ)’র মহাপরিচালক মো. ফজলুর রহমান ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরীবিক্ষণ ইউনিটের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এনসিটিবি এবং বিজি প্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

#
রবীন্দ্রনাথ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২৫ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫১
ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন ২০ জুলাই শুরু


              জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি (পাস) বি এ/বি এস এস/বি বি এস প্রাইভেট/সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রাইভেট প্রার্থী হিসেবে অংশগ্রহণেচ্ছুদের রেজিস্ট্রেশন আগামী ২০ জুলাইÑ২১ আগষ্ট তারিখ পর্যন্ত চলবে। 

          বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁনফ.রহভড়/ফবমৎবব-ঢ়ধংংব)অথবা (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে।

#

ফয়জুল/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/শামীম/২০১৬/ ১৬১৫ ঘণ্টা   

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৪৯

সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ২রা শ্রাবণ (১৭ই জুলাই): 
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অন্যদিকে রাজশাহী, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহের জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  
এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।                                                                                                                 
#
নুরুল/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৫৫০ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৪৮
    বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রীর ঢাকা ত্যাগ 

ঢাকা, ২রা শ্রাবণ (১৭ই জুলাই): 
ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম বা বিশ্ব বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে কেনিয়া গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মন্ত্রী আজ নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামীকাল থেকে চারদিনব্যাপী এ সম্মেলন নাইরোবির কেনিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। 
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা এর আয়োজন করেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, বিনিয়োগকারী, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেবেন। 
এবারের বিনিয়োগ সম্মেলনে টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত এজেন্ডা-২০৩০ এর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সিদ্ধান্তকে বাস্তবে রূপায়নের জন্য জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ব্যাবসাবাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেয়া হবে।
মন্ত্রীর ২২শে জুলাই দেশে ফেরার কথা রয়েছে।                                                                                                                      
#
জলিল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১২২৫ ঘণ্টা 

Todays handout (11).doc