তথ্যবিবরণী নম্বর : ৩৭৬৭
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য হুইপ মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, মাহফুজুর রহমান, মো. আয়েন উদ্দিন এবং মাহজাবীন মোরশেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বি.এসসি বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বহির্বিশে^ বাংলাদেশী জনশক্তি প্রেরণের লক্ষ্যে নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের অনুপ্রাণিত করণে মন্ত্রণালয় কর্তৃক এ যাবৎ ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে তথ্য, প্রবাসী কল্যাণ ব্যাংককে তফশিলি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার সর্বশেষ গৃহীত পদক্ষেপ নিয়ে এবং স্থায়ী কমিটির সদস্যদের বিদেশ সফরের বিষয়ে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, বহির্বিশে^ বাংলাদেশী জনশক্তি প্রেরণের লক্ষ্যে নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে মন্ত্রণালয় কর্তৃক প্রবাসে কোন কর্মী আহত বা অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ, তদারকি এবং হাসপাতাল পরিদর্শনসহ প্রয়োজনে দেশে ফেরত আনা হয়। দেশে ফেরত আসা অসুস্থ বা আহত কর্মীদের বিমানবন্দর হতে গ্রহণসহ সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। এসব কর্মীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ে আদালতে মামলা পরিচালনা, নিয়োগকর্তা ও বিমা কোম্পানি হতে ক্ষতিপূরণ বা ইন্সুরেন্স বা বকেয়া বেতন বা সার্ভিস বেনিফিট আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয় কর্তৃক প্রবাসী কর্মীদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদেরকে সরকার সিআইপি মর্যাদা প্রদান করছে। সরকারের গৃহীত রেমিটিন্স বান্ধব পদক্ষেপের ফলে দেশে রেমিটেন্স প্রাপ্তি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে ২০১৫-১৬ অর্থবছরে ১৪ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৬৬
ভূমি ব্যবস্থার আইনগত জটিলতাসমূহ সমাধান করা হবে
-- ভূমিমন্ত্রী
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রমান্বয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে জনমানুষের মতামতের ভিত্তিতে ভূমি ব্যবস্থাপনার আইনগত জটিলতাসমূহের সমাধান করা হবে।
মন্ত্রী আজ ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের ভূমি আইন: অধিকারভিত্তিক বিশ্লেষণ ও প্রস্তাবিত পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় অধ্যাপক ড. আবুল বারকাতের নেতৃত্বে বিচারপতি কাজী এবাদুল হক, এ কে এম জহির আহমেদ, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ড. এ কে এম হেলাল-উজ-জামান, টি আই এম. নুরুন নবী চৌধুরী, অধ্যাপক সুভাস কুমার সেনগুপ্ত এবং এডভোকেট কাওসার আহমেদ আলোচনায় অংশ নেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ভূমি সচিব মেছবাহ উল আলম তাদের উপস্থাপিত বিষয়ের উপর আলোচনা করেন।
সভায় চরের জমি, জলমহাল, চিংড়ি মহাল, পাথর মহাল, বালু মহাল, চা বাগানের জমি, কৃষি খাস জমি, অকৃষি খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ভূমি অধিগ্রহণ, ভূমি প্রশাসন, ভূমি সংস্কার, ভূমি ব্যবহার, ওয়াকফ, ট্রাস্ট, দেবোত্তর সম্পত্তি, ভূমি জরিপ, ভূমি রেজিস্ট্রেশন এবং আদিবাসী ভূমি আইন (বন আইনসহ) ২০টি বিষয়ে বিশ্লেষণাত্মকসহ অগ্রাধিকারভিত্তিক দরিদ্র ও প্রান্তিক মানুষের ভূমি অধিকার নিশ্চিত হওয়ার বিষয়টি ড. আবুল বারকাত সভায় উপস্থাপন করেন।
#
রেজুয়ান/মাহমুদ/আলী/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৬৫
নৌপরিবহণ মন্ত্রী দেশে ফিরেছেন
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান পবিত্র ওমরাহ হজ পালন এবং আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) ১১৭তম কাউন্সিল অধিবেশনে যোগদান শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন।
মন্ত্রী পবিত্র ওমরাহ হজ পালন এবং আইএমও কাউন্সিল অধিবেশনে যোগদানের লক্ষ্যে গত পয়লা ডিসেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন। তিনি ওমরাহ পালন শেষে ৩ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে জেদ্দা ত্যাগ করেন। তিনি ৪-৬ ডিসেম্বর লন্ডনে আইএমও’র কাউন্সিল অধিবেশনে অংশ নেন।
নৌপরিবহণ অধিদপ্তররের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূঁইয়া, নৌপরিবহণ মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম এবং নৌপরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার নাজমুল হক মন্ত্রীর সফরসঙ্গী হন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
Handout Number : 3764
Inu proposes three global treaties at Internet Governance Forum
Guadaljara (Mexico), December 7 :
Information Minister Hasanul Haq Inu proposed three global treaties, namely 'Internet as basic right', 'Cyber security' and 'Democratic governance of Internet' at the inaugural session of 11th Internet Governance Forum of United Nations in Guadaljara city of Jalisco state in Mexico yesterday. He also chartered a 10-point demand on Internet governance.
Minister Inu, who is also the Chairperson of Bangladesh Internet Governance Forum (BIGF), emphasized on affordability, accessibility and safety of Internet, removal of roadblocks on the way to digital trade and economy, capacity building, content developments in mother tongue, adoption of Internet-enabling laws, institutional strengthening, democratic governance of Internet and that Internet should be considered as basic right.
Hasanul Haq Inu said, it was possible to face the challenges rocking the world at present namely environment and climate change, terrorism, poverty and gender disparity with Internet as an enabling tool, which would take us forward in attaining Sustainable Development Goals by the year 2030.
Information Minister is likely to have bilateral meetings with the leaders of UN IGF and the mayor of Jalisco on the sidelines of the forum to conclude on 9 December. Inu is scheduled to return on 10th.
AHM Bazlur Rahamn, CEO of Bangladesh NGOs Network for Radio and Communications (BNNRC) is accompanying the minister. BIGF member Md. Shazzad Hossain and Minister’s private secretary Dr. Molla Mahmud Hassan have also reached Mexico to join the forum.
#
Akram/Mahmud/Salim/2016/1945 Hrs
তথ্যবিবরণী নম্বর : ৩৭৬৩
আইএলও সম্মেলন শোভন কর্মপরিবেশের বাধা চিহ্নিত করতে সহায়ক হবে
-- শ্রম প্রতিমন্ত্রী
বালি, ইন্দোনেশিয়া, (৭ ডিসেম্বর) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন (বালি) শোভন কাজের (উবপবহঃ ডড়ৎশ) ভবিষ্যৎ নির্ধারণে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ধারণা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, এ সম্মেলন শোভন কর্মপরিবেশের লক্ষ্যে পৌঁছাতে বাধাসমূহ চিহ্নিত করতে সহায়ক হবে।
তিনি আজ ইন্দোনেশিয়ার বালিতে আইএলও এর ১৬তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সম্মেলনে বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান চ্যালেঞ্জিং বিশ্ব ব্যবস্থায় সম্মেলনে যোগদানকরী দেশগুলোর মধ্যে নিজেদের কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করার সময় এসেছে। একই সাথে কর্মকৌশল নির্ধারণে ফলপ্রসূভাবে মত বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আইএলও ১৪তম সম্মেলনে পরবর্তী দশ বছরকে শোভন কাজের দশক ঘোষণা করা হয়। এ দশকে বাংলাদেশের কর্মক্ষেত্র এবং শ্রমিকদের জীবনমানের অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, সরকার ২০১২ এবং ২০১৩ সালের তাজরিন এবং রানাপ্লাজা দুর্ঘটনার পর কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। সকল তৈরিপোশাক কারখানাকে পরিদর্শন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম আইন সংশোধন করেছে। ২০১৩ সালে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্রের আলোকে গরিব শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। অপ্রতিষ্ঠান খাতে নিয়োজিত শ্রমিকদের গুচ্ছ বিমার আওতায় আনা হয়েছে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালার বাস্তবায়ন প্রক্রিয়াধীন। কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের অধিকার রক্ষায় সামাজিক সংলাপ প্রকল্প গ্রহণ করেছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় তহবিল গঠন করেছে। তিনি বলেন আইএলও এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কারিগরী সহায়তায় বেটার ওয়ার্ক প্রোগ্রাম বাস্তবায়ন করছে। তিনি বলেন, ২০১১ সালের কিয়োটো সম্মেলনের পরে বাংলাদেশ আইএলও এর দুটি কনভেনশন অনুস্বাক্ষর করেছে।
৬-৯ ডিসেম্বর পর্যন্ত চলমান আইএলও এর ১৬তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলিক সম্মেলনে এ অঞ্চলের ৩৫টি দেশের সরকার শ্রমিক ও ব্যবসায় প্রতিনিধি অংশগ্রহন করছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সচিবসহ বাংলাদেশের সরকারি বেসরকারি খাতের ১০জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
#
আকতারুল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৬২
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
আগামী ১২ রবিউল আউয়াল (১৩ ডিসেম্বর) তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মো. হাফিজ উদ্দিন (সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত)। সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) দিবাগত রাত্রিতে সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং পক্ষকালব্যাপী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। এ ছাড়াও সভায় সারাদেশে বিভাগ/জেলা/উপজেলা/সিটি করপোরেশন/পৌরসভা/সশস্ত্র বাহিনী বিভাগ/বেসরকারি সংস্থাসমূহে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার কর্তৃক দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল/কারাগার/সরকারি শিশু সদন/বৃদ্ধ নিবাস/মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করবে। এ উপলক্ষে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৬১
বাণিজ্যমন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাড়্গাৎ
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের রপ্তানি বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। উচ্চ শুল্ক হারের কারণে বাংলাদেশ ব্রাজিলে আশানুরূপ রপ্তানি করতে পারছে না। বিশ্ব বাণিজ্য সংস'ার সিদ্ধানত্ম অনুযায়ী এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ব্রাজিলের কাছ থেকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পেতে পারে।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত ডধহলধ ঈধসঢ়ড়ং ফধ ঘষ্টনৎবমধ - এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন।
তিনি বলেন, ব্রাজিল বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। আনত্মর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ ব্রাজিলের সমর্থন পেয়েছে। দ্বিপাড়্গিক বাণিজ্য ড়্গেত্রে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করবে বলে বাংলাদেশ বিশ্বাস করে। এ সুবিধা পেলে ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের রপ্তানি বাড়বে। আগামী মাসে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ব্রাজিল, আর্জেন্টিনা এবং চিলি সফর করবে। চিলি গত বছর থেকে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করেছে।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। দু‘দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদানের বিষয়ে ব্রাজিল সরকার সহানুভূতির সাথে বিবেচনা করবে। তবে এ বিষয়ে সিদ্ধানেত্মর জন্য বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, এজন্য সময় প্রয়োজন হবে। ব্রাজিল এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। ডবিস্নউটিও-এর বর্তমান মহাপরিচালক জড়নবৎঃড় অুবাল্গফড় পুনরায় ডবিস্নউটিও-এর মহাপরিচালক পদে নির্বাচনের সিদ্ধানত্ম গ্রহণ করেছেন। তাকে সমর্থনের জন্য ব্রাজিল গত বছরের মতো এবারও বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করছে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন ও অতিরিক্ত সচিব(এফটিএ) মো. শফিকুল ইসলাম এ সময় উপসি'ত ছিলেন।
#
বকসী/মাহমুদ/আলী/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৬০
স'ানীয় সরকার ও সুশাসন বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
স'ানীয় সরকার ব্যবস'ার সুফল পেতে সংসদ সদস্য ও স'ানীয় জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্ব নয়; বরং একে অপরের পরিপূরক হয়ে কাজ করে জনকল্যাণ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের সময়ে স'ানীয় সরকার ব্যবস'া শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা ও উপকারভোগীদের জন্য গৃহীত প্রকল্প কাজের মানোন্নয়নে কাজ করছে স'ানীয় সরকার বিভাগ। এছাড়া নির্ধারিত সময়ে প্রকল্প বাসত্মবায়নসহ কাজের জবাবদিহি নিশ্চিত করেছে।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা আজ রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে সুইজারল্যান্ডের হেলভেটাস ও শরিক কর্তৃক স'ানীয় সরকার ও সুশাসন বিষয়ক দিনব্যাপী আয়োজিত জাতীয় সম্মেলন, ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে ভারতের সাবেক মন্ত্রী ও স'ানীয় সরকার বিশেষজ্ঞ মনি শংকর আয়ার, ঢাকাস' সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফশ, আয়োজক সংগঠনের পড়্গে তীর্থ শিকদার এবং মেলিনা পেপাজিউরজিও অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বিগত সাত বছরে এলজিইডি’র মাধ্যমে প্রায় ৪৫ হাজার কিলোমিটার সড়ক ও ২ লাখ ৪০ হাজার মিটার সেতু নির্মাণসহ ৬৭ হাজার কিলোমিটার সড়ক ও ১লাখ ১০ হাজার মিটার সেতু সংস্কার করেছে। স'ানীয় সরকার ব্যবস'া শক্তিশালী ও জনসেবার মান বাড়াতে সরকারের মুখাপেড়্গী না থেকে জনপ্রতিনিধিদের রাজস্ব আয় বাড়াতে হবে। তিনি বলেন, স'ানীয় জনপ্রতিনিধিদের বেতন-ভাতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় জনবল সৃজন করা হচ্ছে। তিনি হেলভেটাস ও শরিকসহ উন্নয়ন সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে বাংলাদেশের স'ানীয় সরকার ব্যবস'াকে বিকশিত করার পরামর্শ দেন।
সম্মেলনের ২য় পর্বে মুক্ত আলোচনা ও প্রবন্ধ উপস'াপন করা হয়। এতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস'াপনা সচিব মো. শাহ কামালসহ বিশেষজ্ঞগণ আলোচনায় অংশ নেন।
দিনব্যাপী এ সম্মেলনে শরিক কর্ম এলাকার ৪টি জেলার ২৯টি উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি, বেসরকারি সংস'া ও দাতা গোষ্ঠীর শতাধিক প্রতিনিধি অংশ নেন।
#
আহসান/মাহমুদ/আলী/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৫৯
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স
-- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন যেখানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে সেখানে সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিচ্ছে। অপরাধীকে আটকের ক্ষেত্রে সরকার প্রায় শতভাগ সফল। কিন্তু নির্যাতন বন্ধ করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এই বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে।
তিনি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসাবে সমাবেশে ও সাইকেল র্যালির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাল্য বিবাহও এক ধরনের নারী নির্যাতন। এই বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। নতুন আইন অনুযায়ী বাল্য বিবাহের সাজা ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান মমতাজ বেগম এডভোকেট, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ।
নাছিমা বেগম বলেন, পুরুষদের দ্বারাই নারী নির্যাতন বেশি হয় তা সত্য, তবে কিছু কিছু ক্ষেত্রে নারীও নারী নির্যাতন করে। তিনি বলেন, নারী পুরুষ সকলে মিলেই নির্যাতন প্রতিরোধ করতে হবে।
সমাজের বিভিন্ন স্তরের নারী পুরুষ সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশ শেষে তরুণ তরুণীদের অংশগ্রহণে নারী নির্যাতন বিরোধ সচেতনতামূলক এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, কাকরাইল, সাত রাস্তা, মহাখালী, জাহাঙ্গীর গেইট হয়ে টিএসসি-তে এসে শেষ হয়।
#
খায়ের/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৫৮
গ্রামীণ জনপদের উন্নয়নকে সরকার অধিক গুরুত্ব দিচ্ছে
-- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভিশন ২০২১ ও ২০৪১ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়নকে অধিক গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি শহরের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের গৃহীত কার্যক্রম, নীতিমালা ও পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।
মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় সংসদ-এর অতি দারিদ্র্য ও নগরের দরিদ্র পথবাসী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) আয়োজিত ‘দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে নগর দরিদ্রের অবস্থার উন্নয়ন এবং নগর উন্নয়ন নীতিমালাসহ অন্যান্য নীতি পর্যালোচনা’ শীর্ষক এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এপিপিজি-এর চেয়ারপারসন মো. ইসরাফিল আলম এমপি-র সভাপতিত্বে সংলাপে মূল নিবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম। এপিপিজি’র সদস্য ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ বিশেষজ্ঞবৃন্দ সংলাপে অংশগ্রহণ করেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব, প্রজ্ঞা ও দেশের সার্বিক উন্নয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর মত বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সাহসিকতার কথা উল্লেখ করেন। মন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশকেই উন্নত নাগরিক সুবিধা প্রদানের মাধ্যমে নগরে পরিণত করতে হবে। দেশের সকল অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে নাগরিক সুবিধা ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
#
জাকির/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৫৭
পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনিশ রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ঊফঁধৎফড় ফব খধরমষবংরধ ু ফবষ জড়ংধষ আজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ি সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে স্পেনের ৪টি কোম্পানি ৫টি প্রকল্পের মাধ্যমে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন কার্যক্রমের একটি প্রকল্পে ১টি স্পেনিশ কোম্পানি কার্যাদেশ পাওয়ায় তিনি স্পেনের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।
এর পূর্বে স্পেনের বিদায়ি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
#
খালেদা/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
Handout Number : 3756
Nepal Press Council delegation meets
State Minister for Foreign Affairs
Dhaka, December 7 :
A five member delegation of Nepal Press Council led by its chairman Berna Bahadur Karki called on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam today at the Ministry of Foreign Affairs.
During the call on, various issues including friendly relationship between Bangladesh and Nepal, regional connectivity, condition of mass media in both the countries, tourism, hydroelectric power, agricultural production and prospect of exporting agro-based products in both the ways were discussed. Both the State Minister and the Nepal Press Council delegation put emphasis on people to people contact and more exchange of visits of journalists between these two countries.
Nepal Press Council delegation is on a five day visit to Bangladesh with the invitation of Bangladesh Press Council. Today, a Memorandum of Understanding (MoU) has been signed between these two Press Councils for enhanced cooperation. Justice Md. Mamtaz Uddin, Chairman, Bangladesh Press Council and Berna Bahadur Karki, Chairman, Nepal Press Council signed this MoU on behalf of respective organisations.
#
Khaleda/Mahmud/Salim/2016/1745 Hrs