Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২৪

তথ্যবিবরণী ২৯ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬৪৫

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপাই (Marie Masdupuy) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। ফ্রান্সের প্রতি বাংলাদেশের মানুষের সব সময় আগ্রহ ছিল বলেও উল্লেখ করেন
তিনি ।

উপদেষ্টা বলেন, বেশ কয়েক বছর ধরেই ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা শুনলেও এক্ষেত্রে অনেক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে। যে পরিমাণ অর্থ এসব প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে তার সুফল পুরোপুরিভাবে বাংলাদেশের জনগণ পায়নি। আমরা দুর্নীতির জায়গাগুলো প্রাথমিকভাবে তদন্ত করছি।

রাষ্ট্রদূত সাম্প্রতিক বন্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের প্রশংসা করলে উপদেষ্টা বলেন, বন্যার্তদের সাথে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই বন্যাদুর্গত এলাকায় ইন্টারনেট ফ্রি করে দেয়া হয়েছে, কয়েকটি জেলায় ভি-স্যাট (Very Small Aperture Tarminal-Vsat) স্থাপন করা হয়েছে। মোবাইল টাওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের জ্বালানি ফ্রি করে দেওয়া হয়েছে এবং সামনে দেশের প্রত্যেকটি জেলায় ভি-স্যাট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে যাতে যে কোনো দুর্যোগেসংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করা সম্ভব হয়।

বাংলাদেশের আইসিটি সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে, দেশের যুবসমাজ তথ্যপ্রযুক্তিতে পারদর্শী এবং তারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রণোদনা পেলে তরুণরা তথ্যপ্রযুক্তি খাতে অনেক ভালো করবে।

রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপাই সাইবার সিকিউরিটি বিষয়ে ফ্রান্স সরকার কর্তৃক বাংলাদেশিদের প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা ধন্যবাদ জানিয়ে বলেন, সাইবার সিকিউরিটি এখন বর্ডার সিকিউরিটির মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে দেশের তরুণরা এবং অফিসিয়ালরা যদি প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তবে তা দেশের জন্যই মঙ্গলজনক হবে।

রাষ্ট্রদূত আন্দোলন সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। বর্তমানে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে তা ছাত্র-জনতার প্রস্তাবিত সরকার। সমন্বয়কারীদের মধ্যে আমরা দুজন সরকারে এসেছি বাকিরা এখনো আন্দোলন করছে। আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন ব্যাহত না হয় এবং সরকার যেন সে কাজগুলো ঠিকঠাক মতো করে তাই বাইরে থেকে তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে।

নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে একটি জাতীয় ঐক্য তৈরি করতে চাই যেখানে সবাই মিলে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কাজ করব।

রাষ্ট্রদূত গণমাধ্যমের স্বাধীনতা এবং ৭১ টিভি সাংবাদিক ফারজানা রুপার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে আমরা খুবই সচেতন। আমরা চাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। বিগত সরকারের সময় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা চাই না সামনের বাংলাদেশে এরকম ঘটনা ঘটুক। ৭১ টিভি এবং ফারজানা রুপার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি যেখানে সবাই তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে।

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন-সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

জসীম/আকরাম/রফিকুল/শামীম/২০২৪/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬৪৪

বন্যার্তদের সেবায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের

কর্মকর্তা-কর্মচারীরাদের এক দিনের বেতন প্রদান

 

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

বন্যায় ক্ষতিগ্রস্তদের সেবায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা- কর্মচারীরা একদিনের বেতন বাবদ মোট ৩১ লাখ ২২ হাজার ৭৩৭ টাকার চেক জমা দিয়েছে।

আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হিসাবে উক্ত টাকা জমা দেয়া হয়েছে।

বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বন্যার্তদের জন্য অবদান রাখায় সকলকে ধন্যবাদ জানান।

#

আসিফ/আকরাম/রফিকুল/শামীম/২০২৪/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬৪২

নবায়নযোগ্য জ্বালানি মানে সোলার এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে

                                                               --- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নবায়নযোগ্য জ¦ালানি মানেই ‘সোলার’- এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। জমির স্বল্পতার জন্য ভাসমান সোলার সিস্টেমের দিকে এগুনো যায় কি না এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

          আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সোলার এন্ড রিনিউঅ্যাবল এনার্জি এসোসিয়েশন (বিএসআরইএ)-এর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা একথা বলেন।

           এসময় নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি খুঁজে বের করে টেকসই সোলার সেল গঠন করা প্রয়োজন বলেও উপদেষ্টা জানান। চা বাগানে সোলার সিস্টেম করা যায় কি না সেটা খতিয়ে দেখার কথা উল্লেখ করেন তিনি।

          বিদ্যুৎ উপদেষ্টা বলেন, একই সাথে সোলার -এর ক্যাপাসিটিকে আধুনিকায়ন করার উদ্দ্যোগ গ্রহণ করা জরুরি বলে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জ্বালানি খাতে অনেক বদনাম আছে সবাইকে নিয়ে এ বদনাম ঘুচিয়ে সামনে এগুতে হবে। বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

          এসোসিয়েশনের নেতৃবৃন্দ এ সময় তাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা সমস্যাগুলো সমাধানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।  

          মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিএসআরইএ’র প্রেসিডেন্ট মোঃ নুরুল আকতার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ-সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

শফিউল্লাহ/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৬৪১

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত Alexander Vikentyevich MANTYTSKIY সাক্ষাৎ করেন।

          সাক্ষাৎকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি-সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।

          বৈঠকে উপদেষ্টা বলেন, রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। জি টু জি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়। বাংলাদেশ ইতোমধ্যে ২ দশমিক ৬ মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যা-সহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে গম ও সার সরবরাহ (রপ্তানি) অব্যাহত রাখার জন্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত আকারে রাশিয়াকে অবহিতকরণের অনুরোধ করেন এবং সেক্ষেত্রে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

          বৈঠকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার সরবরাহ করবে। উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি সারের পাশাপাশি বাংলাদেশকে গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। উপদেষ্টা এসময় বলেন, বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

          রাষ্ট্রদূত বাংলাদেশের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দু'দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার আহ্বান জানান। উপদেষ্টা একমত প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে।

          বৈঠকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সেলর Anton Chernov I Vladimir Mochalov-সহ দূতাবাসের প্রতিনিধিবৃন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

ফয়সল/আকরাম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬৪০

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তিন সদস্যের পদত্যাগ

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তিন জন সদস্য পদত্যাগ করেছেন। আজ তারা সদস্য পদ থেকে পদত্যাগের পত্র দাখিল করেন।

          পদত্যাগ পত্র দাখিলকারী সদস্যরা হলেন, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মোঃ হেলাল উদ্দিন ও আবুল খায়ের মোঃ আমিনুর রহমান।

          উল্লেখ্য, দাখিলকৃত পদত্যাগ পত্র আগামী ৩০ আগস্ট থেকে কার্যকর হবে।

#

শফিউল্লাহ/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬৩৯

 

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট নির্মাণে

এস আলম গ্রুপের সাথে পূর্বের চুক্তি বাতিলের সিদ্ধান্ত

 

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

বিপিসি’র আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘ইন্সটলেশন অভ্‌ ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি বিপিসি-ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি- বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবায়ন প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুযায়ী ডিপিপি প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করার জন্য বিপিসি’তে পত্র প্রেরণের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।

#

শফি/আকরাম/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৫৫ঘণ্টা

Handout                                                                                                      Number: 638

Environment Advisor Directs Effective Measures for

Eco-friendly Building and Pollution Prevention
 

Dhaka, 29 August:

            Advisor to the Ministry of Environment, Forest and Climate Change Syeda Rizwana Hasan, emphasized the need for constructing eco-friendly buildings in future projects under the ministry's departments. She stated that building designs should allow work to be done during the day using natural sunlight without the need for electric lighting. The buildings must also be designed to ensure adequate airflow. Additionally, environmentally friendly construction materials, such as block bricks, should be used.

            Environment Advisor made these remarks today while speaking as the chief guest at a meeting held at the ministry's conference room in Dhaka to review the progress of the Annual Development Program for the fiscal year 2024-25 up to July.

            The advisor also directed the Director General of the Department of Environment to work on raising awareness to prevent river pollution, noise pollution, and plastic pollution. She stressed the need for effective measures to stop the use of plastic banners. Accurate reporting is required for shipbreaking inspections. Additionally, she advised the Chief Conservator of Forests to focus on wildlife conservation, modern management of safari parks, and planting indigenous trees instead of eucalyptus.

            The meeting was attended by the ministry's secretary, additional secretaries, heads of departments, project directors, and other relevant officials.

            Earlier in the morning, the advisor distributed certificates as the chief guest at the closing ceremony of the orientation course for newly appointed officers of the 41st BCS at the Department of Environment.

#

 Dipankar/Akram/Rana/Sanjib/Joynul/2024/2020 hour 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৬৩৬

পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ পরিবেশ উপদেষ্টার

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে। ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায়। ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, ব্লক ইট-সহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে।

          আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-'২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা সভায় নদী দূষণ, শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির কাজ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাহাজ ভাঙা পরিদর্শনে যথাযথভাবে প্রতিবেদন দিতে হবে। এছাড়া, তিনি বন অধিদপ্তরের প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ, সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপটাসের পরিবর্তে দেশজ গাছ লাগানোর পরামর্শ দেন।

          সভায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, অধীন দপ্তরসমূহের প্রধানগণ, প্রকল্প পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          এর আগে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরে ৪১তম বিসিএস এর নবযোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন।

#

দীপংকর/আকরাম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬৩৫

 

         ত্রাণ উপদেষ্টার কাছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৪ কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর

 

 

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম,বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ,ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৪ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৪২৮ টাকা অনুদানের চেক গ্ৰহণ করেন।

অনুদান হস্তান্তরকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বায়রা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী ১ কোটি টাকা; এসকিউ সেলসিয়াস লিমিটেড  ১০ লাখ টাকা; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১ লাখ ১০ হাজার টাকা; জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ২৬ লাখ ৪৫ হাজার ৪০৪ টাকা; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ১লাখ ৫৫ হাজার ৫৭৬ টাকা; বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ৫১ হাজার ৭৬৬ দশমিক ৭৭ টাকা; প্রবাসী কল্যাণ ব্যাংক ৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা; উর্মি গ্ৰুপ ২৮ লাখ ৪১ হাজার ৮২৭ টাকা; ঢাকা ব্যাংক ২ কোটি টাকা, ইনভেস্টমেন্ট করর্পোরেশন অভ্‌ বাংলাদেশ ১০ লাখ ২৬ হাজার ৩৫৯ দশমিক ৪৩ টাকা; স্টেট ব্যাংক অভ্‌ ইন্ডিয়া ১০ লাখ টাকা; আল-রাজী হাসপাতাল ৬০ হাজার টাকা; আসমারা বিডি প্রাইভেট লিমিটেড ২ লাখ ৭৬ হাজার ৬১১ টাকা; বিটোপি গ্ৰুপ ৪১ লাখ ১২ হাজার ৪৮৪ টাকা; ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ ১০ লাখ টাকা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ১০ লাখ টাকা।

গতকাল এবং আজ দুই দিনে কল্যাণ তহবিলে প্রাপ্ত মোট অনুদানের পরিমাণ ৮কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৭৭৫ টাকা।

অনুদান গ্রহণকালে উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

#

এনায়েত/আকরাম/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬৩৪

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১ কিমি রাস্তা ও ৯৬টি ব্রিজ-কালভার্ট মেরামত করেছে এলজিইডি

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          বন্যাদুর্গত এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠান। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, সারা দেশের সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ত্বরিত মেরামতের প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি হতে পাওয়া তথ্যমতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ৭২২ কিলোমিটার রাস্তা এবং ১ হাজার ১০১টি ব্রিজ ও কালভার্ট। এ পর্যন্ত এলজিইডি কর্তৃক মেরামত করা হয়েছে ৫১ কিমি রাস্তা এবং ৯৬টি ব্রিজ ও কালভার্ট।

          বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত পাওয়া তথ্যমতে বন্যাদুর্গত ১১টি জেলায় স্থানীয় সরকার বিভাগ হতে বিতরণ করা হয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার পানিশোধন ট্যাবলেট, জেরিকেন ২৩ হাজার ৯২৭টি এবং ইউনিসেফের সহায়তায় বিতরণ করা হয়েছে ৪ হাজার ১৩৭টি হাইজিন কিট।

          স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে আজ বন্যা উপদ্রুত এলাকায়  ৬৩ হাজার ২৭৪ জনকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩২৮ জন মানুষ এবং আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৩৪ হাজার ৩২০ জনকে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সারা  দেশে ৮টি (ফেনী ৫টি, মৌলভীবাজার ১টি, নোয়াখালী ১টি ও কুমিল্লা ১টি) মোবাইল ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৫০৫ লিটার নিরাপদ খাবার পানি বিতরণ করেছে।

          হবিগঞ্জ, খাগড়াছড়ি, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নতি হলেও বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজার জেলায়। নতুন করে কোনো জেলা বন্যায় প্লাবিত হয়নি। 

#

পবন/আকরাম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬৩৩     

বন্যার্তদের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

 কর্মকর্তা-কর্মচারীদের ৩৩ লাখ ৮৩ হাজার টাকা প্রদান

 

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন হিসাবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে গত ২৫ আগস্ট একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

এছাড়া বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ আজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের হাতে বন্যাদুর্গতদের সহায়তার জন্য ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এসোসিয়েশনের সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামান-সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

#

আশরোফা/আকরাম/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৬৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৬৩২

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৭৪ জন।

#

দাউদ/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৬৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ৬৩১

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

‘বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন কর্মকর্তা-কর্মচারীবৃন্দের এক দিনের বেতন ৩৩ লাখ ৮৩ হাজার ৩ শত টাকা জমা দেওয়া হয়েছে।’

#

 

আকরাম/রানা/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৪/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর: ৬৩০    

বন্যার্তদের সহায়তায় বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের চেক প্রদান

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

আজ তথ্য সাধারণ ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের কাছে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিন লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় এসোসিয়েশনের সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামান এবং এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন হিসাবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক জমা দিয়েছে।

#

শিপলু/ফাতেমা/সিরাজ/সুবর্ণা/কলি/মানসুরা/২০২৪/১৬০৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ৬২৯

উপদেষ্টার নির্দেশনার পরে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে সম্প্রতি নির্মমভাবে পিটুনির শিকার হওয়া একটি হাতিকে আজ নিয়ন্ত্রণে নিয়েছে বন বিভাগ। কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বারের বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় সনাক্ত করা হয়। রাতভর প্রচেষ্টার পর মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

          মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ এবং ভলানটিয়ারদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়। উদ্ধার টিম হাতিটিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করবে। এছাড়া, হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

          উল্লেখ্য, বর্ণিত হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।

#

দীপংকর/ফাতেমা/সিরাজ/সুবর্ণা/মাসুম/২০২৪/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                     নম্বর: ৬২৮   

উপদেষ্টা পরিষদের বৈঠক

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট):

আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে “জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৫/০৫/২০১৫ তারিখে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারী করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। ‘বর্তমানে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায়’ রহিয়াছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে, উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে 'International Convention for the Protection of All Persons from Enforced Disappearance (ICPPED)' শীর্ষক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৩০ আগস্ট ২০২৪ তারিখে জাতিসংঘ কর্তৃক ঘোষিত International Day of the Victims of Enforced Disappearances উদ্‌যাপনের পূর্বেই অদ্য উপদেষ্টা পরিষদ-বৈঠকে ICPPE-তে বাংলাদেশের পক্ষভুক্ত (Accession) হওয়ার প্রস্তাব কোনপ্রকার Reservation  বা Declaration ব্যতীত অনুমোদন করা হয়।

 ‘BBNJ Agreement’-এ MGR সংক্রান্ত বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, মেরিন প্রযুক্তি হস্তান্তর, ‘principle of common heritage of mankind’ অনুযায়ী MGR-এর অর্থনৈতিক ও অ-আর্থিক ক্ষেত্রে অধিকতর সুবিধা অর্জনের বিষয়সমূহকে স্বীকৃতি দেয়া হয়েছে বিধায় বাংলাদেশ কর্তৃক ‘BBNJ Agreement’ অনুসমর্থন করা হলে বাংলাদেশের পক্ষে এতদ্‌সংক্রান্ত বিষয়ে ন্যায্য হিস্যা অর্জন করা সম্ভব হবে। এ প্রেক্ষাপটে, ‘Agreement under the United Nations Convention on the Law of the Sea on the Conservation and S

2024-08-29-16-54-2b4b5189326395da16c6bb6f8e9f33a3.docx