তথ্যবিবরণী নম্বর: ২৯৬৭
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে পাকিস্তানের মানবসম্পদ
উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ২৯ ফাল্গুন (১৪ মার্চ):
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে পাকিস্তানের প্রবাসী পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন (Chaudhry Salik Hussain) সৌজন্য সাক্ষাৎ করেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় আজ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে উপদেষ্টা বর্তমানে জেনেভা সফরে রয়েছেন।
সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার পর্যটন সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়সমূহ স্থান পায়।
এ সকল বিষয়ে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে মর্মে উভয় পক্ষ একমত হয়। এ লক্ষ্যে স্বল্পতম সময়ের মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে মর্মেও অভিমত ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকারে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান এবং জেনেভাস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
#
মালেক/মাহমুদুল/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৯৬৬
আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে
তুলতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ
-- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ঢাকা, ২৯ ফাল্গুন (১৪ মার্চ):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শোভন কর্মপরিবেশ গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
উপদেষ্টা আজ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। তিনি আইএলও-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে বর্তমানে জেনেভা সফরে রয়েছেন।
জেনেভাস্থ বাংলাদেশ মিশন আয়োজিত এ মতবিনিময় সভায় জাপান, তানজানিয়া, নাইজার, মালওয়ি এর ৪ জন মিনিস্টার এবং যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, ওমান, ফিলিপিন, নেপাল, নেদারল্যান্ডস এবং মোজাম্বিকসহ ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক ও মালিকদের সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী শ্রমিক তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে। উপদেষ্টা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সকল উন্নয়ন সহযোগী দেশের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় শেষে ২০টি দেশের আমন্ত্রিত অতিথিদের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান সচিব, জেনেভাস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এক নৈশভোজে অংশগ্রহণ করেন।
#
মালেক/মাহমুদুল/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৯৬৫
মরক্কোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদের
বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ, পাসপোর্ট বাতিল
ঢাকা, ২৯ ফাল্গুন (১৪ মার্চ):
মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয়েছিল। এ সত্ত্বেও তিনি তার পদে বহাল থেকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব ত্যাগ করেন। বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে, তিনি বিভিন্ন অজুহাতে তার যাত্রা বিলম্বিত করেন। মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে। গত ৬ মার্চ ২০২৫ তারিখে তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরত আসেননি।
আজ হারুন আল রশিদ তার ফেসবুক প্রোফাইলে তিনি ‘A Plea for Bangladesh-and for Myself Subject: Bangladesh’s Descent into Anarchy under Yunus The World’s Silence is painful’ শীর্ষক একটি লেখা পোস্ট করেছেন যেখানে তিনি পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করেছেন। তার পোস্টে হারুন আল রশিদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টাসহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছেন।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এ ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক। এরূপ রচনা লেখকের গোপন উদ্দেশ্য বা অসৎ অভিসন্ধির ইঙ্গিত দেয়।
বাংলাদেশে প্রত্যাবর্তন করে মন্ত্রণালয়ে যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে ‘নির্যাতিত কূটনীতিক’, ‘নির্বাসিত ঔপন্যাসিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ হিসেবে উল্লেখ করেছেন, যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায়ে করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে হারুন আল রশিদ এবং তার পরিবারের পাসপোর্টসমূহ বাতিলের ব্যবস্থা নিয়েছে। এছাড়া তার এমন কর্মকাণ্ডের জন্য মন্ত্রণালয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কর্মকর্তা ও কর্মচারীর এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে প্রশয় দেয় না এবং ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
কামরুল/মাহমুদুল/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৯ ফাল্গুন (১৪ মার্চ):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দেশব্যাপী সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
#
সফিউল/শাহিদা/ফাতেমা/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৩৩০ ঘণ্টা