তথ্যবিবরণী নম্বর : ২৮২৮
ঢামেক আইসিইউতে ১২টি শয্যা যোগ হচ্ছে
ঢাকা, ১০ কার্তিক (২৫ অক্টোবর) :
আগামী সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নতুন ১২টি শয্যা যোগ হচ্ছে। বর্তমানে এখানে শয্যা আছে ২০টি। এছাড়া আগামী দুই মাসের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নতুন চারটি অপারেশন থিয়েটার চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এখানে ১টি পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ১৬ শয্যার সার্জিক্যাল এইচডিইউ এবং ৬ শয্যার রিকভারি কক্ষসহ একটি পূর্ণাঙ্গ জরুরি বিভাগ চালু করা হবে শীঘ্রই।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত ঢামেক, সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল এবং উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল উন্নয়ন সংক্রান্ত সভায় এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, সারা দেশের জেলা হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ জরুরি বিভাগ চালু করার জন্য সুপারিশ প্রণয়ন কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা চূড়ান্ত করে জেলা ও মেডিকেল কলেজ এবং বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে পূর্ণাঙ্গ জরুরি বিভাগ চালুর কাজ শুরু করা হবে।
উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে দ্রুত প্রয়োজনীয় শয্যা বরাদ্দ করে অভ্যন্তরীণ চিকিৎসা চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় পর্যাপ্ত জনবল নিয়োগের জন্যও তিনি নির্দেশ দেন। কুর্মিটোলা হাসপাতালে দ্রুত আইসিইউ, সিসিইউ চালুসহ ডায়ালাইসিস ইউনিটের উন্নয়নেও অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব এসময় মন্ত্রী অনুমোদন করেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৭
পোপের সফর উপলক্ষে তথ্যমন্ত্রীর সাথে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকা, ১০ কার্তিক (২৫ অক্টোবর) :
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পোপের বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকায় ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী (এবড়ৎমব কড়পযবৎৎু) এবং বাংলাদেশে পোপের সফর ২০১৭ পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যসচিব মরতুজা আহমদ এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী বলেন, খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আমন্ত্রণই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যরে প্রমাণ। মহান মুক্তিযুদ্ধে ধর্মযাজকরা এদেশের মানুষের পাশে ছিলেন, আত্মত্যাগও করেছেন। শুধু তাই নয়, এদেশের শিক্ষা বিস্তারে, স্বাস্থ্য সেবায় ও সমাজ কল্যাণেও চার্চ আন্তরিক ভূমিকা রেখে চলেছে। বড়দিন এদেশে সরকারি ছুটির দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে পোপ ফ্রান্সিসের আসন্ন সফর উপলক্ষে সরকার ও গণমাধ্যম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।
তথ্যসচিব মরতুজা আহমদ পোপের সফরকালে আয়োজিতব্য অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনসহ সকল গণমাধ্যমে সম্প্রচারে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে পোপের সফর ২০১৭ পরিষদের নেতৃবৃন্দ তথ্য মন্ত্রণালয়কে এ সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশে পোপের সফর ২০১৭ পরিষদের প্রধান সমন্বয়কারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, নির্বাহী কমিটির সদস্য মেজর জেনারেল (অবঃ) জন গমেজ, নির্বাহী কমিটির সচিব ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, মিডিয়া বিষয়ক কমিটির আহ্বায়ক ফাদার কম কোড়াইয়া, নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহ্বায়ক ও প্রেডিডেন্ট বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বিদেশি সাংবাদিক সমন্বয়কারী ফাদার জর্জ পনোদাত, মিডিয়া বিষয়ক কমিটির সচিব ফাদার আগষ্টিন বুলবুল রিবেরু ও সদস্য ডেভিড সুব্রত দাস এবং নির্বাহী কমিটির যুগ্ম-সচিব ফাদার সুব্রত গমেজ সভায় অংশ নেন।
#
আকরাম/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৬
ফটিকছড়ি পৌরসভার সাধারণ নির্বাচন এবং বাহুবলে উপনির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা
ঢাকা, ১০ কার্তিক (২৫ অক্টোবর) :
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ৩০ অক্টোবর, ২০১৭ তারিখ সোমবার এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে ৪ নভেম্বর, ২০১৭ তারিখ শনিবার সকল সরকারি, আধা-সরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি ঐ তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
#
আলমগীর/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৫
নারায়ণগঞ্জে তথ্যমন্ত্রী
‘তত্ত্বাবধায়ক আন্দোলন’ নির্বাচন বানচালের চক্রান্ত
নারায়ণগঞ্জ, ১০ কার্তিক (২৫ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি দলের ‘তত্ত্বাবধায়ক আন্দোলন’ আসলে দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা ও নির্বাচন বানচালেরই চক্রান্ত। গণতন্ত্র ও নির্বাচনের স্বার্থে এ চক্রান্ত নস্যাৎ করতে হবে।
আজ নারায়ণগঞ্জের বিআইটি ময়দানে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, দেশকে জঙ্গি-রাজাকারমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঐক্য আর বৈষম্যমুক্ত করতে সমাজতন্ত্রের পথে এগুতে হবে। আর চিরস্থায়ী শান্তি-উন্নয়ন প্রতিষ্ঠার জন্য কোনোভাবেই জঙ্গি-রাজাকার ও তাদের দোসরদের কাছে ক্ষমতা দেয়া যাবে না। একবার মুক্তিযোদ্ধার আরেকবার রাজাকারের সরকার, রাজনীতির এই অদল-বদল খেলা এবার থেকেই চিরতরে বন্ধ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা জাসদ সভাপতি আলহাজ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহর আলী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৪
সিটিং সার্ভিসের বিষয়ে আগামী সপ্তাহে প্রতিবেদন
--- ওবায়দুল কাদের
ঢাকা, ১০ কার্তিক (২৫ অক্টোবর) :
ঢাকা মহানগরীতে যাত্রী পরিবহণে সিটিং সার্ভিসের বিষয়ে গঠিত কমিটি আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের সুপারিশমালা পর্যালোচনা করে পরবর্তী এক সপ্তাহের মধ্যে সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাসমূহের ইকোনমিক লাইফ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতামত চাওয়া হয়েছে। এ মতামতের ভিত্তিতে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের ৪১তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান। এসময় নৌ-পরিবহণ মন্ত্রী শাহাজান খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কের স্থায়িত্ব রক্ষায় যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এ বিষয়ে স্বল্পসময়ে বাস্তবভিত্তিক সুপারিশমালা প্রণয়নে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিবকে প্রধান করে একটি ঊচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সেতু বিভাগ, সওজ, বিআরটিএ, পুলিশ বিভাগ, হাইওয়ে পুলিশ, মালিক-শ্রমিক, প্রাইম মুভার এসোসিয়েশনসহ সড়ক-মহাসড়ক ব্যবহারকারী অংশীজনদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে সভা আহ্বান করে সিদ্ধান্ত জানানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
সভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজিজ, বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, ডিআইজি হাইওয়ে মোঃ আতিকুল ইসলামসহ সড়ক পরিবহণ উপদেষ্টা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
#
নাছের/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৩
প্রতিবন্ধীদের কল্যাণে গত অর্থবছরে ১০ কোটি টাকার বেশি অনুদান ও ঋণ প্রদান
-- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
মাহিগঞ্জ (রংপুর), ১০ কার্তিক (২৫ অক্টোবর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়নে গত অর্থবছরে ১০ কোটি টাকার বেশি অনুদান ও ঋণ প্রদান করেছে। এ কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রতিবন্ধিতা সংশ্লিষ্ট এবং শিক্ষা ও আয়বর্ধক উপকরণ প্রদান করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ রংপুরে মাহিগঞ্জে প্রেজ অটিজম স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে ৪টি, গাইবান্ধায় ১টি ও ৬টি বিভাগীয় শহরে ৬টি অটিজম স্কুলের মাধ্যমে প্রায় ১৫০জন অটিজম ও ¯œায়বিক সমস্যাগ্রস্ত শিশু থেরাপি সেবা ও প্রাক-প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন। ভ্রাম্যমাণ ওয়ানস্টপ থেরাপি সার্ভিসের আওতায় প্রত্যন্ত অঞ্চলের অটিজমসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ৩২টি থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, হিয়ারিং টেস্ট, ভিজুয়্যাল টেস্ট, কাউন্সেলিং প্রশিক্ষণ এবং সহায়ক উপকরণ সেবা দেয়া হচ্ছে। তিনি স্কুলটির সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী রংপুর পর্যটন মোটেলে উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর নেটওয়ার্কিং ফর ননইনক্লুশন এন্ড এমপাওয়ারমেন্ট প্রকল্প কার্যক্রম অবহিতকরণ, গংগাচড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ন্যাশনাল সার্ভিসের চেক প্রদান ও ধামুর বোল্লারপাড় দারুল আনাম কবরস্থানের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
#
আহসান/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২২
যুদ্ধ এবং দুর্ভিক্ষের সময়ই এরকম মানবিক বিপর্যয় ঘটে
--- আনোয়ার হোসেন মঞ্জু
ঢাকা, ১০ কার্তিক (২৫ অক্টোবর) :
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শুধু যুদ্ধ এবং দুর্ভিক্ষের সময়ই এরকম মানবিক বিপর্যয় ঘটতে পারে। আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
বনের গাছ কেটে আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে বন এবং পরিবেশের যে ক্ষতি হয়েছে মন্ত্রী তা সরেজমিন পরিদর্শন করেন। তিনি বলেন, পরিবেশ ও বনের এ ক্ষতি খুব সহজে পূরণ হবার নয়। মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কখনো খারাপ ছিল না। কিন্তু তারা সেখানে যে মানবিক বিপর্যয় ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এ ঘটনার কারণে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
মন্ত্রী আরো বলেন, মানবিক কারণে বাংলাদেশ এদের আশ্রয় দিলেও এদেশের পরিবেশ এবং বনের যে ক্ষতি হয়েছে তা মারাত্মক। যে সকল মানুষ এখানে আশ্রয় নিয়েছে তাদের কাছে মিয়ানমারের সহিংসতা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। একজন মানুষ তখনই ভিনদেশে পাড়ি জমায় যখন তার দেশে তার জীবন, সম্পদ ও সম্ভ্রম লুণ্ঠনের কবলে পড়ে। এ বিপর্যয় থেকে মিয়ানমারের আশ্রিত জনগোষ্ঠীকে অবিলম্বে ফিরিয়ে নিতে জোর দাবি উত্থাপনের জন্য তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
#
কামাল পাশা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা