Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ২৪ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১৩১


ইন্টারনেট ব্যবস্থাপনায় প্রয়োজন অংশীজনদের নিয়ে জাতীয় কমিটি
                                                           -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
ইন্টারনেটের দক্ষ ব্যবস্থাপনায় তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ অংশীজনদের নিয়ে জাতীয় কমিটির প্রয়োজন, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেইসাথে ইন্টারনেটকে নিরাপদ রাখতে সাইবার আইন, সাইবার পুলিশ ও সাইবার আইনজ্ঞ আসছে বলেও সভায় জানান তিনি।
আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ কনসালটেশন অন এপিআরআইজিএফ ২০১৭ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ২৬-২৯ জুলাই ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (এপিআরআইজিএফ) ২০১৭তে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) এ মতবিনিময় সভার আয়োজন করে।
ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার দাবির প্রবক্তা ও বিআইজিএফের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুল হক ইনু বলেন, টেকসই উন্নয়নের জন্য নিরাপদ ও বিনামূল্যে ইন্টারনেট জরুরি। কারণ এটি জনগণের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রযুক্তি। সবুজ, টেকসই, ডিজিটাল-এ ত্রিমাত্রিক উন্নয়নের জন্য ইন্টারনেটকে আরো জনমুখী করার বিকল্প নেই, বলেন তথ্যমন্ত্রী। 
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)র প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিআইজিএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. এম মাহফুজুল ইসলাম, মেট্রোনেট লিমিটেডের সৈয়দ আলমাস কবির, ইন্টারনেট সোসাইটির মোঃ জাহাঙ্গীর হোসেন, ই-ক্যাবের রাজীব আহমেদ, আইএসপিএবির এমদাদুল হক, বিআইজিএফের নির্বাহী সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, বাংলা উইকিপিডিয়ার নূরুন্নবী চৌধুরী, বিটিআরসির ইশতিয়াক আরিফ, ফাইবার হোমর সুমন আহমেদ প্রমুখ।
#

আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১৩০

জাতীয় সংসদে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :

    আজ জাতীয় সংসদ ভবনে আইপিডি কনফারেন্স কক্ষে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বদলীয় সংসদীয় ফোরাম ও কোস্ট ট্রাস্ট এর যৌথ আয়োজনে ‘উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, শিশু ও কিশোর যুবকদের সুরক্ষা : মনপুরা দ্বীপের উদাহরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, উন্নত দেশগুলো শিল্পায়নের নামে অতিরিক্ত কার্বণ নিঃসরণ করছে, অথচ এ সম্পর্কিত ক্ষতিপূরণ বাবদ প্রতিশ্রুত অনুদান প্রদানে তেমন ভূমিকা রাখছে না।

    বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিসেফসহ অন্যান্য পরিবেশবাদী সংস্থা অংশগ্রহণ করে। সভাপতি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ হতে ক্ষতিপূরণ আদায়ে ভূমিকা পালনের জন্য ইউনিসেফের প্রতি আহ্বান জানান।
    
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুন সরোয়ার কমল, টিপু সুলতান, নবী নেওয়াজ, জেবুন্নেছা আফরোজ, ড. আইনুন নিশাত, অধ্যাপক ড. শারমিন নিলোর্মি, ইউনিসেফ প্রতিনিধি বেইগবেডার প্রমুখ।

#
মাহমুদ/কবির/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯১০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১২৯ 


জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা পরিহারের নির্দেশ ভূমিমন্ত্রীর

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। দীর্ঘসূত্রতা মানে আইনি জটিলতা। এ কারণে বিদেশি বিনিয়োগকারীদের অনেকেই তাদের ফান্ড ফেরত নিয়েছে। 
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ১১১তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ২৪ দশমিক ৫৭৩৯ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। 
অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্মসচিব এসএম মনিরুল ইসলাম, উপসচিব মির্জা তারিক হিকমত ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#

রেজুয়ান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১২৮

জাকার্তার উদ্দেশে স¦াস্থ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) : 
    দক্ষিণ-পূর্ব এশিয়ার অবহেলিত ট্রপিক্যাল রোগ নির্মূল অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল থাই এয়ারওয়েজ যোগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
    ‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবহেলিত ট্রপিক্যাল রোগ নির্মূল: প্রতিশ্রুতি রক্ষা’ শীর্ষক তিন দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের এ আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল থেকে শুরু হবে। বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের (সিয়ারো) কার্যালয়ের উদ্যোগে জাকার্তার ওয়েস্টিন হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
    সম্মেলনে কালাজ¦র, ফাইলেরিয়া, লেপ্রোসিসহ বিভিন্ন ট্রপিক্যাল রোগ নির্মূলে বিশ^ স্বাস্থ্য সংস্থা গৃহীত কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সিয়ারোর ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
    সম্মেলনের পাশাপাশি মোহাম্মদ নাসিম অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সাথে একান্ত বৈঠকেও মিলিত হবেন। আগামী ২৭ এপ্রিল মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যায়।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১১২৭     

১ম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির মেধা তালিকা প্রকাশি
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি ও ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা ২৫ এপ্রিল মঙ্গলবার প্রকাশ 
করা হবে। ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে এবং রাত ৯টা থেকে ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং এ ফলাফল পাওয়া যাবে।
    ঝগঝ করার জন্য যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>ধঃফম<ংঢ়ধপব>ৎড়ষষ হড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করলে ফল জানা যাবে।
#
ফয়জুল/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা             

তথ্যবিবরণী                                            নম্বর : ১১২৬

বাঁশখালী উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা 

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায়   ২৫ এপ্রিল মঙ্গলবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 
    এছাড়া সরকারি,    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
    উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
    জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
#
আলমগীর/অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১৫২৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১২৫   

স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ২৪-২৮ এপ্রিল উধৎরিহ, ঘড়ৎঃযবৎহ ঞবৎৎরঃড়ৎু, অঁংঃৎধষরধ তে অনুষ্ঠেয় ঈচঅ গরফ-ণবধৎ ঊীবপঁঃরাব ঈড়সসরঃঃবব গববঃরহম এ অংশগ্রহণের জন্য রোববার ঢাকা ত্যাগ করেন। 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান। 
#
নুরুল/অনসূয়া/নুসরাত/গিয়াস/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা        
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১২৪ 
বন্দর দিবসে প্রধানমন্ত্রীর বাণী 
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ এপ্রিল বন্দর দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ১৩০তম বন্দর দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি চট্টগ্রাম বন্দরসহ দেশের সকল বন্দরের শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।  
বাংলাদেশের প্রধান ও গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। প্রাচীনকাল থেকে শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নয়, এ অঞ্চলের সভ্যতার ক্রমবিকাশে এ বন্দরের বিশেষ প্রভাব রয়েছে।  
বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের রয়েছে অফুরন্ত সম্ভাবনা। বিশ্বের অন্যান্য আধুনিক বন্দরসমূহের সাথে সংগতি রেখে উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ করে এ বন্দরকে একটি বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দরে উন্নীত করার লক্ষ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। স্বয়ংক্রিয় কন্টেইনার অপারেশন নিয়ন্ত্রণ পদ্ধতি সিটিএসএস এবং বন্দরে নিরাপদে জাহাজ যাতায়াত ও বহিঃনোঙ্গর অবস্থানকালীন জাহাজসমূহকে সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আধুনিক ভিটিএমআইএস চালু করা হয়েছে। এ বন্দরের সামগ্রিক কার্যক্রম ডিজিটালাইজড্ করার প্রক্রিয়া চলছে। আমাদের বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে এ বন্দরের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশসমূহকে ব্যবহারের সুবিধা প্রদানের জন্য এ বন্দরকে আরো আধুনিক ও আকর্ষণীয় বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো লাভবান হতে পারবে।     
আমি আশা করি, চট্টগ্রাম বন্দরের সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করে যাবেন। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এ বন্দর আরো কার্যকর ভূমিকা রাখবে।      
আমি ১৩০তম বন্দর দিবসে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।     
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/জসীম/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১০০০ ঘণ্টা 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                              নম্বর : ১১২৩ 
বন্দর দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৫ এপ্রিল বন্দর দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :    
“চট্টগ্রাম বন্দরের ১৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ‘বন্দর দিবস’ পালনের আয়োজনকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে আমি বন্দর কর্তৃপক্ষ, বন্দর ব্যবহারকারী, কর্মরত কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
১৮৮৮ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তার আগে থেকেই জাতীয় উন্নয়নে এ বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভূ-রাজনৈতিক বিবেচনায় এ বন্দরের গুরুত্ব আজ বিশ্বব্যাপী স্বীকৃত। 
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। সত্তর দশকের শেষের দিকে এ বন্দর কন্টেইনার বন্দরের যুগে প্রবেশ করে। ২০১৬ সালে এ বন্দর ২৩ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডেলিং করেছে, যা খুবই প্রশংসনীয়। বিগত অর্থবছরে চট্টগ্রাম বন্দর ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে এবং লয়েড’স লিস্টের জরিপে চট্টগ্রাম বন্দর বিশ্বের ১০০টি কন্টেইনার পোর্টের  মধ্যে ১১ ধাপ এগিয়ে ৭৬তম অবস্থানে উন্নীত হয়েছে। বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্ণফুলি কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া টার্মিনাল ও বে টার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বন্দরের কর্মদক্ষতা ও সামগ্রিক কার্যক্রমে এ ধরণের গতিশীলতা অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দর আরো সমৃদ্ধি ও দক্ষতা অর্জনে সক্ষম হবে। এ বন্দরকে এতদঞ্চলের একটি আধুনিক এবং উন্নত বন্দর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বন্দর কর্তৃপক্ষের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।  
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আগামীতেও চট্টগ্রাম বন্দরের গৌরবোজ্জ¦ল ভূমিকা অক্ষুণœ থাকবে, এটাই দেশবাসীর প্রত্যাশা।
আমি বন্দর দিবস, ২০১৭ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/জসীম/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১০০০ ঘণ্টা 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

Todays handout (4).docx