Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ১৭.০৯.২০১৭

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৩৭৮

চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের বিদায় অনুষ্ঠানে
চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও সহযোগিতা করে যাচ্ছে
                                                                      --- আসাদুজ্জামান নূর এমপি


ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনা দূতাবাস বাংলাদেশের সহযোগিতায় চীনের বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট স্কুলে প্রশিক্ষণের জন্য ২জন দলীয় প্রধান ও ২০জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী প্রশিক্ষণার্থীসহ সর্বমোট ২২ জনকে চীনে প্রেরণ করা হয়। যার মধ্যে প্রথম দল হিসেবে ১০জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী ও ১ জন দলীয় প্রধানসহ সর্বমোট ১১জন চীনে সফলভাবে প্রশিক্ষণ শেষে গত ১৮ জুলাই ২০১৭ তারিখে দেশে প্রত্যাবর্তন করেছে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে ১জন দলীয় প্রধান ও ১০ জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পীসহ ১১ জনের নাম চূডান্ত করা হয়েছে।
২০১৬-১৭ সালে প্রশিক্ষণ প্রাপ্তদের স্বাগত ও ২০১৭-১৮ সালের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিদায় উপলক্ষে আজ রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
প্রধান অতিথি বলেন, চীন বাংলাদেশের কাছের ও পরীক্ষিত বন্ধু। চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সহযোগিতার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ক্রমাগত সহযোগিতা করে যাচ্ছে। এজন্য চীন সরকারের নিকট আমরা ঋণী। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েদের যথেষ্ট প্রতিভা আছে এবং বর্তমান সরকার তাদের প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী জাতি গঠনের পাশাপাশি একটি মানবিক জাতি হিসেবে সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করে তুলতে চাই। আর সংস্কৃতি চর্চাই পারে একটি মানবিক জাতি গড়ে তুলতে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং (গধ গরহময়রধহম), বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মোঃ বদরুল আনম ভূঁইয়া।
অনুষ্ঠানে ২০১৬-১৭ সালে চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের সনদপত্র প্রদান করা হয়।
#

ফয়সল হাসান/আলী/জয়নুল/২০১৭/২২৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৭৭ 

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৭ শুরু

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৭ শুরু হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। 
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, সব মানুষের মধ্যে লুকায়িত প্রতিভা থাকে। সে প্রতিভার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন । কেননা, সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মধ্যে মানবিকতাবোধ জাগ্রত হয়। নতুন প্রজন্মের মাঝে মানবিকতাবোধ জাগ্রত করতে না পারলে তাদের মস্তিষ্কে অন্ধকার তথা সাম্প্রদায়িকতার বীজ বুনতে পারে। সেজন্যেই সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার সর্বস্তরে সংস্কৃতি চর্চায় গুরুত্বারোপ করেছে এবং আর্থিক সহযোগিতাসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।
দুইদিনব্যাপী আয়োজিত এ উৎসবের প্রথম দিনে আজ সন্ধ্যায় পরিবেশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় নাটক রুটস এন্ড উইংস এবং দ্বিতীয় দিনে আগামীকাল সন্ধ্যা ৬টায় ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনায় নাটক টুয়েলভ্ এংরি মেন।
#

ফয়সল হাসান/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৭৬

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :

    দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত  কমিটির ১৪তম বৈঠক আজ কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী-এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, শাহানারা বেগম, মেঃ জেঃ এ টি এম আব্দুল ওয়াহহাব (অব.) এবং ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে বেসিক ব্যাংক ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রতিবেদন এবং সোনালী ব্যাংকের বিষয়ে অত্র কমিটির ১০ম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ প্রকল্প এবং শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন, জমি অধিগ্রহণ এবং কনস্ট্রাকশন নির্মাণসহ সকল বিষয়ে একটি হালনাগাদ পূর্ণাঙ্গ প্রতিবেদন আগমী ১ মাসের মধ্যে প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে কমিটি সুপারিশ করে ।

    বৈঠকে    অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, আইএমইডির সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সোনালী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

এমাদুল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৪২ ঘণ্টা

 

Handout                                                                                                              Number : 2375

British trade delegation meet with Shahriar

Dhaka, 17 September:

State Minister for Foreign Affairs Md. Shahriar Alam had a meeting with a British trade delegation led by Rushnara Ali MP, British Parliamentarian and Trade Envoy of the UK Prime Minister to Bangladesh at the Ministry of Foreign Affairs this afternoon. British High Commissioner Alison Blake also accompanied the delegation during the meeting.

While referring to the holding of Strategic Dialogue in March  and visit of Lord Ahmad of Wimboldon, the UK FCO Minister this year,  State Minister Shahriar Alam mentioned that  the bilateral relations between Bangladesh and  the UK has reached to strength. 

Pointing out the humatarian crisis caused by Myanmar armed forces by inflicting violence against Rohingya minority in Rakhine State, Rushnara Ali MP mentioned that the role of Myanmar Government towards its ethnic minorities is not acceptable. She also mentioned that Bangladesh is gaining moral high ground by giving room to the Rohingya minorities and by giving access to the NGOs in Bangladesh. She assured that the aids and investments from the UK will certainly increase in this backdrop. She and her delegation also expressed keen interest to invest in the development of railway sector including strong railway infrastructure. She also offered to avail lucrative export credits from the British Companies to implement the upcoming mega projects.

#

Khaleda/Selim/Mosharaf/Joynul/2017/1840hours

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৭৪ 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) : 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।  
বৈঠকে পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ আইন ২০১১ এর বাস্তবায়ন ও প্রায়োগিক ফলাফল, প্রতি জেলায় মডেল উন্নত পোনা উৎপাদন কেন্দ্র স্থাপন, বাংলাদেশ মেরিন ফিসারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের আওতায় মৎস্যজরিপ কার্যক্রম অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তরের শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে।
  কমিটি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণের জন্য প্রতি জেলায় মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারকে চাকুরিতে বহাল রাখার জন্য বিজ্ঞানী হিসেবে চাকুরির বয়স বৃদ্ধিকরণ কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সুপারিশ করে।
কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কামাল আহমেদ মজুমদার, এইচএম ইব্রাহীম, মুহা. গোলাম মোস্তফা বিশ^াস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, খন্দকার আজিজুল হক আরজু, 
এড. মুহম্মাদ আলতাফ আলী, শামছুন নাহার বেগম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৭৩ 
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) : 
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুর ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক, মো. তাজুল ইসলাম  বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত এক দশকে বিআইডিএস এর প্রধান গবেষণা কার্যক্রম, গবেষণার প্রাধিকার, সমস্যা ও সমাধান এবং গবেষণাকার্যে ব্যয়িত অর্থ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রদান ও আলোচনা হয়। 
বৈঠকে আরো জানানো হয়, ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিআইডিএস কর্তৃক মোট ১০৭টি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয় যার মধ্যে শতকরা ৪৪ দশমিক ১৭ ভাগ বাংলাদেশ সরকারের অর্থায়নে, 
৫২ দশমিক ৩৬ ভাগ বেসরকারি অর্থায়নে এবং ৩ দশমিক ৪৭ ভাগ বিআইডিএস এর নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হয়েছে। 
বিআইডিএস এর এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে বাজার থেকে মিনিকেট নামে যে চাল কেনা হয়ে থাকে তা আসলে সাধারণ মোটা চাল বিশেষ পলিশিং মেশিনে কেটে চিকন ও চকচকে করে বেশি দামে বিক্রি করে মুনাফা লাভের একটি ফন্দি এবং এই চালে স্বাভাবিক খাদ্যমান নষ্ট হয়ে যায়। এই গবেষণালব্ধ ফলাফলটি বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার করে জনসচেতনতা সৃষ্টির পরামর্শ দেয় কমিটি। 
দেশের ব্যাংক ব্যবস্থা থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাটের ঘটনা কিভাবে রোধ করা যায় এবং শেয়ারবাজার যাতে স্থিতিশীল থাকে সে সম্পর্কে আরো কার্যকর গবেষণা পরিচালনা করার সুপারিশ করা হয়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে কোনো প্রকল্প নেয়ার পূর্বে যথেষ্ট গবেষণা করে বাস্তবভিত্তিক এবং দেশের কল্যাণের জন্য প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণের পরামর্শ দেয়া হয়।
পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
মিজানুর/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৭২ 
ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে যোগ দিতে শ্লোভেনিয়ায় শিক্ষামন্ত্রী
ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে যোগ দিতে স্লোভেনিয়ার উদ্দেশে গতরাতে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৮-২০ সেপ্টেম্বর স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। ইউনেস্কো এবং স্লোভেনিয়ার শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওইআর ফর ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। শিক্ষামন্ত্রী সম্মেলনের ওপেন এডুকেশনাল রিসোর্সেস এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে এসডিজি-৪ এর মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে এবং জীবনব্যাপী  শিক্ষণ সুযোগ তৈরিতে ওইআর-এর ভূমিকা ও ব্যবহার নিয়ে আলোচনা হবে। 
ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে ‘লুবজানা ওইআর অ্যাকশন প্লান-২০১৭’ গ্রহণ করা হবে।
নাহিদ আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
#
আফরাজুর/অনসূয়া/সাহেলা/শহিদ/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা 
Todays handout (4).docx