তথ্যবিবরণী নম্বর : ৬৩
তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
ফেরারি অবস্থায় তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি প্রিন্ট ও ইলেক্ট্রনিক, সোশ্যাল মিডিয়াসহ সকল ধরনের মিডিয়ায় প্রচার বা প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
এক রিট পিটিশনের প্রেক্ষিতে গতকাল হাইকোর্টের দেয়া আদেশে বলা হয়েছে- ‘‘প্রয়াত জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান যতদিন আইনের দৃষ্টিতে পলাতক বা ফেরারি হিসেবে গণ্য হবেন ততদিন পর্যন্ত ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াসহ কোন ধরনের মিডিয়া তার বক্তব্য বা বিবৃতি প্রচার বা প্রকাশ করতে পারবে না’’।
আদালত তথ্য সচিব ও স¦রাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও প্রদান করেছেন।
#
ফায়জুল/মিজান/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬২
সরকারি খাসজমি প্রকৃত গৃহহীনদের মাঝে বন্দোবস্ত দিতে ভূমিমন্ত্রীর নির্দেশ
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জনসেবার মানসিকতা নিয়ে সরকারি বসতভিটা ও কৃষি খাসজমি প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০১৪-১৫ অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্মসচিব পুন্যব্রত চৌধুরী, যুগ্মসচিব এ ইউ এস এম সাইফুল্লাহ, গুচ্ছগ্রাম প্রকল্পের পরিচালক সিরাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনের তালিকা প্রণয়ন করে তাদের মাঝে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে উদার থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এ লক্ষ্যে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান এবং গুচ্ছগ্রামে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত আছে।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ৬টি বিনিয়োগ প্রকল্প এবং ৩টি কারিগরি প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পে ১৩৮ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ১২ কোটি ৬১ লাখ টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের শতকরা ৯ ভাগ।
সরকার গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে ২৬২টি ইকোভিলেজে বসতভিটাসহ স্বামী-স্ত্রী উভয়ের নামে এবং বিধবাদের ক্ষেত্রে একক নামে কবুলিয়ত দলিল প্রদান করে ১০ হাজার ৬৫০টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এছাড়া সরকার গুচ্ছগ্রামগুলোতে পুনর্বাসনের পাশাপাশি নারীর অধিকার নিশ্চিত, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, নিরাপদ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং পুনর্বাসিতদের আর্থসামাজিক উন্নয়নে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে।
ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে তিন পার্বত্যজেলা ব্যতীত ৫৫টি জেলায় জরিপের সিএস, এসএ, আরএস খতিয়ান জমির মালিকদের মাঝে সরবরাহের জন্য ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণে বিদ্যমান মৌজা ম্যাপস্ এবং খতিয়ানসমূহের কম্পিউটারাইজেশন প্রকল্পের কাজ গ্রহণ করা হয়েছে। সরকারি অর্থায়নে ৯২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৫৫টি জেলার ৪ কোটি ৫৮ লাখ খতিয়ান ডাটা এন্ট্রির মাধ্যমে সেন্ট্রাল আর্কাইভ সংরক্ষণাগার তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে এ থেকে ৮২ লাখ ৮৮ হাজার খতিয়ান ডাটা এন্ট্রি করার কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে।
#
রেজুয়ান/ফায়জুল/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১
পরিচালন সক্ষমতায় চট্টগ্রামবন্দরের আন্তর্জাতিক অবস্থান চারধাপ উন্নীত
চট্টগ্রাম, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
কন্টেইনার ও কার্গো অপারেশন কার্যক্রমসহ সার্বিক অপারেশন কার্যক্রমে চট্টগ্রামবন্দরের আন্তর্জাতিক অবস্থান চারধাপ উন্নীত হয়েছে। বিশ্বের শীর্ষ একশতটি সমুদ্রবন্দরের মধ্যে চট্টগ্রামবন্দর ২০১৩ সালের অবস্থান ৯০তম থেকে ২০১৪ সালে ৮৬ তম অবস্থান লাভ করেছে।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক জার্নাল লয়েডস্ রেজিস্টার (খষড়ুফং জবমরংঃবৎ) এর আন্তর্জাতিক জরিপ মোতাবেক চট্টগ্রাম বন্দর এ অবস্থান লাভ করে। এ জরিপ মোতাবেক ব্যাংকক, চেন্নাই ও করাচিসহ এশিয়ার বেশকিছু সমুদ্্রবন্দরের অবস্থান চট্টগ্রামবন্দরের চেয়ে নিচের ধাপে।
এ উপলক্ষে লয়েডস্ রেজিস্টার চট্টগ্রামবন্দরকে সনদপত্র প্রদান করে। লয়েডস্ রেজিস্টারের প্রতিনিধি ক্যাপ্টেন জিল্লুর রহমান আজ বন্দর অডিটোরিয়ামে চট্টগ্রামবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এর নিকট এ সনদপত্র হস্তান্তর করেন।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃক সম্পাদিত উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া পূর্বের আয়তন বাড়িয়ে বন্দরের আয়তন বৃদ্ধির এবং বর্তমানের ছোট জাহাজের স্থলে ১৯০ মিটার দৈর্ঘ্যরে এবং ৯ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ চট্টগ্রাম বন্দরে বার্থিং নিতে পারবে বলে ঘোষনা দেয়া হয়, যা এ বছরের ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী বলেন, চট্টগ্রামবন্দরের সাফল্য প্রমাণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি বর্তমান সরকার সম্পাদিত ও গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, লোকসান কাটিয়ে মংলাবন্দর বর্তমানে লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। বন্দর শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয় বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, শিপিং এজেন্টস, বার্থ অপারেটর, পোর্ট ইউজারস ফোরাম, সিএন্ড এফ প্রতিনিধিসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
সাইফুল/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬০
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩নং সাবকমিটির ৩য় বৈঠক গতকাল জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটি আহ্বায়ক আ খ ম জাহাঙ্গীর হোসাইন এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকশেষে কমিটি ঢাকার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পি এন্ড টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনশেষে কমিটি যে সকল ক্যাম্পাসে উচ্চ বিদ্যালয় পরিচালিত হচ্ছে সে সকল উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখা বন্ধ করা, মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ে রাত্রীকালীন পরিচালিত ‘ল’ কলেজটি দ্রুত নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর এবং খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পি এন্ড টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবৈধ টিনসেড স্থাপনা উচ্ছেদের সুপারিশ করে।
এছাড়াও কমিটি আজ ঢাকার ধার্মিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতুয়াইল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণচিরন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে।
#
নীলুফার/ফায়জুল/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৯
৭০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড
নারায়ণগঞ্জ, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
নারায়ণগঞ্জের বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা’র একটি অপারেশনদল আজ বুড়িগঙ্গা নদীতে নিয়মিত টহলদানকালে এম ভি নিউ সাব্বির-৩ ও এম ভি রাজহংস-৭ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮শ’ কেজি (৭০ মণ) জাটকা আটক করে। আটককৃত জাটকার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত জাটকা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
#
মারুফ/ফায়জুল/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮
একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়নের ক্ষেত্রে অন্তরায়
-- আইনমন্ত্রী
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। যারা এদেশের অস্তিত্বেই বিশ্বাস করে না তাদের সাথে কোনো আপোশ নেই। মন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নতদেশে পরিণত করার লড়াইয়ে মেধা ও সুশিক্ষার মাধ্যমে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আজ রাজধানীর তিতুমীর কলেজের শহীদ আক্কাছুর রহমান আখি হোস্টেলের আবাসিক ছাত্রদের মাঝে খাট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমত উল্লাহর উদ্যোগে কলেজের আবাসিক ছাত্রদের জন্য স্টিলের ৫০টি ডাবল খাট প্রদান করা হয়।
আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবকিছুর ঊর্ধ্বে। তাঁকে কটূক্তি করার অর্থ দেশ ও জাতিকে অবমাননা করা। তিনি বঙ্গবন্ধুর কটূক্তিকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য ছাত্রলীগের প্রশংসা করেন। তিতুমীর কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আইনমন্ত্রীর কাছে একটি বাসের দাবি করা হলে মন্ত্রী তাদেরকে কিছুদিনের মধ্যেই একটি বাস প্রদানের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমত উল্লাহ এবং তিতুমীর কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের বক্তৃতা করেন।
অনুষ্ঠানশেষে আইনমন্ত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে মিডিয়ায় তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
#
শাহীন/ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৭
সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির ১৭তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, মোহাম্মদ আমান উল্লাহ, মোঃ আফসারুল আমীন, বেগম রেবেকা মমিন, মোঃ শামসুল হক টুকু, মঈন উদ্দীন খান বাদল, মোঃ রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০০৮-৯ ও ২০০৭-৮ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৮-৯ ও ২০০৭-৮ এর আপত্তির অনুচ্ছেদ ২, ৩, ৪, ৫,৭, ১১, ১২, ১৪ ও ১৮ নিয়ে আলোচনা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
ইজারাদারদের নিকট হতে সেতু, ফেরিঘাট ও ফেরির ইজারামূল্যের কিস্তির ১১ কোটি ৬৮ লাখ ১ হাজার ৮১ টাকা অনাদায়ি এবং ইজারাদার/ঠিকাদারদের নিকট হতে ভ্যাট ও আয়কর বাবদ ৭৭ লাখ ৩২ হাজার ১ শত ১০ টাকা আদায় করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ি টাকা কমিটি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আদায়পূর্বক প্রমাণক অডিট অফিসে জমাদানপূর্বক অডিট অফিসের সন্তুষ্টিসাপেক্ষে আপত্তি নিষ্পত্তির সুপারিশ করে।
কার্য সম্পাদনে ব্যর্থ ঠিকাদারদের কার্যাদেশ বাতিল করা হলেও আরোপিত জরিমানা বাবদ ৩ কোটি ৯ লাখ ৪১ হাজার ৭ শত ৩৬ টাকা আদায় না করায় সরকারের ক্ষতি এবং চুক্তিমোতাবেক ঠিকাদার কার্য সম্পাদন না করা সত্ত্বেও পারফরমেন্স সিকিউরিটি এবং নিরাপত্তা জামানত বাবদ ১ কোটি ২ লাখ ৭৪ হাজার ৭ শত ৪ টাকা বাজেয়াপ্ত না করায় এবং সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় সরকারের ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি কাজটির ঠিকাদার মেসার্স সোনার বাংলা প্রকৌশলী সংস্থা (প্রাঃ) লিঃ এর মালিক কাদের সিদ্দিকী কর্তৃক আরবিট্রেশনের আবেদনের প্রেক্ষিতে পার্টির পক্ষে রায় হলেও রায়ের বিরুদ্ধে পুনঃআপিল দায়ের করার, চলমান আরবিট্রেশন মামলার তদবির অব্যাহত রাখার, দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পারফরমেন্স সিকিউরিটি ও নিরাপত্তা জামানত বাবদ অর্থ নগদায়ন, যে সকল কর্মকর্তা পারফরমেন্স সিকিউরিটি ও নিরাপত্তা জামানত বাবদ অর্থ ফেরত প্রদান করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করে।
পরিকল্পনা কমিশন ও সওজ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পেভমেন্ট ডিজাইন উপেক্ষা করে সড়কের পার্শ্ব বর্ধিতকরণের নামে ঠিকাদারকে অর্থ পরিশোধ করায় মোট ৪৮ লাখ ৬১ হাজার ৬ শত টাকা ক্ষতি, স্ট্যান্ডার্ড ড্রয়িং উপেক্ষা করে হার্ড সোল্ডারে সিল কোটের কাজ করে সরকারের ১ কোটি ৩ লাখ ৬৩ হাজার ১ শত ৫০ টাকা ক্ষতি এবং ড্রইং, ডিজাইনের পরিবর্তন না হওয়া সত্ত্বেও অনুমোদিত প্রাক্কলনে উল্লিখিত কাজের পরিমাণের চেয়ে বেশি পরিমাণ বিভিন্ন কাজের মেজারমেন্ট নিয়ে ঠিকাদারের বিল পরিশোধ করায় সরকারের ১ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ১ শত ৬৭ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি সংশ্লিষ্ট বিভাগ তিনপর্যায়ে অনুমোদনের নিয়মটি প্রতিপালন করেছে কিনা তা যাচাইসাপেক্ষে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ অন্যথায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অডিট বিভাগের নিয়োজিত কর্মকর্তারা বিল পরিশোধের পূর্বে যাতে যাচাই করে বিল পাশের অনুমোদন দেয় সে বিষয়ে অডিট অফিসকে অনুশাসন প্রদানের সুপারিশ করে।
কমিটি বিল পরিশোধকালে উৎসে আয়কর ও ভ্যাট কম কর্তন বা কর্তন না করায় সরকারি রাজস্ব বাবদ ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ৩ শত ১৫ টাকা অনাদায়ি বিষয়টি নিষ্পত্তি করার এবং এলজিইডিতে স্থানান্তরিত রাস্তা সড়কবিভাগ কর্তৃক মেরামত বাবদ ৭৮ লাখ ১৬ হাজার ৭ শত ৪৯ টাকা নির্বাহ করায় সরকারের ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিজ্ঞপ্তি সংশোধনসাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করে।
সিএন্ডএজি মাসুদ আহমেদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, অডিট বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৯ জানুয়ারির নিয়োগ পরীক্ষা স্থগিত
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় বিভিন্ন পদে নিয়োগের জন্য ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ঢাকার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠেয় লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।
নিয়োগ পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।
#
রবীন্দ্রনাথ/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৫
ঔষধ রপ্তানিতে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের ঔষধশিল্পকে অন্যতম প্রধান রপ্তানিপণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা মোতাবেক নতুন নতুন রপ্তানিপণ্য উদ্ভাবন এবং নতুন নতুন রপ্তানিবাজার সৃষ্টির জন্য কাজ চলছে। সে মোতাবেক দেশের তৈরিপোশাকের পাশাপাশি ঔষধ, চামড়া, জাহাজ ও আইসিটি রপ্তানির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশ বাংলাদেশের তৈরি ঔষধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। এ সুযোগকে কাজ লাগাতে হবে। ঔষধ রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকদের উৎসাহিত করতে নগদ আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ ঔষধশিল্প সমিতি আয়োজিত তিন দিনব্যাপী “এশিয়া ফার্মা এক্সপো-২০১৫”এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ঔষধশিল্পকে আন্তর্জাতিকমানের করতে সরকার চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের ঔষধশিল্প বিশ্ববাজারে আস্থা অর্জন করেছে। বাংলাদেশের উৎপাদিত ঔষধ এ পর্যন্ত বিশ্বের ৯০টি দেশে রপ্তানির জন্য অনুমোদনপ্রাপ্ত হয়েছে। এর ফলে ঔষধ রপ্তানির ক্ষেত্রে বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, দেশের রপ্তানিমুখি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে সরকার চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। শুল্ক কমানো, নিরাপদ শিল্পকারখানায় ব্যবহারের জন্য ফায়ার সেফটি ডোর এবং এ সংক্রান্ত যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আমদানিশুল্ক তুলে দেয়া হয়েছে। সরকার দেশের অর্থনীতিকে একটি শক্তভিত্তির ওপর দাঁড় করাতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ঔষধশিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারের ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক এবং বাংলাদেশ ঔষধশিল্প সমিতির মহাসচিব আব্দুল মুক্তাদির।
মন্ত্রী এক্সপোর স্টলসমূহ ঘুরে দেখেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী “এশিয়া ফার্মা এক্সপো-২০১৫”-তে বাংলাদেশ, ভারত, চায়না, কোরিয়া, থাইল্যান্ডসহ ৩০টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে। এক্সপো চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
#
বকসী/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৪
সকল সরকারি কলেজ ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবে
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
শিক্ষা মন্ত্রণালয় কলেজের একাডেমিক কার্যক্রম ত্বরিৎ ও সুচারুভাবে করার লক্ষ্যে দেশের সকল সরকারি কলেজে ডাইনামিক ওয়েবসাইট তৈরির নির্দেশনা প্রদান করেছে। কলেজসমূহের কর্তৃপক্ষকে ২৮ ফেব্রুয়াাির ২০১৫-এর মধ্যে সৃষ্ট ওয়েবসাইটের ঠিকানা জানানোর নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস স্মারকে আজ এ নির্দেশনা জারী করা হয়।
ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ, বিগত শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ (আর্কাইভ), একাডেমিক ক্যালেন্ডার, বিভাগভিত্তিক ক্লাস রুটিন (কোন শিক্ষক ছুটিতে থাকলে তার পরিবর্তে শিক্ষকের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে), প্রতিষ্ঠানের ইতিহাস, ভৌতঅবকাঠামো, বিষয় ও পদভিত্তিক কলেজের পদের তথ্য, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সকল তথ্য, বিভিন্ন পরীক্ষার ফল, ভর্তির তথ্য, বিভিন্ন ফরম, নোটিশ, শিক্ষার্থী প্যানেল, শিক্ষক প্যানেল, অভিভাবক প্যানেল, ফটো গ্যালারি, লাইব্রেরিতে বিভাগভিত্তিক বইয়ের তালিকা, অভিযোগ কর্নার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এসব ওয়েবসাইট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার হোস্ট করবে।
#
ঢালী/মোহাম্মদ আলী/মাসুম/খাদীজা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ১০ জানুয়ারি
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ১০ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে শুরু হবে। সারাদেশে ৭৪টি কলেজের সর্বমোট ৯৭ হাজার ছয়শত সত্তর জন পরীক্ষার্থী ২৮টি বিষয়ে মোট ৬০টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
#
বদরুজ্জামান/মোহাম্মদ আলী/মাসুম/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
ঐধহফড়ঁঃ ঘঁসনবৎ : ৫২
চৎরসব গরহরংঃবৎ বীঢ়ৎবংংবফ ঢ়ৎড়ভড়ঁহফ ংযড়পশ ধঃ ঃবৎৎড়ৎরংঃ ধঃঃধপশ রহ চধৎরং
উযধশধ, ৮ ঔধহঁধৎু :
চৎরসব গরহরংঃবৎ ঝযবরশয ঐধংরহধ যধং বীঢ়ৎবংংবফ ঢ়ৎড়ভড়ঁহফ ংযড়পশ ধঃ ঃযব ফবধঃয ড়ভ ১২ ঢ়বড়ঢ়ষব, রহপষঁফরহম ঃড়ি ঢ়ড়ষরপব ড়ভভরপবৎং, ধহফ রহলঁৎু ড়ভ সধহু ড়ঃযবৎং রহ ধ ঃবৎৎড়ৎরংঃ ধঃঃধপশ ধঃ ধ সবফরধ যড়ঁংব রহ চধৎরং, ঋৎধহপব.
ওহ ধ পড়হফড়ষবহপব সবংংধমব ংবহঃ ঃড় ঋৎবহপয চৎবংরফবহঃ ঋৎধহপড়রং ঐড়ষষধহফব, ঃযব চৎরসব গরহরংঃবৎ ংঃৎড়হমষু পড়হফবসহবফ ঃযব ফধংঃধৎফষু ধপঃ ড়ভ ঃবৎৎড়ৎ ধহফ বীঢ়ৎবংংবফ যবৎ ংড়ষরফধৎরঃু রিঃয ঃযব ঢ়বড়ঢ়ষব ধহফ মড়াবৎহসবহঃ ড়ভ ঋৎধহপব.
“ঞবৎৎড়ৎরংঃং ধৎব ঃবৎৎড়ৎরংঃং রৎৎবংঢ়বপঃরাব ড়ভ ঃযবরৎ পড়ষড়ঁৎ, পৎববফ ড়ৎ ৎবষরমরড়হ ধহফ সঁংঃ যধাব হড় ঢ়ষধপব রহ ধহু পরারষরুবফ ংড়পরবঃু,” ংধরফ ঃযব চৎরসব গরহরংঃবৎ রহ যবৎ সবংংধমব.
ঝযবরশয ঐধংরহধ পড়হাবুবফ ংুসঢ়ধঃযু ঃড় ঃযব নবৎবধাবফ ভধসরষু সবসনবৎং ধহফ ঃড় ঃযড়ংব যিড় যধাব নববহ রহলঁৎবফ রহ ঃযব ধঃঃধপশ.
ঝযব ধষংড় ঢ়ৎধুবফ ভড়ৎ বঃবৎহধষ ঢ়বধপব ড়ভ ঃযব ফবঢ়ধৎঃবফ ংড়ঁষং.
#
ঘড়ড়ৎবষধযর/ঝধৎশবৎ/গধংঁস/কযধফরুধ/ঔধযধহমরৎ/অংসধ/২০১৫/১১৪৫ যৎং
তথ্যবিবরণী নম্বর : ৫১
বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমা ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে।
ইজতেমায় আগত বিদেশি মেহমানদের মাধ্যমে আবহমানকাল ধরে আমাদের লালিত অসাম্প্রদায়িক চেতনা, অকৃত্রিম সরলতা ও অতিথিপরায়ণতা এবং সহিষ্ণুতার আলোকবার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে।
আমি আশা করি, এ মহান ধর্মীয় সমাবেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
আমি বিশ্ব ইজতেমা উপলক্ষে মহান আল্লাহর দরবারে দেশবাসী ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও কল্যাণ এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
আমি বিশ্ব ইজতেমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/মোহাম্মদ আলী/অনসূয়া/মাসুম/খাদীজা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫০
বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৫ পৌষ (৮ জানুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে ইজতেমার বিশাল সমাবেশে আগত বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের আমি স্বাগত জানাই। বাংলাদেশ প্রতি বছর সফলভাবে এই বিশ্ব ইজতেমা আয়োজন করতে সক্ষম হচ্ছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শুকরিয়া।
ইসলামের সুমহান আদর্শ সমগ্র মানবজাতির চলার পথের পাথেয়। আমরা ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে সামগ্রিক কল্যাণ অর্জন করতে পারি। বিশ্ব ইজতেমা ইসলামি উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
আমি বিশ্ব ইজতেমা ২০১৫-এর সার্বিক সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মোহাম্মদ আলী/অনসূয়া/মাসুম/খাদীজা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১০৩০ ঘণ্টা