Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ৩০ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                     নম্বর : ৩৬৯০

ঢাকা-খুলনা স্টিমার সার্ভিস পুনরায় চালু


ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    দেশের দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াতের সুবিধার্থে ঢাকা-খুলনা নৌপথে আজ থেকে পুনরায় স্টিমার সার্ভিস চালু হয়েছে।
    নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ ঢাকার সদরঘাটে এ স্টিমার সার্ভিসের উদ্বোধন করেন।
    প্রথম পর্যায়ে প্রতি বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে স্টিমার ‘এমভি মধুমতি’ খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। চাঁদপুর, বরিশাল, কাউখালী, হুলারহাট, চরখালী, বড়মাছুয়া, মোড়েলগঞ্জ ও মংলা হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনায় পৌঁছবে। আবার খুলনা থেকে শুক্রবার সন্ধ্যায় রওনা হয়ে শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছবে। পরীক্ষামূলকভাবে সপ্তাহে একদিন এ স্টিমারটি চলাচল করবে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮০০ যাত্রী যাতায়াত করতে পারবে।
    উল্লেখ্য, মংলা-ঘষিয়াখালী চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ২০১১ সালের পহেলা নভেম্বর
ঢাকা-খুলনা স্টিমার সার্ভিসটি বন্ধ হয়ে যায়; তবে ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জ পর্যন্ত এ সার্ভিসটি চালু ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিআইডব্লিউটিএ মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করায় পুনরায় উক্ত চ্যানেলে নৌচলাচল শুরু হয়েছে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধবরায়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৩০ঘণ্টা

Handout                                                                                                          Number: 3689

 

'Mangal Shovajatra' included in the UNESCO list of cultural heritage

 

Dhaka, November 30:

 

            'Mangal Shovajatra', a festival close to the heart of Bengalis, has been inscribed on UNESCO's Representative List of Intangible Cultural Heritage of Humanity. The decision was taken today at the 11th session of the inter governmental committee on intangible cultural heritage, held in Addis Ababa, Ethiopia.


            The Committee in its decision noted that Mangal Shovajatra, organized by teachers and students of Dhaka University's Faculty of Fine Arts to celebrate the Bengali New Year's Day, symbolizes the pride of the people of Bangladesh in their living heritage as well as their strength and courage to fight sinister forces, and their vindication of truth and justice.  The Committee also recognized that the festival represents solidarity and shared value for democracy, uniting people irrespective of cast, creed, religion, gender or age.


            Ambassador and Permanent Representative to UNESCO, M Shahidul Islam is leading a four-member delegation to the Committee's meeting at Addis Ababa. The other members are Md. Monirul Islam, Ambassador of Bangladesh to Ethiopia and African Union; Prof. Nisar Hossain, Dean of the Faculty of Fine Arts of Dhaka University and Farhana Ahmed Chowdhury, First Secretary of the Bangladesh Embassy in Paris.


            The inclusion of Mangal Shovajatra in the list of cultural heritage of humanity is the result of the Government's proactive cultural diplomacy. The enhanced visibility of Mangal Shovajatra festival will help reinforce Bangladesh's image as a secular and inclusive society.

            The initiative to inscribe Mangal Shovajatra on UNESCO's in the list of humanity's intangible cultural heritage began two years ago when anomination file on the festival prepared by Bangla Academy and approved by Ministry of Cultural Affairs was submitted to UNESCO. Since then the nomination file underwent a number of amendments and was finally adopted by the relevant UNESCO committee.

#

 

Khaleda/Mahmud/Sanjib/Rezaul/2016/2104 hours

তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৮৮
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এ এম নাইমুর রহমান, নূরুল ইসলাম তালুকদার  বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে বিগত ২৪তম বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, বিগত ১৯৮৬ হতে ২০১৫ সাল পর্যন্ত সময়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ৩৪৫ জনকে জাতীয় যুব পুরস্কারে ভূষিত করা হয় যাদের মধ্যে ২৮৮ জন বর্তমানে আত্মকর্মসংস্থান ও নিজ নিজ পেশায় জড়িত। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ক্লাব ও সংগঠন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিধিমালা প্রণয়নের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে বলে কমিটিকে জানানো হয়।
    বাংলাদেশের জিমন্যাস্টদের সার্বক্ষণিক সার্বিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিকমানের সরঞ্জাম ও উন্নতমানের প্রশিক্ষক এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করলে আগামী ৪ বছরে বাংলাদেশ আন্তর্জাতিকমানে উন্নীত হবে বলে আশা প্রকাশ করা হয়। সেজন্য বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের ফান্ড বৃদ্ধির এবং ফেডারেশনকে তাদের নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়।   
    সম্প্রতি প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পরা এবং জরুরি অবতরণের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সুপারিশ করা হয়।
    যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৮৭
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
দশম জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ কমিটি সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, হুইপ ইকবালুর রহিম, মো. আফছারুল আমীন, আশেক উল্লাহ রফিক, স্বপন ভট্টাচার্য্য এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন।
     বৈঠকে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক যে সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত, শহিদ মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত গেজেটভুক্ত হননি তাদের গেজেটভুক্ত করার জন্য যাচাই বাছাই করে সরকারের নিকট সুপারিশসহ তালিকা প্রেরণ করা হয়েছে।
    বৈঠকে আরো জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে মুক্তিযুদ্ধ বিষয়ক অধিদপ্তরে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে অধিদপ্তরের অর্গানোগ্রাম, অর্গানোগ্রামে পদ সংখ্যা, পদ সৃজনের যৌক্তিকতা, পদের কার্যাবলি, নিয়োগবিধি ইত্যাদির খসড়া পর্যালোচনার জন্য নতুন পদ সৃজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালায়ে প্রেরণ করা হয়েছে।
    কমিটির সদস্যগণ বুয়েট এর বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট মতামত ব্যতীত মাগুরা জেলা সদরে নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ব্যবহার না করার সুপারিশ করেন।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৮৬
বাল্যবিবাহ রোধে জেলা উপজেলা পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে
                                                   -- ডেপুটি স্পিকার

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :

    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাল্যবিবাহ রোধে জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ উদ্দেশ্যে জেলা-উপজেলা পর্যায়ে আরো বেশি সভা সেমিনার করতে হবে।

    আজ রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে টেরি দেস হোমস নেদারল্যান্ডস আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধ, প্রেক্ষিত: বাল্যবিবাহ এবং বাল্যবিবাহিত বালিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্ল্যান ইন্টারন্যাশনালের জেন্ডার অ্যাডভাইজর তাহমিনা হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. অ্যানি ভেসটজেনস, স্বাস্থ্য পরিবার কল্যাণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, টেরি দেস হোমস নেদারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবীর প্রমুখ।  

    ডেপুটি স্পিকার বলেন, সরকার বাল্যবিবাহ নিয়ন্ত্রণে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সর্বদা সজাগ। তিনি বাল্যবিবাহ শূন্যের কোটায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য একটি আইনও করা হচ্ছে।  আশা করছি সামনের অধিবেশনেই আইনটি পাস হবে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। গ্রাম পর্যায়ে এখন কমিউনিটি ক্লিনিক জনপ্রিয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগে যথেষ্ট অগ্রগতি হয়েছে কিন্তু সঠিক তত্ত্বাবধানের অভাবে কিছু ঘাটতিও রয়েছে। ডাক্তারদের শহরমুখী প্রবণতা এর জন্য অনেকাংশে দায়ী। এ সময় তিনি স্বাস্থ্য অধিদপ্তরকে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানান।
#
স¦পন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৮৫
লার্নিং এসেসমেন্ট প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সভা
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    ‘লার্নিং এসেসমেন্ট অভ্ সেকেন্ডারি ইনস্টিটিউশনস (লাসি)-২০১৫’ চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে এক কর্ম-নির্ধারনী সভা আজ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    সভায় ‘লার্নিং এসেসমেন্ট অভ্ সেকেন্ডারি ইনস্টিটিউশনস (লাসি)-২০১৫’ চূড়ান্ত  প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের জন্য বিভিন্ন স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা এবং লানির্ং এসেসমেন্ট ফ্রেমওয়ার্কের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি, তাদের বিভিন্ন সমস্যা এবং এসব বিষয়ে শিক্ষকদের পরামর্শ নিয়েও সভায় আলোচনা হয়।
    শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান বিশেষ হিসেবে  অতিথি উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ এবং মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন।
    মন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা স্বচ্ছ ও সঠিক এসেসমেন্টের মাধ্যমে নিরূপণ করতে হবে।  তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য ও আনন্দদায়ক পাঠদান পদ্ধতি নিশ্চিত করতে পারলে তাদের সক্ষমতা ও দক্ষতার উন্নয়ন স¤ভব হবে।
#
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                            নম্বর : ৩৬৮৪
খুলনা উপকূলীয় এলাকায় নবযাত্রা কর্মসূচির উদ্বোধন
খুলনা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪০টি ইউনিয়নের ৭৪০টি গ্রামের ২ লাখ পরিবারকে স্বাস্থ্যসেবা, কৃষি খাতে সহযোগিতা, কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধনের জন্য নবযাত্রা নামে একটি কর্মসূচি নেয়া হয়েছে।  ৫ বছর মেয়াদি এ কর্মসূচিতে ব্যয় হবে ৬০০ কোটি টাকা।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম আজ খুলনায় একটি হোটেলে এ কর্মসূচির উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড উইটেভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, বাংলাদেশে ইউএসএআইডি’র পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ওয়ার্ল্ড ভিশন ইউএসএ এর ভাইস প্রেসিডেন্ট জেড হফম্যান, নবযাত্রা কর্মসূচির চিফ অভ্ পার্টি মি. রাকেশ কাটাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।
    মন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ বিশ্বে প্রাকৃতিক দুর্যোগে অতি ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এর মধ্যে ৪টি উপজেলা অধিক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। জলবায়ু পরিবর্তন এবং প্রতিবছরের দুর্যোগ এই ঝুঁকিপূর্ণতা তৈরি করেছে। চরম দারিদ্র্যসীমার নিচে এলাকার অধিকাংশ মানুষের অবস্থান। তিনি বলেন, এ এলাকার মানুষের দুর্ভাগ্য, একটি দুর্যোগ থেকে  পুনরুদ্ধারের আগেই এই এলাকার জনগণ নতুন আরেকটি দুর্যোগের মুখোমুখী হন। এর ফলে তাদের দুর্যোগ সহনশীলতার মাত্রা আরো  হ্রাস পায়।
     গত এক দশকে সিডর, আইলা, মহাসেন এর মতো ঘূর্ণিঝড় এই অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ঘটিয়েছে। এমতাবস্থায় সরকারি উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি নবযাত্রা কর্মসূচি এই অঞ্চলের মানুষের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। বিশ্ববাসীর কাছে তিনি আবেদন জানান এ ক্ষতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্বের প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।
#
ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৮৩
সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর
                                 --খাদ্যমন্ত্রী

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ খাদ্য নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে। এক সময় আমাদের দেশে খাদ্য ঘাটতি ছিল। বাংলাদেশ বর্তমানে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং এদেশে একটি কার্যোপযোগী ‘খাদ্য নীতি’ রয়েছে। খাদ্য নিরাপত্তা মানুষের সাংবিধানিক অধিকার। আর এ আধিকার নিশ্চতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর।
    আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ‘খাদ্য নিরাপত্তার জন্য দায়িত্বশীল খাদ্যাভ্যাস : ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনীন আহমেদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এর আধ্যাপক ড. খুরশীদ জাহান, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সন্জীব বিশ্বাস সঞ্জয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক প্রমুখ।  
    আনুষ্ঠানে বক্তারা বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন ২০১৫ অনুযায়ী বর্তমানে বিশ্বের ৭৯ কোটি ৫০ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পায় না এবং এদের মধ্যে ২৮ কোটি ১৪ লাখের বাস দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ায় ক্ষুধা ও অপুষ্টির চ্যালেঞ্জটি জটিল ও বহুমাত্রিক হওয়ায় তা মোকাবিলার জন্য প্রয়োজন বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর পদক্ষেপ।
    ১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং ১৯৬৬ সালের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক আন্তর্জাতিক চুক্তি (ওঈঊঝঈজ) অনুযায়ী খাদ্য অধিকারকে বাধ্যতামূলক আন্তর্জাতিক মানবাধিকার আইনের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। মানবাধিকার সনদ স্বাক্ষরকারী দেশ হিসেবে খাদ্য অধিকারসহ মৌলিক মানবাধিকারসমূহ বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যার খোন্দকার ইব্রাহিম খালেদ।
#
সুমন মেহেদী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                            নম্বর : ৩৬৮২
রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
১৩ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১ ডিসেম্বর পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২ ডিসেম্বর শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ কারণে ১৩ ডিসেম্বর মঙ্গলবার (১২ রবিউল আউয়াল) সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন  ধর্ম বিষয়ক মন্ত্রনালয়য়ের যুগ্ম সচিব জাকির আহমেদ।
সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ধর্ম সচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুফতী এহসানুল হক, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মুফতী শেখ নাঈম রেজওয়ান এবং লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান উপস্থিত ছিলেন।
#
শায়লা/মাহমুদ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                            নম্বর : ৩৬৮১
দুই কর্মকর্তাকে তথ্য কমিশনের জরিমানা
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    তথ্য অধিকার আইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালককে ৫ হাজার টাকা ও নুরুল্লাপুর এ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ২ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।
    তথ্য অধিকার আইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় আবেদনকারী ইকবাল হোসেন ফোরকান হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক বেলায়েত হোসেন মোল্লাহ এর বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। তথ্য কমিশনের শুনানীতে আবেদনকারীর চাহিত তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এরপরেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রদান না করলে আবেদনকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ করেন। উভয়পক্ষের উপস্থিতিতে আজ শুনানীতে এই সিদ্ধান্ত দেয়া হয়।
    অপরদিকে আবেদনকারী কুতুব উদ্দিন নুরুল্লাপুর এ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক                        মো. সাইফউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পূর্বের এক অভিযোগের শুনানি শেষে তথ্য কমিশন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আবেদনকারীকে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা অমান্য করে তথ্য প্রদান করেননি। ফলে উভয়পক্ষের উপস্থিতিতে আজকের শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত জরিমানা করা হয়।
    শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
#

লিটন/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৪৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                              নম্বর : ৩৬৮০
বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়াতে হবে
                         -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে  বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বৃদ্ধি এবং মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
    মন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচন করেছে। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষাদান পদ্ধতি রপ্ত করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে।
    তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যারা আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কর্তৃপক্ষকে ব্যবসায়িক মনোভাব ও প্রতারণা পরিহার করতে হবে।
    মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত ও তা ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। জনগণের কল্যাণে এ জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করতে হবে। মানুষর ভাগ্য পরিবর্তন এবং জাতির উন্নয়নের জন্য মেধাকে কাজে লাগাতে হবে। তথ্য প্রযুক্তি ও বিশ্বায়ন সর্বাধুনিক জ্ঞানের দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে এ জ্ঞানের বাস্তবভিত্তিক প্রয়োগ করতে হবে।
    অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, আমাদের বৃত্তিমুখী শিক্ষার ক্ষেত্র প্রসারিত করা উচিত। জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য জিজ্ঞাসা জরুরি।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ইসরাফিল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শহিদুল ইসলাম পাটওয়ারী, বিশ্বদ্যিালয়ের উপাচার্য ড. কে এম মহসিন এবং ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী বক্তব্য রাখেন ।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৭৯

আইসিএবি এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
চার্টার্ড একাউন্টেন্টদের আন্তর্জাতিকমান বজায় রাখতে হবে

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে চার্টার্ড একাউন্টেন্টদের দায়িত্ব অনেক। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর্থিক উন্নতির সাথে সাথে নিরীক্ষা ব্যবস্থা উন্নত ও আন্তর্জাতিকমানের হওয়া প্রয়োজন। আন্তর্জাতিকমান বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এ জন্য ইনস্টিটিউট অভ্ চার্টার্ড একাউন্টেন্টস অভ্ বাংলাদেশ (আইসিএবি)কে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
    মন্ত্রী গত ২৯ নভেম্বর ঢাকায় সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অভ্ চার্টার্ড একাউন্টেন্টস অভ্ বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘১৬তম আইসিএবি ন্যাশনাল এওয়ার্ড সিরিমনি ফর বেস্ট প্রেজেনটেড এনুয়াল রিপোর্ট ২০১৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
    আইসিএবি -এর প্রেসিডেন্ট কামরুল আবেদিন, এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা  ড. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীন দেশের প্রথম অর্থ সচিব মো. মতিউল ইসলাম- এফসিএ, পাবলিসড একাউন্টস এন্ড রিপোর্টস রিভিউ কমিটির চেয়ারম্যান পারভীন মাহমুদ, ইসলামি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৭৮
বাণিজ্যমন্ত্রীর সাথে স্লোভেনিয়ার উপমন্ত্রীর বৈঠক

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্লোভেনিয়ায় বাংলাদেশের তৈরিপোশাকের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশে সেখানে রপ্তানি বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ জন্য উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল সফর করবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্লোভেনিয়ার বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।  
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় সফররত স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য বিষয়ক উপমন্ত্রী (স্টেট সেক্রেটারি) ঞধহলধ ঝঃৎহরংধ এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, গত অর্থবছরে বাংলাদেশে স্লোভেনিয়ায় ৩৯ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১৫ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্যিক ভারসাম্য বাংলাদেশের পক্ষে রয়েছে। তবে রপ্তানির পরিমাণ আরো বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
    স্লোভেনিয়ার উপমন্ত্রী বলেন, বাংলাদেশ তৈরিপোশাক খাতে খুবই ভালো করছে। বাংলাদেশের তৈরিপোশাকের প্রচুর চাহিদা রয়েছে স্লোভেনিয়ায়। স্লোভেনিয়া বাংলাদেশের তৈরিপোশাক পণ্য আরো আমদানির উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ স্লোভেনিয়ার বন্দর ব্যবহার করলে লাভবান হতে পারে। বাংলাদেশের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে দু’দেশের বাণিজ্য বৃদ্ধি করা হবে। এতে উভয় দেশ লাভবান হবে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, যুগ্মসচিব মুনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৭৭
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে স্লোভেনিয়ার উপমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    ঢাকা সফররত স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য বিষয়ক উপমন্ত্রী ঞধহলধ ঝঃৎহরংধ আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
    বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারনের ব্যাপারে গভীর আগ্রহ ব্যক্ত করে স্লোভেনিয়ার উপমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে স্লোভেনিয়া তৈরিপোশাক, শাকসবজি ও ফল আমদানি করতে পারে। অন্যদিকে স্লোভেনিয়া থেকে বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি আমদানি করতে পারে।
    বাংলাদেশের খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনসহ আর্থসামাজিক অন্যান্য ক্ষেত্রে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্লোভেনিয়ার উপমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশ থেকে স্লোভেনিয়া মানসম্পন্ন ঔষধ আমদানি করতে পারে বলে জানান।
    তিনদিনের সফরে গত ২৮ নভেম্বর স্লোভেনিয়ার উপমন্ত্রী বাংলাদেশে আসেন। আজ রাতে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
#
খালেদা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৬৭৬
শিক্ষা মন্ত্রণালয় পুনর্গঠিত

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
    জঁষবং ড়ভ ইঁংরহবংং, ১৯৯৬ -এর ৎঁষব ৩ তে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী গওঘওঝঞজণ ঙঋ ঊউটঈঅঞওঙঘ (শিক্ষা মন্ত্রণালয়)-কে পুনর্গঠন করে উক্ত মন্ত্রণালয়ের অধীন দু’টি বিভাগ গঠন করেছেন। বিভাগ দু’টি হচ্ছে :
    ১.    ঝবপড়হফধৎু ধহফ ঐরমযবৎ ঊফঁপধঃরড়হ উরারংরড়হ (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) এবং
    ২.   ঞবপযহরপধষ ধহফ গধফৎধংধয ঊফঁপধঃরড়হ উরারংরড়হ (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)।

    এ বিষয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
#
শফিউল আলম/মাহমুদ/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                        নম্বর : ৩৬৭৫

আইপিইউ ও জাতিসংঘের মধ্যে ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সম্পর্ক আরো সুদৃঢ় হবে
                                                                          Ñআইপিইউ প্রেসিডেন্ট

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) : 
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেছেন, সামনের দিনগুলোতে আইপিইউ ও জাতিসংঘের মধ্যে প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সম্পর্ক আরো সুদৃঢ় হবে ।
তিনি গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাথে সাক্ষাৎকালে একথা বলেন । 
আইপিইউ’র প্রেসিডেন্ট বলেন, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন কর্মকা-ে যুব সমাজের অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করছে । এছাড়া, জাতিসংঘের নেতৃত্বে  বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানপূর্বক বিশ্বকে স্থিতিশীল করতে অবদান রাখায় তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান। 
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ আর্জনে সারা বিশ্বের সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।   
 উল্লেখ্য, ৩১ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাঁর মেয়াদ পূর্ণ করবেন। 
 

Todays handout (6).docx