Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০১৫

তথ্যবিবরণী ২৯/৮/২০১৫

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৩৮
 
প্রতিটি উন্মুক্ত জলাশয় মাছচাষের উপযোগী করে তুলতে হবে                 
                       -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফুলতলা (খুলনা), ১৪ ভাদ্র (২৯ আগস্ট) ঃ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, প্রতিটি উন্মুক্ত জলাশয় মাছচাষের উপযোগী করে তুলতে হবে। মাছচাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব।  

প্রতিমন্ত্রী আজ খুলনায় ফুলতলার দামোদর ইউনিয়নে দফাদারের ঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণকালে  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র্যবিমোচনে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির ফলে দরিদ্র মৎস্যজীবীদের আয় বৃদ্ধি পেয়েছে। আমিষের চাহিদা পূরণে প্রতিটি পুকুরেও মাছচাষ করতে হবে। দেশে গত কয়েকবছরে মাছ, দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি পেলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হতে হলে এসবের উৎপাদন আরো বাড়াতে হবে। চিংড়িশিল্পের উন্নয়নে বিদ্যমান আইন ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। খুলনা অঞ্চলের প্রাকৃতিক মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছচাষের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। 

মাছে ক্ষতিকর বিষ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুলু বিলকিস বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার সাহাবুদ্দিন জিপ্পী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ডুমুরিয়ার পিএম সুন্দরবুনিয়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে জাতীয় শোক দিবসের আলোচনা এবং বান্দা স্কুল প্রাঙ্গণে ভান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনাসভায়ও যোগ  দেন।
#

সুলতান/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                                                                      নম্বর : ২৪৩৭
 
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় 
        ---ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা), ১৪ ভাদ্র (২৯ আগস্ট) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। অটিজম বা প্রতিবন্ধীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়ক উপকরণ সারাদেশে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। 

ভূমিমন্ত্রী আজ ঈশ্বরদী উপজেলার রূপপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী এসময় প্রতিবন্ধীদের মাঝে ১০০টি হুইল চেয়ার ও ১০টি সেলাই মেশিন বিতরণ করেন। 

মন্ত্রী প্রতিবন্ধীদের জন্য এ অঞ্চলে একটি বিদ্যালয় গঠনের প্রতিশ্রুতি দেন। তিনি প্রত্যেক শিশু সন্তানদের স্কুলে দেওয়ার আহ্বান জানান।

প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএনও রফিকুল ইসলাম সেলিম এবং উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/আফরাজ/নবী/মোশারফ/আব্বাস/২০১৫/১৮৪৫ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                                                                                                  নম্বর : ২৪৩৬
 
রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৪
চাই সবার জন্য সুন্দর আবাসন 
                                ----তথ্যমন্ত্রী
ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট) :

    ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য সুন্দর আবাসন গড়তে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব এর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অভ্ বাংলাদেশ আয়োজিত রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৪ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, স্বল্পবিত্তদের আবাসনের জন্য কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ চালু করতে হবে। শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, অন্যান্য জেলাতেও পরিকল্পিত আবাসন সুবিধা প্রয়োজন। এজন্য রিহ্যাব কাজ করতে পারে।

    রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রিহ্যাব নির্বাচিত প্রিন্ট মিডিয়ার ৯ জন এবং ইলেকট্রনিক মিডিয়ার ১০ জন মোট ১৯ জন সাংবাদিকের হাতে তথ্যমন্ত্রী পুরস্কার তুলে দেন। 

    দৈনিক কালের কণ্ঠের তোফাজ্জল হোসেন রুবেল এবং মাছরাঙ্গা টেলিভিশনের হিরযুন মীরা প্রত্যেকে প্রথম পুরস্কার হিসেবে দুই লাখ টাকা এবং ক্রেস্ট লাভ করেন। দু’টি মাধ্যমেই ২য় এবং ৩য় পুরস্কারের মূল্য ছিল যথাক্রমে এক লাখ এবং ৭৫ হাজার টাকা।

    আবাসন শিল্পের প্রসারে সরকারের পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বৈধ উপায়ে অর্জিত কিন্তু অপ্রদর্শিত আয় আবাসন খাতে বিনিয়োগের যে সুযোগ সরকার রেখেছে, তা যেন প্রশাসনিক কোনো বাধায় হোঁচট না খায় । 

    ঢাকাকে পরিস্কার পরিচ্ছন্ন, সবুজ, সুপেয় পানির ব্যবস্থাসম্পন্ন এবং যানজটমুক্ত নগরীরূপে গড়তে রিহ্যাবের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আগামীর ঢাকা হবে মেট্রোরেল-উড়ালসেতু-সুউচ্চ ভবনসমৃদ্ধ প্রস্ফুটিত ফুলের মতো একটি ‘মেগাসিটি’।
#

আকরাম/আফরাজ/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৮৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৩৫
 
প্রতিবন্ধী শিশুদের মাঝে ভূমিমন্ত্রীর শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ 

আটঘরিয়া (পাবনা), ১৪ ভাদ্র (২৯ আগস্ট) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ পাবনার আটঘরিয়া উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেন। আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থী শিশুদের মাঝে বিনামূল্যে ১৪টি হুইল চেয়ার, ১৭টি শ্রবণ মেশিন ও ৬টি ক্র্যাচ বিতরণ করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এ উপকরণগুলো বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত এক সভায় ভূমিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ সারাদেশে বিতরণ করা হচ্ছে। অন্য কোনো সরকারের আমলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোনো উপকরণ বিতরণ করা হয়নি। তিনি বলেন, দেশের দুঃখী মানুষের দুর্দশা দূর করতে সরকারি ও আধাসরকারি চাকরিতে প্রতিবন্ধীদের কোটা মানা হচ্ছে। 

পরে মন্ত্রী আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। একই দিনে অন্যান্য পুকুরে আরো ৬০০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা খান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। 

এর আগে গতকাল মন্ত্রী আটঘরিয়ার মতিগাছা বাজারপাড়া, চাঁদপুর, শ্রীকান্তপুর পুকুরপাড়া, চক তারাপাশা, রোস্তমপুর, আটঘরিয়া কলেজপাড়া ও ফুলবাড়িয়া দক্ষিণ পাড়াগ্রামে ৫০০ গ্রাহকের বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন করেন। 

#

রেজুয়ান/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা     

Todays handout (2).doc