Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Handout                                                                                                                   Number:  2754 

Australian Climate Envoy Meets Bangladeshi Advisor for High-Level Climate Talks

 

Dhaka, 18 February :

Australian Ambassador for Climate Change Kristin Tilley met with Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, at The Westin Dhaka Today for discussions on global climate cooperation and finance.

Syeda Rizwana Hasan stressed the need for clarity in climate finance, criticizing how its definition has been stretched to include various forms of assistance. She emphasized that while historical emitters bear primary responsibility, major developing economies should also contribute. However, she cautioned against extreme positions that could risk vital climate funding.

Highlighting Bangladesh’s approach, she noted the country’s openness to broadening the pool of climate finance contributors but underscored the fundamental difference in motivations—some countries seek to sustain consumerist lifestyles, while others prioritize poverty eradication. She also acknowledged the challenges of transitioning away from fossil fuels, particularly for economies heavily dependent on them.

Regarding global climate governance, Rizwana Hasan praised the architecture of the Paris Agreement but expressed concerns about the lack of global progress. She noted that while the five-year cycle of increasing ambition remains a strong framework, the world is not on track to meet climate goals. She also pointed to obstructionist tactics in both fossil fuel and plastics negotiations as significant barriers to progress.

On Australia's bid to host COP31 in 2026, Rizwana Hasan raised concerns over restrictive visa policies, warning that access limitations could hinder participation from the Global South, similar to challenges seen at previous COPs. She urged Australia to ensure inclusivity if selected as the host.

Kristin Tilley reaffirmed Australia’s commitment to collaborative climate action. She recognized Bangladesh’s leadership in adaptation but noted its limited presence in high-level negotiations. She stressed that current global efforts focus more on securing projects rather than driving systemic change. On loss and damage, she acknowledged financing shortfalls while defending Australia’s cautious stance on accessibility.

Both leaders agreed on the need for stronger bilateral cooperation and regional partnerships to complement multilateral efforts. Despite frustrations with UN processes, they emphasized the importance of keeping the UNFCCC framework alive while exploring alternative avenues for climate action.

Earlier, Environment Advisor participated in a dialogue on ‘Bangladesh-Australia: Climate Policy and the Green Energy Transition’ held at Ballroom, the Westin Dhaka, Main Gulshan Avenue, Dhaka.

#

Dipankar/Paban/Rana/Mosharaf/Rezaul/2025/2132 hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৭৫৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তীতে প্যারিস মাতাবে বাংলাদেশি সংস্কৃতি

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

          আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান ‘ইউনেস্কো’ (UNESCO)। আগামী ২০-২১ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার প্যারিসে করা হয়েছে এই আয়োজন।

          রজতজয়ন্তী পালনের মূল অনুষ্ঠানের উদ্বোধন পর্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস-কে ÔGuest of HonourÕ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ইউনেস্কো। তিনি অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা প্রদান করবেন। এছাড়াও সদস্য দেশগুলোর মন্ত্রিপর্যায়ের আলোচনায় উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

          জুলাই পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার নেতৃত্ব এখন দেশের তরুণদের হাতেই। আর সেই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হচ্ছে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাউল গানের সাথে ব্যান্ড সঙ্গীত ও নতুন ঘরানার গানের ফিউশন উপস্থাপন করা হবে প্যারিসে।

          এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্যারিস যাচ্ছে ‘কথা ক’ খ্যাত রেপার সেজান, বিখ্যাত পালাকার ইসলাম উদ্দিন পালাকার, শূন্য ব্যান্ডের এমিল। উদীয়মান সঙ্গীতশিল্পী পারশা। বিখ্যাত বাউল সংগীত শিল্পী টুটুল বাউল। কিংবদন্তি বাঁশি বাদক জালাল, বিখ্যাত তালযন্ত্রী মিঠুন চক্র, ফিমেল ব্যান্ড এফ মাইনর এবং সংগীত পরিচালক জাহিদ নীরব। বিশ্বমঞ্চ মাতাতে শুধু এই অনুষ্ঠানের জন্য জুলাই মাতানো গান ‘কথা ক’-এর সাথে ৫২’র একটি গানের মিশ্রণে থাকছে ইসলাম উদ্দিন পালাকার। টুটুল বাউল এর সাথে গলা মিলিয়ে লালনের বিখ্যাত গান ‘জাত গেলো’ গাইবেন পারশা। শূন্য ব্যান্ডের এমিল শোনাবেন ‘শোনো মহাজন’।

          নাগরী, গারো, চাকমা, বাংলা এই চারটি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান গাইবে এফ মাইনর ও পারশা। পাশাপাশি ইসলাম উদ্দিনের পরিবেশনায় থাকবে বিখ্যাত পালা পুঁথি ‘পাষাণ মনরে আমার’।

          প্যারিস থেকে এই আয়োজন দেশের কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ২১ শে ফেব্রুয়ারি বিকাল ৩টা (বাংলাদেশ সময়) প্রচার করা হবে প্রধান উপদেষ্টার বক্তব্য। এরপর বাংলাদেশ সময় রাত ৮ টা ৪৫ মিনিটে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

          সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা দেখা যাবে রাত ১১ টা ১৫ মিনিট থেকে ১১ টা ৩৫ মিনিট পর্যন্ত। সেখানে লেখক-গবেষক, রাজনীতিক ও ভাষা সৈনিক বদরুদ্দীন ওমর এবং ভাষা সৈনিক তাহমিনা সালেহ্কে নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একসংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

#

মনিরুজ্জামান/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২২০০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৭৫২

প্রয়োজনে র‌্যাব নতুন করে গঠন করা হবে

        -- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম ও পোশাক পরিবর্তনের ব্যাপারে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। প্রয়োজনে র‌্যাব নতুন করে গঠন করা হবে।

 

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিশোর গ্যাং, ছিনতাই আগের থেকে অনেক কমেছে। কিন্তু তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি। তিনি বলেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সঙ্গে-সঙ্গেই আইনের আওতায় এনে গ্রেফতার করা হয়েছে।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিভিন্ন দাবি-দাওয়া শুনতে শুনতে তাদের মূল যে কাজ সেটা না করে অন্য কাজে সম্পৃক্ত হতে হচ্ছে। এর ফলে তাদের শক্তি কমে যাচ্ছে। তিনি দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট জায়গায় অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, রাস্তা-ঘাট বন্ধ করে জনগণের ভোগান্তি কেউ চায় না।

 

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

#

ফয়সল/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৫/২০৫৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৭৫১

পরিবেশ উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার জলবায়ু দূতের বৈঠক

 

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক দূত ক্রিস্টিন টিলি ঢাকায় দ্য ওয়েস্টিন হোটেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় জলবায়ু অর্থায়ন ও বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।

 

বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু অর্থায়নের সংজ্ঞা স্পষ্ট হওয়া দরকার। তিনি উল্লেখ করেন, এটি এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যাতে বিভিন্ন ধরনের সহায়তাও এর অন্তর্ভুক্ত হচ্ছে, যা সঠিক নয়। তিনি বলেন, যেসব দেশ অতীতে বেশি কার্বন নিঃসরণ করেছে, তাদের বড় দায়িত্ব রয়েছে। তবে কিছু উন্নয়নশীল দেশও এখন বড় দূষক। তাদেরও অবদান রাখা উচিত। তবে তিনি সতর্ক করে বলেন, এমন কোনো অবস্থান নেয়া যাবে না, যা গুরুত্বপূর্ণ জলবায়ু তহবিলের ঝুঁকি বাড়াবে।

 

বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, জলবায়ু অর্থায়নে আরো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বাংলাদেশ সমর্থন করে। তবে তিনি মনে করেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উদ্দেশ্য এক নয়। কেউ কেউ ভোগবাদী জীবনযাত্রা টিকিয়ে রাখতে চায়, আর কেউ দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। তিনি আরো বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা অনেক দেশের জন্য কঠিন হতে পারে।

 

প্যারিস চুক্তির কাঠামোকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন, তবে বলেন, বিশ্ব সঠিক পথে নেই। পাঁচ বছর পরপর উচ্চতর লক্ষ্য নির্ধারণের ব্যবস্থা কার্যকর হলেও বাস্তবে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। জীবাশ্ম জ্বালানি ও প্লাস্টিক বিষয়ক আলোচনায় বাধার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

 

অস্ট্রেলিয়ার ২০২৬ সালে COP31 আয়োজনের প্রস্তাব নিয়ে রিজওয়ানা হাসান বলেন, কঠোর ভিসানীতি থাকলে দক্ষিণের দেশগুলোর অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। আগের কয়েকটি COP -এ এমন সমস্যার উদাহরণ দেখা গেছে।

 

ক্রিস্টিন টিলি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়াতে চায়। তিনি স্বীকার করেন, অভিযোজন প্রচেষ্টায় বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে, তবে আন্তর্জাতিক আলোচনায় দেশের অবস্থান আরো শক্তিশালী হওয়া উচিত। তিনি বলেন, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে প্রকল্প গ্রহণের চেয়ে কাঠামোগত পরিবর্তনে জোর দেয়া জরুরি।

 

দুই পক্ষই দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা বলেন, জাতিসংঘের কাঠামো ধরে রাখা জরুরি হলেও বিকল্প পথ নিয়েও ভাবতে হবে।

 

এর আগে উপদেষ্টা ঢাকায় দি ওয়েস্টিনে ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া: জলবায়ু নীতি ও সবুজ জ্বালানি রূপান্তর’ শীর্ষক সংলাপে অংশ নেন।

#

দীপংকর/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৫/২১০৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৭৫০

অনলাইনে ভূমিসেবা প্রদান সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

          জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতায় মিউটেশন (নামজারি) ভূমি উন্নয়ন কর প্রদান এবং খতিয়ান ও ম্যাপ সরবরাহের অনলাইন সিস্টেমের উন্নততর ও সমন্বিত সংস্করণ সম্প্রতি চালু করা হয়েছে। নাগরিকগণ land.gov.bd পোর্টালে মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন এর মাধ্যমে ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা/খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো যে কোনো ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারছেন। আজ ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ স্বাক্ষরিত  এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          এতে আরো বলা হয়, নতুন সফটওয়্যারগুলো চালুর পর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতার কারণে সাধারণ জনগণ প্রাথমিক পর্যায়ে কিছু কিছু সেবা পেতে ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন। বিষয়গুলো ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে ব্যক্তি ও সংস্থার ভূমি উন্নয়ন কর সহজেই অনলাইনে জমা দিয়ে দাখিলা প্রিন্ট এবং অনলাইনে মিউটেশনের আবেদন করা যাচ্ছে; আবেদন মঞ্জুর হলে ডিসিআর ফি জমা দিয়ে অনলাইনে খতিয়ান প্রিন্ট করা যাচ্ছে। এছাড়া অনলাইনে পর্চা/খতিয়ান ও ম্যাপ উত্তোলনের ফি জমা দিয়ে ঘরে বসেই খতিয়ান ও ম্যাপ পাওয়া যায়। সিস্টেমটি নতুন হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে এ সকল ভূমিসেবা পেতে কিছু কারিগরি সমস্যার খবর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সমাধান করা হচ্ছে। 

          নাগরিকদের অসুবিধা দূর করার জন্য ভূমি মন্ত্রণালয়ে একটি হটলাইন ১৬১২২ চালু করা হয়েছে। ভূমিসেবা পেতে সার্ভার-সহ যে কোনো সমস্যার সম্মুখীন হলে নাগরিকগণকে এ হটলাইনে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এ হটলাইন সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

#

গিয়াস/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২৭৪৯

 

অমৎস্যজীবীদের জলমহাল ইজারা না দিতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

 

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

            মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'জাল যার, জলা তার’। এ নীতির ওপর ভিত্তি করেই প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে জলমহাল ইজারা দিতে হবে। কিন্তু অনেক সময় জলমহালগুলো যখন ইজারা দেওয়া হয় তখন অমৎস্যজীবীরা ইজারা পাচ্ছে। আর এ কারণে মৎস্যজীবীদের এমনকি মৎস্য সম্পদেরও ক্ষতি হচ্ছে। অমৎস্যজীবীরা কোনোভাবেই যেন জলমহাল ইজারা না পায় এ বিষয়ে জেলা প্রশাসকদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

            আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ আহ্বান জানান।

            মৎস্য উপদেষ্টা বলেন, কারেন্ট জাল-সহ অন্যান্য অবৈধ জাল তৈরি হয় এ ধরনের কারখানা বন্ধ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি জায়গায় জেলা প্রশাসকরা কার্যকর উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসার যোগ্য। তিনি দেশীয় প্রজাতির মাছ রক্ষা, পতিত জলাশয়ে মাছ চাষ, হাওরাঞ্চলে মৎস্যসম্পদের জীববৈচিত্র্য রক্ষা করা-সহ অনেকগুলো অভয়াশ্রম তৈরিতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

            প্রাণিসম্পদ উপদেষ্টা রমজান মাসে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ, মাংস বিপণনে জেলা পর্যায়ে সহায়তা করতে এবং কোরবানির গরুর হাটে ভেটেরনারি টিমকে সহযোগিতা করতে আহ্বান জানান। তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদে বিদ্যুৎ বিল বাণিজ্যিকভাবে দেয়া হয় অথচ কৃষিতে হ্রাসকৃত মূল্যে বিদ্যুৎ বিল দেয়া হয় - এ বিষয়ে জেলা প্রশাসকরা কথা তুলেছেন। তিনি বলেন, ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদখাতে বিদ্যুৎ বিল যেন হ্রাসকৃত মূল্যে দিতে পারে, সে লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র দেয়া হয়েছে।

            উপদেষ্টা বলেন, জেলেদের দাদন ব্যবসা থেকে বের হয়ে আসার লক্ষ্যে সরকার মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক করার উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিতে কীটনাশক ব্যবহারের ফলে মাছের ক্ষতি এমনকি গরু-ছাগল কীটনাশক যুক্ত ঘাস খেয়ে মারা যাচ্ছে। বন্যায় দুর্যোগের সময় বেশিরভাগ মানুষের আশ্রয়ের কথা চিন্তা করলেও গবাদিপশুর কথা বিবেচনায় রাখা হয় না। এ বিষয় বিবেচনায় রাখার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। 

            মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবু সুফিয়ান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবদুর রউফ এসময় উপস্থিত ছিলেন।

#

মামুন/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২১২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৭৪৮

 

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে

                                                                                    --- উপদেষ্টা মাহফুজ আলম

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

            জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা মো. মাহফুজ আলম এ কথা বলেন।

            জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে। এটি একটি বৈশ্বিক ঘটনা।

            তারুণ্যের উৎসব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীল প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তারা উদ্দীপ্ত হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণ প্রজন্মের ক্ষোভ, রাগ ও শোককে ইতিবাচক শক্তিতে পরিণত করতে হবে। তরুণদের ইতিবাচক শক্তিকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

            বিগত সরকারের সমালোচনা করে মাহফুজ আলম বলেন, এক দল, এক দেশ ও এক নেতা, এই নীতিতে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন৷ তিনি প্রশাসনকে নিজের দলের অধীন করেছেন। শেখ হাসিনা রাষ্ট্রের টাকা খরচ করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুণ্ডা লালন-পালন করেছেন। এই আদর্শিক গুণ্ডারা বাংলাদেশের হাজারো মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে। শেখ হাসিনার শাসনকে ফ্যাসিবাদী শাসন উল্লেখ করে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা শুধু প্রশাসনযন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি, তিনি বাংলাদেশের জনগণকেও দূষিত করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদী চেতনার দূষণ থেকে জনগণকে মুক্ত করতে হবে। এ জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

            বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল তরুণেরা। তাদের আবার জাগিয়ে তোলাই হলো তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য। তারুণ্যের উৎসবে তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে তরুণ সমাজ নতুন করে উজ্জীবিত হয়েছে। উজ্জীবিত তরুণেরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

            অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণেরাই মুখ্য ভূমিকা পালন করেছে। এই তরুণ সমাজকে জেগে উঠানোর জন্য তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী তরুণ নির্মাতাদের ধারণকৃত ও নির্মাণকৃত আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। তথ্য সচিব সম্ভাবনাময় তরুণদের উদ্দীপ্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

            অনুষ্ঠানে শহিদ শাকিলের মা বিবি আয়েশা তাঁর ছেলে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ছেলে হত্যার বর্ণনা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

            আলোচনা পর্ব শেষে উপদেষ্টা ‘চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে উপদেষ্টা মাহফুজ আলম পিআইবি চত্বরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন দপ্তর-সংস্থার স্টল পরিদর্শন করেন।

#

মামুন/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২১১০ঘণ্টা

Handout                                                                                                                                                          Number: 2747

Environment Adviser Issues Clear Directives to

Deputy Commissioners on Protecting Rivers, Hills, and Forests

 

Dhaka, 18 February:

                Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change, and the ministry of Water Resources, has issued clear directives to the Deputy Commissioners to ensure the protection of the country’s rivers, hills, and forests. She instructed strict legal action against those responsible for hill cutting. Additionally, she emphasized the importance of demarcating the Madhupur Sal Forest, eliminating illegal encroachments, and updating official records to protect reserved forests, rivers, and wetlands.

                These directives were delivered today during her address at the 2025 Deputy Commissioners’ Conference at Osmani Memorial Auditorium in Dhaka.

                During the session, the Environment Adviser ordered the cancellation of the Cox’s Bazar District Administration’s 51-acre housing project, which was planned on a protected forest area along a hillside near a highway. She also underscored the necessity of evicting the Raja Kashem Ship Breaking Yard from forest land.

                The Adviser stressed the need to identify and conserve century-old, heritage, and landmark trees. She directed that at least one river in each district should be freed from encroachment and pollution. Furthermore, she emphasized the importance of developing and enforcing specific guidelines to regulate tourism in coastal areas, haors, islands, and forests.

                The Environment Adviser also underscored that environmental clearance from the Department of Environment must be obtained before extracting sand and stones. She called for the deployment of adequate magistrates for anti-pollution drives and, if necessary, for joint forces' assistance in enforcing environmental regulations. She also instructed continuous monitoring of polluting industries and urged authorities to take wildlife-related complaints seriously.

                To address human-elephant conflicts, she called for effective mitigation measures. She further directed the preparation of lists of environmental offenders, volunteers dedicated to environmental conservation, and nominees for the Environment Award and Tree Plantation Award.

                Regarding pollution control, the Adviser stressed the need for strict action against illegal brick kilns and the immediate launch of crackdown programs on polythene production sites and markets. She suggested promoting alternative solutions by engaging private organizations in producing reusable fabric bags from old clothes.

                Rizwana Hasan instructed all government offices to become single-use plastic-free and emphasized launching awareness campaigns for horn control.

                Additionally, she called for preparing an inventory of all ponds, reclaiming encroached water bodies from land grabbers—including Totail Beel, Belai Beel, Benai Beel, Arial Beel, Gacha Khal, and various canals in Noakhali district—and removing illegal occupations from Water Development Board lands. She recommended that, where appropriate, these lands be developed into urban forests, parks, or public spaces.

                Stressing the crucial role of Deputy Commissioners in environmental conservation and sustainable management, she stated that ensuring the protection of the nation’s natural resources is a fundamental responsibility of the administration.

                The session was presided over by Cabinet Secretary Dr. Sheikh Abdur Rashid. Also present were Secretary of the Ministry of Environment, Forest and Climate Change, Secretary of the Ministry of Water Resources Dr. Farhina Ahmed, Nazmul Ahsan, and the heads of relevant agencies under both ministries.

                Divisional Commissioners and Deputy Commissioners from across the country highlighted various environmental and water resource-related challenges in their respective regions. The Adviser assured them that all concerns would be reviewed and addressed accordingly.

                Later, at a press briefing, Syeda Rizwana Hasan responded to questions from journalists on various environmental issues.

#


Dipankar/Paban/Rana/Ferdows/Mosharaf/Joynul/2025/2010hour

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৭৪৬

 

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন শিথিলে পরিপত্র জারি

 

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

          পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক পরিপত্র জারি করেছে।

          স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ‘‘পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে:

          (ক) নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে;

          (খ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে; এবং

          (গ) পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে।’’

#

 

ফয়সল/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর: ২৭৪৫

নদী, পাহাড় ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সুস্পষ্ট

নির্দেশনা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

             দেশের নদী, পাহাড় ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পাহাড় কাটার ক্ষেত্রে মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। উপদেষ্টা বনাঞ্চল সংরক্ষণে মধুপুর শালবনের সীমানা চিহ্নিতকরণ, অবৈধ দখলমুক্তকরণ ও সংরক্ষিত বন এবং নদী ও জলাশয়ের রেকর্ড সংশোধনের বিষয়ে গুরুত্বারোপ করেন। 

            আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৫ এ জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসকল দিকনির্দেশনা প্রদান করেন।

            পরিবেশ উপদেষ্টা, সড়কের পাশে পাহাড়ের ঢালে সংরক্ষিত বন ঘোষিত এলাকায় কক্সবাজার জেলা প্রশাসনের ৫১ একরের আবাসন প্রকল্পটি বাতিলের নির্দেশনা প্রদান করেন। তিনি বনের জায়গায় স্থাপিত রাজা কাশিমের শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

             উপদেষ্টা বলেন, শতবর্ষী, প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষ চিহ্নিত করে সংরক্ষণ করতে হবে। নদীর তালিকা ধরে প্রতিটি জেলায় অন্তত একটি নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি, সমুদ্র সৈকত, হাওড়, দ্বীপ ও বনাঞ্চলে পর্যটন নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

            তিনি উল্লেখ করেন, বালু ও পাথর উত্তোলনের আগে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করতে হবে। দূষণবিরোধী অভিযানে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং প্রয়োজনে যৌথ বাহিনীর সহায়তা গ্রহণের ওপরও তিনি জোর দেন। দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং বন্যপ্রাণী সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণের আহ্বান জানান।

            হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশ অপরাধীদের তালিকা প্রণয়ন, পরিবেশ স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি এবং পরিবেশ পদক ও বৃক্ষরোপণ পদকের জন্য ব্যক্তি ও সংস্থা নির্বাচন করার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

            উপদেষ্টা বলেন, ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাজারে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করতে হবে। বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি সংস্থার মাধ্যমে পুরাতন কাপড়ের ব্যাগ তৈরি করে তা প্রচলনের উদ্যোগ নিতে হবে। তিনি সকল সরকারি কর্মস্থলকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত করার নির্দেশনা দেন এবং হর্ন নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

            এছাড়া, উপদেষ্টা সকল পুকুরের তালিকা প্রণয়ন, ভূমিদস্যুদের হাত থেকে জলাশয় উদ্ধার এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানান। যেখানে উপযুক্ত, সেখানে নগরবন, পার্ক বা জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান গড়ে তোলার নির্দেশনাও তিনি দেন।

            পরিবেশ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

            মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান-সহ পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

            অধিবেশনে উপস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ নিজ নিজ অধিক্ষেত্রের পরিবেশ, বন ও পানি সম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার উল্লেখ করেন। উপদেষ্টা প্রতিটি বিষয় বিবেচনা করার আশ্বাস দেন।

            পরে সাংবাদিক সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

#

দীপংকর/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                        &a

2025-02-18-16-33-e20651467148da1c141b4285b5abe307.docx