Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী ২১ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৪৩

সার্ফিংকে আরো জনপ্রিয় করতে কাজ করবে তথ্য মন্ত্রণালয় 
                                                     -- তথ্যমন্ত্রী

কক্সবাজার, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সার্ফার নামের সাগরযোদ্ধাদের কল্যাণে এবং সার্ফিংকে আরো জনপ্রিয় করতে কাজ করবে তথ্য মন্ত্রণালয়।

    তিনি আজ কক্সবাজারে দ্বিতীয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা উদ্বোধনকালে একথা বলেন।

    মন্ত্রী বলেন, সার্ফিং একটি বড় এডভেঞ্চার। পরিবেশবান্ধব জলক্রীড়া সার্ফিং দেশের পর্যটন উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি বলেন, খেলাধুলা কুসংস্কার দূর করে, চিত্তকে প্রসারিত করে মুক্ত সমাজ নির্মাণে সহায়তা করে, তাই বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে।

    সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও খোরশেদ আরা হক, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, সার্ফিং দ্য নেশনের প্রেসিডেন্ট টম বাউয়ার, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশিস্নষ্টরা উপসি'ত ছিলেন।

    পরে তথ্যমন্ত্রী বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন আয়োজিত তিনদিনের টুর্নামেন্টে ১০ জন মেয়েসহ ৯০ জন সার্ফার অংশ নিচ্ছেন।

#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৪২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় সেনাবাহিনীর সাবেক চিফ অভ্‌ স্টাফের সাড়্গাৎ

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলমের সাথে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ও ভারতীয় সেনাবাহিনীর সাবেক চিফ অভ্‌ স্টাফ জেনারেল নির্মল চন্দর ভিজ (ঘরৎসধষ ঈযধহফবৎ ঠরল) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাড়্গাৎ করেন।

সাড়্গাতে তারা দড়্গিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আরো অধিক যোগাযোগ, নিয়মিত কনসালটেশন এবং একসাথে বৃহত্তর স্বার্থে কাজ করার ওপর গুরম্নত্বারোপ করেন। এছাড়া,  বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বর্তমান অবস'া ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের সাধারণ জনগণ ও সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক বৃদ্ধির ড়্গেত্রে এ ধরনের সফর গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    ২০১০ সালে প্রতিষ্ঠিত ভারতের নেতৃস'ানীয় এই থিংক ট্যাংকের অন্যান্য সদস্যের মধ্যে  সাড়্গাতে উপসি'ত ছিলেন  ভাইস এডমিরাল কে কে নায়ার (ক ক ঘধুধৎ), লে. জেনারেল আর কে স্বোহনী (জ ক ঝধযিহবু), সি ডি সাহাই (ঈ উ ঝধযধু) এবং রাজিব সিক্রি (জধলরন ঝরশৎর)। এছাড়াও ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ফায়াজ সোবহান এবং  পররাষ্ট্র মন্ত্রণালয়ের দড়্গিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মো. আরিফুল ইসলাম এসময় উপসি'ত ছিলেন।

#

খালেদা/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৪১

এসডিজি বাস্তবায়নে জাতীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন
                                  -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এসডিজি) অর্জনের জন্য প্রয়োজন অর্থায়ন, অংশীদারিত্ব এবং বাস্তবায়ন ও পর্যবেক্ষণ। রাষ্ট্রসমূহ এবং সংশ্লিষ্টদের সঠিক উন্নয়ন নীতিমালা গ্রহণ ও বিদ্যমান সম্পদের সঞ্চালনের মাধ্যমেই সম্ভব এসডিজির উচ্চাশাসমূহ পূরণ। আর এ লক্ষ্যে জাতীয় পর্যায়ের উদ্যোগসমূহ বাস্তবায়নের জন্য দরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা।
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম আজ ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ প্রফেশনাল্স-এ অনুষ্ঠিত ‘সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: প্রেক্ষাপটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
     শাহ্রিয়ার আলম বলেন, উন্নয়ন সহযোগীদের সাথে বাণিজ্য, বিনিয়োগ, আন্তর্জাতিক অভিবাসন, প্রযুক্তি স্থানান্তর এবং উন্নয়ন সহায়তায় অনুকূল শর্তাদি বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও পরিবহণ খাতে উন্নয়ন ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ মোকাবিলার জন্য বাংলাদেশে প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি।
    সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মাহফুজুল হক এবং বিইউপি’র সোস্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
#

খালেদা/মাহমুদ/নবী/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৪০  

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

    জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ২৬তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, 
মো. আনোয়ারম্নল আজীম (আনার) ও মমতাজ বেগম এডভোকেট বৈঠকে অংশগ্রহণ করেন।


      বৈঠকে বাংলাদেশ অভ্যনত্মরীণ নৌপরিবহণ কর্তৃপড়্গ (বিআইডবিস্নউটিএ)-এর কার্যক্রম সম্পর্কে বিসত্মারিত আলোচনা করা হয়। বিআইডবিস্নউটিএ’র তত্ত্বাবধানে মংলা-ঘষিয়াখালি নৌপথ খনন ও চালুকরণের বিষয়ে বিশেষ গুরম্নত্বের সাথে আলোচনা করা হয়। চ্যানেলটির উলেস্নখযোগ্য খনন কাজ সম্পন্ন হলেও উভমুখী জোয়ারের কারণে দ্রম্নত পলি ভরাট বন্ধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় মংলা-ঘষিয়াখালি চ্যানেলের খননকাজ চলমান রাখার বিষয়ে সুপারিশ রাখা হয়।

বৈঠকে বাংলাদেশ স'লবন্দর কর্তৃপড়্গের আওতাধীন ২৩টি স'লবন্দরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এছাড়া, প্রতিবেশী দেশসমূহের সাথে দ্বিপাড়্গিক বাণিজ্যের অগ্রগতি বিষয়ে  আলোচনা হয়। ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা প্রদান করলে এবং মোটরযান চুক্তির আওতায় ক্রমান্বয়ে বাণিজ্য বৃদ্ধি পেলে সরকারি রাজস্ব বহুলাংশে বৃদ্ধি পাবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

বেনাপোল স'লবন্দরে যাত্রী চলাচলের সুবিধার্থে একটি আনত্মর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও বাস টার্মিনাল নির্মাণ, বেনাপোল ভোমরা বুড়িমারী আখাউড়া স'লবন্দরে অটোমেশন সিস্টেম স'াপন সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।  এছাড়া, ২০৩০ সালের মধ্যে  সকল স'লবন্দরের অবকাঠামো নির্মাণ ও আধুনিকীকরণের কর্মকৌশল ও বাসত্মবায়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে বৈঠকে অবহিত করা হয়।

    নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, স'লবন্দর কর্র্তৃপড়্গের চেয়ারম্যান এবং বিআইডবিস্নউটিএ ও মন্ত্রণালয় সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।                                                               
                                                                                  
#

লাবণ্য/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৯২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৩৯

শিড়্গাপ্রতিষ্ঠানকে সরকারি সুবিধা দেয়ার ড়্গেত্রে 
খেলাধুলার কৃতিত্ব বিবেচনা করা হবে 
                                    -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, শিড়্গাপ্রতিষ্ঠানসমূহকে সরকারি সুযোগসুবিধা দেয়ার ড়্গেত্রে খেলাধুলার কৃতিত্ব মূল্যায়ন করা হবে। এখন  থেকে সরকারি সুযোগসুবিধা পেতে হলে শিড়্গাপ্রতিষ্ঠানসমূহকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও ভাল করতে হবে। 

    মন্ত্রী আজ ঢাকার নায়েম মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত দেশব্যাপী অনুষ্ঠিত ৪৪তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা এবং ৪৫তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ ৫৬ শিড়্গাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়াসামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। 

    শিড়্গামন্ত্রী বলেন, সারাদেশে যেসব শিড়্গাপ্রতিষ্ঠানের খেলার মাঠ নেই তাদের যেটুকু জমি আছে তাতে খেলাধুলার ব্যবস'া করতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী শিড়্গাপ্রতিষ্ঠানের মাঠও ব্যবহার করা যাবে। 

    মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিনাজপুর শিড়্গাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহম্মদ আলী, রাজশাহী শিড়্গা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ এবাং নায়েম এর মহাপরিচালক প্রফেসর হামিদুল হক বক্তব্য রাখেন। 

    অনুষ্ঠানে ৪৪তম গ্রীষ্মকালীন ও ৪৫তম শীতকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিড়্গাপ্রতিষ্ঠানের মধ্যে  পয়েন্টের ভিত্তিতে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রথম পুরস্কার, চট্টগ্রামের জে. এম. সেন হাইস্কুলকে দ্বিতীয় পুরস্কার এবং কিশোরগঞ্জের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়কে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। 

#

সাইফুলস্নাহ/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৩৮

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

     জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ২৩তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।
 
    কমিটির সদস্য মো. তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

    বিগত ২১তম বৈঠকে গৃহীত সিদ্ধানত্মসমূহের বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের হালনাগাদ বাসত্মব ও আর্থিক অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।
    
    সভায়  রেলওয়ের লোকসান ক্রমান্বয়ে কমিয়ে আনার লড়্গ্যে রেলের ভাড়া বৃদ্ধির পাশাপাশি মালামাল পরিবহণ করে আয়ের পথ তৈরির পরামর্শ দেয়া হয়। একইসাথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও যাত্রী নিরাপত্তা ব্যবস'া উন্নত করারও সুপারিশ করা হয় ।
 
    পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস'াপনা বিভাগের সচিব, আইএমইডির সচিবসহ মন্ত্রণালয়  এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

মিজানুর/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৩৭

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মুজিবনগর দিবস উদ্‌যাপন

লন্ডন (যুক্তরাজ্য), ২১ এপ্রিল:

    লন্ডনে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে। এ উপলড়্গে গতকাল হাইকমিশনের সম্মেলনকড়্গে ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরম্নত্ব ও তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যগণ যারা জীবন উৎসর্গ করে মহান স্বাধীনতা অর্জনে অগ্রনী ভূমিকা পালন করেছেন তাঁদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলড়্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ সহসভাপতি হোসনে আরা মতিন এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শামসুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। বক্তাগণ  মুক্তিযুদ্ধে ঐতিহাসিক মুজিবনগর সরকারের ভূমিকা ও তৎপর্য তুলে ধরেন।

হাইকমিশনার মো. আবদুল হান্নান হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা ও ঐতিহাসিক মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুজিবনগর সরকার মহান স্বাধীনতার পড়্গে জনমত গড়ে তোলার লড়্গ্যে আনত্মর্জাতিক ড়্গেত্রে বৈধভাবে যোগাযোগ করেন। তিনি মহান স্বাধীনতার ঘোষণা পত্রে কথা উলেস্নখ করে বলেন, এই স্বাধীনতা ঘোষণা পত্র পরবর্তীতে বাংলাদেশের সংবিধানে অনর্ত্মভুক্ত করা হয়েছে। বর্তমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধের মূল্যাবোধকে সুসংহত করার ড়্গেত্রে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম। তিনি প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাসত্মবায়নে এক সাথে কাজ করার জন্য আহ্বান জানান।

#

নাদীম/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৩৬

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে গুরম্নত্ব প্রদান করতে হবে
                                               -- স্পিকার
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
 বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের সকল মানুষের কল্যাণসাধনে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে সমগুরম্নত্ব প্রদান করতে হবে।
তিনি আজ ঢাকায় একটি হোটেলে আমেরিকান চেম্বার অভ্‌ কমার্স (এ্যামচেম) আয়োজিত গণতন্ত্র, অর্থনীতি ও বাণিজ্য শীর্ষক এক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।  
স্পিকার বলেন, আমাদের রাজনীতি ও নীতিনির্ধারণী মহলে বৈষম্য সৃষ্টির যে সমসত্ম প্রথাগত কাঠামো রয়েছে সেগুলোর মূলোৎপাটন করতে হবে। বৈষম্য থাকলে একটি দেশ দ্রম্নত গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও তা সমাজের সকল সত্মরের মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।
তিনি বলেন, সমাজের কোনো কোনো মানুষের প্রতিভা থাকলেও যথাযথ পরিচর্যা ও সুযোগ সৃষ্টির অভাবে সে প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায় না। আবার সমাজের কেউ কেউ  অধিকতর সুযোগসুবিধা পেলে  অন্যরা বঞ্চিত হয়। তিনি দেশের নীতিনির্ধারকদেরকে নীতিমালা প্রণয়নের ড়্গেত্রে এ বিষয়ে আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। আমাদের তৈরিপোশাক শিল্পসহ প্রতিটি কর্মড়্গেত্রে নারীরা তাদের যোগ্যতার স্বাড়্গর রাখছে। কিন' তারা শিড়্গা, স্বাস'্য, কর্মসংস'ান , মজুরি, সম্পদের অধিকার ইত্যাদি সকল ড়্গেত্রে বৈষম্যের শিকার। এ বাধা দূর করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরম্ন করে সকল পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগ করতে ও তৈরিপোশাক শিল্পের জন্য জিএসপি সুবিধা আদায়ে কাজ করার জন্য বাংলাদেশস' আমেরিকান চেম্বার অভ্‌ কমার্সের প্রতিনিধিদের আহ্বান জানান।    
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যামচেমের সভাপতি নূরম্নল ইসলাম ও আমেরিকান দূতবাসের চার্জ দ্য এফেয়ার্স ডেভিড মিলে (উধারফ গবধষব) বক্তৃতা করেন।
#

মোতাহের/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৩৫

হংকংয়ের বাণিজ্যমন্ত্রীর সাথে তোফায়েল আহমেদের বৈঠক
বিশেষ অর্থনৈতিক  জোনে বিনিয়োগের আহ্বান
হংকং, ২১ এপ্রিল:

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ শুরম্ন করেছে। বিনিয়োগের ড়্গেত্রে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগসুবিধা প্রদান করছে। হংকং চাইলে বাংলাদেশ সরকার একটি অর্থনৈতিক জোন বিনিয়োগের জন্য বরাদ্দ প্রদান করবে। সেখানে হংকংয়ের চাহিদা মোতাবেক সকল সুযোগসুবিধা প্রদান করা হবে। তিনি বলেন, বাংলাদেশের সাথে হংকংয়ের বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশের আনত্মরিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

    হংকংয়ে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ হংকংয়ের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন  বিষয়ক মন্ত্রী ঝঙ কঅস খবঁহম এৎবমড়ৎু -এর সাথে মতবিনিময়কালে একথা বলেন।
 
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য সম্পর্ক অনেক সম্প্রসারিত হচ্ছে। হংকংয়ে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরিপোশাক, হিমায়িত মাছ, শুকনো মাছ, শুকনো খাদ্য, পাটজাত পণ্য, তাবু, ক্যাপসহ বিভিন্ন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। হংকয়ের বাজারে এ সকল পণ্যের আমদানি বৃদ্ধি করা হলে উভয় দেশ লাভবান হবে। তিনি উভয় দেশের মধ্যে চলমান অর্থনৈতিক  সহযোগিতার জন্য হংকং-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দু’নেতা বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

    বৈঠকের পর উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লড়্গ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাড়্গর করা হয়। বাংলাদেশের পড়্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ এফ এম মনজুর কাদির এবং হংকংয়ের পড়্গে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের এসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ঝড়ঢ়যরধ ঈযড়হম এমওইউতে স্বাড়্গর করেন।

    উলেস্নখ্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল (২০ এপ্রিল) হংকংয়ে অনুষ্ঠিত ‘হংকং হাউজওয়্যার ফেয়ার-২০১৬’ এ বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন। হংকং ট্রেড ডেভেপলপমেন্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর বেনজামিন চাউ (ইবহলধসরহ ঈযধঁ) এ সময় উপসি'ত ছিলেন।
#

বকসী/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৩৪

দেশের মৎস্যখাতের উন্নয়নে মালদ্বীপের বিনিয়োগ প্রসত্মাব

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সাথে আজ মালদ্বীপের হাইকমিশনার ড. মোহাম্মদ আসিম (উৎ. গড়যধসবফ অংরস) এর দ্বিপাড়্গিক মতবিনিময়কালে বাংলাদেশের মৎস্যখাতের উন্নয়ন ও আধুনিকায়নে হাইকমিশনার তার দেশের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি মালদ্বীপের মৎস্যখাতের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের গভীর সমুদ্র এলাকায় মৎস্যখাতের উন্নয়নে কাজ করতে এবং এ ব্যাপারে একটি  সমঝোতা স্মারক (গড়ট) স্বাড়্গর করতে আগ্রহ প্রকাশ করেন।
    হাইকমিশনার মালদ্বীপের পড়্গ থেকে  প্রসত্মাবিত সমঝোতা স্মারকের একটি খসড়া শীঘ্রই মন্ত্রীর নিকট উপস'াপনের কথা জানান। খসড়া চূড়ানত্ম হবার পর দু’দেশের মন্ত্রিপর্যায়ে তা স্বাড়্গরের ব্যাপারেও সভায় আলোচনা হয়। মন্ত্রী দেশের মৎস্যখাতের ধারাবাহিক অগ্রগতির বর্ণনা দিয়ে মালদ্বীপের মতো দেশের গভীর সমুদ্র এলাকায় ‘মৎস্য প্রক্রিয়াজতকরণ পস্নান্ট’ গড়ে তোলার ব্যাপারে আগ্রহ দেখান। হাইকমিশনার বিষয়টি গুরম্নত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।
    মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত দ্বিপাড়্গিক সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, মালদ্বীপ হাইকমিশনের উপপ্রধান ও দ্বিতীয় সচিব মোহাম্মদ তাহসীন (গড়যধসবফ ঞযধযংববহ), মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ উপসি'ত ছিলেন।      
#

শাহ আলম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৩৩

শিড়্গাপ্রতিষ্ঠান জাতীয়করণের নামে অর্থ গ্রহণ করলে কঠোর ব্যবস'া

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):
শিড়্গাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদনসহ শিড়্গা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন স'ানে শিড়্গাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ উঠেছে।  
উলেস্নখ্য, শিড়্গাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিড়্গা মন্ত্রণালয়ের রম্নটিন কাজ। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রণালয়ে এ ধরনের কাজ সম্পন্ন হয়। এসব সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই। শিড়্গা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কখনো শিড়্গাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কাজের জন্য অর্থ গ্রহণ করেন না। শিড়্গা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা শিড়্গাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কোনো কাজের জন্য অর্থ গ্রহণ করেছেন বলে প্রমাণিত হলে তার বিরম্নদ্ধে কঠোর ব্যবস'া গ্রহণ করা হবে।
এসব কাজের নামে কাউকে কোন ধরনের অর্থ না দেয়ার জন্য শিড়্গাপ্রতিষ্ঠান সংশিস্নষ্টদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো  হয়েছে। কেউ এ ধরনের কাজের  কথা বলে অর্থ দাবি করলে তাকে নিকটস' থানায় সোপর্দ করার জন্য শিড়্গা মন্ত্রণালয়ের পড়্গ থেকে অনুরোধ জানানো হয়েছে।

#

সাইফুলস্নাহ/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/কামাল/২০১৬/১৫৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৩৩০


অনার্স দ্বিতীয় বর্ষ ২০১৫ সালের পরীড়্গা ২৪ এপ্রিলের পরিবর্তে ৬ মে অনুষ্ঠিত হবে

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪ এপ্রিল তারিখে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ২য় বর্ষের পরীড়্গা অনিবার্য কারণে স'গিত করা হয়েছে। স'গিত-এ পরীড়্গা ৬ মে ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে। এ পরীড়্গার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
#
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৩৩১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সিলেবাসে সংশোধনী

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিড়্গাবর্ষের (নিয়মিত ও প্রাইভেট) কোর্সে পাঠদান ও পরীড়্গা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিদ্যমান সিলেবাসে নিয়মিত কোর্সের ড়্গেত্রে যে সকল বিষয়ের সিলেবাসে মাঠকর্ম/ইন্টার্নশিপ দেয়া ছিল তার পরিবর্তে সকল শিড়্গার্থীর জন্য টার্ম পেপার প্রযোজ্য হবে এবং প্রাইভেট কোর্সের ড়্গেত্রে মাঠকর্ম/ইন্টার্নশিপ এর পরিবর্তে সকল শিড়্গার্থীকে ৪ (চার) ক্রেডিটের মৌখিক পরীড়্গায় অংশগ্রহণ করতে হবে।

    এ সংক্রানত্ম বিসত্মারিত সিলেবাস ও রেগুলেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ  থেকে জানা যাবে।
#
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৩৩২

স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সে রিলিজ সিস্নপে আবেদন ২৫ এপ্রিল

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল):

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/বিপিএড/বিএমএড/বিএসএড/এমএড/এমএসএড/এলএলবি শেষ বর্ষ ভর্তি কার্যক্রমে রিলিজ সিস্নপের অনলাইন আবেদন আগামী ২৫ এপ্রিল থেকে শুরম্ন হয়ে ৩০ এপ্রিল ২০১৬ তারিখ রাত ১২টা পর্যনত্ম চলবে। এ ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স'ান পায়নি অথবা স'ান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে তারা আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চায়ন করেনি তারা রিলিজ সিস্নপে আবেদন করতে পারবে না।
    এ ভর্তি বিষয়ে বিসত্মারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং <যঃঃঢ়://িি.িবফঁ.নফ/ধফসরংংরড়হং>) থেকে জানা যাবে।
#
ফয়জুল/মোবাস্বেরা/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা

 

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon