তথ্যবিবরণী নম্বর: ২২৯৫
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তদের হামলা: তিতাসের কর্মকর্তা-কর্মচারী আহত
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
আজ সোনারগাঁও-এর মৈষটেক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে মিরেরটেক বাজার সংলগ্ন দুই ইঞ্চি ডায়াবিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্গবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করেছে। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও- এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়া তিতাসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের দুই জন শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে উক্ত অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ২০০টি বাড়ির ২০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অভিযানে প্রায় ১০০ ফিট এমএস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে গাজীপুরের জয়দেবপুরে ফকির মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের সাথে জড়িত থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ৩/৪ ইঞ্চি ব্যাসের ৭০০ ফুট পাইপলাইন উত্তোলনপূর্বক জব্দ করা হয়। অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ফলে ৩০০টি বাড়ির ৩০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া দুই ইঞ্চি ব্যাসের একটি, এক ইঞ্চি ব্যাসের একটি এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ১১টি পয়েন্ট কিল করা হয়।
উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৪ হতে ৭ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিক-সহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১ দশমিক ৬৫ লাখ টাকা। এছাড়া এ সকল অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
#
শফি/রানা/সঞ্জীব/শামীম/২০২৫/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৯৪
একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।
প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ ঢাকায় পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: অর্থ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম কর ভবন নির্মাণ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প ‘মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং’ প্রকল্প, ‘মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (১ম সংশোধিত)’ প্রকল্প এবং ‘Establishment of Global Maritime Distress and Safety System & Integrated Maritime Navigation System (EGIMNS)’ প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ প্রকল্প ও ‘সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প। এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত)’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯নং কূপ (অনুসন্ধান কূপ) খনন’ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘Construction of Bangladesh Buddhist Monastery Complex at Lumbini Conservation Area, Nepal’ প্রকল্প এবং খাদ্য মন্ত্রণালয়ের ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত’ প্রকল্প।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ইতিমধ্যে অনুমোদিত নয়টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন। সেগুলো হলো: (১) রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স, বিভাগীয় কমিশনার ও ডিআইজি’র বাংলো নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প (২) সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ (২য় সংশোধিত) প্রকল্প (৩) উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প (৪) সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প (৫) মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (৬) আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প (৭) পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ (২য় সংশোধিত) প্রকল্প (৮) বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (২য় পর্যায়) (৯) আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট -২য় পর্যায় (২য় সংশোধিত) প্রকল্প।
একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা এসব তথ্য জানান।
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ একনেক সভায় অংশগ্রহণ করেন।
#
মাহমুদুল/মেহেদী/পবন/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৫/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৯৩
অবৈধ ইটভাটা, পলিথিন, কালো ধোঁয়া, উন্মুক্ত নির্মাণ
সামগ্রী রেখে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
বায়ুদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট আজ ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরে অভিযান পরিচালনা করেছে।
অভিযানে ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরো ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৩ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।
ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা-সহ কয়েকজন চালককে সতর্ক করা হয়।
ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা এবং কয়েকজনকে সতর্ক করা হয়।
পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
#
দীপংকর/মেহেদী/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৯২
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সোয়াচ অভ্ নো-গ্রাউন্ডের
ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার
-- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকার সোয়াচ অভ্ নো-গ্রাউন্ড মেরিন প্রটেক্টেড এরিয়ার (SONG-MPA) সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই পরিকল্পনার মাধ্যমে ডলফিন, তিমি, হাঙ্গর, শাপলাপাতা মাছ ও সামুদ্রিক কাছিম-সহ বিপন্ন সামুদ্রিক প্রাণী এবং তাদের বাসস্থান রক্ষা করা হবে।
আজ সোয়াচ অফ নো-গ্রাউন্ড মেরিন প্রটেক্টেড এরিয়ার (SONG-MPA) সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, এই পরিকল্পনা টেকসই মৎস্য আহরণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা এবং সুনীল অর্থনীতির বিকাশে সহায়ক হবে। পরিকল্পনায় মৎস্য আহরণ, জাহাজ চলাচল, দূষণ নিয়ন্ত্রণ এবং পর্যটন নিয়ন্ত্রণের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, পরিকল্পনায় মাছের প্রজনন ও পোনা লালন-পালন, সামুদ্রিক বন্যপ্রাণী সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ এ তিনটি এলাকা চিহ্নিত করা হয়েছে। সংরক্ষিত এলাকার পরিধি ১ হাজার ৭৩৮ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ৬ হাজার ৮৬৬ বর্গকিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, যুগ্মসচিব (বন) শামিমা বেগম এবং উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রণীত ব্যবস্থাপনা পরিকল্পনা উপস্থাপন করেন ওয়ার্ল্ড কনজারভেশান সোসাইটির সিনিয়র এডভাইজার ড. সৈয়দ আরিফ আজাদ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে এই উদ্যোগটি বিভিন্ন সংস্থা ও উপকূলীয় জনগণের সহযোগিতায় বাস্তবায়িত হবে। এটি সামুদ্রিক সম্পদের সুষম ব্যবহার ও পরিবেশ সংরক্ষণের ভারসাম্য নিশ্চিত করবে।
#
দীপংকর/মেহেদী/সায়েম/পবন/রফিকুল/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা
Handout Number: 2291
Government Finalizes Management Plan
to Protect Marine Biodiversity in Swatch of no-ground Area
--- Environment Advisor
Dhaka, 8 January:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, and the Ministry of Water Resources, announced that the government has finalized the Integrated Management Plan for the Swatch of No-Ground Marine Protected Area (SONG-MPA). The plan aims to safeguard globally threatened marine species such as dolphins, whales, sharks, rays, and turtles, along with their habitats, through marine spatial planning, community engagement, and multi-agency enforcement.
Environment Advisor said this in a meeting for finalizing the Integrated Management Plan for the Swatch of no-ground Marine Protected Area (SONG-MPA) held virtually on Wednesday.
The Advisor highlighted that the plan not only ensures biodiversity protection but also supports sustainable marine fisheries and coastal livelihoods, contributing to a resilient blue economy. The plan emphasizes strategic zoning, pollution control, and active participation of coastal communities as stewards of the marine ecosystem.
She said led by the Ministry of Environment, Forest and Climate Change, the initiative underscores a collaborative approach with multiple agencies and coastal communities to balance marine resource utilization with environmental preservation. The plan is a cornerstone for advancing Bangladesh’s commitment to marine biodiversity conservation and a thriving blue economy.
The management plan integrates data from comprehensive surveys, stakeholder consultations, and research, detailing current conditions, proposed strategies, and actionable recommendations. It designates critical zones, including Fish Spawning, Marine Wildlife Protection, and Sustainable Fishery areas. A key proposal is to expand the protected area from 1,738 km² to 6,866 km² to ensure broader biodiversity conservation and enhance the sustainability of marine resources.
#
Dipankar/Sayem/Paban/Rafiqul/Joynul/2025/1840 hour
তথ্যবিবরণী নম্বর: ২২৯০
কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ রাজধানীর কড়াইলে সুইডিশ দাতা এজেন্সি সিডার অর্থায়নে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় পরিচালিত আলো ক্লিনিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নগর স্বাস্থ্য ব্যবস্থায় এ ধরনের ক্লিনিকের উপযোগিতা রয়েছে। এরকম উদ্যোগে রোগীরা যেমন হাতের কাছেই দ্রুত চিকিৎসাসেবা পাবে, তেমনি তা অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর চাপ কমাবে। তিনি হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা ব্যবস্থার খোঁজখবর নেন।
এ সময় আলো মডেল ক্লিনিক প্রজেক্টের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, আলো ক্লিনিক একটি দুই বছরের পাইলট প্রকল্প, যা শহরের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। এ ক্লিনিকে সাধারণ রোগ, প্রসবপূর্ব এবং প্রসব-পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনার সহায়তা, ইপিআই টিকাদান এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মৌসুমী রোগ-সহ অসংক্রামক রোগের চিকিৎসা প্রদান করা হয়। সকল সেবা বিনামূল্যে প্রদান করা-সহ ২৩ ধরনের ওষুধ রোগীদের সরবরাহ করা হয়। এছাড়া রোগী নিবন্ধন থেকে শুরু করে প্রেসক্রিপশন লেখা এবং পরীক্ষার ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালাইজড পদ্ধতিতে সম্পন্ন করা হয়। তাই একবার নিবন্ধিত হলে ভবিষ্যতের যেকোনো চিকিৎসা বা ফলোআপের জন্য চিকিৎসকরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য দেখতে পারেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভেনডেনেন্ট উপস্থিত ছিলেন।
#
শাহাদত/সায়েম/পবন/রফিকুল/সেলিম/২০২৫/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৮৯
প্রাথমিক ও গণশিক্ষার নতুন সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার যোগদান
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
আবু তাহের মোঃ মাসুদ রানা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে আজ যোগদান করেছেন। তাঁর পরিচিতি নম্বর ৬২৬২। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
আবু তাহের মোঃ মাসুদ রানার সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন সংক্রান্ত আজ এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
#
জাহাঙ্গীর/সায়েম/পবন/রফিকুল/সেলিম/২০২৫/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৮৮
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক-সহ আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মামুন/সায়েম/পবন/রফিকুল/জয়নুল/২০২৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৮৭
টিসিবির কার্যক্রম পরিচালিত হবে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে
-বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,কাগুজে ব্যবস্থার পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে এখন থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর কার্যক্রম পরিচালনা করা হবে।
উপদেষ্টা আজ ঢাকায় তেজগাঁওয়ে বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভরতুকি মূল্যে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবিরপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমে নৈরাজ্য ও দুবৃত্তায়ন হয়েছে সেটা দূর করতে ডিজিটালাইজড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই এ কার্যক্রমের আওতায় ৬৩ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া, তিনি ন্যয়ভিত্তিক বিতরণ কার্যক্রমের পাশাপাশি ক্রয়কে আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
টিসিবির কার্যক্রম বাড়ানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, টিসিবি মোট ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে, এতে সরকারি ভরতুকি সাড়ে চার হাজার কোটি টাকা। সরকার টিসিবির ক্রয় কার্যক্রমে অধিক সংখ্যক ব্যবসায়ীকে সংযুক্ত করতে আগ্রহী। ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় হতে এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারলে বেশি সংখ্যক উপকারভোগীর কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেয়াযাবে। বাণিজ্য উদারীকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, সাময়িক মজুতদারির জন্য চালের বাজার অস্থিতিশীল। মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে।
আলুর বাজার প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, এ বছরের অভিজ্ঞতায় আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুত করা হবে। হিমাগারে আলু সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমদানি করা আলু ও দেশে উৎপাদিত আলু সেখানে সংরক্ষণ করা হবে। তিনি আশা করে বলেন, আগামীতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে।
উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক ভোজ্যতেল দুই লিটার ২০০ টাকা, মসুর ডাল দুই কেজি ১২০ টাকা এবং এক কেজি চিনি ৭০ টাকায় কিনতে পারবেন।
#
কামাল/শাহিদা/রবি/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১২১২ ঘণ্টা