তথ্যবিবরণী নম্বর : ৩১০৪
মিরপুরে শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবন
উদ্বোধন করলেন বিমানমন্ত্রী মেনন ও প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার ২০১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ কোটি ২১ লাখের বেশি পাঠ্যপুস্তক বিতরণ করেছে। ৪ কোটি ২৬ লাখের বেশি শিক্ষার্থী বিনামূল্যে এসব পাঠ্যপুস্তক পেয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, গত অর্থবছরে প্রায় ৪১ লাখ শিক্ষার্থীকে ৮২৫ কোটি টাকা উপবৃত্তি প্রদান করেছে। এতে করে শিক্ষার হার বেড়েছে ও শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে।
আজ ঢাকায় মিরপুরে শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবন উদ্বোধন ও নবনির্বাচিত স্কুল পরিচালনা পর্ষদের বরণ অনুষ্ঠানে বিমানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ও প্রতিমন্ত্রী রাঙ্গাঁ বিশেষ অতিথি হিসেবে এসব কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, শওকত চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম, শিল্প উদ্যোক্তা মোঃ লোকমান হোসেন এবং প্রধান শিক্ষক এ কে এম ওবায়দুল্লাহ।
বক্তাগণ বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখে আসছে।
মন্ত্রীদ্বয় বিদ্যালয়টি ২০১৬-১৭ অর্থবছরে মিরপুর থানার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, এ অগ্রযাত্রা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে। তাঁরা স্কুলটির সার্বিক উন্নয়নের ঘোষণা দেন।
#
আহসান/মাহমুদ/আলী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১০৩
তথ্যবিবরণী নম্বর : ৩১০১
আবুজায় ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলন
সদস্য রাষ্ট্রগুলোর জন্য বিশেষায়িত এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :
ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে একটি ‘বিশেষায়িত এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র (উবফরপধঃবফ ঝগঊ উবাবষড়ঢ়সবহঃ ্ জবংবধৎপয ঈবহঃবৎ)’ স্থাপনের প্রস্তাব করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এসএমই খাতে বিরাজমান বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর দ্রুত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সদস্য দেশগুলোর মধ্যে এসএমইখাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দ্রুত সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরের পরামর্শ দেন।
নাইজেরিয়ার রাজধানী আবুজার ট্রান্সকোভার হিলটন (ঞৎধহংপড়ৎঢ় ঐরষঃড়হ) হোটেলে অনুষ্ঠিত ৬ষ্ঠ ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনের (৬ঃয গরহরংঃবৎরধষ গববঃরহম ড়হ উ-৮ ওহফঁংঃৎরধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ) গরহরংঃৎরধষ চষধহহধৎু ংবংংরড়হ এ বক্তৃতাকালে শিল্পমন্ত্রী এ প্রস্তাব দেন।
বাংলাদেশ ছাড়াও তুরস্ক, মিশর, পাকিস্তান ও নাইজেরিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রিবর্গ, ঊর্র্ধ্বতন কর্মকর্তাগণ এবং শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিগণ এ সভায় উপস্থিত ছিলেন। সভায় নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী ড. অকেচুকু এনেলামাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ডি-৮ ভুক্ত ৮টি দেশের শিল্প উন্নয়নের লক্ষ্যে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এসএমই’র সমন্বিত উন্নয়নের জন্য সকল সদস্য দেশসমূহকে অবিলম্বে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে হবে এবং সে মোতাবেক কাজ করতে হবে। অটোমোটিভ, পেট্রোকেমিক্যাল, সিরামিক, ইস্পাত, টেক্সটাইল ও পোশাক শিল্পের উন্নয়নের জন্য সদস্য দেশসমূহের মধ্যে ইউনিয়ন বা এসোসিয়েশন গড়ে তুলতে হবে। সদস্য দেশসমূহের মধ্যে বিনিয়োগ ও কারিগরি সহায়তা বৃদ্ধির জন্য পরিবেশ তৈরি ও প্রযুক্তি স্থানান্তর করতে হবে। মেশিনারি শিল্পে যে সকল দেশের দক্ষতা ও প্রযুক্তি সুবিধা বেশি আছে তাদেরকে যে সকল দেশের দক্ষতা ও প্রযুক্তি সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন, তাদের সহায়তায় এগিয়ে আসতে হবে। বাণিজ্যে অশুল্ক বাধা দূরীকরণের জন্য পণ্যের মানের ক্ষেত্রে সমতা আনয়ন করার ব্যবস্থা করতে হবে। মন্ত্রীর দেয়া পরামর্শের অধিকাংশই আবুজা ঘোষণার অন্তর্ভুক্ত হয়।
সভার সাইডলাইনে নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী ড. অকেচুকু এনেলামাহ মন্ত্রীর সাথে সাক্ষাতে মিলিত হন। এ সময় মন্ত্রী রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক ফোরামে উত্থাপন এবং এ সমস্যা সমাধানে সহায়তা প্রদানের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে গতমাসে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা সমস্যাকে জাতিগত নিধন হিসাবে আখ্যায়িত করা ও রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাইজেরিয়ার শিল্পমন্ত্রীর সাথে আলোচনাকালে তিনি দু’দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এফটিএ সম্পাদনের উপর গুরুত্বারোপ করেন। তিনি সে দেশে কৃষিজাত পণ্য উৎপাদন, ঔষধ ও জাহাজ শিল্প স্থাপনে বাংলাদশের অংশগ্রহণের সম্ভাবনা তুলে ধরেন। নাইজেরিয়ার শিল্পমন্ত্রী দু’দেশের শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ইচ্ছা পোষণ করেন।
এছাড়া তুরস্কের বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প বিষয়ক মন্ত্রী ড. ফারুক অজলু শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাতে মিলিত হন। সভায় দু’দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের সূত্র ধরে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। বাংলাদেশের ঘন জনবসতি এখন জনসম্পদে পরিণত হয়েছে এবং বাংলাদেশে এখন একটি গতিশীল অভ্যন্তরীণ বাজার তৈরি হয়েছে উল্লেখ করে মন্ত্রী এ দেশে বিনিয়োগের উজ্বল সম্ভাবনা তুলে ধরলে তুরস্কের শিল্প বিষয়ক মন্ত্রী তাতে সম্মতি জানিয়ে বলেন, তাঁরা এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে থাকে। তিনি বিনিয়োগের সুবিধার্থে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি কাজে লাগানোর অভিপ্রায় ব্যক্ত করেন। তুরস্কের মন্ত্রী বাংলাদেশে এসএমই’র সমন্বিত উন্নয়নের জন্য বিনিয়োগ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে মর্মে অঙ্গীকার করেন। আবুজা ঘোষণার মধ্য দিয়ে ১৬ নভেম্বর ২০১৭ তারিখে সভার সমাপ্তি হয়।
#
আরেফীন/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১০০
তথ্যবিবরণী নম্বর : ৩০৯৯
নিরপেক্ষতার নামে ভালো ও মন্দকে এক পাল্লায় মাপবেন না
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আপনারা বস্তুনিষ্ঠ হোন, সরকারের ভুলক্রটির সমালোচনা করুন, কিন্তু নিরপেক্ষতার নামে ভালো আর মন্দকে একপাল্লায় মাপবেন না। মনে রাখতে হবে, রাজনীতিকরা ভুল করলে গণতন্ত্রের ক্ষতি হয়, কিন্তু গণমাধ্যম ভুল করলে দেশ মুখ থুবড়ে পড়তে পারে। সে কারণে গণমাধ্যমকর্মীদের সবসময়েই অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হয়।
আজ রাজধানীতে ইউনাইটেড নিউজ অভ্ বাংলাদেশ (ইউএনবি) কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলন-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, নিরপেক্ষতার নামে শান্তি ও উন্নয়নের নেত্রী শেখ হাসিনার সাথে রাজাকার ও জঙ্গিদের সঙ্গীকে একপাল্লায় মাপবেন না। ঠিক একইভাবে জাতির পিতাকে সামরিক খলনায়কদের সাথে তুলনা করবেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে গণমাধ্যম মিলে তৈরি করছে একটি কাচের ঘর। এ কাচের ঘরে রাষ্ট্র, বিভিন্ন প্রতিষ্ঠান, মানুষের ব্যক্তিগত জীবন এবং নারী ও শিশুর নিরাপত্তা রক্ষার দায়িত্ব সকলের। আর এ নিরাপত্তা নিশ্চিত করতেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ আইন গণমাধ্যমকর্মীদের জন্য নয়, সকলের নিরাপত্তার জন্যই।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভাষণে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির একটি রূপরেখা তুলে ধরে বলেন, ‘ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগামীর বাংলাদেশ বিশে^র শীর্ষে অবস্থান করে নেবে।’
ইউএনবির চেয়ারম্যান আমানুল্লাহ খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান, পরিচালক নাহার খান এবং সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৯৭
রংপুর বেতারের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাঙ্গা
রংপুর, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :
বাংলাদেশ বেতার, রংপুর গৌরবময় ৫০ বছর পূরণ করলো। এ উপলক্ষে রংপুর বেতার কেন্দ্রে আজ ও আগামীকাল দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা প্রশাসক, রংপুর মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদে মোস্তফা কামাল।
প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ^াসী। বাংলাদেশ বেতার দেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ের মানব কল্যাণধর্মী প্রচার-প্রচারণা চালিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করছে। তিনি বলেন বাংলাদেশ বেতার, রংপুর কর্তৃক রংপুর অঞ্চলের চলমান উন্নয়ন কর্মকা- প্রচার প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি তাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
#
আহসান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৯৬
তথ্যবিবরণী নম্বর : ৩০৯৫
২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলে সহায়তার আশ^াস
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :
২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তার আশ^াস দিয়েছে রাশিয়া, ভারত ও মালদ্বীপ। আজ বৃহস্পতিবার রাশিয়ার মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে প্রাতঃরাশ বৈঠকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা, মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ নাজিম ইব্রাহিম এবং রাশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী তাতিয়ানা ইয়াকোভলেভা এই আশ^াস প্রদান করেন।
স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের চিত্র তুলে ধরে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে বাংলাদেশের শহরগুলোতে বিশেষায়িত বিশ^মানের হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষের জন্য মৌলিক চিকিৎসা নিশ্চিত করেছে। দেশের গ্রাম পর্যায়ে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধের ব্যবস্থা করেছে সরকার। শিশু মৃত্যু হার হ্রাস এবং কমিউনিটি ক্লিনিকের সাফল্য বাংলাদেশকে আজ উন্নয়নশীল বিশে^র কাছে উদাহরণ হিসাবে দেখানো হয়।
‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ তার অঙ্গীকার অনুযায়ী কর্মসূচি গ্রহণ করছে’ একথা জানিয়ে মোহাম্মদ নাসিম রাশিয়া, ভারত এবং মালদ্বীপের মন্ত্রীদেরকে বাংলাদেশের সাম্প্রতিক অর্জন এবং গৃহীত কর্মসূচির বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে শহরাঞ্চলের ঘনবসতিপূর্ণ বস্তিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও জীবনাচরণের কারণে যক্ষ্মার প্রকোপ বেশি ঘটছে। তাই শহরের বস্তিগুলোতে যক্ষ্মা নির্মূলের জন্য আমরা অতি সম্প্রতি ‘জিরো টিবি’ কর্মসূচি গ্রহণ করেছি। সরকারের পাশাপাশি বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থাও জোরদার কার্যক্রম গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ পোলিও এবং ধনুষ্টংকারমুক্ত। কলেরা ও ম্যালেরিয়া এখন দেশ থেকে বিলুপ্তির পথে। এইডস সংক্রমণের হার অতি নগণ্য। সরকারের দৃঢ় সদিচ্ছার কারণে বাংলাদেশ থেকে যক্ষ্মাও ২০৩০ সালের মধ্যে নির্মূল হবে। এসময় বাংলাদেশের কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে তিনি দেশগুলোর সরকারের কাছে সহায়তা কামনা করেন।
বৈঠকে রাশিয়া, ভারত ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীগণ বাংলাদেশের সাফল্যে সন্তোষ প্রকাশ করে টিবি নির্মূলে বাংলাদেশকে সহযোগিতার আশ^াস প্রদান করেন। মস্কোর চলমান ‘এন্ডিং টিউবারকিউলসিস ইন দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইরা : এ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমানে অবস্থান করছেন। গত ১৪ নভেম্বর রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্মেলনের উদ্বোধন অধিবেশনে মন্ত্রী যোগদান করেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভøাদিমির পুতিন সম্মেলনের উদ্বোধন করেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা