Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ১৯ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৩৫৭

 

হয়রানিমূলক মামলা দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে

                                         -- স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী, ৩ কার্তিক (১৯ অক্টোবর):

            স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে—তাদের বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে।

            উপদেষ্টা আজ রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

            পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না মর্মে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে। তিনি বলেন, পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দু’চারদিনের মধ্যে এটা ঠিক করে দিবো। তবে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরো কিছুদিন সময় দিতে হবে।

            কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শুধু কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে না, সারের বিষয়েও বিরাট দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এ বিষয়ে দু'একজনকে ইতোমধ্যে কাস্টোডিতে নেওয়া হয়েছে।

            বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের নিকট তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নাই। তবে আপনাদের নিকট এ ধরনের তথ্য থাকলে তথ্য দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন। উপদেষ্টা এসময় জানান, ৫ থেকে ৭ আগস্ট কোনো সরকার ছিলো না। সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে।

            শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মিডিয়ায় বিস্তারিত বলেছেন। ভারতের সঙ্গে এ সংক্রান্ত আমাদের চুক্তি রয়েছে। এ চুক্তিকে আমরা অবশ্যই অনুসরণ করবো।

            এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

            এর আগে উপদেষ্টা বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তর ও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এ কর্মরত অফিসারদের জন্য অনুষ্ঠিত দরবারে বক্তব্য রাখেন। এছাড়া উপদেষ্টা আজ সকালে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন পরিদর্শন করেন। পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

#

ফয়সল/শিবলী/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৪/২০৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৩৫৬  

 

সহযোগিতা না করলে নতুন নিয়োগ করা হবে

                    - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

 

চট্টগ্রাম, ৩ কার্তিক (১৯ অক্টোবর):  

 

 

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের দেশে একটা বিপ্লব হয়েছে। বিপ্লবের পরে কোনোকিছু আগের সিস্টেমে চলে না, কিন্তু আমরা এখনো আগের সিস্টেম ধরে রেখেছি। প্রশাসনের কারো কারো অসহযোগিতার কারণে দেশে স্থবিরতার সৃষ্টি হচ্ছে। তবে সিস্টেম ভাঙার প্রয়োজন হলে সিস্টেম ভাঙা হবে, প্রয়োজন দেখা দিলে প্রশাসনে অসহযোগীদের স্থলে নতুন নিয়োগ নিয়েও সরকার ভাববে।

আজ নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগ এবং জেলা দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে ভোক্তা অধিকারের ওপর স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, যাতে টাস্কফোর্সের মাধ্যমে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়। ট্রাক সেলের মাধ্যমে কৃষকের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা সেটা ঢাকায় চালু হয়েছে। চট্টগ্রামেও অতিশীঘ্রই এটা চালু করা হবে। 

আসিফ মাহমুদ আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনকে সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে হবে। যতবড় ক্ষমতাধরই হোক না কেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বাজার ব্যবস্থাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টর ও উদ্যোক্তাদেরকে নিয়ে সিন্ডিকেটকে বাইপাস করে একটা স্থায়ী সমাধানের পথে এগোতে হবে। বিগত কিছু বছর ধরে কৃষি উদ্যোক্তা এবং শ্রমজীবী থেকে শুরু করে তরুণ সমাজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদল যাতে আপনাদের বাধা দিতে না পারে সেজন্য সরকার এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

উপদেষ্টা বলেন, সরকারের সবগুলো দপ্তরের মাঝে সমন্বয় ঘটাতে হবে। মানুষের ভোগান্তি কমাতে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সবাইকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য বা আইন শৃঙ্খলার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের মাঝে জবাবদিহিতা আনতে হবে। নতুন বাংলাদেশে মানুষের ভোগান্তি কমানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। এতে মানুষের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের সূচনা হবে। 

শ্রম ও কর্মসংস্থান মন্তণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামানের সভাপতিত্বে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

আলম/শিবলী/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৮৫৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৩৫৫

 

নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে

-- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

 

ঢাকা, ৩ কার্তিক (১৯ অক্টোবর):

 

          মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়েছে তা বাস্তবায়নে ছাত্র, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এখন সময় এসেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। যেখানে থাকবে না কোনো অন্যায়, দুর্নীতি, দুঃশাসন। এজন্য সকল দুর্নীতি থেকে মুক্ত হতে চাই জাতীয় দর্শন।

 

          উপদেষ্টা আজ ঢাকায় গুলশানের একটি হোটেলে ‘নাগরিক সমাজ : অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

 

          জাতীয় পরামর্শ সভায় সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সমন্বয়ক উমামা ফাতেমাসহ অন্য সমন্বয়কবৃন্দ।

 

          এছাড়া সভায় অন্যান্যের মধ্যে নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, গবেষক, রাজনীতিবিদ এবং দেশি-বিদেশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন-সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

#

 

রফিকুল/শিবলী/ফেরদৌস/সঞ্জীব/সেলিম/২০২৪/২০১৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ১৩৫৪

ফায়ার সার্ভিসের কাছে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার গাড়ি হস্তান্তর

ঢাকা, ৩ কার্তিক (১৯ অক্টোবর):

    বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

    আজ ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

     ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে যে ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করা হয়, সেগুলোর মধ্যে ৫টি গাড়ি ৩৮ মিটার উচ্চতার, ৪টি গাড়ি ৫৬ মিটার উচ্চতার এবং ২টি গাড়ি ৬৪ মিটার উচ্চতার।

     এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, সব দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সাড়া প্রদান করে বিধায় এসব সরঞ্জাম বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও আটকে পড়া বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানোর ধারা অব্যাহত থাকবে।

     অনুষ্ঠানে প্রধান অতিথি ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে গাড়ির চাবির রেপ্লিকা তুলে দেন। পরে প্রধান অতিথি অন্যদের সঙ্গে নিয়ে হস্তান্তর করা একটি গাড়ির অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

     দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং বিএমটিএফ লিমিটেডের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

                                                  #

এনায়েত/শিবলী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৩৫৩

ডিমের মূল্যের ঊর্ধ্বগতি রোধে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে

                                                           ---মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাবনা, ৩ কার্তিক (১৯ অক্টোবর):

     মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিমের মূল্যের ঊর্ধ্বগতি রোধে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে । এ লক্ষ্যে উৎপাদকদের সমবায় সমিতি গঠনের মাধ্যমে সরাসরি আড়তদারদের ডিম সরবরাহ করতে হবে। ফলে উৎপাদক-আড়তদার উভয়েই লাভবান হবে এবং ভোক্তারা সাশ্রয়ীমূল্যে ডিম ক্রয় করতে পারবে।

 

      আজ পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা জেলার মৎস্যজীবী ও প্রাণিসম্পদের প্রান্তিক খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।  

 

     উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বাংলাদেশে বন্যার কারণেও পোল্টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে ডিম উৎপাদন কমে গেছে। ফলে ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে ।

 

     খামারিরা মুরগির খাদ্য ও বাচ্চার মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে অবগত করলে উপদেষ্টা বলেন, ফিডের ক্ষেত্রে কয়েকটি কোম্পানির হাতে সবাইকে জিম্মি হতে দেয়া হবে না- এজন্য সরকার কার্যকর ব্যবস্হা গ্রহণ করবে।

 

     উপদেষ্টা নারী উদ্যোক্তাদের শুধু পোল্ট্রি নয়-দেশি মুরগী পালনের আহ্বান জানিয়ে বলেন, দেশি মুরগী ও ডিমের উৎপাদন বাড়লে অর্থনৈতিকভাবে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। আগে গ্রামীণ নারীরা হাঁস-মুরগি পালন করে নিজেরাই গ্রামে পাইকারদের কাছে বিক্রি করত। এতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতো। সেই অবস্থা আবার ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

 

     পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এস এম মুশাররফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম, পাবনার বিভিন্ন উপজেলার মৎস্যজীবী ও খামারিরা এসময় উপস্থিত ছিলেন।

 

                                                #

মামুন/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৩৫১

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৩ কার্তিক (১৯ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৫ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৪৭ জন।

                                               #

দাউদ/শিবলী/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৬৫৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর: ১৩৫০
শেরপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নদীর তীর অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে

                                                                                  --পানি সম্পদ সচিব
শেরপুর ৩ কার্তিক (১৯ অক্টোবর):

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মহারশি, ভোগাই ও চেল্লাখালী নদীর তীর আগামী শুকনা মৌসুমের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করাসহ বন্যা মোকাবিলায় স্থায়ী পদক্ষেপ নেয়া হবে।

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে সচিব আজ শেরপুর জেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের রামেরকুড়া, ব্রিজপাড়া, নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দা গ্রাম, কুলপাড়া, নিচপাড়া গ্রামের মন্দির ও শ্মশান ঘাট এলাকা এবং বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী বাজার হতে সন্ন্যাসীভিটা গ্রামের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শনকালে এসব কথা বলেন।

বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ সচিব বলেন,  টেকনিক্যাল টিম নিয়ে এসেছি, এ টিমের প্রকৌশলীদের প্রতিবেদনের আলোকে এ এলাকার নদী ভাঙন রোধে তাৎক্ষণিক ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।   

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বন্যা হতে নালিতাবাড়ী ও ঝিনাইগাতীকে রক্ষা করতে ভোগাই, চেল্লাখালী ও মহারশি নদীর তীরের যেসকল অংশ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসকল স্থানে জিও ব্যাগ ও বালি-সিমেন্ট মিক্স ব্যাগ প্লেসিং করাসহ নদীর মধ্যে জমে থাকা চর ও পলিমাটি অপসারণের কাজ দ্রুত শুরু করতে সচিব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।    

এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত উল্লাহ, ঢাকা জোনের প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ড টাংগাইল সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খানসহ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#
মামুন/রবি/আলী/লিখন/২০২৪/১৫১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর: ১৩৪৯

জুলাই বিপ্লবে শহিদদের জাতি স্মরণে রাখবে

                             - ধর্ম উপদেষ্টা

চকোরিয়া (কক্সবাজার), ৩ কার্তিক (১৯ অক্টোবর):  

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে শহিদরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদমুক্ত করতে আত্মোৎসর্গ করেছেন। এ বিপ্লবে শহিদদের জাতি স্মরণে রাখবে।  

উপদেষ্টা আজ কক্সবাজারের চকোরিয়া উপজেলার আছদ আলী পাড়া গ্রামে জুলাই বিপ্লবের শহিদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের শোষণ, অত্যাচার ও নির্যাতনে নিষ্পেষিত ছিল। তৎকালীন ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে হত্যা এবং মানুষের বাক্‌স্বাধীনতাকে হরণ করেছিল। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে ছাত্র-জনতা অভাবনীয় ভূমিকা রেখেছে। দেশমাতৃকাকে ফ্যাসিবাদমুক্ত করতে তারা জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের এ ঋণ শোধ করা যাবে না।

উপদেষ্টা শহিদ আহসান হাবিবের পিতার উদ্দেশ্যে বলেন, আপনার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। এটি অত্যন্ত গর্বের। আমরা আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারব না। তবে সরকার সব সময় আপনার পাশে আছে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লব ফাউন্ডেশনের পক্ষ হতে জুলাই বিপ্লবে শহিদ প্রত্যেকটি পরিবারকে ৩০ লাখ টাকা প্রদান করা হবে। এসময় উপদেষ্টা আস সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহিদ আহসান হাবিবের পিতার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া, তিনি জুলাই বিপ্লবে চট্টগ্রামে প্রথম শহিদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর পিতার হাতেও আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই লাখ টাকার চেক তুলে দেন।    

পরে উপদেষ্টা শহিদ আহসান হাবিব ও শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

এছাড়া, তিনি চকোরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন এবং চকোরিয়া গ্রামার স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

#

সিদ্দীক/রবি/আলী/আসমা/২০২৪/১৩০০ ঘণ্টা 

2024-10-19-14-56-acbf6d872289dca9b4f7176082bdf011.docx