Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুলাই ২০২৪

তথ্যবিবরণী ৫ জুলাই ২০২৪

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৭২  

 

রাজশাহীতে পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করা হবে

                    -- বিমান ও পর্যটন মন্ত্রী

 

রাজশাহী, ২১ আষাঢ় (৫ জুলাই): 

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, রাজশাহীতে ভবিষ্যতে একটি পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।

 

আজ রাজশাহী কালেক্টরেট মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

 

মন্ত্রী বলেন, রাজশাহী বিভাগের সার্বিক পর্যটন উন্নয়নে কাজ চলছে। এ অঞ্চলে পর্যটনের কাঙ্ক্ষিত উন্নয়ন ও প্রসারে ভবিষ্যতে এখানে একটি পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার কথা চিন্তাভাবনা করা হচ্ছে এবং রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিদ্যমান মোটেলটিকে বিদেশি বিনিয়োগের মাধ্যমে পাঁচ তারকা মানের হোটেলে পরিণত করা হবে। এছাড়া, এ অঞ্চলের ঐতিহ্যবাহী রেশম শিল্পের অধিকতর উন্নয়নের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান।

 

পর্যটন মন্ত্রী বলেন, রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরকে আরো উন্নত করার কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এখানে যাতে ওয়াইড বডি উড়োজাহাজ উঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে এ বিমানবন্দর হতে যাত্রী এবং কার্গোর সংখ্যা বৃদ্ধি পেলে ও বিদেশি এয়ারলাইন্স কোম্পানি এখানে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করলে একে আন্তর্জাতিক মানে উন্নয়নের জন্য কাজ করা হবে।

 

ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কানেক্টিভিটির ওপর জোর দিচ্ছে। বাংলাদেশের সাথে ভারত, নেপাল, ভুটান-সহ আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধির কাজ চলমান রয়েছে। কানেক্টিভিটি মানেই উন্নয়ন, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ। আমার বিশ্বাস রাজশাহী অঞ্চলের মানুষ এই কানেক্টিভিটির সুযোগ গ্রহণ করে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন করবেন।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য মোঃ শফিকুর রহমান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মদ জাবের, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

#

 

তানভীর/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/২২১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৭১  

অবিলম্বে প্রকৃতির সাথে যুদ্ধ বন্ধ করতে হবে

                                   - পরিবেশমন্ত্রী

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ যেটা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, মানুষ প্রকৃতির অংশ, তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে। তিনি এসময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বান জানান।

আজ গুলশান ক্লাবে আয়োজিত রোটারি ক্লাব অভ্‌ ঢাকা পাথফাইন্ডার্স ২০২৪-২৫ বর্ষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই একটা সবুজ পরিবেশ আর সুস্বাস্থ্যের ভবিষ্যতের কথা বলছি, কিন্তু সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। বরং সমাজের সবাইকে এগিয়ে এসে, সুনির্দিষ্ট লক্ষ্যে, একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী ক্লাবের সদস্যদের বলেন, আমাদের পরিবেশ ও জলবায়ুর স্থিতিশীলতা রক্ষায় রোটারিয়ানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে ২০২৪-২৫ রোটারি বছরের জন্য ক্লাবটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদকে শপথ পাঠ করান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান তাবাসসুম হোসেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, রোটারি সদস্যরা এবং সমাজের নেতৃবৃন্দ।

#

দীপংকর/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/২০০৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৭০

খেলার মাঠগুলোকে ছেলে-মেয়েদের পদচারণায় মুখর রাখতে হবে

                                                                    -ধর্মমন্ত্রী

ইসলামপুর (জামালপুর), ২১ আষাঢ় (৫ জুলাই):

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, খেলাধুলার অনুকূল পরিবেশ দিনে দিনে আমরা সঙ্কুচিত করে ফেলছি। বিশেষ করে খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। যার কারণে আমাদের ছেলেমেয়েরা অনলাইন ও মোবাইলনির্ভর গেমে আসক্ত হয়ে পড়ছে। এদেরকে খেলার মাঠ দিতে হবে এবং খেলার মাঠে আনতে হবে। খেলার মাঠগুলোকে আমাদের ছেলেমেয়েদের পদচারণায় মুখর রাখতে হবে।

আজ জামালপুরের ইসলামপুর সরকারি নেকজাহান মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা মাঠে আসলে আমরা দুশ্চিন্তামুক্ত থাকতে পারব। ছেলেমেয়েদের বিপথগামী হওয়ার প্রবণতা কমে যাবে, দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা লেখাপড়ার সাথে সাথে ছেলেমেয়েদেরকে নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত রাখবেন। লেখাপড়া ও খেলাধুলা—এই দু’টির সমন্বয়ে আপনার সন্তানের জীবন দক্ষতা গড়ে উঠবে, আপনার সন্তান প্রকৃতভাবে বিকশিত হয়ে উঠবে। আমরা সবাই মিলে ভালো থাকতে পারব। ক্রীড়াচর্চার মাধ্যমে মূলত আমরা একটি পরিশীলিত প্রজন্ম গড়ে তুলতে চাই, যে প্রজন্ম হবে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে পরদর্শী, সুস্থ-সবল ও দেশপ্রেমে উজ্জীবিত এবং যারা আগামী দিনে বাংলাদেশের কাণ্ডারি হবে, দেশকে প্রকৃত অর্থে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

মন্ত্রী আরো বলেন, রোগমুক্ত ও সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, কঠোর অনুশীলন, লক্ষ্যভেদী দৃঢ় মনোবৃত্তি প্রভৃতি ইতিবাচক গুণাবলি তৈরিতেও খেলাধুলার প্রত্যক্ষ প্রভাব রয়েছে। যশ, খ্যাতি, পরিচিতি ও প্রতিপত্তি অর্জনেও খেলাধুলার প্রভাব লক্ষণীয়। একজন সফল খেলোয়াড় তার দেশের দূত হিসেবেও কাজ করে থাকে। একটি অখ্যাত দেশের একজন বিখ্যাত খেলোয়াড় তার দেশকে বিশ্বের সামনে নতুনভাবে উপস্থাপন করতে পারে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আঃ সালাম, সহকারী কমিশনার (ভুমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় নোয়ার পাড়া ইউনিয়ন টাইব্রেকারে কুলকান্দি ইউনিয়নকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

#

সিদ্দীক/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/২১১০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৬৯  

 

চট্টগ্রামে বিএনএস পতেঙ্গা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

 

চট্টগ্রাম, ২১ আষাঢ় (৫ জুলাই):

 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আজ চট্টগ্রামে বিএনএস পতেঙ্গা হাসপাতাল পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

 

স্বাস্থ্যমন্ত্রী বিএনএস পতেঙ্গা হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, এইচডিইউ, প্যাথলজি, প্রসূতি ওয়ার্ড, নবজাতক ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ সরজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

 

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বিএনএস পতেঙ্গা হাসপাতাল বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বৃহত্তম হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আগত রোগীদের খোঁজ-খবর নেন এবং ডাক্তারদের সাথে চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত কথা বলেন। । স্বাস্থ্যমন্ত্রী নির্মাণাধীন বিএনএস পতেঙ্গা সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন।

 

সবশেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ। 

 

#

 

শাহাদাত/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/২০৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর:  ৬৮

 

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের শোক

 

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই): 

 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে দাবার উন্নয়নে তাঁর অবদান এদেশের ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

#

 

রাহাত/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/২০৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর: ৬৭

 

‘কানেক্টিভিটি’র মর্ম বিএনপি বোঝে না

                              -- পররাষ্ট্রমন্ত্রী

সৈয়দপুর (নীলফামারী), ২১ আষাঢ় (৫ জুলাই): 

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে বিএনপির নেত্রী বলেছিলেন সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই বিএনপি কানেক্টিভিটির মর্ম বোঝার কথা নয়। তিনি আজ নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ভারতের সাথে কানেক্টিভিটি ও সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিএনপির সমালোচনাকে অবান্তর বর্ণনা করে ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপে কোনো সীমান্ত চৌকি নেই। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? ভারতের ওপর দিয়ে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছি, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? আমরা কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের সাথে বিভিন্ন সমঝোতা করেছি। নেপালের সাথেও কানেক্টিভিটি হবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথেও অর্থাৎ আমরা ‘রিজিওনাল কানেক্টিভিটি’ বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করছি, এই কানেক্টিভিটির মর্ম বিএনপি বোঝে না, বোঝার কথাও নয়, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের মূল শক্তি হচ্ছে দলের তৃণমূলের নেতা-কর্মীরা ও জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, সাহসিকতা, সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা, সমস্ত সংকটে অবিচল থেকে সেটিকে মোকাবিলা করা, সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্বের ক্ষমতা, দলীয় ঐক্য এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি তৃণমূলের নেতা-কর্মীদের অগাধ আস্থা, বিশ্বাস, সমর্থন এবং তাদের মেধা-শ্রম-ঘামের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ পরপর চারবার এবং বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় এসেছি।

পরপর চারবার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে নেতা-কর্মীদের মধ্যে যে আলস্য এসেছে, তা ঝেড়ে ফেলতে হবে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিম বাংলায় বামফ্রন্ট ৩৪ বছর ক্ষমতায় ছিল এবং এর সবচেয়ে বড় কারণ, সংগঠন শক্তিশালী ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের পর বিএনপি-জামাত অপশক্তি ও তাদের সাথে যুক্ত আন্তর্জাতিক চক্র উন্মুখ হয়ে বসেছিল যে সরকার আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হয়। এ পর্যন্ত ৮১টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন ও কমিশনসহ ৩২টি আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনাকে পরপর চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরপর চারবার নির্বাচিত শেখ হাসিনার সরকারের সাথে কাজের অভিপ্রায় ব্যক্ত করে চিঠি লিখেছেন।

মন্ত্রী বলেন, ‘এতে সেই চক্রের বেলুন ফুস হয়ে গেছে। আর বিএনপিতে এখন ‘তারেক ভূত আতঙ্ক’ বিরাজ করছে। দলটির কর্মীরা এখন আতঙ্কে থাকে, সকালবেলা উঠে দেখবে কি না যে পদ চলে গেছে!'

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি প্রমুখ বক্তব্য দেন।

#

আকরাম/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২০৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৬৬  

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে

                                                          -- খাদ্যমন্ত্রী

নওগাঁ, ২১ আষাঢ় (৫ জুলাই):

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। একদিন উদ্‌যাপন করলে হবে না। এর চর্চা বাড়াতে হবে একই সাথে মননে ধারণ করতে হবে।

আজ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ ও শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ এর সনদপত্র ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শিল্পীর কণ্ঠ অস্ত্রের চেয়েও শক্তিশালী। মহান মুক্তিযুদ্ধে শিল্পীরা অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধাদের তারা গানের মাধ্যমে অনুপ্রেরণা যুগিয়েছেন। কবিরাও সেসময়ে কবিতার মাধ্যমে উজ্জীবিত করতে ভূমিকা রেখেছিলেন।

বর্তমান সংস্কৃতির চর্চা এখন হরিবাসর, নাম সংকীর্তন আর ওয়াজ মাহফিলের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সন্তানদের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে না পারলে তারা অন্য সংস্কৃতিতে আকৃষ্ট হবে। তাই দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে আরো কর্মসূচি নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশ ও পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নওগাঁর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ গোলাম মওলার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক এবং জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ প্রাপ্তরা হলেন: সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী তৃণা মজুমদার, কণ্ঠ সংগীতে সম্পা দাস, সৃজনশীল সাংস্কৃতিক গবেষক মোস্তফা আল মেহমুদ রাসেল, যন্ত্রশিল্পী পরেশ কুমার মন্ডল এবং চারুকলায় তাহমিদুর রহমান মনন।

পরে খাদ্যমন্ত্রী সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননাস্মারক ও সনদপত্র তুলে দেন।

#

কামাল/সায়েম/রফিকুল/শামীম/২০২৪/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর:  ৬৫

 

চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রীর চেক বিতরণ

 

চাঁদপুর, ২১ আষাঢ় (৫ জুলাই): 

 

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার ফলে দেশের অসহায় মানুষজন উপকৃত হচ্ছে। তিনি বলেন, সরকার ভূমিহীনদের ঘর করে দিয়েছে, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

 

মন্ত্রী আজ চাঁদপুরে তাঁর বাসভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল উপস্থিত ছিলেন।

 

ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসার আর্থিক সাহায্য ও সমাজ কল্যাণ মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও ক্রীড়া সংগঠনের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

 

          উল্লেখ্য, ৫০ হাজার টাকা করে ৮ জন অসুস্থ, ২০ হাজার টাকা করে ১৫টি মসজিদ, ২০ হাজার টাকা করে ১০টি মন্দির, ৫০ হাজার টাকা করে ৪৬টি সাংস্কৃতিক সংগঠন,  ৫০ হাজার টাকা করে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ২০টি ক্লাব এবং ৫০ হাজার টাকা করে ১৪ টি এতিমখানায় চেক প্রদান করা হয়েছে।

 

#

 

জাকির/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/২০৫০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৬৪

বর্তমানে মাতৃমৃত্যু শূন্য উপজেলা-কাপাসিয়া

          ---মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

গাজীপুর, ২১ আষাঢ় (৫ জুলাই):

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, বর্তমানে কাপাসিয়া উপজেলায় সন্তান প্রসবের সময় একটি মাও মারা যায় না, যা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কর্তৃক বেস্ট প্রাকটিস হিসেবে স্বীকৃত।

আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে মাজেদা বেগম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতা আসার পর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম থেমে যায়। বর্তমানে বাংলাদেশে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে বলে জানান তিনি।

একইদিন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপাসিয়া কর্তৃক ‘ফল মেলা’ উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও চেক বিতরণ করেন। একই সাথে রানীগঞ্জ থেকে গাজীপুর পাকারাস্তা হতে ভাঙ্গুড়া মমতাজের বাড়ি পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

#

আলম/সায়েম/রফিকুল/শামীম/২০২৪/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৬৩

শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে

                                             --মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

গাজীপুর, ২১ আষাঢ় (৫ জুলাই):

আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা একাডেমিক ভবন এবং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি)।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পড়াশোনার মাধ্যমে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। বিদ্যালয়ে যা যা প্রয়োজন আছে, পর্যায়ক্রমে পূরণ করার অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাল্যবিবাহ রোধে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। আজকাল মেয়েদের সাথে ছেলেদেরও কম বয়সে বিয়ে হচ্ছে, যা আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিসহ শিশু-কিশোরদের মনোজাগতিক উন্নয়ন মেধার বিকাশ সাধনে কাজ করে যাচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী সকলের একযোগে প্রচেষ্টার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ এর পথ উন্মোচন করতে কাজ করার আহবান জানান।

এর আগে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া কর্তৃক ফল মেলা উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও নগদ চেক বিতরণ করেন। একই সাথে রানীগঞ্জ থেকে গাজীপুর পাকা রাস্তা হতে ভাঙ্গুড়া মমতাজের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা শুভ উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

#

আলম/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/১৮১০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬২

 

আন্তর্জাতিক মানের টেলিকম সেবা উপহার দিতে চাই

                                      -- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই): 

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাদেশে কলড্রপ, ব্লাংকসংযোগ বিড়ম্বনা হ্রাস, মোবাইল ইন্টারনেটের যথাযথ গতি এবং সুলভ মূল্যে ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে দেশে আন্তর্জাতিক মানের টেলিকম সেবা আমরা জনগণকে উপহার দিতে চাই। এই লক্ষ্যে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সেবার মান পর্যবেক্ষণে কারিগরি দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ এবং ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। আমরা এখন চাই এগুলোর মান বৃদ্ধি করতে। এরই ধারাবাহিকতায় সারা দেশে আমরা ড্রাইভ টেস্ট পরিচালনা করছি।

 

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আজ কক্সবাজার রেলস্টেশন এলাকায় মোবাইল সেবার গুণগতমান পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। উন্নত মোবাইল সেবা নিশ্চিত করতে অপারেটরদের সহায়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমরা অপারেটরদের হাত-পা বেঁধে নদীতে ফেলে সাঁতার শেখাব না, আমরা সাঁতার শিখিয়ে সক্ষমতা দিয়ে দেব যাতে নদীটা পার হওয়া যায়। তিনি বলেন, মোবাইল অপারেটরসমূহ গ্রাহকদের প্রতিশ্রুত সেবা প্রদান, গ্রাহক পর্যায়ে সুলভ মূল্যে ইন্টারনেট প্রদান এবং অপারেটরদের যে সকল সুবিধা আমরা দিচ্ছি সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, মোবাইল ফোন এখন জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি যে, আমাদের গ্রাহকেরা অনেক ক্ষেত্রেই তাদের সেবা নিয়ে সন্তুষ্ট নন। ‘কলড্রপ একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের মোবাইল গ্রাহকেরা যেমন এ বিষয় নিয়ে অসন্তুষ্ট। বিটিআরসি যে পরীক্ষাগুলো করেছে সে রিপোর্ট অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব একটা সন্তোষজনক নয়। ‘আমরা একটা স্মার্ট টেলিকম ইকোসিস্টেম বাংলাদেশকে উপহার দিতে চাই’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেভাবেই হোক আমরা গ্লোবাল বেঞ্চমার্কে উন্নীত হতে চাই। কক্সবাজারকে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছর লাখ লাখ দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন। এই পর্যটন কেন্দ্রকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার জন্যই প্রধানমন্ত্রী এখানে একটি ট্রেন স্টেশন, আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করে দিয়েছেন। কক্সবাজারে একটি হাইটেক পার্ক নির্মাণ করার জন্য তিনি ১৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কক্সবাজারকে বিশ্বমানের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট, সড়ক-রেল-আকাশপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে।

#

 

শেফায়েত/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৬১

মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী

নওগাঁ, ২১ আষাঢ় (৫ জুলাই):

মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ নওগাঁ জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থবারের আয়োজনের উদ্বোধন করেন।

নওগাঁ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ গোলাম মওলার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে বিভিন্ন জেলার মোট ১৪ টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ প্রবাহ সংসদ ও টাঙ্গাইল জেলাদল মুখোমুখি হয়।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ২০১৮ সালে প্রথমবার আয়োজন করা হয় আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

#

কামাল/সায়েম/রফিকুল/শামীম/২০২৪/১৭৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৬০

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ সময় ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৪ শতাংশ।  

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যা

2024-07-05-16-40-3c6b14745a75e59a37d782753243c9b0.docx