তথ্যবিবরণী নম্বর : ৩০২৯
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শিড়্গামন্ত্রীর শোক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের একজন দিকপাল সৈয়দ শামসুল হক মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাঙালি চেতনা শক্তিশালী লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।
শিড়্গামন্ত্রী মরহুমের রম্নহের মাগফিরাত কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৮
বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর):
দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং টিপু সুলতান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সিওপি২২ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সিওপি২২ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে সফল করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি গ্লোবাল ফরেস্ট ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বনভূমি বৃদ্ধি পাওয়ার বিষয়টি পত্রিকায় প্রকাশের পাশাপাশি ফেসবুকে প্রচারের জন্য বন অধিদপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে শেখ রাসেল এ্যাভেয়ারি (২য় ফেজ) প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৭
তথ্যমন্ত্রীর সাথে ভারতীয় প্রেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
বাংলাদেশে সফররত প্রেস কাউন্সিল অভ্ ইন্ডিয়ার চেয়ারম্যান বিচারপতি চন্দ্রমৌলি কুমার প্রসাদ (ঈযধহফৎধসধঁষর কঁসধৎ চৎধংধফ)সহ ১১ সদস্যের প্রতিনিধিদল আজ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাড়্গাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, তথ্য সচিব মরতুজা আহমদ এবং প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার উপসি'ত ছিলেন।
ভারতীয় প্রেস কাউন্সিল সদস্যের সাথে তথ্যমন্ত্রী উভয় দেশের প্রেক্ষাপটে গণমাধ্যম ও প্রেস কাউন্সিলের ভূমিকা বিষয়ে বলেন, সমগ্র বিশ্বের মতো বাংলাদেশ এবং ভারতও মূল চারটি ক্ষেত্রে সংগ্রামে অবতীর্ণ। দারিদ্র্যমুক্তি, পরিবেশ পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উত্তরণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় রত আমরা। ঠিক এই মুহূর্তে গণমাধ্যমের ভূমিকা অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ। ছাপার পাশাপাশি বৈদ্যুতিক গণমাধ্যমের অভাবনীয় প্রসার গণমাধ্যম ক্ষেত্রেরও ব্যাপক বিসত্মার ঘটিয়েছে। গণমাধ্যমের পক্ষে এখন জাতীয় উত্তরণে শক্তিশালী ভূমিকা রাখা সম্ভব।
প্রেস কাউন্সিল একই সাথে গণমাধ্যমের পবিত্রতা বজায় রাখা এবং সাংবাদিক ও জনগণের অধিকার সমুন্নত রাখার দায়িত্বে নিয়োজিত উলেস্নখ করে হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমের প্রসার ও কল্যাণে গণমাধ্যম বিশেষজ্ঞদের সহায়তায় যুগোপযোগী নীতি ও আইন প্রণয়ন করছে।
ভারতীয় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি চন্দ্রমৌলি কুমার প্রসাদ গণমাধ্যমের জন্য রোয়েদাদ বোর্ড প্রণয়নকে বাংলাদেশ সরকারের অনন্য কৃতিত্ব বলে আখ্যায়িত করেন। ভারত সরকার এখনও এমন ব্যবস'া চালু করতে পারেনি, জানান তিনি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অভাবনীয় প্রসারে ভারত সরকার প্রেস কাউন্সিলকে ‘মিডিয়া কাউন্সিল’ হিসেবে নূতন নামকরণের বিষয়টি বিবেচনা করছে বলেও জানান তিনি।
বিচারপতি চন্দ্রমৌলি বলেন, ভারতীয় প্রেস কাউন্সিলের কাছে মূলত দু’ধরনের অভিযোগ আসে। সরকারি দপ্তরের বিরম্নদ্ধে সংবাদকর্মীদের অভিযোগ এবং অপরদিকে সংবাদকর্মীদের বিরম্নদ্ধে জনগণের অভিযোগ। কারো অধিকার যাতে ক্ষুণ্ন না হয় সে বিষয়ে দৃষ্টি রেখে কাজ করে এ কাউন্সিল।
বৈঠকে তথ্য সচিবের পরিচালনায় খোলামেলা আলোচনায় অংশ নেন ভারতীয় প্রেস কাউন্সিলের সচিব পুণম সিকব্বাল ও কাউন্সিল সদস্য বিপিন নেওয়ার, ড. সুমন গোপ্ত, প্রকাশ দুবে, কসুরি অমল নাথ, রাজিব রঞ্জন নাথ, প্রজানন্দ চৌধুরী, এস এন সিনহা, সিকে নায়ক এবং রবীন্দ্র কুমার।
#
আকরাম/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৬
জঙ্গি-দুর্নীতি-ক্ষমতাবাজি দমনে তথ্য অধিকার আইন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
জঙ্গি দমন এবং দুর্নীতি ও ক্ষমতাবাজি বন্ধ করতে একটি বড় হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইন প্রয়োগের কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
‘তথ্য পেলে মুক্তি মেলে-সোনার বাংলার স্বপ্ন ফলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ২৮ সেপ্টেম্বর আনত্মর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে আজ সচিবালয়ের তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তথ্য কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর এবং এখানে জঙ্গি-দুর্নীতি-ক্ষমতাবাজির কোন স'ান নেই।
প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, তথ্য সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনের সচিব মো. রফিকুজ্জামান সংবাদ সম্মেলনে উপসি'ত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আনত্মর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রধান অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপসি'ত থাকবেন জানিয়ে বলেন, প্রথমবারের মতো এ আয়োজনে রাষ্ট্রপতির আগমন দিবসটির গুরম্নত্ব বৃদ্ধি করেছে। তিনি বলেন, সরকার এ আইনের প্রয়োগ উৎসাহিত করে কারণ সরকার স্বচ্ছতা চায়। দেশের সকল কাজেই পূর্ণ স্বচ্ছতা আনতে জনগণ ও গণমাধ্যমকে তাদের তথ্য পাবার অধিকার প্রয়োগ করতে হবে। এ কারণে জনসচেতনতামূলক কার্যক্রম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের দুই হাজার সাংবাদিককে তথ্য অধিকার আইন প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনের শুরম্নতেই প্রধান তথ্য কমিশনার দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে তথ্য অধিকার বিষয়ে আয়োজিত র্যালি ও সমাবেশসহ তথ্য কমিশনের কার্যাবলি তুলে ধরেন। এরপর তথ্য সচিব মরতুজা আহমদ জনগণের তথ্য পাবার বিষয়ে সরকারের আনত্মরিকতার কথা তুলে ধরতে গিয়ে বলেন, তথ্য অধিকার আইন জনগণের স্বাধীনতাকে অর্থবহ করে তুলেছে। টেকসই উন্নয়নে এ আইনের প্রয়োগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্মসচিব মোহাম্মদ নূরম্নল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. ইসতাক হোসেনসহ বিপুলসংখ্যক গণমাধ্যম কর্মী সংবাদ সম্মেলনে উপসি'ত ছিলেন।
#
আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৫
সৈয়দ শাসমুল হকের মৃত্যুতে মন্ত্রীবর্গের শোক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ পৃথক শোকবার্তায় স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর লেখকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উলেস্নখ্য, সৈয়দ হক ফুসফুসের ক্যান্সারে আক্রানত্ম হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস'ায় আজ ইনেত্মকাল করেন (ইন্নালিলস্নাহি--------রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
#
পরীড়্গিৎ/শহিদুল/নাছের/জাহাঙ্গীর/কুতুবুদ-দ্বীন/আফরাজ/জসীম/সেলিম/২০১৬/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৪
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা। তিনি তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমৃত্যু মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তাঁর অসংখ্য কবিতা, প্রবন্ধ, গানসহ সাহিত্যকর্ম বাঙালি জাতির জন্য ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে ।
প্রধানমন্ত্রী সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য ভক্ত অনুরাগীর প্রতি সববেদনা জানান।
#
নূর এলাহি/আফরাজ/জসীম/রেজাউল/২০১৬/২০১৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৩
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর):
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ।
যুগস্রষ্টা এ লেখকের মৃত্যু সংবাদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দ্রুত ইউনাইটেড হাসপাতালে ছুটে যান এবং লেখকের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ পৃথক শোকবার্তায় বলেন, লেখনীর মাধ্যমে সৈয়দ শামসুল হকের অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তাঁরা প্রয়াত লেখকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২১
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর):
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রখ্যাত লেখক, কবি, নাট্যকার ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহককে হারালো। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপুরণীয় ক্ষতি। স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক শোকবার্তায় সৈয়দ শামসুল হকের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
#
কামাল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর):
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় ২৮টি বিষয়ে সারাদেশে ৩১৮টি কলেজের ১ লাখ ২৩ হাজার ২৫৫ জন নিয়মিত পরীক্ষার্থী মোট ১৫৩টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৯ হাজার ৫৭০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৮১ দশমিক ১৯ ভাগ।
প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে জানা যাবে। যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>যঢ়৪<ংঢ়ধপব> জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে ফল জানা যাবে।
#
ফয়জুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১৯
সৈয়দ শাসমুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যের সর্বক্ষেত্রে সৈয়দ হকের নন্দিত বিচরণ বাংলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁকে অমর করে রাখবে।
রাষ্ট্রপতি বলেন, সৈয়দ শাসমুল হকের মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক সৈয়দ হকের শক্তিশালী লেখনী জাতিকে চিরদিন পথ দেখাবে।
তিনি সৈয়দ হকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
মাহমুদুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১৮
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে আজ ঢাকায় ইস্কাটনে তাঁর কার্যালয়ে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত অষবীধহফবৎ ওমহধঃড়া সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে রাশিয়াতে দক্ষ কর্মী প্রেরণের বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদান এবং যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতা ছিল অসামান্য। বর্তমানে রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে রাশিয়ার সার্বিক সহযোগিতার জন্য মন্ত্রী সে দেশের সরকারকে কৃতজ্ঞতা জানান। মন্ত্রী বলেন, রাশিয়ার মতো উন্নত দেশে সকল সেক্টরে দক্ষ কর্মী প্রেরণ করতে বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত। এ লক্ষ্যে বর্তমানে ৭০টি টিটিসির মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের সরকারকে অনুরোধ জানান।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়া এবং কর্মীর স্বার্থ সুরক্ষার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে তাঁর দেশের সরকারকে অনুরোধ করবেন। উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ থেকে ২২৫জন কর্মীর জন্য রাশিয়ার একটি কোম্পানি থেকে চাহিদাপত্র এসেছে।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১৭
বিসিএস ইকোনমিক ট্রেনিং একাডেমির প্রশিড়্গণ কার্যক্রম উদ্বোধন
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল বলেছেন, অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানো, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং দারিদ্র্যবিমোচনে সরকারের চলমান কর্মসূচি বাসত্মবায়নে সকলকে আরো আনত্মরিক হতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সমন্বিত উন্নয়ন লড়্গ্যমাত্রা নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনা বাসত্মবায়িত হচ্ছে। এ বাসত্মবায়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের দড়্গতা বাড়াতে প্রশিড়্গণ অপরিহার্য।
মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে বিসিএস ইকোনমিক ট্রেনিং একাডেমির প্রথম প্রশিড়্গণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বক্তৃতা করেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার রোল মডেল স'াপন করেছে। অগ্রগতির চলমান গতি অব্যাহত থাকলে আমরা আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে ড়্গুধামুক্ত করতে পারব। তিনি বলেন, দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে অর্থনীতির মূলস্রোতধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে। বাংলাদেশ শীঘ্রই উন্নত দেশের তালিকায় উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#
শেফায়েত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১৬
পাটের বসত্মা ব্যবহার নিশ্চিত করতে আরো কঠোর হতে হবে
-- পাট প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহণে পাটের বসত্মার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সারাদেশে আবারো খুব দ্রম্নত বিশেষ অভিযান শুরম্ন হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাসত্মবায়নে এবার আইন প্রয়োগকারী সংস'াকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এজন্য এবার বিশেষ অভিযানে কারাদন্ড, অর্থদন্ড-এ দু’টি দন্ডের ওপর অধিক গুরম্নত্ব প্রদান করা হবে। যদিও ছয়টি পণ্য সংরড়্গণ ও পরিবহণে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-তে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর সুষ্ঠু বাসত্মবায়ন পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় নির্ধারণ বিষয়ে সংশিস্নষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য ও ড. মো. নজরম্নল আনোয়ার, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, বিজেএমসি’র পরিচালক এ কে নাজমুজ্জামান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পাট অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপসি'ত ছিলেন।
সভায় জানানো হয়, ৩০ নভেম্বর, ২০১৫ থেকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাসত্মবায়ন নিশ্চিত করার জন্য দেশজুড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং উক্ত অভিযান এখনও অব্যাহত রয়েছে। এ অভিযানে জেলা প্রশাসন মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, চেম্বার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সহযোগিতায় জনগণকে উদ্বুদ্ধ করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন বাসত্মবায়নে সাহসী ও গতিশীল ভূমিকা পালন করেছে। ফলে দেশের যে কোন শহর-বন্দরে, হাট-বাজারে বর্ণিত আইনের অধীন ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরড়্গণ ও বিপণনে পাটজাত মোড়ক বা বসত্মা দৃশ্যমান হয়ে উঠেছে। আইনটি বাসত্মবায়নে সাধারণ মানুষ এখন সচেতন হয়েছে। তদুপরি লড়্গ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন বাজারে এখন কিছু কিছু আড়ৎ, দোকান, প্রতিষ্ঠান ও বিভিন্ন সুপার শপে পস্নাস্টিকের ব্যাগে পণ্য মোড়কীকরণ করে বাজারজাত করা হচ্ছে, যা রোধ করা প্রয়োজন।
#
সৈকত/আফরাজ/জসীম/সেলিম/২০১৬/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১৫
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুদকের গণশুনানি
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর):
আজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে স্থানীয় দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরকারি সেবা প্রদানের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের অনেক সরকারি কর্মকর্তা জনগণকে সেবা প্রদান না করে হয়রানি করে থাকেন। বর্তমান কমিশন এই ধৃষ্টতা বরদাস্ত করবে না। এ জাতীয় ঘটনা কমিশনের নজরে এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা/কর্মচারীগণ জনগণের করের টাকায় বেতন নিয়েও নিজেদেরকে রাজা মনে করে থাকেন। তাদের এই মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ জনগণের সেবা করাই তাদের সাংবিধানিক দায়িত্ব।
প্রায় এক হাজার লোকের উপস্থিতিতে ৩৪জন ব্যক্তি স্থানীয় ভূমি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, ত্রাণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সেবা প্রদানের বিষয়ে অভিযোগ ও মতামত উপস্থাপন করেন। কমিশনারদ্বয় বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিকল্পে নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদের সভাপতিত্বে এবং নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সঞ্চালনায় গণশুনানিতে অন্যদের মধ্যে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনাম চৌধুরী এবং দুদকের পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন ।
#
প্রনব/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
Handout Number : 3014
Muhammad Ali appointed as Ambassador to the Arab Republic of Egypt
Dhaka, 27th September :
The Government has decided to appoint Muhammad Ali Sorcar, currently serving as the Ambassador of Bangladesh in Germany as the new Ambassador of Bangladesh to the Arab Republic of Egypt.
A career diplomat, Muhammad Ali Sorcar belongs to the 1986 batch of BCS (Foreign Affairs) Cadre. Besides his ambassadorial assignments in the Netherlands and Germany, he also served as Deputy Permanent Representative of Bangladesh to UN in New York and Bangladesh Embassy in Brussels. He is a specialist in the multilateral arena of diplomacy, especially on UN System.
He is married and blessed with two sons.
#
Kamruzzaman/Mobassera/Sahela/Rezzakul/Asma/2016/1520 hours
Handout Number : 3013
Ruhul Alam appointed as Ambassador to the Portuguese
Dhaka, 27th September :
The Government has decided to appoint Md. Ruhul Alam Siddique as the next Ambassador of Bangladesh to the Portuguese Republic.
A career diplomat, Md. Ruhul Alam Siddique belongs to 11th batch of BCS (Foreign Affairs). He is currently working as Director General (East Asia & Pacific Wing) in the Ministry. In his distinguished career, he served as Minister in the Bangladesh High Commission, New Delhi before his assignment as the Deputy High Commissioner of Bangladesh in Karachi. He also served in Bangladesh Embassy in Berlin & Bangladesh High Commission in Singapore in different capacities.
Earlier he served in the Ministry in different capacities in Europe, America and Pacific, UN, South Asia and Administration wings.
#
Kamruzzaman/Mobassera/Sahela/Rezzakul/Asma/2016/1520 hours
তথ্যবিবরণী নম্বর : ৩০১২
তথ্য অধিদফতরের এক্রিডিটেশন কার্ডধারীদের ফেসবুক গ্রুপ তৈরি
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
তথ্য অধিদফতরের এক্রিডিটেশন কার্ডধারীদের সাথে সহজ যোগাযোগ ও পারস্পরিক তথ্য আদান প্রদানের লক্ষ্যে একটি ফেসবুক গ্রুপ তৈরি করা হয়েছে। এক্রিডিটেশন কার্ডধারীদের
চওউ ইউ অঈ ঈধৎফ ঐড়ষফবৎং গ্রুপে যুক্ত হয়ে পারস্পরিক তথ্য আদান প্রদান ও যোগাযোগের আহ্বান জানানো যাচ্ছে। কোন বিষয়ে মতামত, বক্তব্য, মন্তব্য ও সুপারিশ থাকলে সংশ্লিষ্ট সকলকে তা এ গ্রুপে জানানোর অনুরোধ জানানো যাচ্ছে।
#
মিজানুর/মোবাস্বেরা/সাহেলা/আসমা/২০১৬/১৫০৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১১
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১২ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩০তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক সঠিকভাবে মুদ্রণ ও বাঁধাই করা হচ্ছে কিনা সেজন্য ছাপাখানা পরির্দশনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটিতে মো. নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং মো. আবুল কালাম ও মোহাম্মদ ইলিয়াছকে সদস্য করা হয়েছে।
কমিটি উপানুষ্ঠানিক শিক্ষার সার্বিক কার্যক্রম ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।
বৈঠকে সবার জন্য মানসম্পন্ন প্রাথমিক ও মৌলিক শিক্ষা নিশ্চিতকরণে সরকারি বিদ্যালয়ের বাইরে অন্যান্য বিদ্যালয়ে সরকারি নীতিমালার আলোকে প্রণীত পাঠদান কর্মসূচি পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের সুপারিশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/কামাল/২০১৬/১৬১৫ ঘণ্টা
Handout Number : 3010
Prime Minister’s Message on the 'International Right to Information Day'
Dhaka, 27 September :
Prime Minister Sheikh Hasina has given the following message on the occasion of the International Right to Information Day 2016 on 28th September :
"I am happy to know that 'International Right to Information Day' is going to be celebrated in Bangladesh like various other countries around the world on 28th September, 2016. The theme of the day this year is 'Information ensures freedom and helps to create a golden Bangldesh (Z_¨ †c‡j gyw³ †g‡j-†mvbvi evsjvi ¯^cœ d‡j)'
In order to establish democratic rights, good governance and to prevent corruption, the present government has given special singificance to implement right to information of the people. Information is a necessary component for empowering citizens. Showing due respect to this right of the citizens we passed the 'Right to Information Act, 2009' in the first session of the 9th Parliament. In accordance with the provisions of this law, Information Commission was constituted. As a result, the right of access to necessery information by the citizens and the mass-media has been established and people's empowerment has been accelerated.
The Awami League government has c