Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 09/04/2018

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১৩৮
 
বাংলাদেশ বেতার ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল ) :
তথ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়নসহ ছয়টি বিষয়ে পারস্পরিক সহযোগিতায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ও ভারত।
 
ভারতের পররাষ্ট্র সচিবের তিনদিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশের তথ্যসচিব আবদুল মালেক বাংলাদেশ বেতার ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
 
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের উপস্থিতিতে এসময় আরো পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
 
শিলিগুড়ি ও পার্বতীপুরের মধ্যে মৈত্রী পাইপলাইন বাস্তবায়ন, বাংলাদেশের ৫০৯ স্কুলে কম্পিউটার ও ভাষা গবেষণাকেন্দ্র স্থাপন, রংপুর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকা বিশ্ববদ্যালয়ে আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স) রবীন্দ্র চেয়ার প্রবর্তন এবং ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ ও বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের (জিসিএনইপি-বিএইসি) আন্তঃসংস্থা চুক্তিতে একটি সংযোজনা স্মারক স্বাক্ষর করেন দু’দেশের প্রতিনিধিরা।
 
দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও ভারতীয় প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাতের পর রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখল (ঠরলড়ু কবংযধা এড়শযধষব)।
 
ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার পর এটিই বিজয় কেশব গোখলের প্রথম বাংলাদেশ সফর।
 
 
#
আকরাম/ফারহানা/পারভেজ/রফিকুল/আব্বাস/২০১৮/১৯৫৮ ঘণ্টা
 
 
 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৩৭
বাংলা নববর্ষ ১৪২৫ উদ্যাপন উপলক্ষে সরকারি কর্মসূচি
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) : 
‘বাংলা নববর্ষ ১৪২৫’ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ জাতীয় পর্যায়ে ব্যাপক কমসূচি গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন।
নববর্ষ উদ্যাপন উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানম-ি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান করবে। ঢাকা মহানগর এলাকায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে। 
বাংলা নববর্ষ জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকলেই একসাথে পালনের মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে ধারণ করছে। নগরবাসী আনন্দ ও উচ্ছ্বাসের সাথে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন এবং উপভোগ করতে পারে সে লক্ষ্যে জনসাধারণের প্রতিপালনের জন্য নি¤œবর্ণিত পরামর্শসমূহ প্রণয়ন করা হয়েছে :
ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী এলাকা এবং রবীন্দ্র সরোবরে গাড়ি নিয়ে প্রবেশ থেকে বিরত থাকা; ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করা; নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলিব্যাগ, বড় ভ্যানিটিব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, পটকা, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি বহন থেকে বিরত থাকা; মুখোশ পরিধান এবং বিজ্ঞাপনী স্টিকার বহন করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ না করা; মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে চারুকলা ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য এবং রোভার স্কাউট সদস্যদের পরামর্শ মেনে চলা; সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করা; শিশুর পকেটে চিরকুটে যার যার বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখা এবং হারিয়ে  গেলে সাবকন্ট্রোলরুমে স্থাপিত ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার’ বা নিকটস্থ থানায় যোগাযোগ করা; ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কোথায় পুনরায় মিলিত হবেন অনুষ্ঠানস্থলে আসার পূর্বেই ঠিক করে রাখা; সন্ধ্যা ৬টার মধ্যে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এবং সন্ধ্যা ৭টার মধ্যে রবীন্দ্র সরোবর ত্যাগ করা; সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য নন, এমন ব্যক্তিগণ ক্যাম্পাসে অবস্থান না করা; সকল অনুষ্ঠানস্থলে ধুমপান হতে বিরত থাকা; বিকেল ৫টার মধ্যে রবীন্দ্র সরোবর ব্যতীত সকল উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সমাপ্ত করা; ভুভুজেলা (বিশেষ প্রকার বাঁশি) বাজানো, বিক্রয় ও বহন থেকে বিরত থাকা; অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পান্তা-ইলিশ বা অন্য কোনো খাবার গ্রহণের পূর্বে মান পরীক্ষার পাশাপাশি মূল্য সম্পর্কে সতর্ক হওয়া এবং কোনো কারণে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত সাবকন্ট্রোলরুম, কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোলরুম, রমনা, শাহবাগ, ধানম-ি, রামপুরা, বাড্ডা, গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করা।  
নববর্ষের দিন যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো- বাংলা মটর-রূপসী বাংলা-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর; রূপসী বাংলা-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা; মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন; পলাশী-শহিদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং; বকশী বাজার-শহিদ মিনার-টিএসসি; শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর এবং নীলক্ষেত-টিএসসি।
যান চলাচলের বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউ মার্কেট-আজিমপুর-বকশী বাজার-চাঁনখার পুল-গুলিস্তান; রাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ, রাজমনি-ইউবিএল-গুলিস্তান; মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান; ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও এবং ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-পল্টন-মতিঝল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
আসাদুজ্জামান/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৮/১৯৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৩৬

ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সাথে দ্রুত খাপ খাওয়াতে ইন্টার্নশিপ কার্যকর অবদান রাখবে
     ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল ) :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সাথে দ্রুত খাপ খাওয়াতে ইন্টার্নশিপ কার্যকর অবদান রাখবে। এর মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে, যারা পরবর্তীতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়বে।  

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সিআরআই’র যৌথ উদ্যোগে আয়োজিত তরুণ শিক্ষার্থীদের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরে ইন্টার্নশিপ কার্যক্রমের ওরিয়েন্টেশন ও ইতিমধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

নসরুল হামিদ বলেন, ডেমোগ্রাফিক ডেভিডেন্টের সুবিধার সুফল দ্রুত পেতে আজকের তরুণদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।  এক্ষেত্রে কর্ম পরিবেশের সাথে পূর্ব থেকেই ধারণা থাকলে আরো আস্থাশীল হয়ে সাবলীলভাবে কাজ করা যায়। ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন করা সম্ভব।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন।

#
আসলাম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৯২২ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৩৫


পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল ) :
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে  আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নবী নেওয়াজ, টিপু সুলতান এবং মোঃ ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
সুন্দরবন এলাকায় দূষণরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সুন্দরবন ইসিএ এলাকায় সর্বমোট ২০৯টি শিল্পপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে ‘লাল’ শ্রেণির ২৫টি ‘কমলা খ’ ১১৪টি ও ‘কমলা ক’ ৭০টি। উক্ত শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে অবস্থানগত এবং ১৯৯টি প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হয়েছে। তবে উক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের ছাড়পত্র নবায়ন করা হয়নি এবং বর্তমানে ৩৬টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ আছে। কমিটি এসকল শিল্পপ্রতিষ্ঠানের নবায়নসহ নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে পরিবেশগত ছাড়পত্র প্রদানে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের সুপারিশ করে ।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ভোক্তাপর্যায়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে পরিবেশদূষণ রোধে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বৈঠকে  সুপারিশ করা হয়।
কমিটি জলবায়ু ট্রাস্ট ফান্ড ও বন অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে মর্মে অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত সাবকমিটির রিপোর্ট মন্ত্রণালয় কর্তৃক গৃহীত না হওয়ায় তদন্ত করে মন্ত্রণালয়কে পুনরায় উপস্থাপনের সুপারিশ করে।  
         পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/ফারহানা/পারভেজ/রফিকুল/আব্বাস/২০১৮/১৯০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৩৪
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রাপ্ত ‘ভিশনারি লিডার অভ্ চেঞ্জ’ পুরস্কারটি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল ) :
আজ মন্ত্রিসভা বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার প্রাপ্ত  ‘ভিশনারি লিডার অভ্ চেঞ্জ’ পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উপস্থাপন করেন। 
এশিয়াভিত্তিক মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত সমাজসেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস’ ১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে ইতিবাচক ও সুদূরপ্রসারী সৃজনশীল কাজে অবদান রাখার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল  হামিদকে ‘ভিশনারি লিডার অভ্ চেঞ্জ’ পুরস্কারে ভূষিত করেন। 
বিশ্বব্যাপী মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নই ‘ওয়ার্ল্ড  এইচআরডি কংগ্রেস’ এর মূল লক্ষ্য। বিশ্বের ১৩৩টি সদস্য দেশ এবং ১৯৭০ জন প্রফেশনাল সদস্য নিয়ে প্রতিষ্ঠানটি ২৭ বছর ধরে এই উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ‘ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস’ রাজনৈতিক ও কর্পোরেট ক্ষেত্রে গুণগত মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ  অবদানের জন্য ব্যক্তি বা সংস্থাকে সম্মানিত করে। 
গত ১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে বিশ্বের ৬৭টি দেশের প্রায় ১৩শ সফল লিডার এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের উপদেষ্টা কমিটির সদস্য অজয় রোহিতাশ্ব আল কাজী এই পুরস্কার গ্রহণ করেন।  
#
 
আসলাম/ফারহানা/পারভেজ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৩৩
 
আন্দোলনকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল ) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, চাকুরির কোটা সংরক্ষণ বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এবং সরকার সম্প্রতি এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা ও মেধা না থাকলে কোটাধারীরাও চাকুরিতে আসতে পারে না। কোটা পূরণ না হলে সেসব পদ মেধাতালিকা থেকেই পূরণ করার নির্দেশনা রয়েছে।
 
মন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আরো বলেন, এর পেছনে যারা উসকানি দিচ্ছে, তাদের স্বার্থ হাসিলের জন্য এধরনের ঘটনা ঘটানো হচ্ছে।
 
কোটা সংস্কার আন্দোলনের নামে ভাঙচুর, হামলা ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় তিনি উদ্বিগ্ন ও মর্মাহত বলে জানিয়েছেন নুরুল ইসলাম নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা এবং ভাঙচুরের ঘটনা নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
শিক্ষামন্ত্রী এসময় শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা এবং আন্দোলনকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরে আসার আহ্বান জানান। এর পেছনে যারা ইন্ধন দিচ্ছেন, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপযুক্ত কর্তৃপক্ষকেও আহ্বান জানান।
#
 
আফরাজুর/ফারহানা/পারভেজ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১১৩২
 
মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান
ঢাকা, ২৬ চৈত্র ( ৯ এপ্রিল ) :
চীন সরকারের অর্থায়নে গঙঋঈঙগ বৃত্তির আওতায় সেদেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীর চাকরি স্থায়ী হতে হবে এবং বয়স ৪৫ বছরের কম হতে হবে। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনের হার্ডকপি ও অন্যান্য কাগজপত্রের ৪ (চার) সেট এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি সম্বলিত বাংলা ফরম ১৭ এপ্রিল  বিকেল ৫টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ অধিশাখা (কক্ষ নং-১০৯, ভবন-০২, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) বরাবর সরাসরি প্রেরণ করতে হবে। 
বিস্তারিত জানতে মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়ঢ়ধ.মড়া.নফ দেখতে অনুরোধ করা হয়েছে। 
#
 
মাসুম/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৬১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১১৩১
 
কোটা পূরণের জন্য প্রাকনিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের আহ্বান
ঢাকা, ২৬ চৈত্র ( ৯ এপ্রিল ) :
অপেক্ষমান তালিকা হতে ক্রমানুযায়ী খালি কোটায় সমসংখ্যক প্রাকনিবন্ধিত হজে গমনেচ্ছুদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। গত ৭ মার্চ ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০১৮ খ্রি. হজে গমনেচ্ছুদের নির্ধারিত সংখ্যা ৬৭৪৯ পূরণের লক্ষ্যে ৬৪১ জনের কোটা খালি রয়েছে। উক্ত কোটা পূরণে প্রাকনিবন্ধিত/নতুন প্রাকনিবন্ধিত হজে গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য আহ্বান করা হয়েছে। এছাড়া ২০১৮ সালে হজে গমনেচ্ছুদের মধ্যে ইতিমধ্যে যারা প্রাকনিবন্ধন করেও নিবন্ধনে ব্যর্থ হয়েছেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধনের সুযোগ পাবেন। জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৮ অনুযায়ী মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় সংশ্লিষ্ট প্রাকনিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের বিষয়ে আগে আসলে আগে পাবেন মর্মে সুযোগ দেয়া হবে।
 
#
 
শহিদ/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৬১৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১৩০
 
স্পিকারের সাথে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২৬ চৈত্র ( ৯ এপ্রিল ) :
বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত তযধহম তঁড় আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর  সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষীক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা সংসদীয় চর্চা, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা সংসদীয় প্রতিনিধিদলের পরস্পর সফরের মাধ্যমে দু’দশের সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 
স্পিকার চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুসম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। 
স্পিকার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে বাংলাদেশ। চীন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করে আসছে। পদ্মা সেতু নির্মাণ করছে চীনা কোম্পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন-  ১৯৭১ সালের পর এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। 
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা কামনা করে স্পিকার বলেন-বাংলাদেশ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তন চায়।
চীনের রাষ্ট্রদূত বলেন, পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে উত্তরাঞ্চলের সাথে সংযুক্ত করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-  যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করবে।
তযধহম তঁড় বলেন, রপ্তানি বাণিজ্যসহ সকলপ্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ভবিষ্যতে অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনে বাংলাদেশের পাশে থেকে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি ।
 
#
 
তারিক/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৫১৮ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১১২৯
 
 
উন্নত দেশের মর্যাদায় পৌঁছার জন্য সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে
                                                                                    -ধর্মমন্ত্রী
ময়মনসিংহ, ২৬ চৈত্র ( ৯ এপ্রিল ) :
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন। আগামী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছাতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সেজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনগণকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্ত্রী আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা অর্থ হলো প্রতিটি নাগরিক তার নিজ নিজ ধর্ম অবলম্বন, পালন এবং প্রচারের অধিকার ভোগ করবে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকার থাকবে। 
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকা- সম্প্রসারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ প্রকল্প, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, ও প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প চালু করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি করা হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতারোধে ধর্মীয় নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য মন্ত্রী আহ্বান জানান।  
আন্তঃধর্মীয় এ সংলাপে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
 
#
 
আনোয়ার/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫৩ ঘণ্টা
Todays handout (7).docx