Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০১৬

তথ্যবিবরণী ১২ আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫৭১

সরকার তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর
                                                         -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ২৮শে শ্রাবণ (১২ই আগস্ট):

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, তাই গ্রামের মানুষের মাঝে  এখন বিশ্বাস সৃষ্টি হয়েছে যে এ সরকারই দেশের উন্নয়নকে ধরে রাখতে পারবে এবং দু:খী মানুষের পাশে দাঁড়াবে।
 
    প্রতিমন্ত্রী আজ রাজশাহী জেলার বাঘা উপজেলার পদ্মার চরে চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর এবং আতারপাড়া গ্রামের বানভাসি ও নদীভাঙন এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। 

    এ কর্মসূচির আওতায়  বন্যার্তদের মাঝে এক হাজার পরিবারের  প্রত্যেককে ১০ কেজি করে মোট এক হাজার মেট্রিক টন চাল  এবং পাঁচশত টাকা করে মোট পাঁচ লাখ টাকা বিতরণ করেন। 

    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের দু:খ বুঝে। তাই পদ্মার চরে বানভাসি এবং নদী ভাঙনের কবলে পড়া মানুষদের খুঁজে বের করে এ ত্রাণ বিতরণ করা হয়। তিনি বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে তাকে ছাড় দেয়া হবে না।   

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা জামে মসজিদে নামাজ শেষে বলেন, যারা ইসলামের দোহাই দিয়ে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ ঘটায় তাদের রম্নখতে  পুলিশের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মেম্বার, সকল জনপ্রতিনিধি, মসজিদের ঈমাম, শিড়্গা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সকলকে নিজ নিজ অবস'ান থেকে  প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে।

পরে মো. শাহরিয়ার আলম বাঘা উপজেলার আব্দুল গণি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  সদ্যপ্রয়াত মরহুম আব্দুল গণি মন্ডলের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। 

সন্ধ্যায় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা  গোল্ডকাপ  প্রাথমিক  বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। 
#

হালিম/সেলিম/নবী/সেলিমুজ্জামান/২০১৬/২২২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫৭০
রবীন্দ্রচর্চা জঙ্গিদমন যুদ্ধের প্রেরণা 
                          -- তথ্যমন্ত্রী 
ঢাকা, ২৮শে শ্রাবণ (১২ই আগস্ট):
    রবীন্দ্রচর্চাকে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ ও জঙ্গিদমন যুদ্ধের প্রেরণা বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
    মন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে শিল্পী মোসত্মাকিনুন নাহার লুবার ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ একক সংগীতের সিডি প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। 
    ১৯৭৫ সালের ১৫ই আগস্ট খুনিচক্রের হাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে শুরম্ন হওয়া এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতির ইতিহাস ও সংস্কৃতির চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্রে রবীন্দ্রনাথ-নজরম্নলকেও নির্বাসনে পাঠানোর অপচেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরম্নল আবার স্বমহিমায় স্বগৃহে প্রত্যাবর্তন করছেন।
    ঠিক এসময়েই জঙ্গিবাদী চক্র আবার মাথাচাড়া দিতে চায় উলেস্নখ করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, জাতির ইতিহাস, সংস্কৃতি. বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরম্নলকে আবার নির্বাসনে পাঠাতে চায় জঙ্গিবাদীরা। আর এদের দমনে রবীন্দ্রনাথচর্চা আমাদের প্রেরণা যোগায়। সেকারণেই শোকের মাসে যখন আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, রবীন্দ্রসংগীতের এ আয়োজন তখন অত্যনত্ম প্রাসঙ্গিক।  
    সংগীত-শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে এর রাষ্ট্রীয় গুরম্নত্ব সম্পর্কে এসময় তথ্যমন্ত্রী বলেন, আমাদের সনত্মানেরা যাতে শানিত্মতে সংগীত-শিল্প-সাহিত্য চর্চা করতে পারে, সেজন্য জঙ্গিদমন অপরিহার্য। শিল্পীরাই সংগীতকে জনগণের কাছে পৌঁছে দেন, তাই শিল্পীদের উৎসাহ দান অব্যাহত রাখা সরকারের গুরম্নত্ববহ দায়িত্ব।
    চ্যানেল আইয়ের ব্যবস'াপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জি সিরিজ ও অগ্নিবীণার প্রতিষ্ঠাতা নাজমুল হক ভূঁইয়া খালেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পীকে আশীর্বাদ করেন।
    রাসমোহনের সংগীতায়োজনে জি-সিরিজ প্রকাশিত মোসত্মাকিনুন নাহার লুবার ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ সিডিটিতে ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘এসো নীপবনে ছায়াবিথী তলে’, ‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো’সহ জনপ্রিয় বারোটি রবীন্দ্রসংগীত রয়েছে।
#
আকরাম/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৯
লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাড়্গাৎ
লেবানন, ১২ই আগস্ট:
লেবানন সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বিএসসি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নুহাদ মাশনুকের সাথে আজ তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাড়্গাতে মিলিত হন। সাড়্গাতে উভয় পড়্গ নিরাপদ অভিবাসন নিয়ে বিসত্মারিত আলোচনা করেন।
উলেস্নখ্য যে, বর্তমানে লেবাননে প্রায় ১ লাখ ৪২ হাজারের অধিক কর্মী বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছে।
লেবাননের শ্রমমন্ত্রীর সাথে  বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রীর বৈঠক
গতকাল  লেবাননের শ্রম মন্ত্রণালয়ের সভাকড়্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বিএসসি’র সাথে সে দেশের শ্রমমন্ত্রী সিজান আজ্জির এক দ্বিপাড়্গিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লেবাননের শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা এখানে দড়্গতার সাথে কাজ করছে।  শ্রমমন্ত্রী লেবাননের সাথে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উলেস্নখ করে বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশি কর্মীদের প্রশিড়্গণের মাধ্যমে দড়্গ করে গড়ে তোলা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী  বাংলাদেশ থেকে  নির্মাণখাত, ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, ইলেকট্‌্িরসিয়ান, সেলসম্যানসহ বিভিন্নখাতে কর্মী নেয়া এবং কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে বিবেচনার জন্য লেবাননের শ্রমমন্ত্রীকে অনুরোধ জানান।  লেবাননের শ্রমমন্ত্রী বলেন, সে দেশের আইন অনুযায়ী ধার্যকৃত বেতন প্রদান  বাংলাদেশি কর্মীদের জন্য নিশ্চিত করবেন, এতে করে প্রত্যেক কর্মীর বেতন উলেস্নখ্যযোগ্য হারে বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে নারী কর্মীর পাশাপাশি  আরো অধিক পুরম্নষ কর্মী নেয়া হবে। অভিবাসন ব্যয় কমানো, দ্রম্নত কর্মী প্রেরণ প্রক্রিয়া নিশ্চিতকরণ, মধ্যস্বত্বভোগীর দৌরত্ম্য বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাড়্গরের জন্য উভয়পড়্গ সম্মত হয়। সরকারি পর্যায়ে কর্মী প্রেরণ করা যায় কিনা তা নিয়ে  সুবিধাজনক সময়ে উভয় দেশের প্রতিনিধি মিলিত হবে বলে সিদ্ধানত্ম হয়। 
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, লেবাননস' বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, অতিরিক্ত সচিব মো. আজাহারম্নল হক, জনশক্তি, কর্মসংস'ান ও প্রশিড়্গণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস উপসি'ত ছিলেন। বৈঠক শেষে দু’দেশের মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 
এর আগে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বিএসসি লেবাননস' বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। দূতাবাস পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন কার্যক্রম ও সমস্যা সম্পর্কে অবগত হন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের আশ্বাস প্রদান করেন। মন্ত্রী দূতাবাস পরিদর্শন শেষে লেবাননে জাতিসংঘ নিয়োজিত নৌবাহিনীর জাহাজ বিএনএস আলী হায়দার পরিদর্শন করেন। 
মন্ত্রী লেবানন সফর শেষে আগামী ১৪ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জাহাঙ্গীর/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৫৬৮

চলতি বছর ১০ হাজার গৃহহীনকে ঘর দেয়া হবে
                                       -- ভূমিমন্ত্রী 
    
কক্সবাজার, ২৮শে শ্রাবণ (১২ই আগস্ট):

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, এ বছর ১০ হাজার ঘর গৃহহীনদের বুঝিয়ে দেয়া হবে এবং ২০১৭ সালের মধ্যে আরো ৫০ হাজার ঘর নির্মাণ করা হবে। তিনি বলেন, গৃহহীনদের জন্য ঘর তৈরি করে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক গৃহহীন পাবে আশ্রয়স'ল।

    মন্ত্রী আজ কক্সবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলড়্গে কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে মাসব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরম্নদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে মন-প্রাণ দিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী একটি মানুষকেও গৃহহীন ও ভূমিহীন রাখবেন না। মন্ত্রী বলেন, আগস্ট শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শুধু এদেশে নয়, সারা পৃথিবীর ইতিহাসে এটি নৃশংস ও ঘৃণ্যতম হত্যাকা-। 

    গরিব ও দুস'দের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান আগস্ট মাসব্যাপী চলবে। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার শাখা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহযোগিতায় সেবাকেন্দ্রটি থেকে এমাসে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। 

    মন্ত্রী বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ একটি জনহিতৈষী কাজ। তিনি এর আয়োজকদের ধন্যবাদ জানান।
    
    পরে মন্ত্রী মেডিসিন সেবা কেন্দ্রের বুথ ও রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। 

#

রেজুয়ান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৫৬৭

ডিগ্রি পাস  ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ পরীক্ষা-২০১৫ আগামীকাল
    
ঢাকা, ২৮শে শ্রাবণ (১২ই আগস্ট):

    ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ পরীক্ষা আগামীকাল ১৩ই আগস্ট, শনিবার সারাদেশে ৬৮৪টি কেন্দ্রে একযোগে শুরম্ন হবে। সর্বমোট ১ হাজার ৭শ’ ৮২টি কলেজের ২ লাখ ৯৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। 
    এ পরীড়্গা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে শুরম্ন হয়ে বিকেল ৫টা পর্যনত্ম চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীড়্গা গ্রহণের সকল প্রস'তি ইতোমধ্যে সম্পন্ন করেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশিস্নষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

#

ফয়জুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৬৪০ ঘণ্টা 

Todays handout (2).doc