তথ্যবিবরণী নম্বর : ১৯১৩
অত্যাধুনিক জাহাজ ‘মধুমতি’র আনুষ্ঠানিক উদ্বোধন ১৪ জুলাই
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই) :
ঢাকা-বরিশাল নৌপথে স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক যাত্রী পরিবহণে চালু হচ্ছে অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এমভি মধুমতি উদ্বোধন করবেন। প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বিলাসবহুল দ্বিতল এ জাহাজের যাত্রী ধারণক্ষমতা ৭৫০ জন। বাংলাদেশের একটি বেসরকারি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে।
জাহাজটির দৈর্ঘ্য ৭৫ দশমিক ৫০ মিটার এবং প্রস্থ ১২ দশমিক ৫০ মিটার। জাহাজে ভিআইপি ফ্যামিলি স্যুট আছে ৪টি, প্রথম শ্রেণির সিঙ্গেল ফ্যামিলি স্যুট আছে ১৮টি, প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন আছে ৪টি, প্রথম শ্রেণির ডাবল কেবিন আছে ৩৪টি এবং দ্বিতীয় শ্রেণির চেয়ার সিট আছে ৪২টি। ডেকে প্রায় ৫৫০ যাত্রীর জায়গা রয়েছে। জাহাজটি জাপানি শক্তিশালী দু’ ইঞ্জিন বিশিষ্ট।
#
জাহাঙ্গীর/মিজান/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯১২
বাজার তদারকি
৬৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৯ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, খুলনা, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, বরিশাল, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, রাজবাড়ি ও মুন্সিগঞ্জে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৬৩টি প্রতিষ্ঠানকে তিন লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে মাইসা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে কাশেম ড্রাগসকে
৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, ওজনে কারচুপি প্রভৃতি অপরাধে চট্টগ্রামের বন্দর থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা, কক্সবাজারের বিমানবন্দর ও কলাতলী বাজার এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ’ টাকা, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা, খুলনার ফুলতলা উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা, পাবনার বেড়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, চাঁপাইনবাবগঞ্জের বিসিক শিল্পনগরী এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, রংপুরের মিঠাপুকুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, বরিশাল সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শ’ টাকা, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ’ টাকা, ময়মনসিংহের চরইশ্বরদী উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, রাজবাড়ী সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। ।
#
মিজান/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯১০
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক হস্তান্তর
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই) :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতর, ২০১৫ উৎসব ভাতার সরকারি অংশের ১২টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৩ জুলাই ২০১৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে ঈদুল ফিতর, ২০১৫ উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
#
তথ্যবিবরণী নম্বর : ১৯১১
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক হস্তান্তর
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই) :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুন, ২০১৫ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ১২টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৩ জুলাই ২০১৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জুন, ২০১৫ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য মে, ২০১৫ মাসের বেতন-ভাতার এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।
#
শফিকুল/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩১০ ঘণ্টা