Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ৯ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৬৫৬  

 

শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারকরণে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ

                                                                                  - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঢাকা, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

শ্রীলঙ্কার ৭৭ তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকায় হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারকরণে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, শিপিং এবং মেরিটাইম কানেক্টিভিটি, উচ্চ শিক্ষা, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা এই অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার।

উপদেষ্টা আরো বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার অসাধারণ সাফল্য, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। যেহেতু দুই দেশ শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহযোগিতার মাধ্যমে আমরা আরো দৃঢ় এবং শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রকে গড়ে তোলা এবং আমাদের জনগণের আশা-আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তৃতায় সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর দুই দেশ গুরুত্বারোপ করে।

#

মালেক/পবন/মোশারফ/শামীম/২০২৫/২২২০ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৬৫৫

 

অবৈধ ইটভাটা, যানবাহন ও নির্মাণস্থলে বায়ুদূষণের

দায়ে ৪৯ লাখ টাকা জরিমানা, ৬ ইটভাটা বন্ধ

 

ঢাকা, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে আজ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ, কুমিল্লা, লহ্মীপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ৬টি মোবাইল কোর্ট ১৮টি মামলা করে ৪৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। ৫টি অবৈধ ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়। আরো ১টি ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

          ঢাকা মহানগরের উত্তরা এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

          নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে মোহাম্মদপুর, লালমাটিয়া ও আফতাবনগরে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৭টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

#

 

দীপংকর/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/২১০০ঘণ্টা

 

 

Handout                                                                                                            Number: 2654



Govt. Imposes Tk 4.9 million Fine for Air pollution,

shuts Down 6 illegal Brick kilns


 

Dhaka, 9 February:

            Today the Department of Environment conducted mobile court operations in various locations. Six mobile courts in Jhenaidah, Cumilla, Laxmipur, Manikganj, and Mymensingh filed 18 cases, imposing fines totaling Tk 4.85 million. Five illegal brick kilns were completely dismantled, and one more was ordered to cease operations immediately.

            In Dhaka’s Uttara area, a mobile court took action against vehicles emitting excessive black smoke. Four cases were filed, and fines amounting to Tk 9 thousand were collected. Several drivers were also warned.

            Additionally, mobile courts in Mohammadpur, Lalmatia, and Aftabnagar penalized construction sites responsible for air pollution. Seven cases were filed, with fines totaling Tk 35 thousand. Several business owners were cautioned.

#


Dipankar/Paban/Rana/Mosharaf/Joynul/2025/2040 hour

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৬৫৩

 

পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম যোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে

                                                                   - পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে বলে উল্লেখ করেছেন।

আজ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপদেষ্টা সদস্যদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের কৃষি খাতে কাজু বাদাম ও কফি বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসাবে বাজারজাতকরণের পাশাপাশি এখানকার ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় হটিকালচার গড়ে তুলুন। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশের চাষ বাড়াতে হবে। এছাড়া মানুষের আকর্ষণীয় পানীয় হিসাবে রোজেলা চা-এর ব্যবহারও বাড়াতে হবে।

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা হবে। এজন্য বিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে। তিনি এ বিষয়ে সকলের এম্পাওয়ার্ড হওয়ার প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/পবন/রানা/মোশারফ/শামীম/২০২৫/১৯৪০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৬৫২

 

 

তিস্তা নদী ভাঙনরোধের কাজ মার্চের মাঝামাঝি শুরু হবে

                                     ----পানি সম্পদ উপদেষ্টা

 

 

রংপুর, ২৬ মাঘ ( ৯ ফেব্রুয়ারি):  

 

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তার দুইপাড়ের ৪৫ কিলোমিটার ভাঙনপ্রবণ এলাকার মধ্যে অধিক পরিমাণে ভাঙনকবলিত ২০ কিলোমিটার এলাকার ভাঙনরোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় হতেই শুরু করা হবে। বাকি অংশের ভাঙনরোধের কাজও পর্যায়ক্রমে শুরু করা হবে। তিনি বলেন, ভাঙনরোধের কাজটা তদারকির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেওয়া হবে যাতে ভাঙনপ্রবণ পাঁচ জেলার প্রতি জেলা হতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে, ভাঙনপ্রবণ এলাকার একজন করে স্থানীয় মানুষ থাকবে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এটি করা হবে বলে তিনি জানান।

 

আজ রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলব্রিজ সংলগ্ন এলাকায় ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, তিস্তাপাড়ের মানুষের মতামত নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিস্তা পাড়ের মানুষের মতামত ছাড়া পানি উন্নয়ন বোর্ড চায়নার সাথে মহাপরিকল্পনার কোনো চুক্তি চূড়ান্ত করবে না। পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন এবং পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয়রা থাকবে। তিনি আরো বলেন, সমস্যা সমাধানের রাস্তায় যাত্রাটা আমরা শুরু করলাম। এ যাত্রাটা দ্রুতগতিতে চলবে এবং সেটা আপনাদেরকে সাথে নিয়েই চলবে।

 

গণশুনানীতে বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায়।

 

রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানীতে আরো বক্তব্য রাখেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিক মোজাহিদ, নাগরিক কমিটির আখতার হোসেন, আবু সাঈদ লিয়ন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মোঃ আবু সাইম-সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

#

আবদুল্লাহ আল মামুন/পবন/রানা/ফেরদৌস/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৫/২০১২ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৬৫১

 

হাওর রক্ষায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে

                      --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

          হাইল হাওরের জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাকৃতিকভাবে দেশীয় মাছের নানান জাত হারিয়ে যাচ্ছে শুধু অভয়াশ্রমের মাধ্যমে তা রক্ষা করা সম্ভব হচ্ছে। একদিকে হাওর রক্ষার কথা বলা হচ্ছে অন্যদিকে হাওরে ধানের উৎপাদন বাড়াতে অবাধে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আর কীটনাশক পানির সাথে মিশে হাওরের মাছের ব্যাপকভাবে ক্ষতি করছে। তাই হাওর রক্ষায় কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

          উপদেষ্টা আজ শ্রীমঙ্গলের হাইল হাওরের হাজীপুর এলাকার বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন পাড়ে ‘বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সাথে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          বাইক্কা বিল রক্ষার জন্য অভয়াশ্রম করা হয়েছে উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, বিদেশি সহায়তানির্ভর না হয়ে সক্ষমতা অর্জন করতে হবে। নিজস্ব অর্থায়নে অবিলম্বে দাদুরিয়া বিল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের কাজগুলো অভয়াশ্রম রক্ষায় বড় ভূমিকা পালন করে যাচ্ছে। বিল রক্ষায় মৎস্য কর্মকর্তাদের প্রতিনিধিত্ব না থাকলে কাক্সিক্ষতভাবে অভয়াশ্রম রক্ষায় কাজ করা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন।

          উপদেষ্টা বলেন, চাষের মাছের ওপর নির্ভর করে চলতে চাই না। অভয়াশ্রম তৈরি করে দেশিয় প্রজাতির মৎস্য রক্ষা করা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনেক বড় দায়িত্ব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। ৫ আগস্টে শহিদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করে তাদের সহায়তায় কাজ করে যাবে।

          পাখি শিকারে বিরত থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের শিকার নির্মম, অমানবিক, প্রাণী  বৈচিত্র্য-সহ সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতি।

          এর আগে উপদেষ্টা শ্রীমঙ্গলের হাজীপুর এলাকার বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন পাড়ে হিজল গাছ রোপণ করেন।

          অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে এসময়  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, সিলেট বিভাগীয় মৎস্য অফিসের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীরা এসময় উপস্থিত ছিলেন।

#

মামুন/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৬৫০  

 

 

অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনাঅপারেশন ডেভিল হান্টএর লক্ষ্য

                                                                                      ----স্বরাষ্ট্র সচিব

 

ঢাকা, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

 

যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

 

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।  

 

সিনিয়র সচিব বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মূলত পুলিশ বাহিনী নেতৃত্ব দিচ্ছে; সেনাবাহিনী তাদের সাহায্য করছে। তিনি বলেন, ছয় মাস আগে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়৷ সেসময় আমাদের পুলিশ বাহিনীর বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের নীতিগত ও মানসিক ক্ষয়ক্ষতি হয়েছে, থানা পুড়ে গেছে, যে কারণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ সারাদেশে সেনা মোতায়েন রয়েছে। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো পরিকল্পনা নিই৷ এর অনেকগুলো চলমান আছে এবং অনেকগুলো প্রয়োগ করতে যাচ্ছি। তার একটা ‘অপারেশন ডেভিল হান্ট’।

 

নাসিমুল গনি বলেন, এই অপারেশন যৌথভাবে ফোকাসড ওয়েতে কাজ করবে। দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে। এর জন্য আইনানুগ পদ্ধতিতে যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে। একইসাথে তাদের কাজ চলমান রয়েছে।  

 

স্বরাষ্ট্র সচিব বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যেভাবে আইন প্রয়োগ করা হতো আমরা সেভাবে হাঁটতে পারবো না৷ আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে৷ মানবাধিকার এবং পরিবেশের বিষয়টি মাথায় রেখে আমরা একটি ভালো সিস্টেম গড়ে তুলতে চাই। আমরা চাই, আর কোনো আয়নাঘর তৈরি না হয়। আগামীর জন্য যেন ভালো পরিবেশ রেখে যেতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। এই প্রেক্ষিতে আগামী ১১ ফেব্রুয়ারি মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সাথে একটি কর্মশালার আয়োজন করা হচ্ছে।

 

পুলিশ বাহিনীর বর্তমান অবস্থা নিয়ে নাসিমুল গনি বলেন, পৃথিবীর যেসব দেশে বিপ্লব হয়েছে, সেসব দেশ পরাজিত শক্তিকে রাখেনি। কিন্তু আমরা অতটা অমানবিক হতে পারিনি। তিনি বলেন, আমরা বাহিনীটিকে সংস্কার করতে চেয়েছি। পুলিশের কেউ ভয়ে এবং চাপে পড়ে অন্যায় করেছে। কিছু যারা ডাই-হার্ড ছিল, তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, একটা বাহিনীর মনোবল ভেঙে গেছে ৷ পুলিশে সত্যিকার অর্থে সংস্কার আনার চেষ্টা করা হচ্ছে। পুলিশ যাতে মনোবল ফিরে পায় সেজন্য তাদের সক্রিয়ভাবে কাউন্সেলিং করা হচ্ছে।

 

#

ফয়সল/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮১১ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৬৪৯  

 

 

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের ওপর জোর দিতে হবে

                                                         ---শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী

 

 

ঢাকা, ২৬ মাঘ ( ৯ ফেব্রুয়ারি):  

 

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের ওপর জোর দিতে হবে। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। তাদেরকে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণে সুযোগ তৈরি করতে হবে।

 

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এসব কথা বলেন তিনি। 

 

এম আমিনুল ইসলাম বলেন, সমগ্র পৃথিবীজুড়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হৈচৈ পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও বহুমাত্রিক প্রয়োগ নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের বিশ্বিবদ্যালয়গুলোকে এআই এর উপযোগী করে গড়ে তুলতে হবে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর মৌলিক, তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা করে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা যায়।

 

আমিনুল ইসলাম আরো বলেন, সাম্প্রতিককালে শিক্ষার্থীরা বই পড়া থেকে দূরে চলে এসেছে। তারা বই পড়ে জ্ঞান অর্জন করে অ্যাসাইনমেন্ট তৈরি ও প্রশ্নের উত্তর প্রদান না করে চ্যাট জিপিটির মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি ও প্রশ্নপত্রের উত্তর প্রদানে খুব বেশি ঝুঁকে পড়েছে। এটা তাদের চিন্তা ও চেতনাকে নিয়ন্ত্রণ করে ফেলছে। তারা জ্ঞানবিজ্ঞানে আগ্রহ হারিয়ে ফেলছে। লক্ষ্য করা যাচ্ছে, বর্তমানে এমফিল ও পিএইচডির ক্ষেত্রে চ্যাটজিপিটির ভূমিকা ন্যাক্কারজনক। এসব কারণে আমাদের দেশের উচ্চশিক্ষায় ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়ে গিয়েছে।

 

তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবং কয়েকটি উন্নত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশুনা হচ্ছে। এইচএসসি পাস করার পর মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে পড়া এবং কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ কারিগরি শিক্ষা গ্রহণ করলে দেশে ও বিদেশে চাকরির প্রচুর সুযোগ রয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষার্থীরা চার বছরের অনার্স কোর্সের মধ্যে তিন বছর অনার্স এবং এক বছর ডিপ্লোমা পড়াশুনা করবে। এক্ষেত্রে তাদের দুটি সার্টিফিকেট দেওয়া হবে। একটি হলো অনার্স ও অন্যটি ডিপ্লোমা সার্টিফিকেট। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মেক্ষেত্র তৈরির জন্য কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে।

 

#

সিরাজ/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮১৭ ঘণ্টা  

 

 

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২৬৪৮

 

 

 

 

 

 

 

গবেষণার ফলাফল কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে

                                            - কৃষি উপদেষ্টা

 

 

 

 

 

ঢাকা, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

 

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষিখাতের অগ্রগতি টিকিয়ে রাখতে গবেষণার বিকল্প নেই। গুণগত গবেষণার ফলাফল কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে।

উপদেষ্টা আজ রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নবনির্মিত মৃত্তিকা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সভায় সভাপতিত্ব করেন।

উপদেষ্টা বলেন,  কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে প্রকল্প নেওয়ার সময় কৃষি জমি রক্ষার বিষয়ে ভাবতে হবে। কোন ভাবেই স্থাপনা নির্মাণ করতে গিয়ে কৃষি জমি নষ্ট করা যাবে না। কৃষিখাতের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর হতে বর্তমান সময় পর্যন্ত  কৃষিখাতই সবেচেয়ে সফল। জমি আর বাড়বেনা কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকবে, তাই কৃষি উৎপাদন বাড়াতে হবে।

উপদেষ্টা বলেন, দেশে তেল, ডাল, ছোলা প্রভৃতি আমদানি করতে হয়। তাই উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে। কৃষক যে ফসলে লাভ বেশি পান সে ফসল চাষ করেন। অপ্রচলিত কিন্তু প্রয়োজনীয় এসব ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। উপদেষ্টা পার্বত্য এলাকায় ফলজ গাছ লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, বনায়নের সাথে সাথে ফলজ গাছও লাগাতে হবে।

বাজারে সবজির দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন,  যখন মৌসুম থাকেনা এবং এক মৌসুম থেকে অন্য মৌসুমের ট্রানজিটের সময়ে সবজির বাজার চড়া থাকে। এ সমস্যা থেকে উত্তরণে শাক-সবজি ফলমূল সংরক্ষণের জন্য স্বল্প ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগার তৈরি করা হচ্ছে। কৃষিখাতের অবদানের তুলনায় স্বীকৃতি ও পুরস্কার কম উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও কৃষকের কথা বলতে হবে, এ খাতকে স্বীকৃতি দিতে হবে।

এর আগে উপদেষ্টা নব নির্মিত মৃত্তিকা ভবনের উদ্বোধন করেন।

#

জাকির/তৌহিদ/শাহিদা/রবি/আসমা/২০২৫/১৬৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৬৪৭

 

যোগাযোগ, গুণগত শিক্ষা ও কৃষির উন্নয়নই পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূলভিত্তি

                                                                          - পার্বত্য উপদেষ্টা

 

রাঙ্গামাটি, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি): 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূলভিত্তি হলো উন্নত কৃষি ব্যবস্থাপনা, গুণগত শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  

উপদেষ্টা আজ রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় জেলা পরিষদ আবাসিক কলেজ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা বলেন, সড়ক যোগাযোগ এ দেশের অন্যতম যোগাযোগ মাধ্যম। রামগড়-খাগড়াছড়ি, খাগড়াছড়ির মানিকছড়ি ও রাঙ্গামাটির মানিকছড়ি-বেতবুনিয়া সড়ক চার লেইনে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।  

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মাণ প্রকল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে তিন কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

রেজুয়ান/তৌহিদ/শাহিদা/রবি/সাঈদা/আসমা/২০২৫/১৫৪৫ ঘণ্টা  

 


 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৬৪৬

 

সামাজিক বনায়নের সুবিধাভোগীরা গাছ বিক্রির লভ্যাংশের পারিবর্তে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থ পাবেন
                                                                                                          - পরিবেশ উপদেষ্টা

 

রংপুর, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সামাজিক বনায়নের সুবিধাভোগীরা গাছ বিক্রির লভ্যাংশের পরিবর্তে এখন থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে সমপরিমাণ অর্থ পাবেন। সামাজিক বনায়নের জন্য জরুরি প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না।

পরিবেশ উপদেষ্টা আজ রংপুরে সার্কিট হাউজে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, বন ধ্বংস, দূষণ ও পানি সংকট মোকাবিলায় এককভাবে কাজ করলে হবে না। পরিবেশ রক্ষায় সরকারি সংস্থাগুলোর কার্যকর সমন্বয় জরুরি। এছাড়া, খরা, বন্যা ও নদীভাঙন মোকাবিলায় জলাধার সংরক্ষণ, বন পুনঃস্থাপন ও দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে। পাথর ভাঙা রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর এবং নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাঁধের পাশে আকাশমণি ও ইউক্যালিপটাসের পাশাপাশি বেশি করে দেশীয় গাছ লাগাতে হবে এবং এ কাজে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে হবে।

সভায় বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জসমূহ ও কার্যক্রম তুলে ধরেন। 

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, বগুড়া সামাজিক বন সার্কেলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মাহবুবর রহমান এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

#


দীপংকর/তৌহিদ/শাহিদা/রবি/রমজান/সাঈদা/শফিক/২০২৫/১৫৩০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৬৪৫

 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে আইন  উপদেষ্টার শোক

 

ঢাকা, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):

          সাবেক প্রধান নির্বাচন কমিশনার  বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

          আইন উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

          মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।   

          বিচারপতি আব্দুর রউফ আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৯১ বছর।

#
 

রেজাউল/তৌহিদ/শাহিদা/রবি/রমজান/শফিক/২০২৫/১২৩০ ঘন্টা  

তথ্যবিবরণী                                                                                &n

2025-02-09-16-48-9075b287fcdc3456f94b5b275f535ca0.docx