তথ্যবিবরণী নম্বর : ৩৩৩৭
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই
-- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজশাহী, ১৪ই কার্তিক (২৯শে অক্টোবর):
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তিনি বলেন, সরকার দেশের ক্রীড়াঙ্গনসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের লড়্গ্যে সে পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ রাজশাহীতে বিপিএল এর নতুন দল ‘রাজশাহী কিংস’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এসময় উপসি'ত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছে তা বিশ্বের দরবারে সত্যি প্রশংসার যোগ্য। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে সরকার বিভিন্ন পদড়্গেপ গ্রহণ করেছে। তিনি বলেন, শুধু ক্রীড়াঙ্গন নয়, আপামর জনসাধারণের মুখে হাসি ফুটাতেও সরকার প্রতিশ্রম্নতিবদ্ধ। বাংলাদেশের ক্রিকেট দল ক্রিকেট খেলার মাধ্যমে এদেশ বিশ্ব দরবারে আরো সুনাম বয়ে আনবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
#
ফারম্নক/আফরাজ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩৬
ঢাকায় আইপিইউয়ের ১৩৬তম সম্মেলনে অংশগ্রহণের আহ্বান
ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর):
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র ১৩৫তম এসেম্বলির সমাপনী অধিবেশন গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় আইপিইউ’র ১৩৬তম এসেম্বলিতে সকল সদস্য দেশকে অংশগ্রহণের আহ্বান সম্বলিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার মাধ্যমে জেনেভায় ১৩৫তম এসেম্বলির সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী দেশসমূহের প্রতিনিধিগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান এবং আইপিইউ-এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীর ১৩৬তম এসেম্বলির ঘোষণার প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেন।
১৩৫তম এসেম্বলিতে অংশগ্রহণকারী জাতীয় সংসদের প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া তার সমাপনী বক্তব্যে স্বাগতিক দেশ বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। তিনি বাংলাদেশের এগিয়ে চলার ক্ষেত্রে ভিশন ২০২১ এর বাস্তবায়ন, মিলিনিয়াম গোলসমূহের সফল বাস্তবায়ন এবং সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলের বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনার মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।
এছাড়া তিনি আইপিইউ’র ১৩৬তম অধিবেশনে বাংলাদেশে অবস্থানকালীন বিদেশি অতিথিদের সার্বিক নিরাপত্তার বিষয়ে বলেন, এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ একযোগে প্রস্তুতি গ্রহণ করছে । ইতোমধ্যে স্বাগতিক পার্লামেন্টের প্রস্তুতি অনেকাংশে এগিয়ে গেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সামগ্রিক বিষয়ে পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করছেন।
ডেপুটি স্পিকার গতকাল (শুক্রবার) আইপিইউয়ের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আইপিইউয়ের সদর দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যসহ সাক্ষাৎ করেন। এসময় তাঁরা ১৩৫তম এসেম্বলির বিভিন্ন অধিবেশন ও কমিটির সভাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে এবং ১৩৬তম এসেম্বলির বিভিন্ন ক্ষেত্রে করণীয় ও ইতোমধ্যে সম্পাদিত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
#
এমদাদুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩৫
সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট স্থগিত
ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর):
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক এসোসিয়েশন এবং সিএনজি মালিক এসোসিয়েশন আজ বিআরটিএ সদর দপ্তরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আলোচনা করে ৩০ অক্টোবর ২০১৬ থেকে আহূত ধর্মঘট স্থগিত করেছে।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আহসান জব্বারকে আহ্বায়ক করে দুটি কমিটি করা হয়েছে। উভয় কমিটিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক এবং সিএনজি মালিক এসোসিয়েশনের সভাপতি মাসুদ খান থাকবেন। কমিটিদ্বয় সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আগামী ২ মাসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করবে।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবাযদুল কাদের বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত। মানুষ যাতে ভোগান্তির মধ্যে না পড়ে সে বিষয়ে সকলকেই লক্ষ্য রাখা উচিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনগণকে জিম্মি করে কোন দাবি আদায় করার মানসিকতা পরিহার করা বাঞ্ছনীয়। আমরা সকলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেই।
বাংলাদেশ পেট্রোল ও পাম্প ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ১২টি দাবি পেশ করেছে। ১২টি দাবির সাথে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পৃক্ত।
#
আসলাম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩৪
জ্বালানি সাশ্রয়ী ব্যবহার বাড়াতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৪ই কার্তিক (২৯শে অক্টোবর):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, জ্বালানি সাশ্রয়ী ব্যবহার বাড়াতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। স্কুল, কলেজ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহার সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে পাঠ্য পুসত্মকে সাশ্রয়ী জ্বালানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার অনত্মর্ভুক্ত করা যেতে পারে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্মেলনকড়্গে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপড়্গ (স্রেডা)’র উদ্যোগে জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির সাশ্রয় ও সংরড়্গণ বিষয়ক গোলটেবিল বৈঠকে একথা বলেন।
আলোচনাকালে বক্তারা বৈশ্বিক প্রেড়্গাপটে বাংলাদেশের আগামীর জ্বালানি নিয়ে আলোচনা করেন। তারা নবায়নযোগ্য জ্বালানির মূল্য, জ্বালানি উপকরণের উপর কর, জ্বালানি অডিট, স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য জ্বালানির পোর্টফলিও, পরিবেশবান্ধব জ্বালানি ও তার যোগান, নন-গ্রিড জ্বালানির বিতরণ ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেন।
প্রতিমন্ত্রী এসময় বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ আমাদের নতুন দুয়ার খুলে দিয়েছে। নেপাল বা ভুটান হতে জলবিদ্যুৎ আমদানি করলে তার ‘অপরচুনিটি কস্ট’ উৎপাদন করার চেয়ে অনেক কম। গ্রিন গ্রিড এলায়েন্সের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি এক দেশ থেকে অন্য দেশে দেয়ার বিষয়টি আলোচনা চলছে। এটা করা গেলে সাহারা, গোবি বা রাজস'ান মরম্নভূমির সৌরবিদ্যুৎ পাওয়া যেতে পারে। যাই হোক, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আমরা জনগণকে দেব এবং এ লড়্গ্যে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন ব্যবস'া আধুনিকায়নের সাথে সাথে সড়্গমতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্রেডার চেয়ারম্যান আনোয়ারম্নল ইসলাম শিকদার, স্রেডার সদস্য সিদ্দিক জুবায়ের, ইডকল’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক, বুয়েটের অধ্যাপক ড. এজাজ হোসেন, বাংলাদেশ সৌর ও নবায়নযোগ্য জ্বালানি সংস'ার প্রেসিডেন্ট দিপাল চন্দ্র বড়-য়া ও প্রথম আলো পত্রিকার সিটি এডিটর অরম্নন কর্মকার বক্তব্য রাখেন।
#
আসলাম/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩২
নারীদের বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে
---মেহের আফরোজ চুমকি
ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান আছে। শুধু বিজ্ঞান গবেষণায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। উৎসাহিত করতে পারলে মেয়েদের বিজ্ঞানী বানানো কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, নারীদের বিজ্ঞানে উৎসাহ কম থাকাটা দুঃখজনক। সবার আগে পরিবারের সহযোগিতা প্রয়োজন। উৎসাহিত করলে গবেষণায় মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করবেন। মেয়েরা ছেলেদের চেয়ে একটু ধীর, স্থির ও ঠা-া চিত্তে চিন্তা করেন। আর সে কারণে মেয়েদের কাজ সন্তোষজনক হবে ।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে দিনব্যাপী নারী বিজ্ঞানীদের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টেকসই লক্ষ্যসমূহ অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তি’।
প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা মনে করে মেয়ে শিশুদের বিয়ে দেয়াই তাদের প্রধান দায়িত্ব। অথচ মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে তাদের সফল অবদান রেখে প্রমাণ করেছে সুযোগ পেলে তারা সবই করতে পারে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, দ্য গ্লে¬াবাল নেটওয়ার্ক অভ্ সায়েন্সেস একাডেমিস ও দ্য ওয়ার্ল্ড একাডেমি অভ্ সায়েন্সেস-রিজওনাল অফিস ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া যৌথভাবে তিন দিনব্যাপী তরুণ বিজ্ঞানীদের এ সম্মেলনের আয়োজন করেছে। আজ তৃতীয় দিন ছিল নারী বিজ্ঞানীদের সম্মেলন।
ঞডঅঝ-জঙঈঅঝঅ এর পরিচালক চৎড়ভ. ঠ. কৎরংযহধহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. হাজেরা মাহতাব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। একাডেমির সম্মানিত ফেলোবৃন্দ, ভারত, নেপাল ও পাকিস্তান থেকে আসা ৮ জন প্রথিতযশা বিজ্ঞানী সূচনা অনুষ্ঠানে যোগদান করেন।
দেশের প্রবীণ ও নবীন বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন গবেষকসহ মোট ১০০ জন বিজ্ঞানী এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি বিজ্ঞানীগণ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, টেকসই উন্নয়ন ও জীবনযাত্রা, শক্তি (এনার্জি) সংকট মোকাবিলা এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে উদ্যোক্তা বিষয়ে উপস্থাপনা পেশ করেন।
#
খায়ের/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩৩
বিমানমন্ত্রী দেশে ফিরেছেন
ঢাকা, ১৪ই কার্তিক (২৯শে অক্টোবর):
ভারতে চিকিৎসাশেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রণালয় ও দপ্তরসমূহের উচ্চপদস' কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
মন্ত্রী ভারতের ব্যাঙ্গালোরে প্রখ্যাত চিকিৎসক ডা. দেবি শেঠির তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করে পুরোপুরি সুস'তা লাভ করেন।
তিনি এজন্য পরম করম্নণাময়ের কাছে শোকরিয়া আদায় করেন এবং তাঁর সুস'তা কামনায় বিশেষভাবে দোয়া করার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানান।
#
মাহবুবুর/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩১
মেয়েদের ন্যূনতম স্নাতক পর্যনত্ম পড়ানোর আহ্বান আইনমন্ত্রীর
ঢাকা, ১৪ই কার্তিক (২৯শে অক্টোবর):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার এবং ন্যূনতম স্নাতক শ্রেণি পর্যনত্ম পড়ানোর আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকার মিরপুরে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিড়্গার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ৩ হাজার ৩৭ জন ছাত্রছাত্রীকে বৃত্তিপত্র দেয়া হয় যাদের অর্ধেক ছাত্রী।
আইনমন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস'া ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই বর্তমান সরকার ভিশন-২০২১ কে সামনে রেখে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনায় নিয়েছে।
তিনি বলেন, মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে সমাজ ও জাতির বহুমুখী উন্নয়ন সম্ভব। তাই তাদের মেধা বিকাশে সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। মন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা সহজ নয়। সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষকে এগিয়ে আসতে হবে।
ডাচ্-বাংলা ব্যাংক স্ব-উদ্যোগে সুবিধাবঞ্চিত অসচ্ছল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে দেশ ও জাতি গঠনে যে বলিষ্ঠ ভূমিকা পালন করছে তা অনুসরণ করার জন্য অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন।
ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট-পিয়েরে লারামি (ইবহড়রঃ-চরবৎৎব খধৎধসবব) এবং ব্যাংকের ব্যবস'াপনা পরিচালক কে এস তাবরেজ বক্তব্য রাখেন।
#
রেজাউল/আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা