Handout Number: 3354
Government to Reward the First Hotel Declared Free from Single-Use Plastics
-- Environment Advisor
Cox’s Bazar, 24 April:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has announced that the government will recognize and reward the first hotel in the country to declare itself free from single-use plastics.
Environment Advisor emphasized that stopping the use of single-use plastics is essential for ensuring clean air for future generations and children. ‘Polythene may seem cheap, but we are paying a heavy price for it—with health issues like cancer,’ she said. She urged everyone to use alternatives like jute or cloth bags instead of polythene shopping bags.
The Advisor made these remarks while addressing hotel owners at a meeting held at the Conference Room of the Cox’s Bazar Deputy Commissioner’s office today. The discussion focused on curbing the use of single-use plastics in the region’s hospitality sector.
The Advisor highlighted that the court has already imposed a ban on single-use plastics in coastal districts. She instructed the Deputy Commissioner to ensure strict monitoring of the ban’s implementation by deploying teams to hotels regularly. She also directed the authorities to work with all stakeholders to develop a comprehensive action plan.
‘Tourism is a vital part of our economy, but there can be no compromise when it comes to protecting the environment,’ she stated. Plastic pollution, she warned, threatens not just nature but the tourism industry itself.
Syeda Rizwana Hasan called for coordinated action from all concerned parties to help transform Cox’s Bazar into an eco-friendly and sustainable tourist destination.
She also discussed the harmful impacts of single-use plastics on beaches and nearby areas, seeking active cooperation from hotel owners to eliminate such use.
The meeting was chaired by Cox’s Bazar Deputy Commissioner Mohammad Salahuddin. Other notable attendees included Superintendent of Police Md. Saifuddin Shaheen, Cox’s Bazar Municipality Administrator Rubaiya Afroze, senior officials from various government departments, representatives of hotel owners, and several NGOs.
The Deputy Commissioner presented plans to eliminate the use of single-use plastics in Cox’s Bazar, while hotel owners assured their support.
Director of the Department of Environment (Cox’s Bazar) Jamir Uddin delivered a presentation on plastic pollution and its control. He announced an initiative to implement single-use plastic-free measures in 500 hotels and 300 restaurants across Cox’s Bazar by July 2025.
#
Dipankar/Mehedi/Sanjib/Salim/2025/21.30 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ৩৩৫৩
সর্বপ্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার
-- পরিবেশ উপদেষ্টা
কক্সবাজার, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সর্বপ্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণাকারী হোটেলকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেবে সরকার।
উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সন্তানদেরকে নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেয়ার জন্য সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, পলিথিন সস্তা নয়, এর বিনিময়ে আমাদের কঠিন মূল্য পরিশোধ করতে হচ্ছে, ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তিনি এসময় পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের বা চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
আজ কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কক্সবাজারস্থ সকল হোটেল মালিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, আদালত উপকূলীয় জেলাগুলোতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষেধাজ্ঞা দিয়েছেন। হোটেলে নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকে নিষেধাজ্ঞা বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত মনিটরিং করার জন্য তিনি ডিসিকে নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট সবার সাথে মিলে ওয়ার্কপ্ল্যান প্রস্তুত করার নির্দেশনাও প্রদান করেন।
রিজওয়ানা হাসান বলেন, পর্যটন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হলেও, পরিবেশ সুরক্ষার বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। প্লাস্টিক দূষণ শুধু প্রকৃতিকে নয়, পর্যটনকেও হুমকির মুখে ফেলছে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে কক্সবাজার একটি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে।
সভায় উপদেষ্টা সমুদ্রতট ও আশপাশের এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের বিরূপ প্রভাব তুলে ধরেন এবং তা বন্ধে হোটেল মালিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ-সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া, হোটেল মালিকদের প্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে তার পরিকল্পনা তুলে ধরেন। হোটেল মালিকগণও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জমির উদ্দিন প্লাস্টিকের দূষণ ও নিয়ন্ত্রণ বিষয়ে উপস্থাপনা করেন। তিনি জুলাই ২০২৫ এর মধ্যে কক্সবাজারের ৫০০ হোটেল ও ৩০০ রেস্টুরেন্টে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত বাস্তবায়ন করার উদ্যোগের কথা জানান।
#
দীপংকর/মেহেদী/সঞ্জীব/সেলিম/২০২৫/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৫২
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি
- স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী Matteo Piantedosi-এর আসন্ন বাংলাদেশ সফর (আগামী ৫-৬ মে) বিষয়ে আলোচনা হয়। এছাড়া অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবি’কে উন্নত প্রশিক্ষণ প্রদান, জনশৃঙ্খলা রক্ষা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি-সহ দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ইতালিতে কর্মরত বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখছে। বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি দক্ষ কর্মী দেশটিতে কাজ করছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে সেখানে কর্মরত দক্ষ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরো বাড়বে এবং এর মাধ্যমে দু’দেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আরো দৃঢ়তর হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে রাষ্ট্রদূত জানান, সফরে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস; পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ৫ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অভ্ অনার প্রদান করা হবে এবং তাঁর (স্বরাষ্ট্র উপদেষ্টা) সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেসময় উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে অবৈধ অভিবাসন রোধ, আন্তঃদেশীয় অপরাধ দমন, দু’দেশের পুলিশের পারস্পরিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে ঘোষণা, সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হতে পারে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক নিয়মকানুন মেনে বৈধ চ্যানেলে জনশক্তি রপ্তানিতে আগ্রহী। তিনি বলেন, আমরা অবৈধ অভিবাসনের বিপক্ষে। ইতালি-সহ বিভিন্ন দেশে গমনের ক্ষেত্রে যেসব দালাল ও অবৈধ মানবপাচার চক্র সক্রিয় রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রদূত এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন এবং ইতালি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) মোঃ শামীম খান, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-১) মুঃ জসীম উদ্দিন খান, ঢাকাস্থ ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাচে Giuseppe Di Giovanni প্রমুখ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মেহেদী/মাহমুদুল/রানা/তরিকুল/সঞ্জীব/শামীম/২০২৫/২০০০ ঘণ্টা
Handout Number: 3351
All Illegal Occupations of Public Land Will Be Cleared
--- Environment Advisor
Cox’s Bazar, 24 April:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has announced that approximately 12,000 acres of forestland in Cox’s Bazar, previously allocated to various agencies, will be returned to the Forest Department.
Speaking to the media following a visit to the municipal garbage dumping site on the banks of the Bakkhali River, the Advisor said that steps will be taken to free Cox’s Bazar’s rivers, forests, and beaches from encroachment and pollution. No construction will be allowed in Ecologically Critical Areas (ECA) without proper authorization. No government or private construction will be considered without approval from the Department of Environment, Forest Department, and the District Administration.
The Environment Advisor emphasized that any violations of regulations will be dealt with legally. ‘If we do not immediately curb the encroachment and pollution of the beach, it will soon turn into private property. We will not allow that to happen,’ she warned.
Rizwana Hasan mentioned that, considering the limited timeframe, the current government is prioritizing several urgent actions. Already, 700 acres of forestland in Cox’s Bazar have been recovered. She added that construction on 150 acres of illegally occupied forestland by an individual is being halted, and 20 acres allocated for a football academy are being reclaimed. She also noted that she has requested the District Commissioner to recover 51 acres of land since assuming her responsibilities. Additionally, efforts are underway to return land allocated to BEZA on Sonadia Island to the Forest Department.
Present during the visit were Brigadier General (Retd) Dr. M Sakhawat Hussain, Advisor to the Ministries of Shipping and Labour & Employment; Md. Nazmul Ahsan, Secretary of the Ministry of Water Resources; Md. Salahuddin, Deputy Commissioner of Cox’s Bazar; Md. Saifuddin Shahin, Superintendent of Police; Molla Rezaul Karim, Conservator of Forests, Chattogram Forest Circle; and Rubaiya Afroze, Administrator of Cox’s Bazar Municipality. Senior officials from various government departments were also in attendance.
#
Dipankar/Mehedi/Mahmudul/Rana/Rafiqul/Joynul/2025/2020 hour
Handout Number: 3350
Demarcating Forest Boundaries, Zero Tolerance Against Illegal
Sand Mining and Encroachment: Advisor Rizwana Hasan in Chattogram
Chunati (Chattogram), 24 April:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has said that the boundary demarcation of Chunati Wildlife Sanctuary is currently underway. She emphasized a zero-tolerance approach against illegal sand mining and forest encroachment. The district administration and police have been instructed accordingly. Strong protective measures will be taken in areas where sand extraction occurs to ensure that no one can enter or exit unlawfully.
The Advisor made these remarks during a media briefing following a meeting with officials of the Chattogram Forest Circle at the Chunati Range Office under Lohagara Upazila of Chattogram.
The Environment Advisor stated that an action plan will soon be implemented on ground. After the boundary is finalized, efforts will be intensified to safeguard the existing forest. Eviction drives against illegal encroachers will be carried out. She added that subsequent steps will be taken carefully to avoid causing hardship to local communities.
Regarding human-elephant conflict, she stressed the need for urgent and effective measures. She mentioned that in the past, elephants were killed for their tusks and bones. To combat such organized crime, intelligence agencies will be engaged if necessary.
Following the briefing, the Advisor visited several areas within the Chunati Range that have been affected by hill cutting and illegal occupation. Later, she visited the Dulahazara Safari Park in Cox’s Bazar, where she observed the park’s overall management, animal habitats, veterinary care, and feeding systems. She exchanged views with officials and stressed the importance of developing eco-friendly infrastructure and enhancing visitor facilities at the park. She also instructed concerned authorities to take effective measures to prevent wildlife trafficking and illegal hunting.
During the visits, the Advisor was accompanied by Molla Rezaul Karim, Conservator of Forests, Chattogram Forest Circle; Md. Sanaullah Patwari, Conservator of Forests, Wildlife and Nature Conservation Region; the Divisional Forest Officer of Dulahazara Safari Park; senior officials from the District Administration, Department of Environment, Forest Department, and Ministry of Water Resources.
#
Dipankar/Mahmudul/Rana/Tarikul/Shamim/2025/1815 hours
তথ্যবিবরণী নম্বর: ৩৩৪৯
কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে
- পানি সম্পদ উপদেষ্টা
কক্সবাজার, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে। তিনি বলেন, কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাঁকখালী নদীর তীর থেকে অবৈধ দখলদারকে যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করা হবে। আজ কক্সবাজারের বাঁকখালী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, এখনো কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাঁকখালী নদীর তীরের অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে এবং এজন্য যা করা দরকার আমরা তাই করবো। নদীর ফোরশোরটা গেজেট হয়ে আছে এবং যত দ্রুত সম্ভব নদী দখলমুক্ত করা হবে।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ-সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
মামুন/মাহমুদুল/তরিকুল/রফিকুল/শামীম/২০২৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৪৮
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’র অভিযান ও ৫০ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ কাজ চলমান থাকায় ২টি স্থাপনার অংশবিশেষ ভ্রাম্যমান আদালত কর্তৃক অপসারণ করা হয় এবং অনুমোদন ছাড়া ভবন নির্মাণের জন্য ইমারত নির্মাণ আইন অনুযায়ী ১টি ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
#
আলমগীর/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৪৭
বন দখলকারী এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে
- পরিবেশ উপদেষ্টা
লোহাগাড়া (চট্টগ্রাম), ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চুনতি অভয়ারণ্যের সীমানা নির্ধারণের কাজ চলছে। বালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জেলা প্রশাসন ও পুলিশকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব জায়গায় বালু উত্তোলন হয় সেখানে এমন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ ঢুকতে বা বেরোতে না পারে।
আজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বন বিভাগের চট্টগ্রাম সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অচিরেই একটি কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামা হবে। সীমানা নির্ধারণের পর বিদ্যমান বন রক্ষায় জোর দেওয়া হবে। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। মানুষের দুর্ভোগ না বাড়িয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাতি-মানুষ দ্বন্দ্ব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তিনি বলেন, একসময় হাতির দাঁত ও হাড়ের জন্য হাতি মারা হতো। এই ধরনের অর্গানাইজড ক্রাইম রোধে প্রয়োজনে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হবে।
রিজওয়ানা হাসান বলেন, হাতি-মানুষ দ্বন্দ্বের সমাধানে মাঠ পর্যায়ে কাজ করা হবে। বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে আছে। পরে তিনি চট্টগ্রামের চুনতি রেঞ্জের আওতাধীন এলাকার পাহাড় কাটা ও অবৈধ দখলের স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এসময় তিনি পার্কের সার্বিক ব্যবস্থাপনা, প্রাণীদের আবাস, চিকিৎসা ও খাদ্য সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পার্কে পরিবেশবান্ধব অবকাঠামো ও দর্শনার্থীবান্ধব সুযোগ-সুবিধা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন্যপ্রাণী পাচার ও অবৈধ শিকার রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো: সানাউল্লাহ পাটোয়ারী, ডুলাহাজারা সাফারি পার্কের বিভাগীয় বন কর্তকর্তা, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
দীপংকর/মাহমুদুল/রানা/রফিকুল/শামীম/২০২৫/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৪৬
জাপানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু
টোকিও, (২৪ এপ্রিল):
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব বলেন, ই-পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরো সহজ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন দেশে সময়মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, সরকার তার সমাধান করেছে। এখন স্বল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাচ্ছে।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, জাপানে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি, জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
#
ইমরানুল/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর:৩৩৪৫
ঢাকায় ইন্টারন্যাশনাল এক্সপোজিশনে বিদেশি ক্রেতাসহ ১২০টি কোম্পানির অংশগ্রহণ
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্পের আওতায় ‘ইন্টারন্যাশনাল এক্সপোজার মিট বাংলাদেশ’ প্রদর্শনীতে আজ ১২০টির বেশি কোম্পানি অংশ নিয়েছে। সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা এতে অংশ নিয়েছেন। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি উৎপাদনকারী বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করবেন।
এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করা উচিত। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। এজন্য আমাদের দুর্নীতি দূর করে স্বচ্ছতা বাড়াতে হবে।
তিনি বলেন, দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) সম্প্রতি একটি সফল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করেছে। সেখানে আমরা আমাদের সক্ষমতা এবং সুযোগগুলো সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের অবহিত করেছি।
বাংলাদেশের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, নানা প্রতিবন্ধকতার মাঝেও তারা বাংলাদেশকে উন্নত পর্যায়ের নিয়ে এসেছেন। এছাড়া, পণ্য প্রদর্শনকারীসহ বিদেশি ক্রেতাদেরও তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ব ব্যাংক বাংলাদেশের সিনিয়র অপারেশন অফিসার এন্ড এক্টিং কান্ট্রি ডিরেক্টর সোহাইল কাসিম ও বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও EC4J প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর মো: আব্দুর রহিম খান সমাপনী বক্তব্য প্রদান করেন।
#
কামাল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মিতু/আসমা/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৪৪
গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল
- অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছর বাংলাদেশের শাসন কাঠামোতে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
আজ ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আমজনতার দলের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সাথে আলোচনা করে একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা, যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি করবে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের অব্যাহত আলোচনা নতুন বাংলাদেশ বিনির্মাণে অনুঘটক হিসেবে কাজ করবে।
আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে আলোচনায় আরো অংশগ্রহণ করেন দলটির সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য সাধনা মহল এবং তামান্না শিখাসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের মতামত পেয়েছে। আমজনতার দলসহ এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
#
পবন/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মিতু/আসমা/২০২৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৪৩
কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগকে ফেরত দেয়া হচ্ছে
কক্সবাজার, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দকৃত কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেয়া হচ্ছে। তিনি বলেন, কক্সবাজারের নদী, বনভূমি ও সি-বিচ দখল ও দূষণমুক্ত করা হবে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অনুমতি ছাড়া কোনো কিছু নির্মাণ করা যাবে না। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি নির্মাণ বিবেচনা করা হবে না।
আজ কক্সবাজারের বাকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সি-বিচ দখল ও দূষণের লাগাম না টানলে এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তিতে পরিণত হবে। বিধি লঙ্ঘিত হলে তা আইনগতভাবে মোকাবিলা করতে হবে। বর্তমান সরকার সীমিত সময় বিবেচনায় কয়েকটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছে। তিনি জানান, কক্সবাজারের ৭০০ একর বনভূমি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৫০ একর বনভূমিতে ব্যক্তিমালিকানাধীন বিল্ডিংয়ের নির্মাণ বন্ধ করা হচ্ছে। ফুটবল একাডেমির জন্য বরাদ্দকৃত ২০ একর জমি ফেরত আনা হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ৫১ একর জমি উদ্ধারে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। সোনাদিয়া দ্বীপে বেজার জন্য বরাদ্দকৃত জমিও বন বিভাগের আওতায় ফেরত আনার প্রক্রিয়া চলছে।
এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ।
#
দীপংকর/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মিতু/আসমা/২০২৫/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৪২
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাব পোস্ট অফিসের নাম পরিবর্তন
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
খুলনার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাব পোস্ট অফিসের নামকরণ করা হয়েছে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাব পোস্ট অফিস (পোস্ট কোড-৮১০৫)’। ডাক অধিদপ্তর জানিয়েছে, পোস্ট অফিসের অভ্যন্তরে ডিজিটাল ডাককেন্দ্র (ই-সেন্টার) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিজিটাল ডাককেন্দ্র (ই-সেন্টার) নামে অভিহিত হবে।
#
মমতাজ/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/আসমা/২০২৫/১০০০ ঘণ্টা
Handout Number: 3341
Bangladesh reaffirms co