তথ্যবিবরণী নম্বর : ২৩৪৬
প্রয়োজনীয় জ্ঞানার্জনের আগেই মা হওয়া
নিরাপদ মাতৃৃত্বের অন্যতম প্রতিবন্ধক
-- তারানা হালিম
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা, গর্ভকালীন পুষ্টি, অল্পবয়সে গর্ভধারণে ঝুঁকি, নবজাতকের পরিচর্যা সর্ম্পকে পর্যাপ্ত প্রয়োজনীয় জ্ঞান অর্জন করার আগেই মাতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হওয়া নিরাপদ মাতৃত্বের অন্যতম প্রতিবন্ধক।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় চ্যানেল আই প্রাঙ্গণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড কর্তৃক স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের কার্যক্রমকে বেগবান করার জন্য একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের কিশোরী আগামী দিনের মা। মাতৃত্বের দরজায় পা রাখার আগেই কিশোরীদের প্রয়োজনীয় বিষয়ে সচেতন ও শিক্ষিত করে গড়ে তোলা হলে নিরাপদ মাতৃত্ব অর্জনের মাধ্যমে বলিষ্ঠ বাংলাদেশের স্বপ্ন অর্জন সম্ভব। তিনি বলেন, এ লক্ষ্যকে সামনে রেখে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন বাংলাদেশের ৬৪ জেলায় কিশোরীদের মধ্যে যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন।
#
এনায়েত/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৪৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে
-- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নিরাপত্তার ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রতিটি ধাপে আইএইএ মাইলস্টোন নীতিমালা অনুসরণ করা হচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় এর ডিজাইন ও প্রযুক্তি নির্বাচন করা হচ্ছে। পাশাপাশি এটি চালানোর জন্য দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে।
মন্ত্রী আজ ঢাকার মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অভ্ সাইন্স এন্ড টেকনোলজি (MIST) মিলনায়তনে ‘বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ ও নিরাপত্তা ইস্যু” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, ফুকুশিমা দুর্ঘটনার অভিজ্ঞতা এবং অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশসমূহের অভিজ্ঞতাও এখানে কাজে লাগানো হচ্ছে।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শৌকত আকবর এবং ফ্রান্সের বিখ্যাত নিউক্লিয়ার এনার্জি কোম্পানি আরিভা জিএমবিএইচ (AREVA GmbH) এর স্পেশালিস্ট ড. কামাল হোসেন। তাঁরা পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহার ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।
এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যাপক, গবেষক, পেশাজীবী এবং এমআইএসটি’র প্রায় ৩শ’ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
#
কামরুল/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৪২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের জনবল
নিয়োগের লিখিত পরীক্ষা ১২ সেপ্টেম্বর
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের রাইড সিমুলেটর অপারেটর, ভিডিও এসিস্ট্যান্ট, লিফ্টম্যান ও পাম্প মেশিন অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত ২২ আগস্টের পরিবর্তে ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে।
ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র বহাল থাকবে।
#
তথ্যবিবরণী নম্বর : ২৩৪৩
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বাংলাদেশ বেতারের টেকনিশিয়ানদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশ বেতারের প্রকৌশল বিভাগের টেকনিশিয়ানদের জন্য চার সপ্তাহব্যাপী বেসিক ট্রেনিং ফর ব্রডকাস্ট ও টেকনিশিয়ানস পাঠ্যধারার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ ইনস্টিটিউটের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ বেতারের ২৪ জন টেকনিশিয়ান এ পাঠ্যধারার মাধ্যমে সম্প্রচার ব্যবস্থার কারিগরি দিকসহ স্টুডিও ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ, নিউ মিডিয়া এবং সংশ্লিষ্ট নানা বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
#
তথ্যবিবরণী নম্বর : ২৩৪৪
২২ আগস্ট প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার
¬¬
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
২২ আগস্ট সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘Best Community Clinic Award-2014’ প্রদান এবং ‘Interactive Learning Module’ এর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফ এম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।
#
ইরফান/কামরুল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৪১
তাঁতিদের নিজ পেশায় ধরে রাখতে
প্রণোদনামূলক প্রকল্প গ্রহণ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সচিব চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার বাস্তবায়নাধীন এডিপিভুক্ত ১৩টি প্রকল্পের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত ১৫৫ কোটি ২০ লাখ টাকার শতভাগ যথাযথ উপায়ে ব্যয় করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন।
সচিব নতুন অর্থবছরের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন। এছাড়া তিনি প্রকল্পে মানসম্পন্ন যন্ত্রপাতি ক্রয়ের পরামর্শ দেন এবং যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নির্দেশ দেন। কর্মস্থলে প্রকল্প পরিচালকদের বাধ্যতামূলকভাবে অবস্থানেরও তিনি নির্দেশ দেন।
সভায় পার্বত্য এলাকায় তাঁতশিল্প সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া, তাঁতিদের নিজ পেশায় ধরে রাখতে তাদের প্রণোদনামূলক প্রকল্প গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
বস্ত্র ও পাট সচিব বস্ত্র ও পাট খাতের উন্নয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর ও সংস্থা প্রধানকে চাহিদাভিত্তিক প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন এবং স্ব স্ব দপ্তর ও সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল করে রেশম, তাঁত ও পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পরামর্শ দেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
রেজাউল/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৪০
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মোঃ আব্দুল হাই, মোঃ তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্বিক পরিকল্পনার বিষয়ে প্রতিবেদন এবং ২০১৪-২০১৫ অর্থবছরের এডিপি বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে আইএমইডি প্রণীত প্রতিবেদন উপস্থাপিত ও এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বিবিএস প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিবিএস কর্তৃক প্রোডাক্টিভিটি অ্যাসেসমেন্ট সার্ভে অভ্ ডিফারেন্ট এগ্রিকালচারাল ক্রপস কর্মসূচি, আদমশুমারি ও গৃহগণনা ২০১১ প্রকল্প, বস্তিশুমারি ও ভাসমান লোকগণনা-২০১৪ কর্মসূচি, নিউট্রিশনাল সার্ভিলেন্স কম্পোনেন্ট প্রকল্প সম্পন্ন করা হয়েছে। এছাড়া, বিবিএস কর্তৃক অর্থনৈতিক শুমারি ২০১৩ প্রকল্প, স্ট্রেংথেনিং ক্যাপাসিটি অভ্ বিবিএস ইন পপুলেশন এন্ড ডেমোগ্রাফিক ডাটা কালেকশন ইউজিং জিআইএস প্রকল্প, জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কর্মসূচি ২০১৩-২০১৬ এবং জাতীয় আয়ে বিনিয়োগ প্রাক্কলন উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রণীত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৪-২০১৫ অর্থবছরে মোট এডিপি বরাদ্দ ৩০ হাজার ৫শ’ কোটি টাকার মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে (৬৯১টি প্রকল্প) বরাদ্দ রয়েছে ৫৫ হাজার ৩শ’ ৩৬ কোটি টাকা যা মোট বরাদ্দের প্রায় শতকরা ৭১ ভাগ। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২০১৪-২০১৫ অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের সার্বিক গড় অগ্রগতির হার শতকরা ৯১ ভাগ।
পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আইএমইডি’র সচিব, বিবিএস মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মিজান/নবী/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩৯
রপ্তানি বৃদ্ধিতে ক্লাস্টার পদ্ধতিতে উৎপাদিত চিংড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
-- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, চিংড়িখাত কর্মসংস্থান সৃষ্টি, আয়বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম হাতিয়ার। পরস্পর সম্পর্কযুক্ত খামার সমষ্টি বা ক্লাস্টার পদ্ধতিতে উৎপাদিত চিংড়ি দেশের রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে মৎস্য অধিদপ্তর ও এফএও’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র চিংড়ি চাষিদের ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অর্জিত ফলাফল বিষয়ে সুফলভোগীদের সাথে মতবিনিময় বিষয়ক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, দারিদ্র্যবিমোচন এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে জাতিসংঘের সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বাংলাদেশের চিংড়ি চাষকে একটি দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য পর্যায়ে উন্নীত করতে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিংড়ির গুণগতমানের বিষয়ে যে সমস্ত অভিযোগ উত্থাপিত হয় তার অনেকটাই চিংড়ির ঘের এবং আহরণ পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে অসাবধানতা বা অজ্ঞতার কারণে ঘটে থাকে। আহরণ থেকে শুরু করে বাজারজাতকরণ করার পূর্ব পর্যন্ত প্রতি ধাপে স্বাস্থ্যসম্মত পরিচর্যা গুরুত্বপূর্ণ। তিনি এ বিষয়ে ক্ষুদ্র চিংড়ি চাষিদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
আগামী বছরগুলোতে চিংড়িখাতের উন্নয়নে আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আনিছুর রহমান, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন ও ওয়ার্ল্ডফিশ কান্ট্রি ডাইরেক্টর ড. ক্রেইগ মেইজনার বক্তৃতা করেন। এফএও’র ড. রোহানাসুভাসিংহে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রকল্পের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন।
#
আকতারুল/মিজান/মোশাররফ/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩৮
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মোঃ আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এ কে এম রেজাউল করিম তানসেন, মোঃ নুরুল ইসলাম ওমর এবং এডঃ উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বিএডিসি’র গুদাম থেকে সার উধাও’ বিষয়ে গঠিত ১ নং সাবকমিটি কর্তৃক উপস্থাপিত তদন্ত প্রতিবেদন, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচি শীর্ষক প্রকল্পের সার্বিক কার্যক্রম এবং সাম্প্রতিক দেশব্যাপী অতিবৃষ্টি ও বন্যায় কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণ ও মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক দেশব্যাপী অতিবৃষ্টি ও বন্যাজনিত কারণে কৃষকের ফসলের প্রভূত ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষয়ক্ষতির পরিমাণ চিহ্নিত করার প্রয়াস নিয়েছে। সাম্প্রতিক বন্যায় দেশের ৩৪টি জেলার ৩৯ হাজার ১০২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
১নং সাবকমিটির সুপারিশ মোতাবেক বিএডিসি’র উন্নয়নের সার্থে জরুরিভিত্তিতে জনবল সংকট নিরসন, জেলা উপজেলায় দেশের সর্বত্র বিএডিসি’র সকল দপ্তরে সার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তিন বছর অধিক হলে বদলির ব্যবস্থা করা, ভৈরব গুদামে সারের ঘাটতির টাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিকট থেকে আদায় করা এবং জেলা সার মনিটরিং কমিটি ও উপজেলা সার মনিটরিং কমিটির কার্যক্রম জোরদারকরণের বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচি শীর্ষক প্রকল্পের সার্বিক কার্যক্রমের ওপর একটি সারসংক্ষেপ তৈরি করে কমিটির সকল সদস্যদের নিকট প্রেরণ করার সুপারিশ করা হয়। অতিবর্ষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ বিষয়ে করণীয় সম্পর্কে মাঠপর্যায়ের সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের সুপারিশ করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মিজান/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩৭
আলোচনাসভায় ডেপুটি স্পিকার
বঙ্গবন্ধুকে হেয় না করতে হীন কাজকর্ম থেকে বিরত থাকার আহ্বান
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। জাতির পিতার শাহাদত দিবসে তাঁকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো ধরণের হীন মানসিকতাপূর্ণ কার্যক্রম করে জাতিকে বিভ্রান্ত না করার জন্য তিনি রাজনৈতিক ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
আজ জাতীয় সংসদভবন প্রাঙ্গণে গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এ আহ্বান জানান ।
গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু দায়েন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খালেদ মাহামুদ চৌধূরী এমপি বক্তব্য রাখেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে শুধু একটা নামকরণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর নামের সাথে জড়িয়ে আছে বাঙালির গৌরবময় স¦াধীনতার ইতিহাস। আমাদের সমস্ত কিছু উৎসর্গ করেও তাঁর রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। তাই বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরণের বিতর্কিত কাজ জাতি সহ্য করবেনা। তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো সাধারণ নাম নয়, শেখ মুজিব কোনো সাধারণ ব্যক্তি নয়। তাই বঙ্গবন্ধুর মতো একজন মহান মানুষের শাহাদত দিবসে কৃত্রিম জন্মদিন যারা পালন করছে তারা কা-জ্ঞানহীন ও অকৃতজ্ঞ। বাঙালি জাতি তাদের কোনোদিন ক্ষমা করবেনা। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তাঁর মহান আর্দশে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের হাতে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
#
স¦পন/মিজান/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩৫
আগামী ২২ জুলাই থেকে মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা শুরু
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা আগামী ২২ জুলাই ২০১৫ তারিখ থেকে সারাদেশে ৬১ টি কেন্দ্রে একযোগে সর্বমোট ৮০ টি কলেজের ৮৩ হাজার ৪ শ ৬৫ জন পরীক্ষার্থী ২৯ টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ২:০০ টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।
#
তথ্যবিবরণী নম্বর : ২৩৩৬
১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়া শুরু
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির এক সভা আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ১ অক্টোবর ২০১৫ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু এবং ১ ডিসেম্বর ২০১৫ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের যথাসময়ে জানানো হবে।
#
ফয়জুল/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩৪
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন-এর সভাপতিত্বে কমিটির সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে তিস্তা ব্যারেজ প্রকল্পের চলমান কার্যক্রম জোরদার করার বিষয়ে সুপারিশ করা হয়।
কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গোমতী নদীর উভয় তীরে বাঁধ শক্তিশালীকরণ ও পুনর্বাসন প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে।
কমিটি বগুড়া জেলার অন্তপাড়া, দড়িয়াপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডানতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ কাজেও সন্তুষ্টি প্রকাশ করে। এছাড়া এসব প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার এবং অব্যাহতভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করার সুপারিশ করে।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জেটিঘাট রক্ষায় বৈঠকে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ইনামুল/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩২
২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বাঙালি জাতির ইতিহাসে ২১ আগস্ট একটি কালোদিবস। ২০০৪ সালের এদিন বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় শহিদ হন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। শোকাবহ ঐ মর্মান্তিক ঘটনায় সকল শহিদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
আমাদের মহান স্বাধীনতাযুদ্ধসহ মাতৃভাষা ও স্বাধিকার আন্দোলনের সাথে মিশে আছে লাখো শহিদের আত্মত্যাগ। এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথও মসৃণ নয়। নানা চড়াই-উৎরাই এর মধ্য দিয়ে গণতন্ত্র এগিয়ে চলেছে। অগণতান্ত্রিক শক্তি বারবার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের ওপর প্রথম আঘাত আসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এদিন স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে অকালে জীবন দিতে হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের। এরপরও ঘাতকচক্র থেমে থাকেনি। তাঁরা বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখে দেয়া এবং দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি এবং ভবিষ্যতেও হতে দেবে না। আল্লাহর অশেষ রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান দলের ২৪ জন নেতাকর্মী। আহত হন অর্ধ-সহ¯্রাধিক নেতাকর্মী। এ হামলায় বেঁচে থাকা অনেকে আজও পঙ্গুত্ববরণ করে দুর্বিষহ জীবনযাপন করছেন।
গণতন্ত্রকে অর্থবহ করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার পাশাপাশি পরমতসহিষ্ণুতা অপরিহার্য। আমার দৃঢ় বিশ্বাস দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে সকল রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রকামী জনগণ একটি আত্মমর্যাদাশীল ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে আসবেন, এ প্রত্যাশা করি।
আমি ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/শাহআলম/লাভলী/২০১৫/১০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩৩
২১ আগস্ট উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্ট উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের এই দিনে আমাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি তৎপরতা বিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়।
তখন চারদিকে গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে। এর মধ্যেও আমাদের নেতা-কর্মীরা মানববর্ম সৃষ্টি করে সেদিন আমাকে রক্ষা করেন। আল্লাহতায়া’লার অশেষ রহমত ও জনগণের দোয়ায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। তবে খুনীদের গ্রেনেড হামলার শিকার হয়ে শাহাদাতবরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী বেগম আইভি রহমানসহ আমাদের ২৪ জন নেতা-কর্মী। আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী। তাঁদের অনেকেই আজও পঙ্গুত্বের অভিশাপ বহন করছেন। অনেকে দেহে স্প্রিন্টার নিয়ে দুর্বিসহ জীবনযাপন করছেন।
২১ আগস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা।
এ ধরনের নারকীয় হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। অনেক আলামত ধ্বংস করে। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে। সত্য কখনও চাপা থাকে না। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে বিএনপি-জামাত জোটের অনেক কুশীলব এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।
বিএনপি-জামাত জোট যখনই সরকারে এসেছে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের মদদ দিয়ে বাংলাদেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত থেকেছে। কিন্তু দেশের শান্তিপ্রিয় জনগণ বিএনপি-জামাত জোটের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিকে প্রত্যাখান করে পুনরায় ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে। ২০০৯-২০১৩ মেয়াদ এবং ২০১৪ থেকে এ পর্যন্ত মোট সাড়ে ছয় বছরে আমাদের সরকার হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করে দেশে শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে। বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। ইতোমধ্যে আমরা নি¤œমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি। আমার প্রত্যাশা, রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।
আমি আশা করি, ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে একটি শান্তিপূর্ণ নিরাপদ স্বদেশ ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ অব্যাহত রাখতে দেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হবেন। ২১ আগস্টের হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং তাদের মদদদাতাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের চির অবসান হবে। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। এই দিনে এটাই আমার প্রত্যাশা।
আমি ২১ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি ; তাঁদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের জানাচ্ছি গভীর সমবেদনা।
#
নুরএলাহি/অনসূয়া/শাহআলম/লাভলী/২০১৫/১০৪৫ ঘণ্টা