তথ্যবিবরণী নম্বর : ১৯৪৮
কাজ না করিয়ে শিশুকে স্কুলে পাঠান
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শিশুদের কাজ না করিয়ে স্কুলে পাঠাতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর আগাগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত শিশু মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাসাবাড়ি ও কলকারখানায় কাজ না করিয়ে শিশুদের স্কুলে পাঠান। শিশুদের শ্রমিক বানাবেন না, বিদ্যালয়ে পাঠান। শিশুশ্রমিককে বিদ্যালয়ের আলো বানান।’
এসময় শিশুদের জন্য বাজেটে আরো অর্থবরাদ্দ প্রয়োজন বলেও উল্লেখ করেন হাসানুল হক ইনু। বক্তৃতাকালে দেশপ্রেম ও সুস্থ-সুন্দর জীবন গড়তে উৎসাহব্যঞ্জক শ্লোগানে মন্ত্রীর সাথে গলা মেলায় শত শত শিশু।
অপরাজেয় বাংলাদেশ এর সেবাপ্রাপ্ত শিশুদের সাথে চেঞ্জিং দ্য লাইভ, সেভ বাংলাদেশ, ঢাকা আহছানিয়া মিশন ও আপন ফাউনোডশনের সেবাপ্রাপ্ত শিশুরা মিলে পাঁচ শতাধিক শিশু এ মিলনমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান ও নাচে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী।
#
আকরাম/মোশাররফ/জয়নুল/২০১৬/২২১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪৭
ধূমপান নিরুৎসাহিত করতেই তামাকপণ্যে শুল্কবৃদ্ধি
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
ধূমপান নিরুৎসাহিত করতেই প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যে শুল্কবৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন।
রোববার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ সেমিনার হলে বেসরকারি সংস্থা ‘গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি)’ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ঃ বিড়ি-শ্রমিক ও বিড়ি-শিল্প’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তামাকের ওপর শুল্ক বেড়েছে। ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে উপযুক্ত শুল্কনীতির বিকল্প নেই। ধুমপান নিরুৎসাহিত করতে সকল তামাকজাত পণ্যের ওপর শুল্কবৃদ্ধি এবং এ বিষয়ে বিড়ি ও সিগারেটের মধ্যে বৈষম্য অনুচিত।’
‘বিড়ি-শ্রমিকদের অধিকার যেন ক্ষুন্ন না হয় এবং প্রয়োজনে বিকল্প পেশার ব্যবস্থায় সংশ্লিষ্টদের যতœবান হতে হবে’, বলেন হাসানুল হক ইনু।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্যে আরডিসি’র চেয়ারপার্সন অধ্যাপক ড. মেসবাহ কামাল বিড়ি-শ্রমিকদের দুঃখ-দুর্দশা ও সিগারেটের তুলনায় বিড়ির ওপর অধিক শুল্ক ধার্যের বিষয়গুলো তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আব্দুস সবুর, ভরসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক ভরসা, বাংলাদেশ বিড়ি-শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙালী বক্তব্য রাখেন।
সেমিনারের সমাপ্তির আগে বিড়ি-শ্রমিকদের জীবনের ওপর নির্মিত ‘কুসুম কথা’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।
#
আকরাম/মোশাররফ/জয়নুল/২০১৬/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪৬
দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রশাসনে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। দুর্নীতি করে কেউ ংপার পাবে না।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় নায়েম মিলনায়তনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের আওতায় সারা দেশে একাডেমিক সুপারভাইজারদের মধ্যে ৩১৩টি মোটরসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্নীতি করে কেঊ শিক্ষা মন্ত্রণালয়ে টিকতে পারবে না এবং তাদেরকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে ও কেনাকাটায় সর্বোচ্চ সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং সেসিপ এর যুগ্ম প্রোগ্রাম পরিচালক রতন কুমার রায়ও বক্তৃতা করেন ।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত ৭৫ টি প্রকল্পের মধ্যে সবচেয়ে সফল প্রকল্প হিসেবে সেসিপকে স¦ীকৃতি দিয়েছে এডিবি। সারাদেশে ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ শত শিক্ষা প্রশাসন কার্যালয়কে অবকাঠামোগত সহায়তা প্রদানে গৃহীত ৫০০০ কোটি টাকার সেসিপ প্রকল্পের এ সুনাম অক্ষুণœ রাখতে সংশ্লিষ্টদের নিবেদিতপ্রাণে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪৫
সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
দশম জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকের মুলতুবি বৈঠক আজ কমিটি সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কিছু সংশোধনসাপেক্ষে জাতীয় সংসদে চূডান্ত রিপোর্ট প্রদানের জন্য সুপারিশ করা হয়।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪৪
তিনটি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের নির্দেশ
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। কলেজগুলো হচ্ছে রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ এবং আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ। শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যান্য বেসরকারি কলেজে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেয়া হবে।
আজ সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ নির্দেশ দেন।
সভায় নীতিমালা না মানায় চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত এবং একই জেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে কমিয়ে ৭৫ এ বরাদ্দ করা হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে পরিদর্শন কমিটিকে নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজের মান বজায় না থাকলে দেশে সুচিকিৎসক পাওয়া যাবে না। শুধুমাত্র সার্টিফিকেট বিতরণের জন্য কলেজের কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া যায় না। কলেজের কার্যক্রমের মান সুরক্ষায় সরকার কঠোরভাবে তদারকি করবে। এ সময় পরিদর্শন কমিটির প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি ইতোমধ্যে ২৫টি বেসরকারি কলেজের পরিদর্শন কাজ সম্পন্ন করেছে বলে সভায় জানানো হয়।
আগামীতে বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন, নবায়ন ও আসন সংখ্যা বৃদ্ধির সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের পৃথক পৃথক পরিদর্শন প্রতিবেদন সমন্বিতভাবে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শহীদুল্লাসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিনগণ, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪৩
কুসংস্কার নারী অগ্রগতির অন্যতম অন্তরায়
----মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ধর্মের অপব্যাখ্যা ও কুসংস্কার নারী অগ্রগতির অন্যতম অন্তরায়। এই বিষয়ে জনসাধারণ, বিশেষ করে, কিশোরকিশোরীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোরকিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কার্যক্রমের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কিশোরকিশোরীরা সঠিক দিকনির্দেশনা পেলে উন্নত জাতি গঠন সহজ হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে অধিদপ্তরের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা এবং জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর কিশোরকিশোরীদের ক্লাবে সংগঠিত করে জীবন দক্ষতার উপাদান, শিশু অধিকার, শিশু পাচার, জন্ম নিবন্ধন, জেন্ডারভিত্তিক বৈষম্য, নারী অধিকার, বাল্যবিবাহ, বিবাহ নিবন্ধন, যৌতুক, ইভটিজিং, যৌন নির্যাতন ও নিপীড়ন, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, আইনি সহায়তা, মাদকাসক্তি, প্রতিবন্ধী, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা, এইচআইভি/এইডস ইত্যাদি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। অধিদপ্তর সারাদেশে সাত বিভাগের ৭ জেলায় ৪৪ উপজেলার সকল ইউনিয়নে এই ক্লাব পরিচালনা করছে। জেলাসমূহ হলো- গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, ঝালকাঠী, রাঙ্গামাটি, মৌলভীবাজার, সিরাজগঞ্জ। সারা দেশে এই কার্যক্রম চালু হবে শীঘ্রই।
#
খায়ের/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪২
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
দশম জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং সেলিনা বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে উন্নত দেশগুলো ঔষধ প্রস্তুতের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত নিয়ন্ত্রণমূলক কৌশল হিসেবে যে প্রযুক্তি ব্যবহার করছে বাংলাদেশেও সেগুলোকে গুরুত্বের সাথে অনুসরণের সুপারিশ করা হয়। সংসদীয় কমিটি কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির পেশকৃত প্রতিবেদনে উল্লিখিত ২০টি ঔষধ কোম্পানির লাইসেন্স বাতিলকরণের আইনি প্রক্রিয়া সমাপ্ত করে দ্রুত বাস্তবায়ন করার জোর সুপারিশ করে। তাছাড়া ঔষধ কোম্পানিগুলোর পরিদর্শন টিমের কার্যক্রম অব্যাহত রাখারও সুপারিশ করা হয়।
কমিটি ভেজাল ঔষধ তৈরি প্রতিরোধে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিদ্যমান আইন ও বিধিমালাকে সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে শক্তিশালী করার সুপারিশ করে। তাছাড়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সৃজনকৃত পদে জরুরিভিত্তিতে জনবল নিয়োগেরও সুপারিশ করা হয়।
বৈঠকে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে সরবরাহকৃত আইসিইউ ও এমআরআই মেশিনগুলো অনতিবিলম্বে সচল করার সুপারিশ করা হয়।
কমিটি গোপালগঞ্জ এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের তৃতীয় শাখা কারখানা স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার জন্য সুপারিশ করে। এছাড়াও গোপালগঞ্জ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করারও সুপারিশ করে।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৬১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪১
মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারে কর্মসূচি নেয়া হবে
---বস্ত্র প্রতিমন্ত্রী
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত ‘মসলিন’ কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ড একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে। এতে তাঁতবস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাঁতিদের আয় বৃদ্ধি হবে। পাশাপাশি প্রান্তিক দরিদ্র তাঁতিদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে।
আজ সচিবালয়ে এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। বস্ত্রশিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারে করণীয় বিষয়ে এ সভা আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, তাঁতি সমাজকে পুনর্বাসন করা হবে। সভায় জানানো হয়, চলতি বছরের ২ জুন ৩৭১ জন তাঁতির মধ্যে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার, তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহম্মেদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রেজাউল কাদের ও আবু ছাইদ শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
সৈকত/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৬০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪০
বাজার তদারকি
৩০ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৮ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
বাণিজ্য মন্ত্রণালয়াধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয় ১১ জুন ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী মহানগরে বাজার তদারকি করে। বাজার তদারকিকালে ৩০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন বিএফ শপিং কমপ্লেক্সে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে আনন্দ কনফেকশনারিকে ১৬ হাজার ও মজনু ফলের দোকানকে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মিতা স্টোরকে ২৫ হাজার টাকা, পোস্টাল স্টোরকে ৩০ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোলু মাংস বিতানকে ২ হাজার টাকা ও মাহাতাব মাংস বিতানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে নামিবা রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও আল ইসমাইল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার জরিমানা করা হয়।
মহানগরীর শেরে বাংলানগর ও মিরপুর মডেল থানা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঢাকা মহানগরীর শাহআলী ও পল্লবী এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামের পাঁচলাইশ, চকবাজার ও কোতয়ালী থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও অবহেলার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা এবং রাজশাহীর মতিহার থানা, শ্যামপুর ও বোয়ালিয়া থানায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকি কালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও মহানগর পুলিশ, মৎস্য কর্মকর্তা, ক্যাব, স্যানিটারি ইন্সপেক্টর ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধি এসব তদারকি কার্যে সহায়তা করে।
#
আফরোজা/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৩৮
শিল্প উৎপাদনে দক্ষতা বৃদ্ধি বিষয়ক আন্তর্জাতিক ফোরামে যোগ দিতে কুনমিং গেছেন শিল্পমন্ত্রী
ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):
চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী (৪ঃয ঈযরহধ-ঝড়ঁঃয অংরধ ঊীঢ়ড়) এবং ২৪তম চীনা কুনমিং আমদানি-রপ্তানি পণ্য মেলা (২৪ঃয ঈযরহধ কঁহসরহম ওসঢ়ড়ৎঃ ্ ঊীঢ়ড়ৎঃ ঈড়সসড়ফরঃরবং ঋধরৎ) উপলক্ষে ১৩ জুন গণচীনের কুনমিংয়ে ‘শিল্প উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা বিষয়ক আন্তর্জাতিক ফোরাম (ওহঃবৎহধঃরড়হধষ চৎড়ফঁপঃরড়হ ঈধঢ়ধপরঃু ঈড়ড়ঢ়বৎধঃরড়হ ঋড়ৎঁস)’ অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ১১ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে চীনা কুনমিং আমদানি রপ্তানি পণ্য মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীও চলবে। চীন সরকারের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সম্পর্কিত আন্তর্জাতিক বিভাগ দু’দিনব্যাপী ১২ ও ১৩ জুন এই মেলার আয়োজন করেছে।
এছাড়া ১৩ জুন কুনমিং ওয়ান্ডা ভিস্তা হোটেলে শিল্প উৎপাদনে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা বিষয়ক আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হবে। এতে চীন, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর শিল্পমন্ত্রী, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞসহ প্রায় ৩শ’ প্রতিনিধি অংশ নিচ্ছেন। ফোরামে চীন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতা উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। শিল্পমন্ত্রী এতে বাংলাদেশের শিল্পখাতে অর্জিত সাম্প্রতিক সাফল্য এবং সহায়তার ক্ষেত্র সম্পর্কে তুলে ধরবেন।
একই দিন বিকেলে তিনি আন্তর্জাতিক উৎপাদন দক্ষতা বিষয়ক সহায়তা জোরদার সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এ সময় তিনি বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে চীনা বিনিয়োগ এবং চীনের শ্রমঘন শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব তুলে ধরবেন। সফরকালে শিল্পমন্ত্রী ইউনান প্রদেশের গভর্ণর চেন হাউ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
শিল্পমন্ত্রীর কুনমিং সফর বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
শিল্পমন্ত্রী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।
#
জলিল/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/কামাল/২০১৬/১৪১৫ ঘণ্টা